অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩ Logo তরমুজে হাসি, তরমুজে কান্না! “তরমুজ চাষে সর্বশান্ত হয়েছেন অনেক চাষি” Logo এমপি গাজীর পক্ষে রূপগঞ্জ বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আবুল বাসার টুকু Logo বিআরটিএর অভিযানে বাড়তি ভাড়া ফেরত পেলেন যাত্রীরা Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান “মোফাজ্জল হোসেন লিপু” Logo যাত্রীসাধারনের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য কাজ করে যাচ্ছে খুলনা বিআরটিএ Logo ড্রাইভিং লাইসেন্স প্রদানে অনিয়ম ঝিনাইদহ বিআরটিএ এডি আতিয়ার রহমানের বিরুদ্ধে Logo রূপগঞ্জ সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে এক শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ Logo পাটগ্রাম তিস্তার চড়ে, বাড়ছে গমের চাষ Logo ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্ভীঘ্ন ও আনন্দময় করার জন্য মাঠে চট্টগ্রাম বিআরটিএ

সীতাকুন্ডের ভাংচুর আগুন: কোটি টাকার ক্ষতি ২০ কি:মি: যানজট

এম,ইব্রাহিম খলিল,:
সীতাকুন্ডের এক্্েরল লোডে ভাংচুর আগুন কোটি টাকার ক্ষতি, ২০ কি:মি: যানজট বেশী ওজন বহনে জরিমানার প্রতিবাদে এই ঘটনা ঘটে।
উপজেলার বড় দারগাহাট এক্্েরললোডে নির্ধারিত ওজনের বেশী বহন করলে জরিমানা করার প্রতিবাদে এক্্রল লোডে ভাংচুর আগুন দিয়ে জালিয়ে দিয়েছে দূর্বৃত্তরা ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন বিভাগ গত ১৬/০৮/ ২০১৬ইং নির্ধারিত ওজনের বেশী বহনকারী যানবাহনের জন্য নতুন জরিমানার রেট নির্ধারণ করে সিডিউল (প্রজ্ঞাপন)জারী করেন ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আরোপ করতে গিয়ে ড্রাইভার হেলপার রা প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রথমে অবরোধ করে। রাত ১টায় ভাংচুর চালায় রাত দেড় টায় বস্তার মধ্যে তেল লাগিয়ে লাঠির মাথায় করে আগুনে ধরিয়ে দিয়ে সর্ম্পূন এক্্েরল লোড অফিসের ভিতরে ভস্মিভুত করে। এতে সরকারি সম্পদের ক্ষতিসাধন করে ৬০লক্ষ টাকার অনু: ক্ষতির কথা বলেলও অভিজ্ঞ মহল মনে করেন কোটি টাকার উপরে ক্ষতি করেছে দূবৃর্ত্তরা।
স্থানীয় সুত্রে জানা যায় পুলিশের উপস্থিতে সরকারি সম্পদের ক্ষতি করেছে দূবৃত্তরা,পুলিশ নিরব ভুমিকা পালন করছে।

উল্লেখ্য নির্ধারিত ওজন সীমা ৬ চাকা ১৫ টন, ১০ চাকা ২৫ টন, ১৪ চাকা ৩৩টন, ১৮ চাকা ৩৮ টন, ২২চাকা ৪১ টন, ২৬ চাকা ৪৪ টন, এর উর্দ্ধে বহন করলে ২০০০, ৪০০০, ৬০০০, ১২০০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করার প্রজ্ঞাপন জারী করেছে মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে যুগ্ম সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার।
চাকা বেদে জরিমানা ১৫টন হইতে ৫৫ টন পর্যন্ত দুই হাজার হইতে সর্বচ্চ বার হাজার টাকা।
চালকের সাথে কথা বলে জানা যায় ৬চাকার যানবাহন ১৮.৫ টন নিলে বার হাজার টাকা , ২৬ চাকা ৪৪ টনের উর্দ্ধে ৫৫টন মাল বহন করলে বার হাজার টাকা জরিমানা দিতে হয় । এছাড়াও ড্রাইভারদের খাওয়া খরচ ছাড়া তেমন টাকা থাকে না গাড়ীর কাগজ লাইসেন্স রেখে দে, মহাসড়কের ড্রাইভার ইউসুফ বলেন জরিমানা দিলে মালিক দিবে ড্রাইভারের কি আসে যায় । সরকারি স্থাপনায় ভাংচুর অগ্নিসংযোগ করার প্রশ্নই আসেনা তিনি বলেন স্থানীয় সার্থন্নেসী মহল এই ভাংচুর অগ্নিসংযোগ করে ড্রাইভারদের উপর চাপিয়ে দিচ্ছে।
গত ২৪/৭/১৬ইং সীতাকুন্ড উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রুহুল আমিন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছিলেন বড় দারগাহাট এক্্েরল লোডে নির্ধারিত ওজনের বেশী বহণ করার অপরাধে ত্রিশটি গাড়ী কে ওভার লোডের জন্য জরিমানা করা হয়। প্রতিবাদে সেই দিন সন্ধ্যায় ২ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কথিত ড্রাইভাররা সাথে যোগ হয় স্থানীয় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেছিল। সে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করলে রাষ্ট্রিয় সম্পদের ক্ষতি হইতে রক্ষা পেত বলে বিষেøশকরা মনে করেন।
এক্্েরল লোড পরির্দশন করেছেন সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম, এ এস পি সার্কেল মাহবুবুর রহমান, উপ বিভাগিয় প্রকৌশলী আশিক কাদেরী,
এব্যাপারে সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম জানান মামলার করা হয়েছে আইনগত ব্যাবস্থা নেয়া হবে । এ এস পি সার্কেল মাহবুবুর রহমান বলেন রাষ্ট্রিয় সম্পদের উপর আক্রমন করে কেউ রেহাই পাবে না , প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩

সীতাকুন্ডের ভাংচুর আগুন: কোটি টাকার ক্ষতি ২০ কি:মি: যানজট

আপডেট টাইম : ০২:৪৭:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ অগাস্ট ২০১৬

এম,ইব্রাহিম খলিল,:
সীতাকুন্ডের এক্্েরল লোডে ভাংচুর আগুন কোটি টাকার ক্ষতি, ২০ কি:মি: যানজট বেশী ওজন বহনে জরিমানার প্রতিবাদে এই ঘটনা ঘটে।
উপজেলার বড় দারগাহাট এক্্েরললোডে নির্ধারিত ওজনের বেশী বহন করলে জরিমানা করার প্রতিবাদে এক্্রল লোডে ভাংচুর আগুন দিয়ে জালিয়ে দিয়েছে দূর্বৃত্তরা ।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক পরিবহন বিভাগ গত ১৬/০৮/ ২০১৬ইং নির্ধারিত ওজনের বেশী বহনকারী যানবাহনের জন্য নতুন জরিমানার রেট নির্ধারণ করে সিডিউল (প্রজ্ঞাপন)জারী করেন ।
মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আরোপ করতে গিয়ে ড্রাইভার হেলপার রা প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক প্রথমে অবরোধ করে। রাত ১টায় ভাংচুর চালায় রাত দেড় টায় বস্তার মধ্যে তেল লাগিয়ে লাঠির মাথায় করে আগুনে ধরিয়ে দিয়ে সর্ম্পূন এক্্েরল লোড অফিসের ভিতরে ভস্মিভুত করে। এতে সরকারি সম্পদের ক্ষতিসাধন করে ৬০লক্ষ টাকার অনু: ক্ষতির কথা বলেলও অভিজ্ঞ মহল মনে করেন কোটি টাকার উপরে ক্ষতি করেছে দূবৃর্ত্তরা।
স্থানীয় সুত্রে জানা যায় পুলিশের উপস্থিতে সরকারি সম্পদের ক্ষতি করেছে দূবৃত্তরা,পুলিশ নিরব ভুমিকা পালন করছে।

উল্লেখ্য নির্ধারিত ওজন সীমা ৬ চাকা ১৫ টন, ১০ চাকা ২৫ টন, ১৪ চাকা ৩৩টন, ১৮ চাকা ৩৮ টন, ২২চাকা ৪১ টন, ২৬ চাকা ৪৪ টন, এর উর্দ্ধে বহন করলে ২০০০, ৪০০০, ৬০০০, ১২০০০ টাকা পর্যন্ত জরিমানা আদায় করার প্রজ্ঞাপন জারী করেছে মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে যুগ্ম সচিব মো: হুমায়ুন কবীর খোন্দকার।
চাকা বেদে জরিমানা ১৫টন হইতে ৫৫ টন পর্যন্ত দুই হাজার হইতে সর্বচ্চ বার হাজার টাকা।
চালকের সাথে কথা বলে জানা যায় ৬চাকার যানবাহন ১৮.৫ টন নিলে বার হাজার টাকা , ২৬ চাকা ৪৪ টনের উর্দ্ধে ৫৫টন মাল বহন করলে বার হাজার টাকা জরিমানা দিতে হয় । এছাড়াও ড্রাইভারদের খাওয়া খরচ ছাড়া তেমন টাকা থাকে না গাড়ীর কাগজ লাইসেন্স রেখে দে, মহাসড়কের ড্রাইভার ইউসুফ বলেন জরিমানা দিলে মালিক দিবে ড্রাইভারের কি আসে যায় । সরকারি স্থাপনায় ভাংচুর অগ্নিসংযোগ করার প্রশ্নই আসেনা তিনি বলেন স্থানীয় সার্থন্নেসী মহল এই ভাংচুর অগ্নিসংযোগ করে ড্রাইভারদের উপর চাপিয়ে দিচ্ছে।
গত ২৪/৭/১৬ইং সীতাকুন্ড উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: রুহুল আমিন ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেছিলেন বড় দারগাহাট এক্্েরল লোডে নির্ধারিত ওজনের বেশী বহণ করার অপরাধে ত্রিশটি গাড়ী কে ওভার লোডের জন্য জরিমানা করা হয়। প্রতিবাদে সেই দিন সন্ধ্যায় ২ঘন্টা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে কথিত ড্রাইভাররা সাথে যোগ হয় স্থানীয় সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেছিল। সে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করলে রাষ্ট্রিয় সম্পদের ক্ষতি হইতে রক্ষা পেত বলে বিষেøশকরা মনে করেন।
এক্্েরল লোড পরির্দশন করেছেন সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম, এ এস পি সার্কেল মাহবুবুর রহমান, উপ বিভাগিয় প্রকৌশলী আশিক কাদেরী,
এব্যাপারে সড়ক জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদুল আলম জানান মামলার করা হয়েছে আইনগত ব্যাবস্থা নেয়া হবে । এ এস পি সার্কেল মাহবুবুর রহমান বলেন রাষ্ট্রিয় সম্পদের উপর আক্রমন করে কেউ রেহাই পাবে না , প্রয়োজনীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।