পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র অভিযানে ৪০৫টি মামলায় দশ লক্ষাধিক টাকা জরিমানা আদায় Logo পাটগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন Logo পুলিশের অভিযানে পাঁচজন মাদকসেবী গ্রেফতার Logo বুড়িমারী স্থলবন্দর তিন দিন বন্ধের ঘোষণা Logo বরেন্দ্র শেচ প্রকল্পের খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু। Logo নওগাঁর ইয়াদ আলীর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু Logo বগুড়ায় মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আমষট্ট নয়ন পার্ক দর্শনার্থীদের ভিড়ে মুখর Logo ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আহতদের ৩ লাখ অনুদান ঘোষণা Logo ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩

নকল বাবার অশ্লীল কীর্তি, এমএমএসে পর্দাফাঁস

ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি এমএমএস উত্তরপ্রদেশের বারাঙ্বাকী জেলার এক নকলী বাবা অশ্লীল কাণ্ডকারখানার পর্দাফাঁস করে দিয়েছে৷ স্বংয়ভু বাবা মহিলাদের অশ্লীল ভিডিও বানিয়ে তাদের ব্ল্যাকমেইল করতেন৷ বেশিরভাগ ক্ষেত্রে নিঃসন্তান মহিলাদেরই তিনি শিকার বানাতেন৷ তিনি চিকিৎসার নামে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন৷

বারাঙ্বাকী জেলার কোতয়ালি এলাকার গটনা৷ সেখানে শঙ্কর নিবারী ওরফে পরমানন্দ বাবা মা কালী হরই ধাম নামে একটি আশ্রম বানান৷ প্রতিদিন বাবাকে ঘিরে তার তার অসংখ্য ভক্ত, বিশেষ করে মহিলা ভক্ত৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে বাবার অশ্লীল কীর্তি দেখা যায়৷

বাবা মহিলাদের ভুলিয়ে তাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করতেন ও অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও বানিয়ে রাখত৷ পরে ওই ভিডিয়ের সাহায্যে তিনি মহিলাদের ব্ল্যাকমেইল করতেন৷ কিন্তু, বাবা হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি তারই বানানো ভিডিও তার মুখোশ টেনে খুলে দেবে৷

আসলে বাবা ধনী মহিলাদের ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন ধরে পয়সা আদায় করতেন৷ এই কারণেই তার সম্পত্তি দিন দিন ফুলে ফেঁপে উঠছিল৷ কিন্তু বাধ সাধল একটি কম্পিউটার৷ আসলে, বাবার আশ্রমের একটি কম্পিউটার হঠাৎ খারাপ হওয়ায় সেটিকে বাইরে মেরামতির জন্য পাঠান হয়৷ সেই কম্পিউটার থেকেই বাবার কীর্তি ফাঁস হয়৷

জানা গিয়েছে, বাবা পরমানন্দ নিজের আশ্রমে নিঃসন্তান মহিলাদের চিকিৎসা করতেন৷ তন্ত্র-মন্ত্রের সাহায্যে মহিলাদের পুত্রসন্তান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি মহিলাদের যৌনশোষণ করতেন৷ সে ঘরে এ সব করা হয় সেখানেই একটি গোপন ক্যামেরা লাগান থাকত যা সমস্ত ভিডিও রেকর্ড করতে নিত৷ এর সাহায্যেই বাবা ব্ল্যাকমেইলিংয়ের ব্যবসা চালিয়ে দিন দিন ধনী হয়ে উঠছিলেন৷ বাবার ভক্তের মধ্যে বড় বড় আধিকারিকও সামিল রয়েছেন৷

গিরীশ তিওয়ারি নামের এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, বাবা মহিলাদের যৌন শোষণের পাশাপাশি তাদের কাছ থেকে অর্থ আদায় করত৷ অর্থ আদায়ের পর তিনি তাদের ছেড়ে দিতেন৷ ওই মহিলাদের মধ্যে কয়েকজনকে তিনি দালাল হিসেবে কাজে লাগাতেন৷ গিরীশের দাবি, বাবার সঙ্গে কিছু পুলিশকর্মীও যুক্ত ছিলেন, এই কারণে পুলিশ কখনও বাবার আশ্রমে তল্লাশি করেনি৷ কোনও পুলিশ আধিকারিক আশ্রমের বিরুদ্ধে তদন্ত শুরু করলে বাবা তার লোকবল কাজে লাগিয়ে তার ট্রান্সফার করিয়ে দিতেন৷

এমএমএস ভাইরাল হওয়ার পর মামলা পুলিশের কাছে পৌঁছায়৷ এরপরেই এসপির নির্দেশে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে৷ পুলিশ বাবা পরমানন্দের বিরুদ্ধে প্রতারণা ও আইটি অ্যাক্টের ধারায় মামলা দায়ের করেছে৷

বারাঙ্বাকীর এসপি আব্দুল হামিদ জানিয়েছেন, সিও সিটিকে মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ যে ভিডিওটি সামনে এসেছে সেটিও খতিয়ে দেখা হবে৷ তথ্য প্রমাণের ভিত্তিতের তদন্ত করা হবে৷ এসপি আরও জানিয়েছেন, পরমানন্দ বাবার বিরুদ্ধে এর আগও প্রায় ন’টি অভিযোগ জমা পড়েছে৷ এসপি জানান, পুলিশ আশ্রমে গিয়েছিল, কিন্তু সেখানে পরমানন্দ বাবাকে পাওয়া যায়নি৷ সেখানে কেবল কিছু মহিলা ও পুরুষই ছিল৷ আপাতত মামলায় তদন্ত চলছে

Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদেশে সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র অভিযানে ৪০৫টি মামলায় দশ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

নকল বাবার অশ্লীল কীর্তি, এমএমএসে পর্দাফাঁস

আপডেট টাইম : ০৭:১৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬

ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি এমএমএস উত্তরপ্রদেশের বারাঙ্বাকী জেলার এক নকলী বাবা অশ্লীল কাণ্ডকারখানার পর্দাফাঁস করে দিয়েছে৷ স্বংয়ভু বাবা মহিলাদের অশ্লীল ভিডিও বানিয়ে তাদের ব্ল্যাকমেইল করতেন৷ বেশিরভাগ ক্ষেত্রে নিঃসন্তান মহিলাদেরই তিনি শিকার বানাতেন৷ তিনি চিকিৎসার নামে মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেন৷

বারাঙ্বাকী জেলার কোতয়ালি এলাকার গটনা৷ সেখানে শঙ্কর নিবারী ওরফে পরমানন্দ বাবা মা কালী হরই ধাম নামে একটি আশ্রম বানান৷ প্রতিদিন বাবাকে ঘিরে তার তার অসংখ্য ভক্ত, বিশেষ করে মহিলা ভক্ত৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে বাবার অশ্লীল কীর্তি দেখা যায়৷

বাবা মহিলাদের ভুলিয়ে তাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করতেন ও অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও বানিয়ে রাখত৷ পরে ওই ভিডিয়ের সাহায্যে তিনি মহিলাদের ব্ল্যাকমেইল করতেন৷ কিন্তু, বাবা হয়ত স্বপ্নেও ভাবতে পারেননি তারই বানানো ভিডিও তার মুখোশ টেনে খুলে দেবে৷

আসলে বাবা ধনী মহিলাদের ব্ল্যাকমেইল করে দীর্ঘদিন ধরে পয়সা আদায় করতেন৷ এই কারণেই তার সম্পত্তি দিন দিন ফুলে ফেঁপে উঠছিল৷ কিন্তু বাধ সাধল একটি কম্পিউটার৷ আসলে, বাবার আশ্রমের একটি কম্পিউটার হঠাৎ খারাপ হওয়ায় সেটিকে বাইরে মেরামতির জন্য পাঠান হয়৷ সেই কম্পিউটার থেকেই বাবার কীর্তি ফাঁস হয়৷

জানা গিয়েছে, বাবা পরমানন্দ নিজের আশ্রমে নিঃসন্তান মহিলাদের চিকিৎসা করতেন৷ তন্ত্র-মন্ত্রের সাহায্যে মহিলাদের পুত্রসন্তান দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি মহিলাদের যৌনশোষণ করতেন৷ সে ঘরে এ সব করা হয় সেখানেই একটি গোপন ক্যামেরা লাগান থাকত যা সমস্ত ভিডিও রেকর্ড করতে নিত৷ এর সাহায্যেই বাবা ব্ল্যাকমেইলিংয়ের ব্যবসা চালিয়ে দিন দিন ধনী হয়ে উঠছিলেন৷ বাবার ভক্তের মধ্যে বড় বড় আধিকারিকও সামিল রয়েছেন৷

গিরীশ তিওয়ারি নামের এক প্রত্যক্ষদর্শী অভিযোগ করেন, বাবা মহিলাদের যৌন শোষণের পাশাপাশি তাদের কাছ থেকে অর্থ আদায় করত৷ অর্থ আদায়ের পর তিনি তাদের ছেড়ে দিতেন৷ ওই মহিলাদের মধ্যে কয়েকজনকে তিনি দালাল হিসেবে কাজে লাগাতেন৷ গিরীশের দাবি, বাবার সঙ্গে কিছু পুলিশকর্মীও যুক্ত ছিলেন, এই কারণে পুলিশ কখনও বাবার আশ্রমে তল্লাশি করেনি৷ কোনও পুলিশ আধিকারিক আশ্রমের বিরুদ্ধে তদন্ত শুরু করলে বাবা তার লোকবল কাজে লাগিয়ে তার ট্রান্সফার করিয়ে দিতেন৷

এমএমএস ভাইরাল হওয়ার পর মামলা পুলিশের কাছে পৌঁছায়৷ এরপরেই এসপির নির্দেশে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে৷ পুলিশ বাবা পরমানন্দের বিরুদ্ধে প্রতারণা ও আইটি অ্যাক্টের ধারায় মামলা দায়ের করেছে৷

বারাঙ্বাকীর এসপি আব্দুল হামিদ জানিয়েছেন, সিও সিটিকে মামলার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে৷ যে ভিডিওটি সামনে এসেছে সেটিও খতিয়ে দেখা হবে৷ তথ্য প্রমাণের ভিত্তিতের তদন্ত করা হবে৷ এসপি আরও জানিয়েছেন, পরমানন্দ বাবার বিরুদ্ধে এর আগও প্রায় ন’টি অভিযোগ জমা পড়েছে৷ এসপি জানান, পুলিশ আশ্রমে গিয়েছিল, কিন্তু সেখানে পরমানন্দ বাবাকে পাওয়া যায়নি৷ সেখানে কেবল কিছু মহিলা ও পুরুষই ছিল৷ আপাতত মামলায় তদন্ত চলছে