অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন Logo পুলিশের অভিযানে পাঁচজন মাদকসেবী গ্রেফতার Logo বুড়িমারী স্থলবন্দর তিন দিন বন্ধের ঘোষণা Logo বরেন্দ্র শেচ প্রকল্পের খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু। Logo নওগাঁর ইয়াদ আলীর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু Logo বগুড়ায় মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আমষট্ট নয়ন পার্ক দর্শনার্থীদের ভিড়ে মুখর Logo ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আহতদের ৩ লাখ অনুদান ঘোষণা Logo ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩ Logo তরমুজে হাসি, তরমুজে কান্না! “তরমুজ চাষে সর্বশান্ত হয়েছেন অনেক চাষি”

সবচেয়ে নোংরা ছয়টি জিনিস

ডেস্ক : টাকা সবারই দরকার৷ অথচ টাকা কিন্তু খুবই নোংরা৷ এমন জিনিস আরো আছে, যেগুলো খুব নোংরা এবং সে কারণে জীবাণুতেও ভরা৷ প্রত্যেকটি জিনিসই পরিষ্কার রাখা দরকার৷ এসব স্পর্শ করার পর হাত না ধু’লে বিপদ হতে পারে৷

স্মার্টফোন
ফোন, বিশেষ করে স্মার্টফোন ছাড়া এখন জীবনই যেন অচল৷ বিজ্ঞানীরা বলছেন, ব্যবহৃত স্মার্টফোন টয়লেটের চেয়েও নোংরা৷ কখনো কখনো নাকি টয়লেটের চেয়ে অন্তত দশগুণ ব্যাকটিরিয়া থাকে স্মার্টফোনে৷ হাফিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনেও বলা হয়েছে এই কথা৷ সুতরাং সবারই উচিত মোবাইলে অ্যান্টিব্যাকটিরিয়াল কোটিং ব্যবহার করা কিংবা প্রতিদিন অন্তত একবার ‘অ্যান্টিব্যাকটিরিয়াল ওয়াইপস’ দিয়ে মোবাইলটি পরিষ্কার করা৷

ইয়ারফোন
ইয়ারফোন বা ইয়ারবাডসের ব্যবহারও দিনদিন বাড়ছে৷ কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের বড় একটা অংশই কানে এ ধরনের যন্ত্র লাগিয়ে গান শুনতে ভালোবাসে৷ অনেকে ফোনে কথাও বলে ইয়ারফোন কানে গুঁজে৷ এই বস্তুটিতেও কিন্তু ব্যাকটিরিয়া গিজগিজ করে৷ সুতরাং তা নিয়মিত পরিষ্কার করা অত্যাবশ্যক৷ পুরোনো টুথব্রাশ দিয়ে প্রথমে বাইরের ধুলা বিদায় করে তারপর গরম পানিতে ভিজানো নরম কাপড় দিয়ে মুছে নিলেই এটি বেশ পরিষ্কার হয়ে যায়৷

কম্পিউটার কি-বোর্ড এবং মাউস
কাজ থামিয়ে এক্ষুনি আপনার কম্পিউটারের কি-বোর্ড আর মাউসটা একটু দেখুন৷ দু’টোতেই কত ময়লা জমেছে, তা খালিচোখেই বুঝতে পারছেন তো? বিজ্ঞানীরা বলছেন, টয়লেটের চেয়ে পাঁচগুণ ব্যাকটিরিয়া থাকে কি-বোর্ড এবং মাউসে৷ তাই ভ্যাকুয়াম ক্লিনারের পাইপের সামনের অংশটি খুলে পাইপটি ওপরে ধরে এগুলোর ভেতরের ধুলা পরিষ্কার করা যেতে পারে৷ তারপর অবশ্যই অ্যান্টিব্যাকটিরিয়াল ওয়াইপস দিয়ে কি-বোর্ড আর মাউস মুছে নেয়া উচিত৷

গাড়ির স্টিয়ারিং
গাড়ির স্টিয়ারিংও প্রতিদিনই পরিষ্কার করা উচিত, কেননা, এটাও ব্যাকটিরিয়ার আদর্শ ‘বিচরণভূমি’৷

টুথব্রাশ
টুথব্রাশ দাঁত পরিষ্কার করে, কিন্তু টুথব্রাশ পরিষ্কার করে কে? আসলে খুব কম মানুষই টুথব্রাশ পরিষ্কার করে৷ অথচ টয়লেট থেকে জীবাণু সহজেই এতে আশ্রয় নিতে পারে বলে এটা পরিষ্কার রাখা আরো বেশি দরকার৷

শপিং ব্যাগ
বারবার ব্যবহার করা যায় এমন শপিং ব্যাগগুলোও পরিষ্কার না করলে সেই ব্যাগে যখন যা কিনে আনবেন, তা-ই জীবাণুযুক্ত হবে৷ সুতরাং শপিং ব্যাগও নিয়মিত পরিষ্কার করুন৷

টাকা
টাকার চেয়ে দরকারি অথচ বিপজ্জনক জিনিস পৃথিবীতে বোধহয় দ্বিতীয়টি নেই৷ বিপজ্জনক, কারণ, টাকা খুব দ্রুত হাতে হাতে বিভিন্ন স্থান, বিভিন্ন পরিবেশে ঘুরে বেড়ায়৷ কিন্তু টাকা তো পরিষ্কার করা যাবে না, তাই পরামর্শ- টাকা ধরার পরই হাত ধুয়ে ফেলুন এবং নিজের ডেবিটটি কার্ড ব্যবহার করে টাকার স্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলুন৷

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

সবচেয়ে নোংরা ছয়টি জিনিস

আপডেট টাইম : ০৭:৫৯:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬

ডেস্ক : টাকা সবারই দরকার৷ অথচ টাকা কিন্তু খুবই নোংরা৷ এমন জিনিস আরো আছে, যেগুলো খুব নোংরা এবং সে কারণে জীবাণুতেও ভরা৷ প্রত্যেকটি জিনিসই পরিষ্কার রাখা দরকার৷ এসব স্পর্শ করার পর হাত না ধু’লে বিপদ হতে পারে৷

স্মার্টফোন
ফোন, বিশেষ করে স্মার্টফোন ছাড়া এখন জীবনই যেন অচল৷ বিজ্ঞানীরা বলছেন, ব্যবহৃত স্মার্টফোন টয়লেটের চেয়েও নোংরা৷ কখনো কখনো নাকি টয়লেটের চেয়ে অন্তত দশগুণ ব্যাকটিরিয়া থাকে স্মার্টফোনে৷ হাফিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনেও বলা হয়েছে এই কথা৷ সুতরাং সবারই উচিত মোবাইলে অ্যান্টিব্যাকটিরিয়াল কোটিং ব্যবহার করা কিংবা প্রতিদিন অন্তত একবার ‘অ্যান্টিব্যাকটিরিয়াল ওয়াইপস’ দিয়ে মোবাইলটি পরিষ্কার করা৷

ইয়ারফোন
ইয়ারফোন বা ইয়ারবাডসের ব্যবহারও দিনদিন বাড়ছে৷ কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের বড় একটা অংশই কানে এ ধরনের যন্ত্র লাগিয়ে গান শুনতে ভালোবাসে৷ অনেকে ফোনে কথাও বলে ইয়ারফোন কানে গুঁজে৷ এই বস্তুটিতেও কিন্তু ব্যাকটিরিয়া গিজগিজ করে৷ সুতরাং তা নিয়মিত পরিষ্কার করা অত্যাবশ্যক৷ পুরোনো টুথব্রাশ দিয়ে প্রথমে বাইরের ধুলা বিদায় করে তারপর গরম পানিতে ভিজানো নরম কাপড় দিয়ে মুছে নিলেই এটি বেশ পরিষ্কার হয়ে যায়৷

কম্পিউটার কি-বোর্ড এবং মাউস
কাজ থামিয়ে এক্ষুনি আপনার কম্পিউটারের কি-বোর্ড আর মাউসটা একটু দেখুন৷ দু’টোতেই কত ময়লা জমেছে, তা খালিচোখেই বুঝতে পারছেন তো? বিজ্ঞানীরা বলছেন, টয়লেটের চেয়ে পাঁচগুণ ব্যাকটিরিয়া থাকে কি-বোর্ড এবং মাউসে৷ তাই ভ্যাকুয়াম ক্লিনারের পাইপের সামনের অংশটি খুলে পাইপটি ওপরে ধরে এগুলোর ভেতরের ধুলা পরিষ্কার করা যেতে পারে৷ তারপর অবশ্যই অ্যান্টিব্যাকটিরিয়াল ওয়াইপস দিয়ে কি-বোর্ড আর মাউস মুছে নেয়া উচিত৷

গাড়ির স্টিয়ারিং
গাড়ির স্টিয়ারিংও প্রতিদিনই পরিষ্কার করা উচিত, কেননা, এটাও ব্যাকটিরিয়ার আদর্শ ‘বিচরণভূমি’৷

টুথব্রাশ
টুথব্রাশ দাঁত পরিষ্কার করে, কিন্তু টুথব্রাশ পরিষ্কার করে কে? আসলে খুব কম মানুষই টুথব্রাশ পরিষ্কার করে৷ অথচ টয়লেট থেকে জীবাণু সহজেই এতে আশ্রয় নিতে পারে বলে এটা পরিষ্কার রাখা আরো বেশি দরকার৷

শপিং ব্যাগ
বারবার ব্যবহার করা যায় এমন শপিং ব্যাগগুলোও পরিষ্কার না করলে সেই ব্যাগে যখন যা কিনে আনবেন, তা-ই জীবাণুযুক্ত হবে৷ সুতরাং শপিং ব্যাগও নিয়মিত পরিষ্কার করুন৷

টাকা
টাকার চেয়ে দরকারি অথচ বিপজ্জনক জিনিস পৃথিবীতে বোধহয় দ্বিতীয়টি নেই৷ বিপজ্জনক, কারণ, টাকা খুব দ্রুত হাতে হাতে বিভিন্ন স্থান, বিভিন্ন পরিবেশে ঘুরে বেড়ায়৷ কিন্তু টাকা তো পরিষ্কার করা যাবে না, তাই পরামর্শ- টাকা ধরার পরই হাত ধুয়ে ফেলুন এবং নিজের ডেবিটটি কার্ড ব্যবহার করে টাকার স্পর্শ যতটা সম্ভব এড়িয়ে চলুন৷