অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র অভিযানে ৪০৫টি মামলায় দশ লক্ষাধিক টাকা জরিমানা আদায় Logo পাটগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন Logo পুলিশের অভিযানে পাঁচজন মাদকসেবী গ্রেফতার Logo বুড়িমারী স্থলবন্দর তিন দিন বন্ধের ঘোষণা Logo বরেন্দ্র শেচ প্রকল্পের খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু। Logo নওগাঁর ইয়াদ আলীর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু Logo বগুড়ায় মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আমষট্ট নয়ন পার্ক দর্শনার্থীদের ভিড়ে মুখর Logo ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আহতদের ৩ লাখ অনুদান ঘোষণা Logo ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩

বিএনপি সূর্যের সামনে কুপির হুঙ্কার দিচ্ছে : খন্দকার মোশাররফ

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিএনপির আন্দোলনকে ‘সূর্যের সামনে কুপির হুঙ্কার’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলনের দল। এই দলকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। ‘ধর’ বললেই যে বিএনপি দৌড়ে পালায় সেই দলের মুখে আন্দোলনের হুমকি মানায় না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শনিবার বেলা ১১টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, গণতন্ত্র মানে এই না যে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন আর অন্যরা অংশ না দিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় হবে সাড়ে চার হাজার ডলার। ২০২১ সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন হবে তখন দেশ মধ্যম আয়ের দেশে উন্নত হবে। আর এই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করছেন।’

মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে পরিকল্পনামাফিক সরকার কাজ করছে।’

ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ।

প্রসঙ্গত, পাঁচ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান রাফিয়া কনস্ট্রাকশন।

Tag :
জনপ্রিয় সংবাদ

সারাদেশে সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র অভিযানে ৪০৫টি মামলায় দশ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

বিএনপি সূর্যের সামনে কুপির হুঙ্কার দিচ্ছে : খন্দকার মোশাররফ

আপডেট টাইম : ০১:৩৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ অগাস্ট ২০১৬

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বিএনপির আন্দোলনকে ‘সূর্যের সামনে কুপির হুঙ্কার’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ আন্দোলনের দল। এই দলকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। ‘ধর’ বললেই যে বিএনপি দৌড়ে পালায় সেই দলের মুখে আন্দোলনের হুমকি মানায় না বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শনিবার বেলা ১১টায় ফরিদপুর সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপনের উদ্বোধন করেতে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।

বিএনপিকে গণতন্ত্রের পথে আসার আহ্বান জানিয়ে এলজিআরডি মন্ত্রী বলেন, গণতন্ত্র মানে এই না যে বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশ নেবেন আর অন্যরা অংশ না দিয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে দেশের মানুষের মাথাপিছু আয় হবে সাড়ে চার হাজার ডলার। ২০২১ সাল আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি পালন হবে তখন দেশ মধ্যম আয়ের দেশে উন্নত হবে। আর এই নির্দিষ্ট লক্ষ্য নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী কাজ করছেন।’

মন্ত্রী বলেন, ‘২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যেতে পরিকল্পনামাফিক সরকার কাজ করছে।’

ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহতেশাম হোসেন বাবরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরদার সরাফত আলী, পুলিশ সুপার মো. জামিল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ।

প্রসঙ্গত, পাঁচ কোটি ২৪ লাখ টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ও হলরুম নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান রাফিয়া কনস্ট্রাকশন।