অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ জন : যাত্রী কল্যাণ সমিতি Logo সারাদেশে সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র অভিযানে ৪০৫টি মামলায় দশ লক্ষাধিক টাকা জরিমানা আদায় Logo পাটগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন Logo পুলিশের অভিযানে পাঁচজন মাদকসেবী গ্রেফতার Logo বুড়িমারী স্থলবন্দর তিন দিন বন্ধের ঘোষণা Logo বরেন্দ্র শেচ প্রকল্পের খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু। Logo নওগাঁর ইয়াদ আলীর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু Logo বগুড়ায় মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আমষট্ট নয়ন পার্ক দর্শনার্থীদের ভিড়ে মুখর Logo ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আহতদের ৩ লাখ অনুদান ঘোষণা

শিক্ষকদের সেতু মন্ত্রীর অনুরোধ

‘শিক্ষকরা রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারেন। রাজনীতি করার কোন দরকার নেই। শিক্ষকরা সরাসরি রাজনীতি করলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়, ছাত্র রাজনীতি নষ্ট হয়ে যায়।’

রোববার বেলা ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সড়ক, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। জহির রায়হান মিলনায়তনে শাখা ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

এ সময় মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করে বলছি, আপনাদের পলিটিক্স করার কোন দরকার নেই। যে কোন একটি রাজনৈতিক দলকে আপনি সাপোর্ট করতে পারেন। সেটা যে দলই হোক। কিন্তু সরাসরি রাজনীতি করলে শিক্ষার পরিবেশ ধ্বংস হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তিনি ইতিহাসের মহানায়ক। মহানায়ককে কোনো শক্তি মুছে দিতে পারে না।’

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ব্যানার বিলবোর্ডে ছবি দিয়ে সত্যিকার নেতা হওয়া যায় না। সত্যিকার নেতা হতে যোগ্যতা লাগে। ক্ষমতার দাপট দেখাবেন না। মানুষের হৃদয়ে স্থান করে নিতে না পারলে নেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায় না। বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছিলেন বলেই অমর হয়েছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ১৯৭৫ সালে ঘাতকরা বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে বিদায় করে দিলেও বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে অম্লান আছেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জাকসুর সাবেক ভিপি একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি।

এদিকে আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিষ্ঠিত দেশের প্রথম সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) পরিদর্শন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। পরে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেন তারা। এ সময় তারা সাংবাদিক সমিতির সদস্যদের ভূয়সী প্রসংশা করে ছাত্রলীগের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। পরে জাবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে বিশ্ববিদ্যালয়ের ডায়েরি উপহার দেয়া হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ জন : যাত্রী কল্যাণ সমিতি

শিক্ষকদের সেতু মন্ত্রীর অনুরোধ

আপডেট টাইম : ০৫:৩৯:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০১৬

‘শিক্ষকরা রাজনৈতিক দলকে সাপোর্ট করতে পারেন। রাজনীতি করার কোন দরকার নেই। শিক্ষকরা সরাসরি রাজনীতি করলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ধ্বংস হয়, ছাত্র রাজনীতি নষ্ট হয়ে যায়।’

রোববার বেলা ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সড়ক, যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। জহির রায়হান মিলনায়তনে শাখা ছাত্রলীগ আয়োজিত শোক দিবসের এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

এ সময় মন্ত্রী শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি আপনাদের অনুরোধ করে বলছি, আপনাদের পলিটিক্স করার কোন দরকার নেই। যে কোন একটি রাজনৈতিক দলকে আপনি সাপোর্ট করতে পারেন। সেটা যে দলই হোক। কিন্তু সরাসরি রাজনীতি করলে শিক্ষার পরিবেশ ধ্বংস হবে।’

মন্ত্রী আরো বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। তিনি ইতিহাসের মহানায়ক। মহানায়ককে কোনো শক্তি মুছে দিতে পারে না।’

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ব্যানার বিলবোর্ডে ছবি দিয়ে সত্যিকার নেতা হওয়া যায় না। সত্যিকার নেতা হতে যোগ্যতা লাগে। ক্ষমতার দাপট দেখাবেন না। মানুষের হৃদয়ে স্থান করে নিতে না পারলে নেতা হিসেবে প্রতিষ্ঠিত হওয়া যায় না। বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরেছিলেন বলেই অমর হয়েছেন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বলেন, ১৯৭৫ সালে ঘাতকরা বঙ্গবন্ধুকে পৃথিবী থেকে বিদায় করে দিলেও বঙ্গবন্ধু মানুষের হৃদয়ে অম্লান আছেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও জাকসুর সাবেক ভিপি একেএম এনামুল হক শামীম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি।

এদিকে আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিষ্ঠিত দেশের প্রথম সাংবাদিক সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস) পরিদর্শন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। পরে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেন তারা। এ সময় তারা সাংবাদিক সমিতির সদস্যদের ভূয়সী প্রসংশা করে ছাত্রলীগের গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। পরে জাবি সাংবাদিক সমিতির পক্ষ থেকে ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে বিশ্ববিদ্যালয়ের ডায়েরি উপহার দেয়া হয়।