অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

দয়ালু, পরোপকারীদেরই SEX লাইফ সবচেয়ে রোমাঞ্চকর

ডেস্ক : আপনি কি উপকারী? অন্যের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়েন? তাহলে জেনে রাখুন, যৌনজীবনে অত্যন্ত সুখী হওয়ার চাবিকাঠিও রয়েছে আপনার হাতেই। কারণ বিপরীত লিঙ্গের মানুষের কাছে আপনার ব্যক্তিত্বের আকর্ষণ অপ্রতিরোধ্য।

কানাডার গেল্ফ বিশ্ববিদ্যালয় এবং নিপিসিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৮০০ মানুষের সঙ্গে তাঁদের পরোপকারের আগ্রহ সম্পর্কে কথা বলেন। ব্রিটিশ জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশিত ওই সমীক্ষার ফল বলছে, বয়স ও ব্যক্তিত্বের বৈচিত্র সত্ত্বেও প্রেম ও যৌনতার ক্ষেত্রে অনেক বেশি সফল হন পরোপকারীরা।

মনোবিজ্ঞানের অধ্যাপক প্যাট বার্কলের মতে, ‘এই গবেষণাতেই প্রথম জানা গেল যে, পাশ্চাত্য দেশগুলিতে পরোপকারিতার ঝোঁক থাকা মানেই যৌন সাফল্য নিশ্চিত। অর্থাত্‍, অন্যদের চেয়ে পরোপকারী মানুষের যৌন আকর্ষণ এবং ক্ষমতা অনেক বেশি।’

গবেষণাপত্রের মুখ্য রচয়িতা নিপিসিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন আর্নকি জানিয়েছেন, অন্যের উপকার করার আগ্রহের আড়ালে থাকে মানুষের যৌন ইচ্ছার গোপন সংকেত। সৃষ্টির আদিযুগে এই ভাবেই যৌন আকাঙ্খার বার্তা পৌঁছে দিতে অভ্যস্ত ছিল মানুষ। তবে তাঁর দাবি, নারীর তুলনায় পুরুষের মধ্যেই এই প্রবণতা বেশি দেখা যায়।

প্রসঙ্গত, এর আগে মানুষের শিকার করা এবং খাবার ভাগ করে নেওয়ার আদিম প্রবণতার আড়ালেও যৌন ইচ্ছার প্রমাণ পাওয়া গিয়েছে। মনোবিজ্ঞানীদের মতে, যে সমস্ত মানুষ শিকার করতে এবং অন্যের সঙ্গে খাবার ভাগ করে খেতে পছন্দ করেন, যৌনতায় তিনি অনেক পটু।

Tag :
জনপ্রিয় সংবাদ

দয়ালু, পরোপকারীদেরই SEX লাইফ সবচেয়ে রোমাঞ্চকর

আপডেট টাইম : ১২:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০১৬

ডেস্ক : আপনি কি উপকারী? অন্যের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়েন? তাহলে জেনে রাখুন, যৌনজীবনে অত্যন্ত সুখী হওয়ার চাবিকাঠিও রয়েছে আপনার হাতেই। কারণ বিপরীত লিঙ্গের মানুষের কাছে আপনার ব্যক্তিত্বের আকর্ষণ অপ্রতিরোধ্য।

কানাডার গেল্ফ বিশ্ববিদ্যালয় এবং নিপিসিং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ৮০০ মানুষের সঙ্গে তাঁদের পরোপকারের আগ্রহ সম্পর্কে কথা বলেন। ব্রিটিশ জার্নাল অফ সাইকোলজিতে প্রকাশিত ওই সমীক্ষার ফল বলছে, বয়স ও ব্যক্তিত্বের বৈচিত্র সত্ত্বেও প্রেম ও যৌনতার ক্ষেত্রে অনেক বেশি সফল হন পরোপকারীরা।

মনোবিজ্ঞানের অধ্যাপক প্যাট বার্কলের মতে, ‘এই গবেষণাতেই প্রথম জানা গেল যে, পাশ্চাত্য দেশগুলিতে পরোপকারিতার ঝোঁক থাকা মানেই যৌন সাফল্য নিশ্চিত। অর্থাত্‍, অন্যদের চেয়ে পরোপকারী মানুষের যৌন আকর্ষণ এবং ক্ষমতা অনেক বেশি।’

গবেষণাপত্রের মুখ্য রচয়িতা নিপিসিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিভেন আর্নকি জানিয়েছেন, অন্যের উপকার করার আগ্রহের আড়ালে থাকে মানুষের যৌন ইচ্ছার গোপন সংকেত। সৃষ্টির আদিযুগে এই ভাবেই যৌন আকাঙ্খার বার্তা পৌঁছে দিতে অভ্যস্ত ছিল মানুষ। তবে তাঁর দাবি, নারীর তুলনায় পুরুষের মধ্যেই এই প্রবণতা বেশি দেখা যায়।

প্রসঙ্গত, এর আগে মানুষের শিকার করা এবং খাবার ভাগ করে নেওয়ার আদিম প্রবণতার আড়ালেও যৌন ইচ্ছার প্রমাণ পাওয়া গিয়েছে। মনোবিজ্ঞানীদের মতে, যে সমস্ত মানুষ শিকার করতে এবং অন্যের সঙ্গে খাবার ভাগ করে খেতে পছন্দ করেন, যৌনতায় তিনি অনেক পটু।