পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরেন্দ্র শেচ প্রকল্পের খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু। Logo নওগাঁর ইয়াদ আলীর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু Logo বগুড়ায় মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আমষট্ট নয়ন পার্ক দর্শনার্থীদের ভিড়ে মুখর Logo ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আহতদের ৩ লাখ অনুদান ঘোষণা Logo ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩ Logo তরমুজে হাসি, তরমুজে কান্না! “তরমুজ চাষে সর্বশান্ত হয়েছেন অনেক চাষি” Logo এমপি গাজীর পক্ষে রূপগঞ্জ বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আবুল বাসার টুকু Logo বিআরটিএর অভিযানে বাড়তি ভাড়া ফেরত পেলেন যাত্রীরা Logo পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান “মোফাজ্জল হোসেন লিপু”

পিঁপড়া কেন মোটা হয় না?

অধিকাংশ পোকামাকড়ের শরীরেই তো চর্বি জমে। তাই তাদের মোটা হতেও দেখা যায়। তাহলে পিঁপড়ার শরীরে কেন চর্বি জমে না? অন্তত তাদের কাঠামো দেখে তো বোঝা যায় না যে তারা মোটা হয়। অথচ এরাও কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায়। একটা পিঁপড়ার কাছে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ক্যালরি মজুত থাকলে সেটা নিশ্চয়ই তার সঙ্গী বা পরিবারকে ভাগ দেয় না! তাহলে এত খেয়েও পিঁপড়া মোটা হয় না কেন? সেটা কি তাহলে কোনো জাদুমন্ত্রের বলে? না, সেটা জাদুমন্ত্রের কোনো কারসাজি নয়। এটা তাদের গঠন-প্রক্রিয়ারই অংশ। সাধারণত কোনো প্রাণী খাবার খাওয়ার পর সেটা তার পাকস্থলীতে জমা হয়। সেখান থেকে চর্বিটা তার গায়ে জমে তাকে মোটা হতে সাহায্য করে। কিন্তু পিঁপড়ার পাকস্থলী কাটা থাকে। এতে পিঁপড়া খাবার খাওয়ার পর সেটা পরিপাকতন্ত্রে যাওয়ার আগেই আলাদাভাবে সংরণ করে। পিঁপড়া যখন খায়, তখন সে তার শারীরিক চাহিদার বাইরেও একবারে প্রচুর খাবার তার পরিপাকতন্ত্রের ভেতরে জমা করে। যখন খিদে পায়, তখন জমানো খাবার থেকে কিছুটা খেয়ে নেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরেন্দ্র শেচ প্রকল্পের খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু।

পিঁপড়া কেন মোটা হয় না?

আপডেট টাইম : ০৪:১৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ৮ অক্টোবর ২০১৬

অধিকাংশ পোকামাকড়ের শরীরেই তো চর্বি জমে। তাই তাদের মোটা হতেও দেখা যায়। তাহলে পিঁপড়ার শরীরে কেন চর্বি জমে না? অন্তত তাদের কাঠামো দেখে তো বোঝা যায় না যে তারা মোটা হয়। অথচ এরাও কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায়। একটা পিঁপড়ার কাছে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ক্যালরি মজুত থাকলে সেটা নিশ্চয়ই তার সঙ্গী বা পরিবারকে ভাগ দেয় না! তাহলে এত খেয়েও পিঁপড়া মোটা হয় না কেন? সেটা কি তাহলে কোনো জাদুমন্ত্রের বলে? না, সেটা জাদুমন্ত্রের কোনো কারসাজি নয়। এটা তাদের গঠন-প্রক্রিয়ারই অংশ। সাধারণত কোনো প্রাণী খাবার খাওয়ার পর সেটা তার পাকস্থলীতে জমা হয়। সেখান থেকে চর্বিটা তার গায়ে জমে তাকে মোটা হতে সাহায্য করে। কিন্তু পিঁপড়ার পাকস্থলী কাটা থাকে। এতে পিঁপড়া খাবার খাওয়ার পর সেটা পরিপাকতন্ত্রে যাওয়ার আগেই আলাদাভাবে সংরণ করে। পিঁপড়া যখন খায়, তখন সে তার শারীরিক চাহিদার বাইরেও একবারে প্রচুর খাবার তার পরিপাকতন্ত্রের ভেতরে জমা করে। যখন খিদে পায়, তখন জমানো খাবার থেকে কিছুটা খেয়ে নেয়।