অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন Logo পুলিশের অভিযানে পাঁচজন মাদকসেবী গ্রেফতার Logo বুড়িমারী স্থলবন্দর তিন দিন বন্ধের ঘোষণা Logo বরেন্দ্র শেচ প্রকল্পের খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু। Logo নওগাঁর ইয়াদ আলীর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু Logo বগুড়ায় মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আমষট্ট নয়ন পার্ক দর্শনার্থীদের ভিড়ে মুখর Logo ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আহতদের ৩ লাখ অনুদান ঘোষণা Logo ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩ Logo তরমুজে হাসি, তরমুজে কান্না! “তরমুজ চাষে সর্বশান্ত হয়েছেন অনেক চাষি”

ম্যারাডোনা-মেসি তৈরির কারখানা

ডেস্ক : ডিয়েগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি— আর্জেন্টিনা ফুটবলের স্বর্ণযুগ বিভিন্ন সময়ে উপহার দিয়েছে একের পর এক নামকরা ফুটবলারদের। সেখানে যেমন জুয়ান ভেরন, জুয়ান রিকেলমে, হার্নান ক্রেসপোরা রয়েছেন, তেমনই আছেন লিওনেল মেসির পাশে এখনকার দলে খেলা লুসিয়ানো ভিয়েত্তো, আঞ্জেল কোরিয়া এবং জুভেন্টাসের পাওলো দিয়াবালারা। সংখ্যায় বেশি না–হলেও, যুগ যুগ ধরে প্রতিভাবান ফুটবলার উপহার দিয়েছে আর্জেন্টিনা। এর পিছনে অবশ্যই রয়েছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা।

ম্যারাডোনা হোক বা মেসি— দুই ফুটবলারেরই জীবনের শুরুর দিককার কথা বললে মাথায় ভেসে আসে একটিই ছবি। কাদামাখা মাঠে, বড় বড় ঘাসের ওপর খেলছে একঝাঁক খুদে। তাদেরই মধ্যে থেকে কোনো এক মেসি বা ম্যারাডোনা এগিয়ে চলেছে বল নিয়ে। নিজস্ব দক্ষতা, স্বকীয়তায় বাকিদের হারিয়ে দিয়ে করে আসছে গোল। দু’দশক আগেও চিত্রটা এরকমই ছিল। কিন্তু ইউরোপের ছোঁয়া লেগেছে লাতিন আমেরিকাতেও। প্রত্যেকটি ক্লাবই ইউথ ডেভেলপমেন্ট থেকে শুরু করে নিজস্ব একাডেমি তৈরির ওপর জোর দিয়েছে। সেরকমই একটি ক্লাব আর্জেন্টিনার রেসিং। আর্জেন্টিনার প্রথমস্তরের লিগ প্রিমিয়েরায় খেলে তারা। কী অভূতপূর্ব দক্ষতা, পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এই আকাদেমি গড়ে উঠেছে, সেকথাই এই লেখার আলোচ্য বিষয়।

রেসিং ক্লাবের স্টেডিয়ামের কাছে গেলেই দেখা যাবে, অদূরেই রয়েছে তিতা মাত্তিউসি ট্রেনিং কমপ্লেক্স। প্রত্যেকদিন সকালে–বিকালে সেখানে সববয়সি ছেলেমেয়েদের ভিড় দেখা যাবে। গভীর মনোযোগের সঙ্গে ফুটবল খেলতে ব্যস্ত তারা। কেউ বা একা–একাই ফুটবল নিয়ে কসরত দেখাচ্ছে। সবার একটাই স্বপ্ন, হয়তো কোনওদিন ডাক পড়বে প্রিমিয়েরা ডিভিশনের কোনও ক্লাবের।

হ্যাঁ, এটাই হল আর্জেন্টিনার ‘লা মাসিয়া’। পিকে, মেসি, জাভি, ইনিয়েস্তার সৌজন্যে লা মাসিয়া কী জিনিস, সেটা আধুনিক ফুটবলপ্রেমীদের কাছে অজানা নয়। বার্সিলোনার নিজস্ব এই আকাদেমি এককথায় ফুটবলার তৈরির কারখানা। ভারতে যেরকম টাটা ফুটবল আকাদেমি, স্পেনে সেরকমই লা মাসিয়া, যেখান থেকে প্রতি বছর উঠে আসেন বহু ফুটবলার। প্রথমে কোনও ক্লাবে, তারপর একসময় পারদর্শিতা দেখাতে দেখাতে গায়ে চাপিয়ে ফেলেন কোনও দেশের জার্সি।

এহেন তিতা মাত্তিউসি ট্রেনিং কমপ্লেক্সের নামকরণটাও বেশ মজাদার। তিতা নামক মহিলাটি রেসিং ক্লাবের জন্য ঢেলে দিয়েছেন নিজের গোটা জীবন। ফুটবলারদের জার্সি পরিস্কার করা থেকে শুরু করে ডায়েট মিলিয়ে খাবার তৈরি, সবই তিতার অধীনে। তাই ক্লাবের পক্ষ থেকে সম্মান জানাতেই ট্রেনিং কমপ্লেক্সের নাম রাখা হয়েছে তার নামে।

এই অ্যাকাডেম তৈরি হওয়ার পিছনে জড়িয়ে রয়েছে ক্লাবের সমর্থকদের পরিশ্রম, ঘাম–রক্ত। তিতা অ্যাকাডেম সম্ভবত বিশ্বের একমাত্র যেটি তৈরি হয়েছে সমর্থকদের টাকায়। অ্যাকাডেমিটি চালানও সমর্থকরা। অথচ, শুরুর দিকের পরিস্থিতি এতটাও সহজ ছিল না। ১৯৯৮ সালে একসময় দেউলিয়া হয়ে যাওয়ার মুখে এসে দাঁড়ায় রেসিং। এতটাই বাজে অবস্থা হয়, যে ক্লাবের ক্ষুদে শিক্ষার্থীদের খেলার কোনো মাঠ পর্যন্ত ছিল না। তারা এদিক–সেদিক ঘুরে বেড়াতেন, অন্যের মাঠে খেলতেন। স্থানীয় সাংবাদিক লুইস ওতেরো সে–সময় কয়েকজন আইনজীবীকে নিয়ে একটি জমির জন্য লড়াই শুরু করেন। রেল কোম্পানি ফেরো বাইরেস এবং আর্জেন্টিনা রাগবি ক্লাবের সঙ্গে চুক্তিতে সপ্তাহে পাঁচ দিনের জন্য পাওয়া যায় একটি মাঠ। সোম থেকে শুক্র— দু’বেলাই খেলা হত সেখানে।

যেখানে তিতা মাত্তিউসি কমপ্লেক্স এখন দাঁড়িয়ে, আগে সেটি ছিল রেলের পতিত জমি। ১৯৯৮ তখন, একটা বাতিল কারখানার ধ্বংসস্তুপ এবং লম্বা লম্বা ঘাস নিয়ে মুখ গুঁজড়ে পড়েছিল। সমর্থকরাই নিজেদের উদ্যোগে শুরু করলেন পরিস্কার। তাদের পরিশ্রম এবং অনুদানের ফলে, ২০০০–এর মধ্যে তৈরি হয়ে গেল একটি আস্ত ফুটবলমাঠ। যে গোডাউনটি ছিল, সেটিকেই সাজিয়ে–গুছিয়ে তারা গড়ে তুললেন ক্লাবহাউস। সেখানে ড্রেসিংরুম, অফিস ছাড়াও, তৈরি করা হল একটি ডাইনিং এরিয়া। এখন সেই মাঠে পাঁচটি প্রকাণ্ড ফুটবলমাঠ ছাড়াও রয়েছে একটি কৃত্রিম ঘাসের তৈরি হকি স্টেডিয়াম।

প্রত্যেক ক্লাবেরই নিজস্ব এক বা একাধিক ফ্যান ক্লাব থাকে। রেসিংও তার ব্যতিক্রম নয়। ১৯৯০ সালে পত্তন হওয়া রেসিং স্টোনস নামে ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা মার্সেলো স্টোনস জানালেন, তাঁদের ফ্যান ক্লাব গড়ে ওঠার পিছনে ছিল অন্য একটি উদ্দেশ্যও। আর্জেন্টিনার জাতীয় দলের কুখ্যাত সমর্থকদল ‘বারাস ব্রাভাস’–এর কথা কারোরই অজানা নয়। উত্তাল সমর্থনের পাশাপাশি, গুন্ডাগিরির জন্য এই দল পৃথিবী বিখ্যাত। স্টোনসের সদস্যরা চেয়েছিলেন, গুন্ডাগিরি নয়, বরং তাদের সদস্যরা হবে এমন যারা সমর্থনের দিক থেকে বিশ্বের যে–কোনও ফ্যান ক্লাবকে টেক্কা দিতে পারে।

মার্সেলো জানালেন, ‘আমরা নিজস্ব একটা ভাবনাচিন্তা নিয়ে চলতাম। প্রত্যেক ম্যাচেই দলবল মিলে হাজির থাকতাম মাঠে। ক্লাবের থেকে একটা পেসোও (আর্জেন্টিনার মুদ্রা) নিতাম না। এবং সর্বদাই ক্লাবের প্রেসিডেন্ট এবং ডিরেক্টরদের বিরোধিতা করতাম।’ ফ্যান ক্লাবের সমর্থন কীরকম ছিল, তার একটা আঁচ পাওয়া যায় দু–তিনটি ম্যাচের কথা তুলে ধরলে। ডার্বি ম্যাচে ইন্দিপেনদিয়েন্তের সঙ্গে খেলা থাকলে তো কথাই নেই, ঢাক–ঢোল–মশাল নিয়ে অনেক আগে থাকতেই হাজির হয়ে যান সমর্থকেরা। মার্সেলো তুলে ধরলেন অনেকদিন আগে বোকা জুনিয়র্সের বিরুদ্ধে একটি ম্যাচের কথা। লা বোমবোনেরা স্টেডিয়ামে হওয়া ওই ম্যাচে বোকার দলে ছিলেন ম্যারাডোনা, ক্যানিজিয়ার মতো তারকারা। ৬–৪ জয় পেয়ে সেই ম্যাচে মাঠের প্রত্যেকে জ্বালিয়ে ধরেছিলেন মশাল।

ক্লাবের ডিরেক্টরদের হাত থেকে কোনও পয়সা নিত না স্টোনস। সমর্থকদের কাছ থেকেই ম্যাচের দিনগুলিত চাঁদা তুলত। যারা খেলা দেখতে আসতেন, স্বেচ্ছায় নিজের পকেট থেকেই টাকা দিতেন। কোনো দিন কাউকে অনুরোধ–উপরোধ করতে হয়নি। দিনের পর দিন এই কাজ করতে করতে একদিন কপর্দকশূন্য হয়ে পড়েন মার্সেলো। তবে অবস্থা ক্রমশ বদলাতে থাকে। টাকার অভাব সমর্থকদের হাত থেকে কোনো ব্যক্তিগত মালিকানার দিকে ঝুঁকে পড়ে রেসিং। ব্যবসায়ী ফার্নান্দো মারিন ক্লাবের বেশিরভাগ অংশিয়ানাই নিজের হাতে নিয়ে নেন। তবে ২০০৯ সালে ক্লাবে ফের গণতন্ত্র ফিরে আসে। তারপর থেকেই রেসিংয়ের হাল ফিরে গেছে।

মাত্র ১৩ বছরেই, ম্যাক্সি মরালেজ, ভিয়েত্তো, ব্রুনো এবং ফ্র্যাঙ্কো জাকুলিনো, লিসান্দ্রো লোপেজ এবং সের্জিও রোমেরোর মতো তারকা তৈরি করেছে রেসিং। রোমেরা আবার আর্জেন্টিনা সর্বাধিক ম্যাচ খেলা গোলকিপার। তিনিই এখন পর্যন্ত রেসিংয়ের সবথেকে বিখ্যাত ফুটবলার। প্রথম কয়েক বছর অস্থিরতা থাকলেও, রেসিং এখন আর্থিক দিক থেকে আর্জেন্টিনার সবথেকে উন্নত ক্লাব। পাশাপাশি, ফুটবলারদের বিক্রি করেও অনেক টাকা সাম্প্রতিককালে আয় করেছে তারা। তবে অর্থের দিক থেকে ইংল্যান্ড বা স্পেনকে কোনো দিনই পাল্লা দিতে পারবে না তারা। এখানে যারা ফুটবল শিখতে আসেন, বেশিরভাগই স্থানীয় বস্তি এবং অপরাধপ্রবণ অঞ্চল থেকে উঠে আসা। পরে বিপথেও চলে যান অনেকে।

কিন্তু তিতার শক্তি দিন–দিন বেড়েই চলেছে। পতিত জমি থেকে তৈরি হওয়া অ্যাকাডেমি যে অল্প দিনেই এত নাম করবে, তা হয়তো কেউ ভাবতেও পারেননি। কে বলতে পারে, একদিন হয়তো এখান থেকেই উঠে আসবে ভবিষ্যতের ম্যারাডোনা বা মেসি। হয়তো লা মাসিয়া বা ম্যাঞ্চেস্টারের ক্লিফোর্ড ট্রেনিং কমপ্লেক্সের সঙ্গে একইসঙ্গে উচ্চারিত হবে তিতা মাত্তিউসি কমপ্লেক্সের নাম। সেই দিনটারই স্বপ্নই এখন দেখছেন মার্সেলোর মতো অনেক মানুষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

ম্যারাডোনা-মেসি তৈরির কারখানা

আপডেট টাইম : ০৪:৪৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬

ডেস্ক : ডিয়েগো ম্যারাডোনা থেকে লিওনেল মেসি— আর্জেন্টিনা ফুটবলের স্বর্ণযুগ বিভিন্ন সময়ে উপহার দিয়েছে একের পর এক নামকরা ফুটবলারদের। সেখানে যেমন জুয়ান ভেরন, জুয়ান রিকেলমে, হার্নান ক্রেসপোরা রয়েছেন, তেমনই আছেন লিওনেল মেসির পাশে এখনকার দলে খেলা লুসিয়ানো ভিয়েত্তো, আঞ্জেল কোরিয়া এবং জুভেন্টাসের পাওলো দিয়াবালারা। সংখ্যায় বেশি না–হলেও, যুগ যুগ ধরে প্রতিভাবান ফুটবলার উপহার দিয়েছে আর্জেন্টিনা। এর পিছনে অবশ্যই রয়েছে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা।

ম্যারাডোনা হোক বা মেসি— দুই ফুটবলারেরই জীবনের শুরুর দিককার কথা বললে মাথায় ভেসে আসে একটিই ছবি। কাদামাখা মাঠে, বড় বড় ঘাসের ওপর খেলছে একঝাঁক খুদে। তাদেরই মধ্যে থেকে কোনো এক মেসি বা ম্যারাডোনা এগিয়ে চলেছে বল নিয়ে। নিজস্ব দক্ষতা, স্বকীয়তায় বাকিদের হারিয়ে দিয়ে করে আসছে গোল। দু’দশক আগেও চিত্রটা এরকমই ছিল। কিন্তু ইউরোপের ছোঁয়া লেগেছে লাতিন আমেরিকাতেও। প্রত্যেকটি ক্লাবই ইউথ ডেভেলপমেন্ট থেকে শুরু করে নিজস্ব একাডেমি তৈরির ওপর জোর দিয়েছে। সেরকমই একটি ক্লাব আর্জেন্টিনার রেসিং। আর্জেন্টিনার প্রথমস্তরের লিগ প্রিমিয়েরায় খেলে তারা। কী অভূতপূর্ব দক্ষতা, পরিকল্পনা এবং স্বপ্ন নিয়ে এই আকাদেমি গড়ে উঠেছে, সেকথাই এই লেখার আলোচ্য বিষয়।

রেসিং ক্লাবের স্টেডিয়ামের কাছে গেলেই দেখা যাবে, অদূরেই রয়েছে তিতা মাত্তিউসি ট্রেনিং কমপ্লেক্স। প্রত্যেকদিন সকালে–বিকালে সেখানে সববয়সি ছেলেমেয়েদের ভিড় দেখা যাবে। গভীর মনোযোগের সঙ্গে ফুটবল খেলতে ব্যস্ত তারা। কেউ বা একা–একাই ফুটবল নিয়ে কসরত দেখাচ্ছে। সবার একটাই স্বপ্ন, হয়তো কোনওদিন ডাক পড়বে প্রিমিয়েরা ডিভিশনের কোনও ক্লাবের।

হ্যাঁ, এটাই হল আর্জেন্টিনার ‘লা মাসিয়া’। পিকে, মেসি, জাভি, ইনিয়েস্তার সৌজন্যে লা মাসিয়া কী জিনিস, সেটা আধুনিক ফুটবলপ্রেমীদের কাছে অজানা নয়। বার্সিলোনার নিজস্ব এই আকাদেমি এককথায় ফুটবলার তৈরির কারখানা। ভারতে যেরকম টাটা ফুটবল আকাদেমি, স্পেনে সেরকমই লা মাসিয়া, যেখান থেকে প্রতি বছর উঠে আসেন বহু ফুটবলার। প্রথমে কোনও ক্লাবে, তারপর একসময় পারদর্শিতা দেখাতে দেখাতে গায়ে চাপিয়ে ফেলেন কোনও দেশের জার্সি।

এহেন তিতা মাত্তিউসি ট্রেনিং কমপ্লেক্সের নামকরণটাও বেশ মজাদার। তিতা নামক মহিলাটি রেসিং ক্লাবের জন্য ঢেলে দিয়েছেন নিজের গোটা জীবন। ফুটবলারদের জার্সি পরিস্কার করা থেকে শুরু করে ডায়েট মিলিয়ে খাবার তৈরি, সবই তিতার অধীনে। তাই ক্লাবের পক্ষ থেকে সম্মান জানাতেই ট্রেনিং কমপ্লেক্সের নাম রাখা হয়েছে তার নামে।

এই অ্যাকাডেম তৈরি হওয়ার পিছনে জড়িয়ে রয়েছে ক্লাবের সমর্থকদের পরিশ্রম, ঘাম–রক্ত। তিতা অ্যাকাডেম সম্ভবত বিশ্বের একমাত্র যেটি তৈরি হয়েছে সমর্থকদের টাকায়। অ্যাকাডেমিটি চালানও সমর্থকরা। অথচ, শুরুর দিকের পরিস্থিতি এতটাও সহজ ছিল না। ১৯৯৮ সালে একসময় দেউলিয়া হয়ে যাওয়ার মুখে এসে দাঁড়ায় রেসিং। এতটাই বাজে অবস্থা হয়, যে ক্লাবের ক্ষুদে শিক্ষার্থীদের খেলার কোনো মাঠ পর্যন্ত ছিল না। তারা এদিক–সেদিক ঘুরে বেড়াতেন, অন্যের মাঠে খেলতেন। স্থানীয় সাংবাদিক লুইস ওতেরো সে–সময় কয়েকজন আইনজীবীকে নিয়ে একটি জমির জন্য লড়াই শুরু করেন। রেল কোম্পানি ফেরো বাইরেস এবং আর্জেন্টিনা রাগবি ক্লাবের সঙ্গে চুক্তিতে সপ্তাহে পাঁচ দিনের জন্য পাওয়া যায় একটি মাঠ। সোম থেকে শুক্র— দু’বেলাই খেলা হত সেখানে।

যেখানে তিতা মাত্তিউসি কমপ্লেক্স এখন দাঁড়িয়ে, আগে সেটি ছিল রেলের পতিত জমি। ১৯৯৮ তখন, একটা বাতিল কারখানার ধ্বংসস্তুপ এবং লম্বা লম্বা ঘাস নিয়ে মুখ গুঁজড়ে পড়েছিল। সমর্থকরাই নিজেদের উদ্যোগে শুরু করলেন পরিস্কার। তাদের পরিশ্রম এবং অনুদানের ফলে, ২০০০–এর মধ্যে তৈরি হয়ে গেল একটি আস্ত ফুটবলমাঠ। যে গোডাউনটি ছিল, সেটিকেই সাজিয়ে–গুছিয়ে তারা গড়ে তুললেন ক্লাবহাউস। সেখানে ড্রেসিংরুম, অফিস ছাড়াও, তৈরি করা হল একটি ডাইনিং এরিয়া। এখন সেই মাঠে পাঁচটি প্রকাণ্ড ফুটবলমাঠ ছাড়াও রয়েছে একটি কৃত্রিম ঘাসের তৈরি হকি স্টেডিয়াম।

প্রত্যেক ক্লাবেরই নিজস্ব এক বা একাধিক ফ্যান ক্লাব থাকে। রেসিংও তার ব্যতিক্রম নয়। ১৯৯০ সালে পত্তন হওয়া রেসিং স্টোনস নামে ফ্যান ক্লাবের প্রতিষ্ঠাতা মার্সেলো স্টোনস জানালেন, তাঁদের ফ্যান ক্লাব গড়ে ওঠার পিছনে ছিল অন্য একটি উদ্দেশ্যও। আর্জেন্টিনার জাতীয় দলের কুখ্যাত সমর্থকদল ‘বারাস ব্রাভাস’–এর কথা কারোরই অজানা নয়। উত্তাল সমর্থনের পাশাপাশি, গুন্ডাগিরির জন্য এই দল পৃথিবী বিখ্যাত। স্টোনসের সদস্যরা চেয়েছিলেন, গুন্ডাগিরি নয়, বরং তাদের সদস্যরা হবে এমন যারা সমর্থনের দিক থেকে বিশ্বের যে–কোনও ফ্যান ক্লাবকে টেক্কা দিতে পারে।

মার্সেলো জানালেন, ‘আমরা নিজস্ব একটা ভাবনাচিন্তা নিয়ে চলতাম। প্রত্যেক ম্যাচেই দলবল মিলে হাজির থাকতাম মাঠে। ক্লাবের থেকে একটা পেসোও (আর্জেন্টিনার মুদ্রা) নিতাম না। এবং সর্বদাই ক্লাবের প্রেসিডেন্ট এবং ডিরেক্টরদের বিরোধিতা করতাম।’ ফ্যান ক্লাবের সমর্থন কীরকম ছিল, তার একটা আঁচ পাওয়া যায় দু–তিনটি ম্যাচের কথা তুলে ধরলে। ডার্বি ম্যাচে ইন্দিপেনদিয়েন্তের সঙ্গে খেলা থাকলে তো কথাই নেই, ঢাক–ঢোল–মশাল নিয়ে অনেক আগে থাকতেই হাজির হয়ে যান সমর্থকেরা। মার্সেলো তুলে ধরলেন অনেকদিন আগে বোকা জুনিয়র্সের বিরুদ্ধে একটি ম্যাচের কথা। লা বোমবোনেরা স্টেডিয়ামে হওয়া ওই ম্যাচে বোকার দলে ছিলেন ম্যারাডোনা, ক্যানিজিয়ার মতো তারকারা। ৬–৪ জয় পেয়ে সেই ম্যাচে মাঠের প্রত্যেকে জ্বালিয়ে ধরেছিলেন মশাল।

ক্লাবের ডিরেক্টরদের হাত থেকে কোনও পয়সা নিত না স্টোনস। সমর্থকদের কাছ থেকেই ম্যাচের দিনগুলিত চাঁদা তুলত। যারা খেলা দেখতে আসতেন, স্বেচ্ছায় নিজের পকেট থেকেই টাকা দিতেন। কোনো দিন কাউকে অনুরোধ–উপরোধ করতে হয়নি। দিনের পর দিন এই কাজ করতে করতে একদিন কপর্দকশূন্য হয়ে পড়েন মার্সেলো। তবে অবস্থা ক্রমশ বদলাতে থাকে। টাকার অভাব সমর্থকদের হাত থেকে কোনো ব্যক্তিগত মালিকানার দিকে ঝুঁকে পড়ে রেসিং। ব্যবসায়ী ফার্নান্দো মারিন ক্লাবের বেশিরভাগ অংশিয়ানাই নিজের হাতে নিয়ে নেন। তবে ২০০৯ সালে ক্লাবে ফের গণতন্ত্র ফিরে আসে। তারপর থেকেই রেসিংয়ের হাল ফিরে গেছে।

মাত্র ১৩ বছরেই, ম্যাক্সি মরালেজ, ভিয়েত্তো, ব্রুনো এবং ফ্র্যাঙ্কো জাকুলিনো, লিসান্দ্রো লোপেজ এবং সের্জিও রোমেরোর মতো তারকা তৈরি করেছে রেসিং। রোমেরা আবার আর্জেন্টিনা সর্বাধিক ম্যাচ খেলা গোলকিপার। তিনিই এখন পর্যন্ত রেসিংয়ের সবথেকে বিখ্যাত ফুটবলার। প্রথম কয়েক বছর অস্থিরতা থাকলেও, রেসিং এখন আর্থিক দিক থেকে আর্জেন্টিনার সবথেকে উন্নত ক্লাব। পাশাপাশি, ফুটবলারদের বিক্রি করেও অনেক টাকা সাম্প্রতিককালে আয় করেছে তারা। তবে অর্থের দিক থেকে ইংল্যান্ড বা স্পেনকে কোনো দিনই পাল্লা দিতে পারবে না তারা। এখানে যারা ফুটবল শিখতে আসেন, বেশিরভাগই স্থানীয় বস্তি এবং অপরাধপ্রবণ অঞ্চল থেকে উঠে আসা। পরে বিপথেও চলে যান অনেকে।

কিন্তু তিতার শক্তি দিন–দিন বেড়েই চলেছে। পতিত জমি থেকে তৈরি হওয়া অ্যাকাডেমি যে অল্প দিনেই এত নাম করবে, তা হয়তো কেউ ভাবতেও পারেননি। কে বলতে পারে, একদিন হয়তো এখান থেকেই উঠে আসবে ভবিষ্যতের ম্যারাডোনা বা মেসি। হয়তো লা মাসিয়া বা ম্যাঞ্চেস্টারের ক্লিফোর্ড ট্রেনিং কমপ্লেক্সের সঙ্গে একইসঙ্গে উচ্চারিত হবে তিতা মাত্তিউসি কমপ্লেক্সের নাম। সেই দিনটারই স্বপ্নই এখন দেখছেন মার্সেলোর মতো অনেক মানুষ।