অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ জন : যাত্রী কল্যাণ সমিতি Logo সারাদেশে সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র অভিযানে ৪০৫টি মামলায় দশ লক্ষাধিক টাকা জরিমানা আদায় Logo পাটগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন Logo পুলিশের অভিযানে পাঁচজন মাদকসেবী গ্রেফতার Logo বুড়িমারী স্থলবন্দর তিন দিন বন্ধের ঘোষণা Logo বরেন্দ্র শেচ প্রকল্পের খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু। Logo নওগাঁর ইয়াদ আলীর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু Logo বগুড়ায় মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আমষট্ট নয়ন পার্ক দর্শনার্থীদের ভিড়ে মুখর Logo ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আহতদের ৩ লাখ অনুদান ঘোষণা

বরিশাল মহানগর আ. লীগের কমিটি নিয়ে লুকোচুরি

বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি নিয়ে চলছে লুকোচুরি খেলা। গত দু’দিন ধরে কমিটি গঠনের কথা শোনা গেলেও এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি এখানকার নেতারা। ঘোষণাও আসেনি দলের নীতিনির্ধারক পর্যায় থেকে। কাগজে-কলমে অস্তিত্ব না থাকায় মৌখিক কমিটি কিংবা মুখের কমিটি বলে উল্লেখ করেছেন তৃণমূলের এক অংশের নেতাকর্মীরা।

তবে কমিটি এখনও প্রকাশ না হওয়ায় মৌখিক কমিটিতে পদ পাওয়া বা পদ বঞ্চিত দু’পক্ষই রয়েছেন উৎকন্ঠায়। এদিকে গুরুত্ব হারানো ও পদ বঞ্চিত নেতারা বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও তাদের সমর্থক ও অনুসারীরা রাগ, হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

গত বুধবার রাতে বরিশালে খবর আসে আশির দশকের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালকে সভাপতি এবং আইনজীবী একেএম জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হওয়া সাধারণ সম্পাদক আফজালুল করীমকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ওই পদ দেওয়া হয়েছে কাউন্সিলরদের ভোটে হেরে যাওয়া এ কে এম জাহাঙ্গীর হোসেনকে।

এছাড়া পদ প্রত্যাশী একাধিক নেতাকে পাশ কাটিয়ে আলোচনার বাইরে থাকা দুলাল ও জাহাঙ্গীরকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক করায় শুধু চমকই নয় বিস্ময়ও প্রকাশ করেছেন দলের নেতা-কর্মীরা।

জানা গেছে, আওয়ামী লীগের কাউন্সিল শুরুর পূর্বে বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণার কথা ছিল। এ জন্য বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে মিডিয়া কর্মীরা সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে। গত বুধবার রাতে খবর আসে কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সহ-সভাপতি করা হয়েছে গত কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী আফজালুল করিম, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং সদস্য করা হয় সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজকে।

এরপর সভানেত্রীর অনুমোদনকৃত কাগজ চাওয়া হয় নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে। তারা একেকজন এক এক রকম কথা বলতে থাকেন।

গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, অনুমোদনের কাগজ যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া কাউন্সিলর গাজী নইমুল হোসেন লিটুর কাছে রয়েছে।

লিটু জানান, অনুমোদনের কাগজ সাদিকের কাছে আছে। তিনি আরো বলেন, গত বুধবার রাতে বাহাউদ্দিন নাসিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে কমিটি অনুমোদন করিয়েছেন। অথচ গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাহাউদ্দিন নাসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কমিটি অনুমোদন করে মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হবে। তবে কে কে কমিটিতে আছে সে বিষয়ে তিনি কথা বলতে রাজী হননি।

নাসিমের সঙ্গে যোগাযোগের পর শুক্রবার বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল মহানগর আওয়ামী লীগের অনুমোদিত কমিটির কাগজ মিডিয়া কর্মীরা হাতে পাননি।

Tag :
জনপ্রিয় সংবাদ

ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০৭ জন : যাত্রী কল্যাণ সমিতি

বরিশাল মহানগর আ. লীগের কমিটি নিয়ে লুকোচুরি

আপডেট টাইম : ০৪:৫২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০১৬

বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি নিয়ে চলছে লুকোচুরি খেলা। গত দু’দিন ধরে কমিটি গঠনের কথা শোনা গেলেও এ সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারেনি এখানকার নেতারা। ঘোষণাও আসেনি দলের নীতিনির্ধারক পর্যায় থেকে। কাগজে-কলমে অস্তিত্ব না থাকায় মৌখিক কমিটি কিংবা মুখের কমিটি বলে উল্লেখ করেছেন তৃণমূলের এক অংশের নেতাকর্মীরা।

তবে কমিটি এখনও প্রকাশ না হওয়ায় মৌখিক কমিটিতে পদ পাওয়া বা পদ বঞ্চিত দু’পক্ষই রয়েছেন উৎকন্ঠায়। এদিকে গুরুত্ব হারানো ও পদ বঞ্চিত নেতারা বিষয়টি এড়িয়ে যেতে চাইলেও তাদের সমর্থক ও অনুসারীরা রাগ, হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।

গত বুধবার রাতে বরিশালে খবর আসে আশির দশকের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালকে সভাপতি এবং আইনজীবী একেএম জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হওয়া সাধারণ সম্পাদক আফজালুল করীমকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। ওই পদ দেওয়া হয়েছে কাউন্সিলরদের ভোটে হেরে যাওয়া এ কে এম জাহাঙ্গীর হোসেনকে।

এছাড়া পদ প্রত্যাশী একাধিক নেতাকে পাশ কাটিয়ে আলোচনার বাইরে থাকা দুলাল ও জাহাঙ্গীরকে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক করায় শুধু চমকই নয় বিস্ময়ও প্রকাশ করেছেন দলের নেতা-কর্মীরা।

জানা গেছে, আওয়ামী লীগের কাউন্সিল শুরুর পূর্বে বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণার কথা ছিল। এ জন্য বরিশাল আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে মিডিয়া কর্মীরা সার্বক্ষণিক যোগাযোগ রাখতেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে। গত বুধবার রাতে খবর আসে কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির সহ-সভাপতি করা হয়েছে গত কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী আফজালুল করিম, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ এবং সদস্য করা হয় সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজকে।

এরপর সভানেত্রীর অনুমোদনকৃত কাগজ চাওয়া হয় নবনির্বাচিত কমিটির সভাপতি ও সম্পাদকের কাছে। তারা একেকজন এক এক রকম কথা বলতে থাকেন।

গোলাম আব্বাস চৌধুরী দুলাল জানান, অনুমোদনের কাগজ যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়া কাউন্সিলর গাজী নইমুল হোসেন লিটুর কাছে রয়েছে।

লিটু জানান, অনুমোদনের কাগজ সাদিকের কাছে আছে। তিনি আরো বলেন, গত বুধবার রাতে বাহাউদ্দিন নাসিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে কমিটি অনুমোদন করিয়েছেন। অথচ গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাহাউদ্দিন নাসিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কমিটি অনুমোদন করে মিডিয়ায় প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হবে। তবে কে কে কমিটিতে আছে সে বিষয়ে তিনি কথা বলতে রাজী হননি।

নাসিমের সঙ্গে যোগাযোগের পর শুক্রবার বিকেল ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল মহানগর আওয়ামী লীগের অনুমোদিত কমিটির কাগজ মিডিয়া কর্মীরা হাতে পাননি।