অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা Logo অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি Logo বিআরটিএ উত্তরায় দালালদের গডফাদার গ্রেপ্তার Logo সারাদেশে ৩৩০ টি মামলায় বিআরটিএর অভিযানে ৭ লাখ টাকা জরিমানা আদায় Logo ঈদযাত্রায় নিহত ৩২০, যাত্রী কল্যাণের তথ্য অগ্রহণযোগ্য: বিআরটিএ চেয়ারম্যান Logo পাটগ্রামে ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের অভিযোগ তদন্তে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Logo ৫০২টি মামলায় বিআরটিএ-র অভিযানে একদিনে ১১ লাখ টাকা জরিমানা আদায় Logo চাঁদপুর বিআরটিএতে ৬২৭ টি সিএনজির রুট পারমিটের রাজস্ব আত্মসাৎ Logo চট্টগ্রামে বিআরটিএর অভিযানে ১৭ মামলা, জরিমানা অর্ধলাখ Logo তুলা চাষে বাম্পার ফলনেও হতাশ চাষিরা।

সংসার বাঁচাতেই মুখ বুজে মার খান নারী

একটি অভিজাত ফ্ল্যাটে রোজ রাতে চিৎকার শোনা যায়। না, কোনও নারীর কণ্ঠ না, পুরুষের। তিনি প্রায় রোজই স্ত্রীকে পেটান এবং স্ত্রী টু শব্দটিও করেন না। ওড়না দিয়ে শরীর ঢেকে যখন নিচে সবজি কিনতে নামেন পরদিন সকালে, কেউ তাকে প্রশ্ন করে না ফর্সা মুখে কালসিটে দাগ পড়ল কিভাবে। কিন্তু দীর্ঘদিনের সবজি বিক্রেতার প্রশ্ন, ম্যাডাম পইড়া গেসিলেন? এবার সেই ভিক্টিম যেন প্রাণ পেলেন। বললেন, বাথরুমে পড়ে গিয়ে এমন হয়েছে।

আজ (শুক্রবার) নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্তর্জাতিক দিবস। দিবসটিকে ঘিরে নারী নির্যাতন বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভিক্টিম যদি নির্যাতিত হওয়ার সময় চুপ করে থাকেন, কোনও প্রতিবাদ না করেন, তবুও সেটা নির্যাতনই। আবার আঘাতের চিহ্ন না থাকা মানে এই নয় যে, নির্যাতনের ঘটনা ঘটেনি। অনেক সময় ভিক্টিমকে অজ্ঞান করে নেওয়া হতে পারে। অনেক সময় তিনি এতই মানসিকভাবে আঘাত পান যে, কোনও শারীরিক প্রতিরক্ষা তৈরি করেন না। নারী নেত্রীরা বলছেন, আমরা চেষ্টা করছি, আমরা পরিবর্তন আনতে চাই। কিন্তু স্বামীর দেওয়া তালাকের কাগজ হাতে পাওয়ার আগ পর্যন্ত ভিক্টিম নারী মুখই খুলতে চান না।

এই শিক্ষিত নারী কেন মুখ বুজে মার খান এবং প্রতিবাদ করেন না, প্রশ্নে তিনি বলেন, পাশের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা ঘুমায়। আমি যদি পাল্টা আঘাত করি, তারা বিষয়গুলো জেনে যাবে। আরেকটি হিংস্র প্রজন্ম তৈরি করতে চাই না আমি। আর তাদের বাবা আমাকে মারে, এটা কতটা লজ্জার হবে ভাবতে পারেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত নারীর প্রতি সহিংসতা জরিপ ২০১১ অনুযায়ী, বাংলাদেশে শতকরা ৮৭ ভাগ বিবাহিত নারী তাদের স্বামীর হাতে নিগৃহীত হন। কিন্তু কেবল সন্তানদের ভবিষ্যতের কথা ও সামাজিকভাবে হেয় হওয়ার সম্ভাবনা থেকে মুখ খোলেন না বলে মনে করেন নারী প্রগতি সংঘের প্রধান রোকেয়া কবীর। তিনি বলেন, ‘মেয়েরা তার যাবতীয় লজ্জা চেপে রাখতে রাখতে বড় হয়েছে। রুমানার স্বামী মারতে মারতে চোখ উপড়ে ফেলা পর্যন্ত সমাজ বা অভিভাবকেরা তার চিৎকার শুনতে পায়নি। ফলে এই সাইলেন্সটা ভাঙতে পারা জরুরি। কিন্তু খুবই দুঃখজনক হলো, শহুরে নারীদের মধ্যেই এই সাইলেন্স ব্রেক করতে দেখা যায় না, আর গ্রামের কথাতো বাদই দিলাম।’

আমাদের এসব নিয়ে ভুল ধারণার কারণে একজন ভিক্টিম নিজেকেই দোষারোপ করে থাকেন। আত্মহত্যার মতো ঘটনাও ঘটে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জরিপে দেশে শতকরা ৮৭ ভাগ বিবাহিত নারী স্বামীর হাতে নিগৃহীত হন বলে যে চিত্র তুলে ধরা হয়েছে,সেটা নারী সমাজকে রিপ্রেজেন্ট করে না বলে উল্লেখ করেন বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী আয়েশা খানম। তিনি বলেন, ‘কেবল পেটানো না, এর বাইরেও রয়েছে বাল্যবিবাহ, অসম বিবাহ, যৌতুকের কারণে হামলা-মামলা-হত্যা-নির্যাতন, যৌন হয়রানি, নারী-পুরুষ বৈষম্য, অর্থনৈতিক শোষণ-বঞ্চনা, রাষ্ট্রীয়, সামজিক ও পারিবারিক বৈষম্য, অসম আচরণ ইত্যাদি নিপীড়নের মধ্যে দিয়ে নারীকে যেতে হয়। এধরনের দিবস অবশ্যই দরকার আছে। কিন্তু কোনও পুরুষ মানববন্ধনের টেক্সট পড়ে গিয়ে বাসায় বউয়ের সঙ্গে সঠিক আচরণ করবেন, এটা ভাবার কোনও কারণ নেই।’

আর বিশ্ব কী বলছে? সেখানে নারীরা হেনস্তা হচ্ছে না? গবেষণালব্ধ তথ্য-পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বব্যাপী প্রতি তিন জনের একজন নারী তার জীবনে সঙ্গীর হাতে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন।

নারীর বর্তমান সহিংসতার শিকার হওয়ার চিত্র নিয়ে সন্তুষ্ট নন বলে জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, ‘২০১১ সালের তুলনায় নারী নির্যাতনের হার ২০১৫ সালে কিছুটা কমে এসেছে। কিন্তু এই পরিসংখ্যানে আমরা সন্তুষ্ট নই।’ তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো নারী নির্যাতন নির্মূল করা।’ একজন নারীও পুরুষের অধীনস্ত হয়ে কেবল মার খাবেন, এধরনের কোনও সুযোগ যাতে না থাকে, সেজন্য নানা প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান তিনি।

নারী নির্যাতন কমানো সম্ভব না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। এত ছোট পরিসরে জরিপ দিয়ে আসলে তথ্য বের করে আনা সম্ভব কিনা, প্রশ্নে তিনি বলেন, ‘জরিপ দিয়ে একটা পরিস্থিতি বোঝার চেষ্টা করা হয়, এটাকেই একমাত্র সোর্স ভাবার কারণ নেই।’

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা

সংসার বাঁচাতেই মুখ বুজে মার খান নারী

আপডেট টাইম : ০৩:৫০:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬

একটি অভিজাত ফ্ল্যাটে রোজ রাতে চিৎকার শোনা যায়। না, কোনও নারীর কণ্ঠ না, পুরুষের। তিনি প্রায় রোজই স্ত্রীকে পেটান এবং স্ত্রী টু শব্দটিও করেন না। ওড়না দিয়ে শরীর ঢেকে যখন নিচে সবজি কিনতে নামেন পরদিন সকালে, কেউ তাকে প্রশ্ন করে না ফর্সা মুখে কালসিটে দাগ পড়ল কিভাবে। কিন্তু দীর্ঘদিনের সবজি বিক্রেতার প্রশ্ন, ম্যাডাম পইড়া গেসিলেন? এবার সেই ভিক্টিম যেন প্রাণ পেলেন। বললেন, বাথরুমে পড়ে গিয়ে এমন হয়েছে।

আজ (শুক্রবার) নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্তর্জাতিক দিবস। দিবসটিকে ঘিরে নারী নির্যাতন বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, ভিক্টিম যদি নির্যাতিত হওয়ার সময় চুপ করে থাকেন, কোনও প্রতিবাদ না করেন, তবুও সেটা নির্যাতনই। আবার আঘাতের চিহ্ন না থাকা মানে এই নয় যে, নির্যাতনের ঘটনা ঘটেনি। অনেক সময় ভিক্টিমকে অজ্ঞান করে নেওয়া হতে পারে। অনেক সময় তিনি এতই মানসিকভাবে আঘাত পান যে, কোনও শারীরিক প্রতিরক্ষা তৈরি করেন না। নারী নেত্রীরা বলছেন, আমরা চেষ্টা করছি, আমরা পরিবর্তন আনতে চাই। কিন্তু স্বামীর দেওয়া তালাকের কাগজ হাতে পাওয়ার আগ পর্যন্ত ভিক্টিম নারী মুখই খুলতে চান না।

এই শিক্ষিত নারী কেন মুখ বুজে মার খান এবং প্রতিবাদ করেন না, প্রশ্নে তিনি বলেন, পাশের ঘরে ছোট ছোট ছেলেমেয়েরা ঘুমায়। আমি যদি পাল্টা আঘাত করি, তারা বিষয়গুলো জেনে যাবে। আরেকটি হিংস্র প্রজন্ম তৈরি করতে চাই না আমি। আর তাদের বাবা আমাকে মারে, এটা কতটা লজ্জার হবে ভাবতে পারেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত নারীর প্রতি সহিংসতা জরিপ ২০১১ অনুযায়ী, বাংলাদেশে শতকরা ৮৭ ভাগ বিবাহিত নারী তাদের স্বামীর হাতে নিগৃহীত হন। কিন্তু কেবল সন্তানদের ভবিষ্যতের কথা ও সামাজিকভাবে হেয় হওয়ার সম্ভাবনা থেকে মুখ খোলেন না বলে মনে করেন নারী প্রগতি সংঘের প্রধান রোকেয়া কবীর। তিনি বলেন, ‘মেয়েরা তার যাবতীয় লজ্জা চেপে রাখতে রাখতে বড় হয়েছে। রুমানার স্বামী মারতে মারতে চোখ উপড়ে ফেলা পর্যন্ত সমাজ বা অভিভাবকেরা তার চিৎকার শুনতে পায়নি। ফলে এই সাইলেন্সটা ভাঙতে পারা জরুরি। কিন্তু খুবই দুঃখজনক হলো, শহুরে নারীদের মধ্যেই এই সাইলেন্স ব্রেক করতে দেখা যায় না, আর গ্রামের কথাতো বাদই দিলাম।’

আমাদের এসব নিয়ে ভুল ধারণার কারণে একজন ভিক্টিম নিজেকেই দোষারোপ করে থাকেন। আত্মহত্যার মতো ঘটনাও ঘটে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জরিপে দেশে শতকরা ৮৭ ভাগ বিবাহিত নারী স্বামীর হাতে নিগৃহীত হন বলে যে চিত্র তুলে ধরা হয়েছে,সেটা নারী সমাজকে রিপ্রেজেন্ট করে না বলে উল্লেখ করেন বাংলাদেশ মহিলা পরিষদের নেত্রী আয়েশা খানম। তিনি বলেন, ‘কেবল পেটানো না, এর বাইরেও রয়েছে বাল্যবিবাহ, অসম বিবাহ, যৌতুকের কারণে হামলা-মামলা-হত্যা-নির্যাতন, যৌন হয়রানি, নারী-পুরুষ বৈষম্য, অর্থনৈতিক শোষণ-বঞ্চনা, রাষ্ট্রীয়, সামজিক ও পারিবারিক বৈষম্য, অসম আচরণ ইত্যাদি নিপীড়নের মধ্যে দিয়ে নারীকে যেতে হয়। এধরনের দিবস অবশ্যই দরকার আছে। কিন্তু কোনও পুরুষ মানববন্ধনের টেক্সট পড়ে গিয়ে বাসায় বউয়ের সঙ্গে সঠিক আচরণ করবেন, এটা ভাবার কোনও কারণ নেই।’

আর বিশ্ব কী বলছে? সেখানে নারীরা হেনস্তা হচ্ছে না? গবেষণালব্ধ তথ্য-পরিসংখ্যানে দেখা গেছে, বিশ্বব্যাপী প্রতি তিন জনের একজন নারী তার জীবনে সঙ্গীর হাতে শারীরিক বা যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন।

নারীর বর্তমান সহিংসতার শিকার হওয়ার চিত্র নিয়ে সন্তুষ্ট নন বলে জানান মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। তিনি বলেন, ‘২০১১ সালের তুলনায় নারী নির্যাতনের হার ২০১৫ সালে কিছুটা কমে এসেছে। কিন্তু এই পরিসংখ্যানে আমরা সন্তুষ্ট নই।’ তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য হলো নারী নির্যাতন নির্মূল করা।’ একজন নারীও পুরুষের অধীনস্ত হয়ে কেবল মার খাবেন, এধরনের কোনও সুযোগ যাতে না থাকে, সেজন্য নানা প্রকল্প হাতে নেওয়ার কথাও জানান তিনি।

নারী নির্যাতন কমানো সম্ভব না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি উল্লেখ করেন। এত ছোট পরিসরে জরিপ দিয়ে আসলে তথ্য বের করে আনা সম্ভব কিনা, প্রশ্নে তিনি বলেন, ‘জরিপ দিয়ে একটা পরিস্থিতি বোঝার চেষ্টা করা হয়, এটাকেই একমাত্র সোর্স ভাবার কারণ নেই।’