অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার Logo ৬৪ টি জেলায় বিআরটিএর অভিযানে ৪১০ মামলায় ১০ লাখ টাকা জরিমানা Logo সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা Logo অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি

১৫১ বলে ৪৯০ রান করে বিশ্ব রেকর্ডে!

ডেস্ক : মনোবিদ্যার ছাত্র শেন ড্যাডসওয়েল। তবে পচেফস্ট্রুম বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সেদিন যা করেছেন, তাতে প্রতিপক্ষ বোলারদের এখনই মনস্তত্ত্ববিদের কাছে নিয়ে যাওয়ার উপক্রম। পচেফস্ট্রুম শহর দলের বোলারদের দুঃস্বপ্নের এক দিন উপহার দিয়ে ১৫১ বলে তুলেছেন ৪৯০ রান! ৫০ ওভারের ম্যাচে এটাই বিশ্ব রেকর্ড।

আন্তর্জাতিক একদিনের ম্যাচে দলীয় সর্বোচ্চ ইনিংস ৪৪৪। গত বছর পাকিস্তানের বোলিংকে কচুকাটা করে এ রান তুলেছিল ইংল্যান্ড। এ পাহাড় গড়তে সেদিন ঝড় তুলতে হয়েছিল হেলস, বাটলার, মরগান—তিনজনকেই। সেখানে ড্যাডসওয়েল কিনা একাই করলেন ৪৯০ রান!

একটুর জন্য লিস্ট ‘এ’র দলীয় সর্বোচ্চ রানকেই (৪৯৬/৪) টপকে যেতেন। প্রতিপক্ষের সৌভাগ্য ইনিংসের শেষভাগে আউট হয়েছিলেন ড্যাডসওয়েল। না হলে ৫০০ রানটা হাতছানি দিচ্ছিল ভালোমতোই।

পচেফস্ট্রুম বিশ্ববিদ্যালয় দল সেদিন যেন শহরের দলটিকে অত্যাচার করতেই নেমেছিল। ৫০ ওভারের ম্যাচে ৩ উইকেটে ৬৭৭ রান তুলেছে বিশ্ববিদ্যালয় দল। চারে নামা রুয়ান হাসব্রুয়েক ৫২ বলে ১০৪ রান তুলেছেন। কিন্তু হাসব্রুয়েকের ইনিংসকেও মামুলি ঠেকছে ড্যাডসওয়েলের কাছে। একজন ব্যাটসম্যান যখন ৫৭টা ছক্কা আর ২৭টি চার মারেন, তখন অবশ্য বাকি সবকিছুই মামুলি ঠেকতে বাধ্য।

৫০ ওভারের ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি এত দিন ছিল সানরুথ শ্রীরামের। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৬ স্কুল ক্রিকেটের এক ম্যাচে ৪৮৬ রান করেছিলেন ভারতীয় এই ব্যাটসম্যান। গ্রায়েম স্মিথ ও কুইন্টন ডি ককদের স্কুল থেকে বের হওয়া ড্যাডসওয়েল সে রেকর্ড ভাঙতে নিজের ২০তম জন্মদিনকেই বেছে নিয়েছেন।

১৮ নভেম্বরের সে কীর্তিতে এখনো বিভোর ড্যাডসওয়েল, ‘ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা যায়। তাই ৪০০ রানের বেশি করা আসলেই বিশেষ কিছু। এটা অসাধারণ, জীবনের সেরা দিন।’

ড্যাডওয়েলের ৪৯০ অবশ্য গত বছর প্রণব ধানাওয়াড়ের করা অপরাজিত ১০০৯ রানের চেয়ে অনেক পিছিয়ে। তবে ধানাওয়াড়ের সে ম্যাচ ৫০ ওভারের ছিল না বলেই বিশ্ব রেকর্ডের মালিক প্রথম শ্রেণির ক্রিকেট খেলার স্বপ্ন দেখা ড্যাডসওয়েলের। সূত্র: এএফপি।

Tag :
জনপ্রিয় সংবাদ

সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা

১৫১ বলে ৪৯০ রান করে বিশ্ব রেকর্ডে!

আপডেট টাইম : ০১:৩২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭

ডেস্ক : মনোবিদ্যার ছাত্র শেন ড্যাডসওয়েল। তবে পচেফস্ট্রুম বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সেদিন যা করেছেন, তাতে প্রতিপক্ষ বোলারদের এখনই মনস্তত্ত্ববিদের কাছে নিয়ে যাওয়ার উপক্রম। পচেফস্ট্রুম শহর দলের বোলারদের দুঃস্বপ্নের এক দিন উপহার দিয়ে ১৫১ বলে তুলেছেন ৪৯০ রান! ৫০ ওভারের ম্যাচে এটাই বিশ্ব রেকর্ড।

আন্তর্জাতিক একদিনের ম্যাচে দলীয় সর্বোচ্চ ইনিংস ৪৪৪। গত বছর পাকিস্তানের বোলিংকে কচুকাটা করে এ রান তুলেছিল ইংল্যান্ড। এ পাহাড় গড়তে সেদিন ঝড় তুলতে হয়েছিল হেলস, বাটলার, মরগান—তিনজনকেই। সেখানে ড্যাডসওয়েল কিনা একাই করলেন ৪৯০ রান!

একটুর জন্য লিস্ট ‘এ’র দলীয় সর্বোচ্চ রানকেই (৪৯৬/৪) টপকে যেতেন। প্রতিপক্ষের সৌভাগ্য ইনিংসের শেষভাগে আউট হয়েছিলেন ড্যাডসওয়েল। না হলে ৫০০ রানটা হাতছানি দিচ্ছিল ভালোমতোই।

পচেফস্ট্রুম বিশ্ববিদ্যালয় দল সেদিন যেন শহরের দলটিকে অত্যাচার করতেই নেমেছিল। ৫০ ওভারের ম্যাচে ৩ উইকেটে ৬৭৭ রান তুলেছে বিশ্ববিদ্যালয় দল। চারে নামা রুয়ান হাসব্রুয়েক ৫২ বলে ১০৪ রান তুলেছেন। কিন্তু হাসব্রুয়েকের ইনিংসকেও মামুলি ঠেকছে ড্যাডসওয়েলের কাছে। একজন ব্যাটসম্যান যখন ৫৭টা ছক্কা আর ২৭টি চার মারেন, তখন অবশ্য বাকি সবকিছুই মামুলি ঠেকতে বাধ্য।

৫০ ওভারের ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডটি এত দিন ছিল সানরুথ শ্রীরামের। ২০১৪ সালে অনূর্ধ্ব-১৬ স্কুল ক্রিকেটের এক ম্যাচে ৪৮৬ রান করেছিলেন ভারতীয় এই ব্যাটসম্যান। গ্রায়েম স্মিথ ও কুইন্টন ডি ককদের স্কুল থেকে বের হওয়া ড্যাডসওয়েল সে রেকর্ড ভাঙতে নিজের ২০তম জন্মদিনকেই বেছে নিয়েছেন।

১৮ নভেম্বরের সে কীর্তিতে এখনো বিভোর ড্যাডসওয়েল, ‘ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখা যায়। তাই ৪০০ রানের বেশি করা আসলেই বিশেষ কিছু। এটা অসাধারণ, জীবনের সেরা দিন।’

ড্যাডওয়েলের ৪৯০ অবশ্য গত বছর প্রণব ধানাওয়াড়ের করা অপরাজিত ১০০৯ রানের চেয়ে অনেক পিছিয়ে। তবে ধানাওয়াড়ের সে ম্যাচ ৫০ ওভারের ছিল না বলেই বিশ্ব রেকর্ডের মালিক প্রথম শ্রেণির ক্রিকেট খেলার স্বপ্ন দেখা ড্যাডসওয়েলের। সূত্র: এএফপি।