অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা Logo অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি Logo বিআরটিএ উত্তরায় দালালদের গডফাদার গ্রেপ্তার Logo সারাদেশে ৩৩০ টি মামলায় বিআরটিএর অভিযানে ৭ লাখ টাকা জরিমানা আদায় Logo ঈদযাত্রায় নিহত ৩২০, যাত্রী কল্যাণের তথ্য অগ্রহণযোগ্য: বিআরটিএ চেয়ারম্যান Logo পাটগ্রামে ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের অভিযোগ তদন্তে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় Logo ৫০২টি মামলায় বিআরটিএ-র অভিযানে একদিনে ১১ লাখ টাকা জরিমানা আদায় Logo চাঁদপুর বিআরটিএতে ৬২৭ টি সিএনজির রুট পারমিটের রাজস্ব আত্মসাৎ Logo চট্টগ্রামে বিআরটিএর অভিযানে ১৭ মামলা, জরিমানা অর্ধলাখ Logo তুলা চাষে বাম্পার ফলনেও হতাশ চাষিরা।

কোটি টাকার দুটি ফ্ল্যাট, তবুও করেন তিনি ভিক্ষা

ডেস্ক: ভিক্ষাবৃত্তিকে নিজের সন্তানের পেশা হিসেবে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবেন না কোনও অভিভাবক। কিন্তু জানলে আশ্চর্য হতে হয়‚ ভারতেই আছেন বেশ কয়েকজন ‘পেশাদার ভিক্ষাজীবী‘।

তাদের উপার্জন রীতিমতো পাল্লা দেবে কর্পোরেট সংস্থায় চাকুরেদের বেতনের সঙ্গে।

তাদের মধ্যে ভরত অন্যতম| পঞ্চাশোর্ধ্ব ভরত মুম্বাইয়ের বাসিন্দা। রীতিমতো ফ্যামিলি ম্যান। তার কর্মক্ষেত্র মুম্বাইয়ের পারেল এলাকা। দু দুটো ফ্ল্যাটের মালিক। দাম অন্তত এক কোটি টাকা। তবে কাকভোর থেকে শুরু করে দিনভর ব্যস্ত ‘ডিউটি‘-র জন্য খুব বেশি যেতে পারেন না বাড়িতে। সময় দিতে পারেন না পরিবারকে।

ভিক্ষা করে প্রতি মাসে তার উপার্জন ৭৫ হাজার টাকা।

এছাড়া আছে একটি দোকানঘর। সেখানে চলে ফলের রস বিক্রির ব্যবসা। ভাড়া বাবদ প্রতি মাসে পেয়ে থাকেন ১০ হাজার টাকার বেশি। পাশাপাশি তার পরিবারের অন্য সদস্যরা স্কুলের স্টেশনারি জিনিসের ব্যবসা চালান।

মাসে লক্ষাধিক টাকার উপার্জন হয়েই থাকে। পরিবারের তরফে বহুবার অনুরোধ করা হয়েছে। কিন্তু ভরত ভিক্ষাবৃত্তি ছড়বেন না। যে জীবিকা তাঁকে পায়ের নিচে জমি দিয়েছে সেটা নিয়ে তিনি বিন্দুমাত্র লজ্জিত নন। বরং ভিক্ষা করা নিয়ে ‘ প্যাশনেট ‘।

Tag :
জনপ্রিয় সংবাদ

সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা

কোটি টাকার দুটি ফ্ল্যাট, তবুও করেন তিনি ভিক্ষা

আপডেট টাইম : ০১:৪৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০১৭

ডেস্ক: ভিক্ষাবৃত্তিকে নিজের সন্তানের পেশা হিসেবে দুঃস্বপ্নেও কল্পনা করতে পারবেন না কোনও অভিভাবক। কিন্তু জানলে আশ্চর্য হতে হয়‚ ভারতেই আছেন বেশ কয়েকজন ‘পেশাদার ভিক্ষাজীবী‘।

তাদের উপার্জন রীতিমতো পাল্লা দেবে কর্পোরেট সংস্থায় চাকুরেদের বেতনের সঙ্গে।

তাদের মধ্যে ভরত অন্যতম| পঞ্চাশোর্ধ্ব ভরত মুম্বাইয়ের বাসিন্দা। রীতিমতো ফ্যামিলি ম্যান। তার কর্মক্ষেত্র মুম্বাইয়ের পারেল এলাকা। দু দুটো ফ্ল্যাটের মালিক। দাম অন্তত এক কোটি টাকা। তবে কাকভোর থেকে শুরু করে দিনভর ব্যস্ত ‘ডিউটি‘-র জন্য খুব বেশি যেতে পারেন না বাড়িতে। সময় দিতে পারেন না পরিবারকে।

ভিক্ষা করে প্রতি মাসে তার উপার্জন ৭৫ হাজার টাকা।

এছাড়া আছে একটি দোকানঘর। সেখানে চলে ফলের রস বিক্রির ব্যবসা। ভাড়া বাবদ প্রতি মাসে পেয়ে থাকেন ১০ হাজার টাকার বেশি। পাশাপাশি তার পরিবারের অন্য সদস্যরা স্কুলের স্টেশনারি জিনিসের ব্যবসা চালান।

মাসে লক্ষাধিক টাকার উপার্জন হয়েই থাকে। পরিবারের তরফে বহুবার অনুরোধ করা হয়েছে। কিন্তু ভরত ভিক্ষাবৃত্তি ছড়বেন না। যে জীবিকা তাঁকে পায়ের নিচে জমি দিয়েছে সেটা নিয়ে তিনি বিন্দুমাত্র লজ্জিত নন। বরং ভিক্ষা করা নিয়ে ‘ প্যাশনেট ‘।