অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার Logo ৬৪ টি জেলায় বিআরটিএর অভিযানে ৪১০ মামলায় ১০ লাখ টাকা জরিমানা Logo সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা Logo অতিরিক্ত সচিব পদে ১২৭ কর্মকর্তার পদোন্নতি Logo বিআরটিএ উত্তরায় দালালদের গডফাদার গ্রেপ্তার Logo সারাদেশে ৩৩০ টি মামলায় বিআরটিএর অভিযানে ৭ লাখ টাকা জরিমানা আদায় Logo ঈদযাত্রায় নিহত ৩২০, যাত্রী কল্যাণের তথ্য অগ্রহণযোগ্য: বিআরটিএ চেয়ারম্যান Logo পাটগ্রামে ভুয়া মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের অভিযোগ তদন্তে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়

বিশ্বের সবচেয়ে বড় ‘উভচর বিমান’

বিশ্বের সবচেয়ে বড় ‘উভচর’বিমান এজি সিক্স হান্ড্রেড প্রথমবারের মতো আকাশে উড়েছে। চীনের তৈরি এই বিমানটি রোববার আকাশে ওড়ে। এই উভচর বিমান অর্থাৎ যা মাটিতে এবং পানিতে নামতে পারে, প্রায় বোয়িং-৭৩৭ এর মতো বড়। আর এটির দুই পাখার বিস্তার প্রায় ৪০ মিটার। খবর বিবিসির।

‘কুমলং’ নামের এই বিমানটি চীনের গুয়াংডং প্রদেশের ঝুলাই বিমানবন্দর থেকে আকাশে ওড়ে। এটি ৪০ জন যাত্রী বহন করতে পারে এবং একবার জ্বালানি নিয়ে একটানা ১২ ঘণ্টা উড়তে পারে।

এটি অগ্নিনির্বাপণ এবং সামুদ্রিক উদ্ধার কাজ চালানোর কাজ করবে। কিন্তু বিমানটিতে সামরিক প্রযুক্তিও বসানো আছে, যা দক্ষিণ চীন সাগরে বিতর্কিত এলাকাগুলোয় কাজে লাগানো যেতে পারে। এই সাগরের যে এলাকাগুলো চীন তার নিজের বলে দাবি করে- তার সর্ব দক্ষিণ প্রান্ত পর্যন্ত যেতে পারবে বিমানটি।

বিমানটির উড্ডয়ন ও প্রত্যাবর্তনের খবর চীনা রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি দেখানো হয়। সেখানে দেখা যায় আর জনতা পতাকা দুলিয়ে এটি স্বাগত জানাচ্ছে। এসময় সামরিক সঙ্গীত বাজছিল। এই বিমানটি তৈরি করতে সময় লেগেছে আট বছর।

এ ধরনের উভচর বিমান তৈরি ঘটনা এবারই প্রথম নয়। ১৯৪৭ সালে আমেরিকান ‘এভিয়েটর’ হাওয়ার্ড হিউজেস অবশ্য এর চেয়েও বড় একটি উভচর বিমান তৈরি করেছিলেন। কিন্তু সেটি আকাশে উড়েছিল একবারই। তাও মাত্র ২৬ সেকেন্ডের জন্য।

Tag :
জনপ্রিয় সংবাদ

ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি

বিশ্বের সবচেয়ে বড় ‘উভচর বিমান’

আপডেট টাইম : ০৪:৩৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭

বিশ্বের সবচেয়ে বড় ‘উভচর’বিমান এজি সিক্স হান্ড্রেড প্রথমবারের মতো আকাশে উড়েছে। চীনের তৈরি এই বিমানটি রোববার আকাশে ওড়ে। এই উভচর বিমান অর্থাৎ যা মাটিতে এবং পানিতে নামতে পারে, প্রায় বোয়িং-৭৩৭ এর মতো বড়। আর এটির দুই পাখার বিস্তার প্রায় ৪০ মিটার। খবর বিবিসির।

‘কুমলং’ নামের এই বিমানটি চীনের গুয়াংডং প্রদেশের ঝুলাই বিমানবন্দর থেকে আকাশে ওড়ে। এটি ৪০ জন যাত্রী বহন করতে পারে এবং একবার জ্বালানি নিয়ে একটানা ১২ ঘণ্টা উড়তে পারে।

এটি অগ্নিনির্বাপণ এবং সামুদ্রিক উদ্ধার কাজ চালানোর কাজ করবে। কিন্তু বিমানটিতে সামরিক প্রযুক্তিও বসানো আছে, যা দক্ষিণ চীন সাগরে বিতর্কিত এলাকাগুলোয় কাজে লাগানো যেতে পারে। এই সাগরের যে এলাকাগুলো চীন তার নিজের বলে দাবি করে- তার সর্ব দক্ষিণ প্রান্ত পর্যন্ত যেতে পারবে বিমানটি।

বিমানটির উড্ডয়ন ও প্রত্যাবর্তনের খবর চীনা রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি দেখানো হয়। সেখানে দেখা যায় আর জনতা পতাকা দুলিয়ে এটি স্বাগত জানাচ্ছে। এসময় সামরিক সঙ্গীত বাজছিল। এই বিমানটি তৈরি করতে সময় লেগেছে আট বছর।

এ ধরনের উভচর বিমান তৈরি ঘটনা এবারই প্রথম নয়। ১৯৪৭ সালে আমেরিকান ‘এভিয়েটর’ হাওয়ার্ড হিউজেস অবশ্য এর চেয়েও বড় একটি উভচর বিমান তৈরি করেছিলেন। কিন্তু সেটি আকাশে উড়েছিল একবারই। তাও মাত্র ২৬ সেকেন্ডের জন্য।