অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন Logo পুলিশের অভিযানে পাঁচজন মাদকসেবী গ্রেফতার Logo বুড়িমারী স্থলবন্দর তিন দিন বন্ধের ঘোষণা Logo বরেন্দ্র শেচ প্রকল্পের খুঁটি ভেঙ্গে মাথায় পড়ে এক শিক্ষার্থীর মৃত্যু। Logo নওগাঁর ইয়াদ আলীর মোড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু Logo বগুড়ায় মাদকদ্রব্য গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo আমষট্ট নয়ন পার্ক দর্শনার্থীদের ভিড়ে মুখর Logo ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লাখ আহতদের ৩ লাখ অনুদান ঘোষণা Logo ফরিদপুরে বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩ Logo তরমুজে হাসি, তরমুজে কান্না! “তরমুজ চাষে সর্বশান্ত হয়েছেন অনেক চাষি”

চুয়াডাঙ্গার বেগমপুরে সাঁড়াশি অভিযান

মোঃ তহিরুল ইসলাম মাদকস্পট থেকে ফিরেঃ-
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম আলোচিত মাদকস্পট দর্শনা সংলগ্ন আকন্দবাড়িয়া, রাঙ্গিয়ার পোতা, ঈশ্বরচন্দ্রপুর ও তৎসংলগ্ন এলাকার মাদক কারবারীদের ঘুম খাওয়া দাওয়া একপ্রকার হারাম হওয়ার পথে এই মাদকের বিশেষ অভিযান এর কারণে এমনিতেই গত ৬ মাস যাবৎ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশ ও মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণার শুরু থেকেই এ এলাকার মাদক কারবারী বিক্রেতা অর্থলগ্নিকারী ও আশ্রয় প্রশ্রয় দাতারা কোনঠাসা হতে শুরু করে। শীর্ষ বেশকিছু মাদক কারবারী গ্রেফতার ও মাদকের একের পর এক চালান ধরা পড়ার কারণে এ মাদক সাম্রজ্যে পতন নামতে শুরু করে। সম্প্রতি বেগমপুর ক্যাম্প ইনচার্জ অন্যত্র বদলী হওয়ার কারণে ভারপ্রাপ্ত ইনচার্জ হিসাবে দায়ীত্ব পড়ে টু আইসি জাহিদুল ইসলাম জাহিদ সাহেবের উপরে। এমনিতেই প্রচণ্ড ধার্মিক ও সিনসিয়ার এ অফিসারের কারণে অনেক মাদক কারবারীই এলাকা ছেড়ে পালিয়েছে। ভারতে ও আত্মগোপন করেছেন অনেকেই। আর চুপিসারে বা খুব সংগোপনে কিছু কিছু মাদক কারবারী বিভিন্ন কৌশলে ও ফেরি করে মোবাইল যোগাযোগের মাধ্যমে একান্ত বিশ্বস্ত কাস্টমারদের কাছে দুচ্চার পিস যাওবা বিক্রি করে এ সাম্রাজ্যের পতন বিলম্বিত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন, সে তালিকা ও এখন ভারপ্রাপ্ত ইনচার্জ জাহিদ সাহেবের পকেটে।আমার পরিচয় জাহিদ সাহেবের জানা কিন্তু আমার সহ করমির পরিচয় টা জাহিদ সাহেবের কাছে গোপন করালাম খুঁজতে লাগলাম ফেনসিডিল বহু চেষটা করলাম কিন্তু ব্যারথো হয়ে ফিরে আসলাম মিললো অজানা এক ধরনের কাহিনী বললাম ভাই বা আপা আমদের দুই পিস ফেনসিডিল দিন কতো টাকা নিবেন বললো ১৪ শত টাকা আমরার রাজি হয়ে দিলাম ঠিক সেই একই সময় এস আই জাহিদ সাহেবের সাথে দেখা জাহিদ সাহেব ভালো মন্দ কথা বলে চলেগেলেন জাহিদ সাহেব তারপর ফের শুরু করলাম আমাদের মাদক এর খোঁজখবর গেলাম অনেক জাগায় বললাম ভাই বা আপা ফেনসিডিল আছে না কি বলে ভাই এখব য়ে অভিজান চালাচছে তার জন্য দাম একটু বেশি কিনতু এখন আপনারা একটু দাড়ান আমরা বললাম কেনো বলে য়ে বেচে আছে কি না দেখে আসি আমরা বললাম ঠিক আছে পরে ফিরে এসে আমাদের কাছে বলে ভাই পেলাম না আমি বললাম কোনো পেলেন না তখন বলে ভাই এখন মাদকের বিরোধী য়ে অভিনয় কোষোলে ধরে ফেলে আসলেই ঠিক এখন য়ে ভাবে এসআই জাহিদ সাহেব নিজ মোটরসাইকেলে ঘুরছে ঠিক তাতে করে মাদকের নাম টা কিছু হলেও বদলাম মুছে যেতে পারে এইভাবে অভিজান থাকলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হবে বলে এলাবাসির দাবি করেন বেস কয়েক জাগাতে পেলাম য়েখানে কেউ বুঝতে পারবে না য়ে এখানে এইসব কাজ করছে জায়গা গুলো হলো বাস বাগান, আমবাগান, কলা বাগান, আকখেত, ও নদির ধারে, আর তাই এ ক্যাম্পের সদস্যদের কয়েক গ্রুপে ভাগ করে এবং নিজেও মোটরসাইকেলে সারা দিনরাত এলাকায় মূহুর্মূহু টহলের মাধ্যমে মাদকের পাইকারী ও খুচরা বিক্রেতাদেরকে একেবারে কোনঠাসা করে ফেলেছেন।
এখন এলাকার মাদক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের একমাত্র চাওয়া পাওয়া হলো ভারপ্রাপ্ত ইনচার্জ টু আইসি জাহিদের বদলি।
খুব গোপনে গাংপাড়া, মাঝেরপাড়া, স্কুলপাড়া ও ফার্মপাড়ার মাদক সিন্ডিকেট দফায় দফায় মিটং করছে বেগমপুর ইউনিয়নের এবং দর্শনা এলাকার দ্বিতীয় সারির কতিপয় নেতার কাছে যেয়ে আর্জি জানিয়েছে, যাতে করে মাদক কারবারীদের সবথেকে বড় দুশমন জাহিদ সাহেবকে যেনো যে কোনো ভাবে অন্যত্র বদলির ব্যবস্থা করা হয় এদিকে গাংপাড়ার একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এ ক্যাম্প থেকে ভারপ্রাপ্ত বেগমপুর ক্যাম্প ইনচার্জ এ.এস.আই জাহিদুল ইসলাম জাহিদ যেদিন অন্যত্র বদলি হয়ে যাবেন, তারপর দিনই মাদক সিন্ডিকেটের টাকায় মাইক বাজিয়ে উৎসবমূখর পরিবেশে হবে গণ খানাপিনার আয়োজন ও মিষ্টি বিতরণ##

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

চুয়াডাঙ্গার বেগমপুরে সাঁড়াশি অভিযান

আপডেট টাইম : ০২:০৯:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮

মোঃ তহিরুল ইসলাম মাদকস্পট থেকে ফিরেঃ-
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম আলোচিত মাদকস্পট দর্শনা সংলগ্ন আকন্দবাড়িয়া, রাঙ্গিয়ার পোতা, ঈশ্বরচন্দ্রপুর ও তৎসংলগ্ন এলাকার মাদক কারবারীদের ঘুম খাওয়া দাওয়া একপ্রকার হারাম হওয়ার পথে এই মাদকের বিশেষ অভিযান এর কারণে এমনিতেই গত ৬ মাস যাবৎ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশ ও মাদকের বিরুদ্ধে জেহাদ ঘোষণার শুরু থেকেই এ এলাকার মাদক কারবারী বিক্রেতা অর্থলগ্নিকারী ও আশ্রয় প্রশ্রয় দাতারা কোনঠাসা হতে শুরু করে। শীর্ষ বেশকিছু মাদক কারবারী গ্রেফতার ও মাদকের একের পর এক চালান ধরা পড়ার কারণে এ মাদক সাম্রজ্যে পতন নামতে শুরু করে। সম্প্রতি বেগমপুর ক্যাম্প ইনচার্জ অন্যত্র বদলী হওয়ার কারণে ভারপ্রাপ্ত ইনচার্জ হিসাবে দায়ীত্ব পড়ে টু আইসি জাহিদুল ইসলাম জাহিদ সাহেবের উপরে। এমনিতেই প্রচণ্ড ধার্মিক ও সিনসিয়ার এ অফিসারের কারণে অনেক মাদক কারবারীই এলাকা ছেড়ে পালিয়েছে। ভারতে ও আত্মগোপন করেছেন অনেকেই। আর চুপিসারে বা খুব সংগোপনে কিছু কিছু মাদক কারবারী বিভিন্ন কৌশলে ও ফেরি করে মোবাইল যোগাযোগের মাধ্যমে একান্ত বিশ্বস্ত কাস্টমারদের কাছে দুচ্চার পিস যাওবা বিক্রি করে এ সাম্রাজ্যের পতন বিলম্বিত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন, সে তালিকা ও এখন ভারপ্রাপ্ত ইনচার্জ জাহিদ সাহেবের পকেটে।আমার পরিচয় জাহিদ সাহেবের জানা কিন্তু আমার সহ করমির পরিচয় টা জাহিদ সাহেবের কাছে গোপন করালাম খুঁজতে লাগলাম ফেনসিডিল বহু চেষটা করলাম কিন্তু ব্যারথো হয়ে ফিরে আসলাম মিললো অজানা এক ধরনের কাহিনী বললাম ভাই বা আপা আমদের দুই পিস ফেনসিডিল দিন কতো টাকা নিবেন বললো ১৪ শত টাকা আমরার রাজি হয়ে দিলাম ঠিক সেই একই সময় এস আই জাহিদ সাহেবের সাথে দেখা জাহিদ সাহেব ভালো মন্দ কথা বলে চলেগেলেন জাহিদ সাহেব তারপর ফের শুরু করলাম আমাদের মাদক এর খোঁজখবর গেলাম অনেক জাগায় বললাম ভাই বা আপা ফেনসিডিল আছে না কি বলে ভাই এখব য়ে অভিজান চালাচছে তার জন্য দাম একটু বেশি কিনতু এখন আপনারা একটু দাড়ান আমরা বললাম কেনো বলে য়ে বেচে আছে কি না দেখে আসি আমরা বললাম ঠিক আছে পরে ফিরে এসে আমাদের কাছে বলে ভাই পেলাম না আমি বললাম কোনো পেলেন না তখন বলে ভাই এখন মাদকের বিরোধী য়ে অভিনয় কোষোলে ধরে ফেলে আসলেই ঠিক এখন য়ে ভাবে এসআই জাহিদ সাহেব নিজ মোটরসাইকেলে ঘুরছে ঠিক তাতে করে মাদকের নাম টা কিছু হলেও বদলাম মুছে যেতে পারে এইভাবে অভিজান থাকলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হবে বলে এলাবাসির দাবি করেন বেস কয়েক জাগাতে পেলাম য়েখানে কেউ বুঝতে পারবে না য়ে এখানে এইসব কাজ করছে জায়গা গুলো হলো বাস বাগান, আমবাগান, কলা বাগান, আকখেত, ও নদির ধারে, আর তাই এ ক্যাম্পের সদস্যদের কয়েক গ্রুপে ভাগ করে এবং নিজেও মোটরসাইকেলে সারা দিনরাত এলাকায় মূহুর্মূহু টহলের মাধ্যমে মাদকের পাইকারী ও খুচরা বিক্রেতাদেরকে একেবারে কোনঠাসা করে ফেলেছেন।
এখন এলাকার মাদক সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের একমাত্র চাওয়া পাওয়া হলো ভারপ্রাপ্ত ইনচার্জ টু আইসি জাহিদের বদলি।
খুব গোপনে গাংপাড়া, মাঝেরপাড়া, স্কুলপাড়া ও ফার্মপাড়ার মাদক সিন্ডিকেট দফায় দফায় মিটং করছে বেগমপুর ইউনিয়নের এবং দর্শনা এলাকার দ্বিতীয় সারির কতিপয় নেতার কাছে যেয়ে আর্জি জানিয়েছে, যাতে করে মাদক কারবারীদের সবথেকে বড় দুশমন জাহিদ সাহেবকে যেনো যে কোনো ভাবে অন্যত্র বদলির ব্যবস্থা করা হয় এদিকে গাংপাড়ার একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, এ ক্যাম্প থেকে ভারপ্রাপ্ত বেগমপুর ক্যাম্প ইনচার্জ এ.এস.আই জাহিদুল ইসলাম জাহিদ যেদিন অন্যত্র বদলি হয়ে যাবেন, তারপর দিনই মাদক সিন্ডিকেটের টাকায় মাইক বাজিয়ে উৎসবমূখর পরিবেশে হবে গণ খানাপিনার আয়োজন ও মিষ্টি বিতরণ##