হ্যান্ডসাম ছেলেকে নিয়ে লন্ডনে ছুটি কাটাচ্ছেন কারিনা কাপুর খান। টুইটারে পোস্ট হওয়া মা ও ছেলের লন্ডন ভ্রমণের ছবি নিয়ে এখন তোলপাড় ওয়েব দুনিয়া।
সাইফ আলি খান ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিং-এর সন্তান ইব্রাহিম আলি খান। নবাবপুত্রের বর্তমান জীবনসঙ্গিনী কারিনা কাপুর খানের সঙ্গে বেশ ভালোই সম্পর্ক ইব্রাহিমের। বিয়ের পর থেকেই সৎ ছেলেকে নিজের করে নিয়েছেন বেবো। চলতি মাসের শুরুর দিকেই ইব্রাহিমকে নিয়ে মালদ্বীপ ঘুরে এসেছেন। আর এখন লন্ডনে ছুটি কাটাচ্ছেন।
২৫ জুন বোন কারিশ্মা কাপুরের ৪১তম জন্মদিন। সেলিব্রেট করতে লন্ডন গিয়েছেন সাইফ-বেবো। সেখানে মা-ছেলের ছবি, ভক্তের সঙ্গে সাইফের ছবি দেখেই বোঝা যাচ্ছে, নতুন সংসার চুটিয়ে উপভোগ করছেন পতৌদি পুত্র।
সূত্র: এই সময়
Our Address: Hazi M A Gofur market "second floor" , Staff Quarter , Demra, Dhaka- 1360। mobile : 01761885915, 01912771054, 01810127209, Email :banglarkhabar24@gmail.com, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান