জাতীয় প্রেসক্লাবের অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রাক্তন সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদের বিরুদ্ধে ঢাকা সিএমএম আদালতে দুটি মামলা করেছেন বর্তমান সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী।
বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ শুনানি শেষে শাহবাগ থানার ওসিকে ঘটনা তদন্ত করে ১৮ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষে অ্যাডভোকেট নজিব উল্লাহ হিরু এবং শরিফুল হক ভূইয়া মামলা পরিচালনা করেন।
মামলার অভিযোগে বলা হয়, জাতীয় প্রেসক্লাবে বাদী ও তার কমিটি ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার আগে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ১১ অক্টোবর এবং ২০১৪ সালের ২ জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আসামি ও তার কমিটি ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে। ওই কমিটির সময়ে ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ১১ অক্টোবর পর্যন্ত ভুয়া ভাউচার এবং কিছু ভাউচার ছাড়াই ৪ লাখ ৩৬ হাজার ৬০০ টাকা এবং ২০১৪ সালের ২ জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত হলরুম, কনফারেন্স রুম, ভিআইপি লাউঞ্জের ভাড়া বাবদ ৩৮ লাখ ২৪ হাজার ৩০০ টাকা আত্মসাত করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান