ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা হত্যা বন্ধের দাবিতে ইসলামী আন্দোলন আহুত কর্মসূচিতে পুলিশের বাধা দেয়ার অভিযোগ করেছেন সংগঠনের এক নেতা। আজ ছিল তাদের মিয়ানমার অভিমুখে লংমার্চ কর্মসূচি।
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জানিয়েছেন, তাদের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে। এ কারণে শেষ পর্যন্ত পল্টনে কার্যালয়ের সামনেই সমাবেশ করছেন তারা।
এদিকে সড়ক অবরোধ করে এ সমাবেশের কারণে পল্টন এলাকায় বাড়তি যানজটের সৃষ্টি হয়েছে।
চরমোনাই পীর এ সমাবেশ উপস্থিত আছেন।
আতিকুর রহমান বলেছেন, আজ আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। সে কারণে দেশের বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরাও এসে হাজির হন।
তার দাবি এ কর্মসূচির বিষয়ে পুলিশের মৌখিক সমর্থনও ছিল। কিন্তু গতরাতে হঠাৎ করে কর্মসূচি স্থগিতের কথা বলা হয়।
এরপরও আমরা কমসূচি চালিয়ে গেলে পুলিশ বাধা দেয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান