বাংলার খবর২৪.কম
রংপুর : সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি থেকে ৪৩ নেতা পদত্যাগ করেছে। শনিবার ছাত্রলীগ রংপুর মেডিকেল কলেজ শাখার প্যাডে এক বিজ্ঞপ্তিতে এই পদত্যাগের কথা জানানো হয়।
পদত্যাগকারি নেতা কলেজ শাখার সহ সভাপতি শাফায়েত হোসেন শাওন, হোসাইন মোহাম্মদ মহসিন, জাকিরুল ইসলাম জিয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার আলম, সাংগঠনিক সম্পাদক ফারহান রহমানসহ বেশকজন জানান, রমেক চাত্রলীগ শাখার সভাপতি ও সম্পাদক ক্যাম্পাসে চাঁদাবাজী, মাদক সেবনসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। বিভিন্ন অনুষ্ঠানের নামে তারা বিভিন্ন হলের শিক্ষার্থীদের নিকট হতে চাঁদা আদায় করছে। চাঁদা দিতে কেউ অস্বীকার করলে তাকে বিভিন্নভাবে হুমকি দেয়া হয়। এছাড়া তারা অবৈধভাবে নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ করা হয়।
রমেক ছাত্রলীগ শাখা ৬১ সদস্য কমিটি রয়েছে। এর মধ্যে ৪৩ জনই পদত্যাগ পত্রে স্বাক্ষর করেছে।
কলেজ শাখার সভাপতি মাহমুদুর রহমান রিফাত তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলে তিনি এখন পর্যন্ত পদত্যাগের কোন কাগজ পত্র পাননি। এ ব্যাপারে তিনি জেলা নেতৃবৃন্দের সাথে কথা বলতে বলেন।
তবে কলেজ শাখার দপ্তর সম্পাদক তারিক রশিদ পদত্যাগ পত্র পাওয়ার কথা স্বীকার করেছে।
এ ব্যাপরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিষয়টি ভূয়া বলে উল্লেখ করে জানান একটি মহল ছাত্রলীগের সুনাম নষ্ট করতে বিভ্রন্তি ছড়াচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান