পারভেজ বিন হাসান :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার বাড়িচিনিস এলাকায় সোমবার সন্ধ্যায় যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে সোনারগাঁ থানা ও কাঁচপুর হাইওয়ে পুলিশ এক ঘণ্টা চেষ্টা চালালে যান চলাচল স্বাভাবিক হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানায়, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আফিয়া সিএনজি পাম্পের পাশে বাড়িচিনিস এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টার লাইন পরিবহনের সঙ্গে বিপরীত মুখী কাভার্ডভ্যানের সংঘর্ষে যাত্রীবাহী পরিবহনটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা যাত্রী আয়েশা আক্তার, পলি আক্তার, সালমা বেগম, পলাশ মিয়া, জাহের আলীসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান