বাংলার খবর২৪.কম
: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বেশিরভাগ কর্মস্থলেই চিকিৎসকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন। তবে কিছুসংখ্যক চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন না। আর তাই তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার ঢাকার মাতুয়াইলে শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালনা পর্ষদের সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।
শিশু ও মাতৃস্বাস্থ্যসেবায় সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, মা ও শিশু স্বাস্থ্যসেবায় বাংলাদেশের অর্জন দক্ষিণ এশিয়া ও অনুন্নত দেশগুলোতে উদাহরণ হিসেবে দেখা হয়। যেকোনো অরাজকতা ও নৈরাজ্য মোকাবিলা করে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার জনগণের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। সুষম ও দরিদ্রবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য।
এসময় মন্ত্রী মাতুয়াইল শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটকে দুইশ’ থেকে পাঁচশ’ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। এছাড়া প্রতিষ্ঠানটিতে রোগীদের চিকিৎসায় অত্যাধুনিক সব যন্ত্রপাতি বসানো হবে বলেও জানান তিনি।
সভাশেষে প্রতিষ্ঠানে দীর্ঘদিন অস্থায়ীভিত্তিতে কর্মরত শতাধিক কর্মচারী তাদের চাকরি স্থায়ীকরণের জন্য মন্ত্রীর কাছে আবেদন জানালে তিনি এ বিষয়ে পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা, সানজিদা খাতুন, স্বাস্থ্যসচিব এমএম নিয়াজউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক নূর হোসেন তালুকদার এবং শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. শাহরিয়া তাসনিম।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান