
সজীব হাসান (বগুড়া) প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বগুড়ায় শুভেচ্ছা মিছিল করেছে নবগঠিত সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদল। বুধবার (২ জুলাই) দুপুরে কলেজ চত্বরে আয়োজিত এ মিছিল ও সমাবেশে নতুন আহ্বায়ক কমিটির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার এবং বিশেষ অতিথি ছিলেন সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাফিউল আল-আমিন। প্রধান আলোচক ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসমুদুর রহমান সানজাদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু আশা সিদ্দিকী রাকিব, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামিউল ইসলাম নাহিদ, সদস্য সচিব সোহাগ হোসেন।
কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ জেবায়েদ হাসান নাহিদসহ অন্যান্য যুগ্ম আহ্বায়ক ও সদস্যবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিবাদের পতনের পর উত্তরাঞ্চলের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীঠ আজিজুল হক কলেজে ছাত্ররাজনীতির নতুন দিগন্তের সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, হল দখল, ইভটিজিংসহ নানা বিশৃঙ্খলার কারণে শিক্ষাবান্ধব পরিবেশ বিঘ্নিত হয়েছে। ছাত্রদল সে অস্থিরতা কাটিয়ে একটি সুস্থ ও গণতান্ত্রিক ধারার ছাত্ররাজনীতি গড়ে তুলতে চায়। বক্তারা আরও বলেন, তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা নতুন বাংলাদেশে ছাত্র রাজনীতিতে সুবাতাস অনুভব করছি। শিক্ষার্থীদের অধিকার, নিরাপদ ক্যাম্পাস ও গঠনমূলক আন্দোলনই হবে আমাদের পথচলার মূল ভিত্তি। আয়োজকরা জানান, ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বগুড়ায় সংগঠনকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করতে কাজ করবে।