
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গত শুক্রবার (০৩ অক্টোবর) সকালের জগতবেড় ইউনিয়ন ১ নং পশ্চিম জগতবেড় এলাকার ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিশু সালেহ আহমেদ তাহাসিন বাড়ির পাশের পুকুরের ধারে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে শিশুটির নিথর দেহ উদ্ধার করে। দ্রুত পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা প্রশাসক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উত্তর কুমার দাশ শিশুটির পরিবারের ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন । তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মো: রশিদুল ইসলাম 

























