
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়েছে। ‘আপনার চোখকে ভালোবাসুন’ এ প্রতিপাদ্যের আলোকে দিবসটি উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশনস্প্রিংয়ের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হতে একটি শোভাযাত্রা চত্বর প্রদক্ষিণ করে। পরে কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা করা হয়।
এতে সভাপতিত্ব করেন পাটগ্রাম এলাকার ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সজিব আহাম্মেদ, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির হেলথ এডুকেটর জান্নাতুল ফেরদৌস মাহিয়া ও পলাশ চন্দ্র বর্মণসহ চিকিৎসক, নার্স, এনজিও প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষ।
মো: রশিদুল ইসলাম 
























