পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত চলছে যুবদলের রাস্তা সংস্কারের কাজ

নিজস্ব সংবাদদাতা

স্বেচ্ছাশ্রমের মাধ্যমে লালমনিরহাটের বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত গ্রামীন পাকা ও কাচা রাস্তাগুলো সংস্কার কাজ করছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। তাদের চলমান কাজের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার কাজ এখন ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায় পর্যন্ত। শনিবার দিনব্যাপী জেলার আদিতমারী উপজেলা শহর থেকে মহিষখোঁচা ইউনিয়নের মহিষখোঁচা বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছেন তারা।

পাকা ওই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পলেস্তারা খুলে গিয়ে বড় বড় গর্তে পরিনত হয়। চলাচলের অযোগ্য হয়ে পড়ে উপজেলার গুরুত্বপূর্ণ ওই সড়কটি। ইউনিয়নের সঙ্গে উপজেলার সংযোগ স্থল সড়কটি দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০ হাজার মানুষ চলাচল করে।

এদিকে মাসব্যাপী বৃক্ষরোপণ, রাস্তার পাশের আগাছা পরিষ্কার এবং নিজ অর্থায়নে নিজেরাই শ্রম দিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করায় স্থানীয় যুবদলের যুবকদের সুনাম এলাকার মানুষজনের মূখে মূখে ছড়িয়ে পড়েছে।

কলেজ ছাত্রী কাকলী রানী ও স্কুলছাত্র আব্দুল হাই জানান, আমাদের স্কুলে যাওয়ার এটিই একমাত্র রাস্তা। শুষ্ক মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষাকালে রাস্তাটিতে কাদা জমে থাকে। সাইকেল চালানো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা যায় না। অনেকবার পা পিছলে কাদায় পড়ে বই খাতা নষ্ট হয়েছে। রাস্তা সংস্কার হওয়ায় তারা খুব খুশি।

এলাকাবাসী হোসেন মিয়া জানান, গেলো বন্যায় উপজেলার বিভিন্ন পাকা ও কাচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাগুলোর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। এসব গর্তে রিক্সা, ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল পড়ে ঘটছে নানা দূর্ঘটনা। তিনি রাস্তা সংস্কার করায় যুবদলের যুবকদের ধন্যবাদ জানান।

এলাকাবাসী হযরত আলী জানান, বৃষ্টির পানি নেমে যাওয়ার সময় রাস্তাগুলোর বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন গ্রামবাসী। সড়ক সংস্কার হওয়ায় তিনিও যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান আলীসহ দলের নেতৃত্বে একমাস আগ থেকে নেতাকর্মীরা নিজ উদ্যোগে এবং নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার শুরু করেন। তারা ইটের খোয়া, বালু ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করছেন। সংস্কারে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি লাঘব হওয়ায় এলাকার মানুষদের প্রশংসায় ভাসছেন স্থানীয় যুবদলের যুবকরা। ইতোমধ্যে তারা জেলার ২০টি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পাকা ও কাচা রাস্তা সংস্কার, রাস্তার ধারে বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর।

জেলা যুবদলের সভাপতি জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বন্যা পরবর্তী রাস্তা মেরামত ও পুর্নবাসন কর্মসূচির অংশ হিসেবে তারা বৃক্ষরোপণ নিজেদের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কাজ করছেন। মাসব্যাপী তাদের এই জনহিতকর কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।

চলাচলে অনুপযোগী রাস্তাটি সংস্কার করায় পথচারী ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী।

Tag :
জনপ্রিয় সংবাদ

উপজেলা থেকে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত চলছে যুবদলের রাস্তা সংস্কারের কাজ

আপডেট টাইম : ০২:৪৮:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

নিজস্ব সংবাদদাতা

স্বেচ্ছাশ্রমের মাধ্যমে লালমনিরহাটের বিভিন্ন ইউনিয়নে ক্ষতিগ্রস্ত গ্রামীন পাকা ও কাচা রাস্তাগুলো সংস্কার কাজ করছেন স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। তাদের চলমান কাজের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার কাজ এখন ছড়িয়ে পড়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায় পর্যন্ত। শনিবার দিনব্যাপী জেলার আদিতমারী উপজেলা শহর থেকে মহিষখোঁচা ইউনিয়নের মহিষখোঁচা বাজার পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করেছেন তারা।

পাকা ওই সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পলেস্তারা খুলে গিয়ে বড় বড় গর্তে পরিনত হয়। চলাচলের অযোগ্য হয়ে পড়ে উপজেলার গুরুত্বপূর্ণ ওই সড়কটি। ইউনিয়নের সঙ্গে উপজেলার সংযোগ স্থল সড়কটি দিয়ে স্কুল-কলেজ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০ হাজার মানুষ চলাচল করে।

এদিকে মাসব্যাপী বৃক্ষরোপণ, রাস্তার পাশের আগাছা পরিষ্কার এবং নিজ অর্থায়নে নিজেরাই শ্রম দিয়ে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করায় স্থানীয় যুবদলের যুবকদের সুনাম এলাকার মানুষজনের মূখে মূখে ছড়িয়ে পড়েছে।

কলেজ ছাত্রী কাকলী রানী ও স্কুলছাত্র আব্দুল হাই জানান, আমাদের স্কুলে যাওয়ার এটিই একমাত্র রাস্তা। শুষ্ক মৌসুমে চলাচল করতে পারলেও বর্ষাকালে রাস্তাটিতে কাদা জমে থাকে। সাইকেল চালানো দূরের কথা পায়ে হেঁটেও চলাচল করা যায় না। অনেকবার পা পিছলে কাদায় পড়ে বই খাতা নষ্ট হয়েছে। রাস্তা সংস্কার হওয়ায় তারা খুব খুশি।

এলাকাবাসী হোসেন মিয়া জানান, গেলো বন্যায় উপজেলার বিভিন্ন পাকা ও কাচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাগুলোর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। এসব গর্তে রিক্সা, ভ্যান, সাইকেল ও মোটরসাইকেল পড়ে ঘটছে নানা দূর্ঘটনা। তিনি রাস্তা সংস্কার করায় যুবদলের যুবকদের ধন্যবাদ জানান।

এলাকাবাসী হযরত আলী জানান, বৃষ্টির পানি নেমে যাওয়ার সময় রাস্তাগুলোর বেশিরভাগ অংশই ক্ষতিগ্রস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। চরম ভোগান্তিতে পড়েন গ্রামবাসী। সড়ক সংস্কার হওয়ায় তিনিও যুবদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান তিনি।

জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান ও সদস্য সচিব হাসান আলীসহ দলের নেতৃত্বে একমাস আগ থেকে নেতাকর্মীরা নিজ উদ্যোগে এবং নিজেরাই শ্রম দিয়ে ভেঙে যাওয়া ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার শুরু করেন। তারা ইটের খোয়া, বালু ও মাটি ফেলে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো সংস্কার করছেন। সংস্কারে সাধারণ মানুষের চলাচলের ভোগান্তি লাঘব হওয়ায় এলাকার মানুষদের প্রশংসায় ভাসছেন স্থানীয় যুবদলের যুবকরা। ইতোমধ্যে তারা জেলার ২০টি ইউনিয়নের বিভিন্ন ক্ষতিগ্রস্ত পাকা ও কাচা রাস্তা সংস্কার, রাস্তার ধারে বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কার করে প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর।

জেলা যুবদলের সভাপতি জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় বন্যা পরবর্তী রাস্তা মেরামত ও পুর্নবাসন কর্মসূচির অংশ হিসেবে তারা বৃক্ষরোপণ নিজেদের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার কাজ করছেন। মাসব্যাপী তাদের এই জনহিতকর কাজ চলমান থাকবে বলেও তিনি জানান।

চলাচলে অনুপযোগী রাস্তাটি সংস্কার করায় পথচারী ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানান এলাকাবাসী।