পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার Logo ৬৪ টি জেলায় বিআরটিএর অভিযানে ৪১০ মামলায় ১০ লাখ টাকা জরিমানা Logo সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা

রোবটের সঙ্গে সেক্স নাকি অনেক বেশি আরামদায়ক এবং সুখকর!

ডেস্ক : ব্রিটেনের মোটামুটি ২১ শতাংশ মানুষ (প্রতি ৫জনের মধ্যে ১জন) স্বীকার করেছেন যে, তারা স্বেচ্ছায় রোবটের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে ইচ্ছুক। এই সপ্তাহে প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে, ২,৮১৬জন যৌন সক্ষম ব্রিটিশ নাগরিক, যাদের বয়স ১৮ বা তার বেশি, তাদের মতে, রোবটের সাহচর্য ‘বেশি সুখকর’ হবে। এমনকি, আগামিদিনে টিনএজার মহিলারা রোবটের সঙ্গে সেক্স করে কুমারীত্বও হারাতে পারেন

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের কাছে প্রশ্ন রাখা হয়, “রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন এবং মানুষের অনুকরণপ্রিয়তার মিথস্ক্রিয়া কি ইতিবাচক না নেতিবাচক?” তাতে ৫১ শতাংশ মানুষ একে ‘ইতিবাচক’ বলে উত্তর দিয়েছেন।

তারপর গবেষণা সংস্থা ভাউচার কোডস প্রো-এর দল পাঁচটি প্রশ্ন করে, যার উত্তরগুলো ছিল –

রোবট দিয়ে পরিষ্কার / কুক করুন – ৪৫ শতাংশ

রোবটের সঙ্গে কথোপকথন – ৪১ শতাংশ

রোবট দিয়ে নিজের কাজ করান – ৩৮ শতাংশ

রোবটের সঙ্গে যৌন সম্পর্ক – ২১ শতাংশ

এই সমীক্ষা থেকে পাওয়া তথ্যমতে, গবেষকরা সেই অংশগ্রহণকারীদের (পুরুষদের এবং মহিলা উভয়কেই) জিজ্ঞাসা করেন, “কেন তারা একটি রোবটের সঙ্গে যৌন সম্পর্ক করতে চান?” উত্তরে ৭২ শতাংশ জানায়, “এই কাজে রোবট খুব ভাল হবে।” বাকি ২৮ শতাংশ ‘সুযোগ পেলে’ রোবট ব্যবহার করে দেখবেন – এমন মত দেন। মনোবিজ্ঞানী, ড. হেলেন ড্রিসকল বলেন, “যৌন প্রযুক্তি’ দিন দিন আধুনিকতর হচ্ছে।” সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি-এর ড. ড্রিসকল বলেন, “রোবোটিক্স , ইন্টারঅ্যাকটিভ, গতি সেন্সিং বা অনুভবনশীল প্রযুক্তি ‘যৌন খাতে’ সামনের কয়েক বছরের মধ্যে আরও বড় ভুমিকা রাখবে।” ভবিষ্যতে ‘সেক্স রোবট’ দিয়ে টিনএজাররা তাদের কুমারীত্বও হারাতে পারেন বলে ধারণা প্রকাশ করা হয়। গবেষকদের মতে, এইসবের মাধ্যমে যৌনতা সম্পর্কে একশ’ বছর আগের সামাজিক নিয়মের সুস্পষ্ট পরিবর্তন ঘটেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

রোবটের সঙ্গে সেক্স নাকি অনেক বেশি আরামদায়ক এবং সুখকর!

আপডেট টাইম : ১২:২৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০১৬

ডেস্ক : ব্রিটেনের মোটামুটি ২১ শতাংশ মানুষ (প্রতি ৫জনের মধ্যে ১জন) স্বীকার করেছেন যে, তারা স্বেচ্ছায় রোবটের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে ইচ্ছুক। এই সপ্তাহে প্রকাশিত এক সমীক্ষায় দেখা গিয়েছে, ২,৮১৬জন যৌন সক্ষম ব্রিটিশ নাগরিক, যাদের বয়স ১৮ বা তার বেশি, তাদের মতে, রোবটের সাহচর্য ‘বেশি সুখকর’ হবে। এমনকি, আগামিদিনে টিনএজার মহিলারা রোবটের সঙ্গে সেক্স করে কুমারীত্বও হারাতে পারেন

গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের কাছে প্রশ্ন রাখা হয়, “রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়ন এবং মানুষের অনুকরণপ্রিয়তার মিথস্ক্রিয়া কি ইতিবাচক না নেতিবাচক?” তাতে ৫১ শতাংশ মানুষ একে ‘ইতিবাচক’ বলে উত্তর দিয়েছেন।

তারপর গবেষণা সংস্থা ভাউচার কোডস প্রো-এর দল পাঁচটি প্রশ্ন করে, যার উত্তরগুলো ছিল –

রোবট দিয়ে পরিষ্কার / কুক করুন – ৪৫ শতাংশ

রোবটের সঙ্গে কথোপকথন – ৪১ শতাংশ

রোবট দিয়ে নিজের কাজ করান – ৩৮ শতাংশ

রোবটের সঙ্গে যৌন সম্পর্ক – ২১ শতাংশ

এই সমীক্ষা থেকে পাওয়া তথ্যমতে, গবেষকরা সেই অংশগ্রহণকারীদের (পুরুষদের এবং মহিলা উভয়কেই) জিজ্ঞাসা করেন, “কেন তারা একটি রোবটের সঙ্গে যৌন সম্পর্ক করতে চান?” উত্তরে ৭২ শতাংশ জানায়, “এই কাজে রোবট খুব ভাল হবে।” বাকি ২৮ শতাংশ ‘সুযোগ পেলে’ রোবট ব্যবহার করে দেখবেন – এমন মত দেন। মনোবিজ্ঞানী, ড. হেলেন ড্রিসকল বলেন, “যৌন প্রযুক্তি’ দিন দিন আধুনিকতর হচ্ছে।” সান্ডারল্যান্ড ইউনিভার্সিটি-এর ড. ড্রিসকল বলেন, “রোবোটিক্স , ইন্টারঅ্যাকটিভ, গতি সেন্সিং বা অনুভবনশীল প্রযুক্তি ‘যৌন খাতে’ সামনের কয়েক বছরের মধ্যে আরও বড় ভুমিকা রাখবে।” ভবিষ্যতে ‘সেক্স রোবট’ দিয়ে টিনএজাররা তাদের কুমারীত্বও হারাতে পারেন বলে ধারণা প্রকাশ করা হয়। গবেষকদের মতে, এইসবের মাধ্যমে যৌনতা সম্পর্কে একশ’ বছর আগের সামাজিক নিয়মের সুস্পষ্ট পরিবর্তন ঘটেছে।