পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা Logo সাজেকে সড়ক দুর্ঘটনা : নিহতদের ৫ লাখ ও আহতদের ২ লাখ টাকা দেওয়ার ঘোষণা Logo পাটগ্রামে ট্রেনের ধাক্কায় ভারসাম্যহীন নারীর  মৃত্যু । Logo এক চোখ তুলে নিয়ে, অন্য চোখ তুলে নেয়ার হুমকি ভুক্তভোগীর সংবাদ সম্মেলন Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৯ লাখ টাকা জরিমানা আদায় Logo ওবায়দুল কাদেরকে ব্যর্থ মন্ত্রী বলায় যাত্রী কল্যাণের মোজাম্মেলের বিরুদ্ধে জিডি Logo ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা লালমনিরহাট সীমান্ত থেকে ১ জন বাংলাদেশী কে ধরে নিয়ে গেছে । Logo বগুড়া আদমদীঘিতে দেশীয় অস্ত্রসহ এক যুবক গ্রেপ্তার Logo ৬৪ টি জেলায় বিআরটিএর অভিযানে ৪১০ মামলায় ১০ লাখ টাকা জরিমানা Logo সড়ক-মহাসড়কে বিআরটিএর অভিযান: মামলা ৪৪৯, জরিমানা ৯ লাখ টাকা

বাংলাদেশ কি ম্যাচটা বাঁচাতে পারবে?

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে প্রথম টেস্টে বাংলাদেশ তিন উইকেটে ৬৬ রান করে চতুর্থ দিন শেষ করার পর অনেকের মনেই প্রশ্ন উঠছে – প্রথম ইনিংসে এত ভালো ব্যাট করার পরও বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা হেরে বসবে কিনা?

চতুর্থ দিনের শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৬৬ রান করায় এখন নিউজিল্যান্ডের চাইতে ১২২ রানে এগিয়ে আছে।

কিন্তু আশংকাটা হলো, শেষ দিনে যদি বাংলাদেশ দ্রুত বাকি উইকেটগুলো হারায়, তাহলে হয়তো নিউজিল্যান্ডের সামনে একটা সহজ জয়ের লক্ষ্য দেখা দিতে পারে – এবং তারা হয়তো সেটা করেও ফেলতে পারে।
ওয়েলিংটন থেকে ক্রিকেট সাংবাদিক তারেক মাহমুদ বিবিসি বাংলাকে বলছিলেন, উইকেট এখনো ব্যাটিং সহায়ক আছে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের ভুলে আউট হয়েছেন।

“তামিম ইকবাল একটা বাজে শট খেলে আইট হলেন। মাহমুদুল্লাহর ওই বলটিতে ওভাবে আউট হবার কথা নয়। মেহেদি হাসান মিরাজ নাইট ওয়াচম্যান হিসেবে নেমে দিনের শেষে রান আউট হলেন। তার মনে রাখা উচিত ছিল যে উইকেটে থেকে দিনটা পার করে দেবার জন্যই তাকে নামানো হয়েছে” – বলছিলেন তারেক মাহমুদ।

মূলত ইমরুল কায়েসের আহত হয়ে মাঠ ছাড়ার পর থেকেই বিপর্যয়টা শুরু হয় – বলছিলেন তারেক মাহমুদ। তার কথায়, তামিম ও মাহমুদুল্লাহর মতো সিনিয়র ব্যাটসম্যানদের ইকেটে টিকে থাকার মানসিকতা নিয়ে খেলা উচিত ছিল। কিন্তু সেটা হয় নি।

“তিনটি আউটেই আমি নিউজিল্যান্ডের বোলারদের কোন কৃতিত্ব দেখছি না,” বিবিসি বাংলার শাকিল আনোয়ারকে বলেন তিনি।

বাংলাদেশের সামনে ঝুঁকিটা হচ্ছে, ইমরুল কায়েস হয়তো চোটের কারণে আর নামতে নাও পারেন। তা ছাড়া মুশফিকুর রহিমও পুরোপুরি ফিট নন। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্য বলছে, প্রয়োজনে মুশফিকুর রহিম ব্যাট করতে নামবেন।

তবে উইকেট ব্যাটিং সহায়ক, এবং মুমিনুল হক, সাকিব আল হাসান, ও সাব্বির রহমান যদি ভালো ব্যাট করতে পারেন শেষ দিনে – তাহলে টেস্ট ম্যাচটা ড্র করতে খুব একটা অসুবিধা হবার কথা নয়।
কিন্তু – তারেক মাহমুদের কথায় – রোববারের মত ব্যাটসম্যানরা ভুল করতে থাকলে বাংলাদেশের জন্য বিপদের কারণ আছে।

প্রথম ইনিংসের এত রান, একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি, প্রথম ইনিঙসের লিডের পরও যদি এমনটা হয় – তা হবে খুবই দু:খজনক, বলেন তারেক মাহমুদ। সূত্র: বিবিসি বাংলা

Tag :
জনপ্রিয় সংবাদ

বিআরটিএর অভিযানে ৪০৬টি মামলায় ৭ লক্ষ ৮৫ হাজার ৯০০ টাকা জরিমানা

বাংলাদেশ কি ম্যাচটা বাঁচাতে পারবে?

আপডেট টাইম : ০৩:৫৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০১৭

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটনে প্রথম টেস্টে বাংলাদেশ তিন উইকেটে ৬৬ রান করে চতুর্থ দিন শেষ করার পর অনেকের মনেই প্রশ্ন উঠছে – প্রথম ইনিংসে এত ভালো ব্যাট করার পরও বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটা হেরে বসবে কিনা?

চতুর্থ দিনের শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৬৬ রান করায় এখন নিউজিল্যান্ডের চাইতে ১২২ রানে এগিয়ে আছে।

কিন্তু আশংকাটা হলো, শেষ দিনে যদি বাংলাদেশ দ্রুত বাকি উইকেটগুলো হারায়, তাহলে হয়তো নিউজিল্যান্ডের সামনে একটা সহজ জয়ের লক্ষ্য দেখা দিতে পারে – এবং তারা হয়তো সেটা করেও ফেলতে পারে।
ওয়েলিংটন থেকে ক্রিকেট সাংবাদিক তারেক মাহমুদ বিবিসি বাংলাকে বলছিলেন, উইকেট এখনো ব্যাটিং সহায়ক আছে। কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা নিজেদের ভুলে আউট হয়েছেন।

“তামিম ইকবাল একটা বাজে শট খেলে আইট হলেন। মাহমুদুল্লাহর ওই বলটিতে ওভাবে আউট হবার কথা নয়। মেহেদি হাসান মিরাজ নাইট ওয়াচম্যান হিসেবে নেমে দিনের শেষে রান আউট হলেন। তার মনে রাখা উচিত ছিল যে উইকেটে থেকে দিনটা পার করে দেবার জন্যই তাকে নামানো হয়েছে” – বলছিলেন তারেক মাহমুদ।

মূলত ইমরুল কায়েসের আহত হয়ে মাঠ ছাড়ার পর থেকেই বিপর্যয়টা শুরু হয় – বলছিলেন তারেক মাহমুদ। তার কথায়, তামিম ও মাহমুদুল্লাহর মতো সিনিয়র ব্যাটসম্যানদের ইকেটে টিকে থাকার মানসিকতা নিয়ে খেলা উচিত ছিল। কিন্তু সেটা হয় নি।

“তিনটি আউটেই আমি নিউজিল্যান্ডের বোলারদের কোন কৃতিত্ব দেখছি না,” বিবিসি বাংলার শাকিল আনোয়ারকে বলেন তিনি।

বাংলাদেশের সামনে ঝুঁকিটা হচ্ছে, ইমরুল কায়েস হয়তো চোটের কারণে আর নামতে নাও পারেন। তা ছাড়া মুশফিকুর রহিমও পুরোপুরি ফিট নন। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্য বলছে, প্রয়োজনে মুশফিকুর রহিম ব্যাট করতে নামবেন।

তবে উইকেট ব্যাটিং সহায়ক, এবং মুমিনুল হক, সাকিব আল হাসান, ও সাব্বির রহমান যদি ভালো ব্যাট করতে পারেন শেষ দিনে – তাহলে টেস্ট ম্যাচটা ড্র করতে খুব একটা অসুবিধা হবার কথা নয়।
কিন্তু – তারেক মাহমুদের কথায় – রোববারের মত ব্যাটসম্যানরা ভুল করতে থাকলে বাংলাদেশের জন্য বিপদের কারণ আছে।

প্রথম ইনিংসের এত রান, একটি ডাবল সেঞ্চুরি, একটি সেঞ্চুরি, প্রথম ইনিঙসের লিডের পরও যদি এমনটা হয় – তা হবে খুবই দু:খজনক, বলেন তারেক মাহমুদ। সূত্র: বিবিসি বাংলা