পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিজয়ী জাতিকে রুখে দেয়া যায় না : অর্থমন্ত্রী

সিলেট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিদের উত্তরসূরীরা আমাদের প্রাণের শহীদ মিনারে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। ওরা পরাজিত শক্তি। তারা জানে না বিজয়ী জাতিকে রুখে দেয়া যায় না।

বুধবার সন্ধ্যায় পুনঃনির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধনী শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৩ সালে সিসিকের মেয়র থাকা অবস্থায় কামরানের উদার সহযোগিতা আর বিএমএ’র সহ-সভাপতি ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালসহ সকলের আন্তরিক সহযোগিতায় আমরা এই অপরূপ শহীদ মিনার পুনঃনির্মাণ করেছি। আমাদের চেতনা সমুজ্জল থাকবে সর্বদা। কোনো পরাজিত শক্তির কাছে আমরা মাথানত করবো না।

তিনি বলেন, একুশ মানে মাথা নত না করা। সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের ভাষার অধিকার অর্জন করেছি। একুশকে অর্জন করেছি। সেই একুশ চিরভাস্বর হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, শহীদ মিনার ভেঙে দিয়ে আমাদের অন্তর থেকে শহীদ মিনারকে সরাতে পারেনি ওরা, পারবেও না।

সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আজ একটি চমৎকার দিন। আজকের সন্ধ্যা অসাধারণ। আমার জীবনে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এই শহীদ মিনারের মতো এতো দৃষ্টিনন্দন শহীদ মিনার বাংলাদেশে আছে কি-না তা আমার জানা নেই। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, শহীদ মিনার আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এটা আমাদের চেতনা। এই শহীদ মিনারকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সভাপতি সদর উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের পরিচালনায় বক্তব্য দেন সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সাংসদ আব্দুল মতিন, মহিলা সাংসদ কেয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইহতেশামুল হক চৌধুরী দুলাল, জাসদ জেলা সভাপতি কলমদর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, ন্যাপ জেলা সভাপতি আব্দুল হান্নান, ব্যারিস্টার আরশ আলী, কমরেড সিকন্দর আলী, সাম্যবাদী দলের নেতা ধীরেন সিংহ প্রমুখ।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করে অর্থমন্ত্রীসহ অন্যরা। পরে মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট সিটি করপোরেশন, সম্মিলিত নাট্য পরিষদ প্রভৃতি সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাতীয় ও স্থানীয় শিল্পীরা।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

বিজয়ী জাতিকে রুখে দেয়া যায় না : অর্থমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৪৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০১৪

সিলেট : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, একাত্তরের পরাজিত শক্তিদের উত্তরসূরীরা আমাদের প্রাণের শহীদ মিনারে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। ওরা পরাজিত শক্তি। তারা জানে না বিজয়ী জাতিকে রুখে দেয়া যায় না।

বুধবার সন্ধ্যায় পুনঃনির্মিত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধনী শেষে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ২০১৩ সালে সিসিকের মেয়র থাকা অবস্থায় কামরানের উদার সহযোগিতা আর বিএমএ’র সহ-সভাপতি ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালসহ সকলের আন্তরিক সহযোগিতায় আমরা এই অপরূপ শহীদ মিনার পুনঃনির্মাণ করেছি। আমাদের চেতনা সমুজ্জল থাকবে সর্বদা। কোনো পরাজিত শক্তির কাছে আমরা মাথানত করবো না।

তিনি বলেন, একুশ মানে মাথা নত না করা। সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের ভাষার অধিকার অর্জন করেছি। একুশকে অর্জন করেছি। সেই একুশ চিরভাস্বর হয়ে থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, শহীদ মিনার ভেঙে দিয়ে আমাদের অন্তর থেকে শহীদ মিনারকে সরাতে পারেনি ওরা, পারবেও না।

সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আজ একটি চমৎকার দিন। আজকের সন্ধ্যা অসাধারণ। আমার জীবনে এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। এই শহীদ মিনারের মতো এতো দৃষ্টিনন্দন শহীদ মিনার বাংলাদেশে আছে কি-না তা আমার জানা নেই। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে মন্ত্রী বলেন, শহীদ মিনার আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এটা আমাদের চেতনা। এই শহীদ মিনারকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

শহীদ মিনার বাস্তবায়ন কমিটির সভাপতি সদর উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের পরিচালনায় বক্তব্য দেন সাংসদ মাহমুদ-উস-সামাদ চৌধুরী, সাংসদ আব্দুল মতিন, মহিলা সাংসদ কেয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ইহতেশামুল হক চৌধুরী দুলাল, জাসদ জেলা সভাপতি কলমদর আলী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, ন্যাপ জেলা সভাপতি আব্দুল হান্নান, ব্যারিস্টার আরশ আলী, কমরেড সিকন্দর আলী, সাম্যবাদী দলের নেতা ধীরেন সিংহ প্রমুখ।

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করে অর্থমন্ত্রীসহ অন্যরা। পরে মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট সিটি করপোরেশন, সম্মিলিত নাট্য পরিষদ প্রভৃতি সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাতীয় ও স্থানীয় শিল্পীরা।