অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

বিজয় দিবসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার : সকল প্রকার পটকা ফোটানো নিষিদ্ধ

ঢাকা : মহান বিজয় দিবসকে সামনে রেখে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ দিন রাজধানীসহ দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিজয় দিবস কেন্দ্রিক সকল কর্মসূচিতে নিরাপত্তায় থাকবে পুলিশ ও র‌্যাব সদস্যরা। যেকোন অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে তারা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এদিকে বিজয় দিবসকে কেন্দ্র করে সকল প্রকার পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ ও র‌্যাব। পুলিশের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী জানান, দেশবাসী যাতে নিরাপদে বিজয় দিবস উদযাপন করতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকল উদযাপন স্থানে পুলিশ নিরাপত্তায় থাকবে।

তিনি জানান, দেশের প্রতিটি অনুষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি সড়ক, মহাসড়ক, বাসটার্মিনাল, ট্রেনস্টেশন, লঞ্চঘাট এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এইদিন নগরীতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করবে।

তিনি আরো জানান, বিজয় দিবস উপলক্ষে যেকোনো ধরনের পটকা ফোটানো নিষিদ্ধ। এছাড়া বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

মাসুদুর রহমান জানান, নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্টও বসানো হবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ বাহিনী সজাগ রয়েছে।

এদিকে, র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ জানান, বিজয় দিবসকে কেন্দ্র করে কোনো মহল যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সারাদেশে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে টহল ও অভিযান। বিজয় দিবসের অনুষ্ঠানগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী র‌্যাবের ইউনিফর্ম ও সাদা পোশাকে সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও সকল ব্যাটালিয়ন সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন আয়োজকদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে।

মুফতি মাহমুদ জানান, র‌্যাবের বোম ও ডগ স্কোয়াড রাজধানীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলো ছাড়াও বিভিন্নস্থানে প্রয়োজন অনুযায়ী সুইপিং করবে। এছাড়া শহরের প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে। আলোচনা সভা, নাট্যমঞ্চ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থানগুলোতে সাদা পোশাকেও টহল কার্যক্রমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে র‌্যাব। আগামী কয়েক ঘণ্টা র‌্যাবের ব্যাটালিয়নগুলো নিজস্ব এলাকার ক্রাইম জোনগুলোতে ব্লক রেইডও পরিচালনা করবে।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, বিনোদন কেন্দ্র ও অন্যান্য জনবহুল এলাকাগুলোতে সাধারণ জনগণ যাতে হয়রানি ও সন্ত্রাসী কার্যক্রমের শিকার না হন, সেদিকেও খেয়াল রাখবে র‌্যাব।

এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই দিন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

অপরদিকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ বিভিন্ন জরুরী সার্ভিসের প্রতিটি বিভাগ যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সজাগ রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

বিজয় দিবসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার : সকল প্রকার পটকা ফোটানো নিষিদ্ধ

আপডেট টাইম : ০৪:০৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০১৪

ঢাকা : মহান বিজয় দিবসকে সামনে রেখে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ দিন রাজধানীসহ দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বিজয় দিবস কেন্দ্রিক সকল কর্মসূচিতে নিরাপত্তায় থাকবে পুলিশ ও র‌্যাব সদস্যরা। যেকোন অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে তারা সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। এদিকে বিজয় দিবসকে কেন্দ্র করে সকল প্রকার পটকা ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়েছে পুলিশ ও র‌্যাব। পুলিশের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী জানান, দেশবাসী যাতে নিরাপদে বিজয় দিবস উদযাপন করতে পারে সেজন্য পুলিশের পক্ষ থেকে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকল উদযাপন স্থানে পুলিশ নিরাপত্তায় থাকবে।

তিনি জানান, দেশের প্রতিটি অনুষ্ঠান কেন্দ্রিক নিরাপত্তার পাশাপাশি সড়ক, মহাসড়ক, বাসটার্মিনাল, ট্রেনস্টেশন, লঞ্চঘাট এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, বিনোদন কেন্দ্রসহ বিভিন্ন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এইদিন নগরীতে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ দায়িত্ব পালন করবে।

তিনি আরো জানান, বিজয় দিবস উপলক্ষে যেকোনো ধরনের পটকা ফোটানো নিষিদ্ধ। এছাড়া বেপরোয়া গাড়ি চালানো থেকে বিরত থাকার জন্য নগরবাসীকে অনুরোধ জানানো হয়েছে।

মাসুদুর রহমান জানান, নগরীর বিভিন্ন এলাকায় চেকপোস্টও বসানো হবে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে পুলিশ বাহিনী সজাগ রয়েছে।

এদিকে, র‌্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ জানান, বিজয় দিবসকে কেন্দ্র করে কোনো মহল যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সারাদেশে গোয়েন্দা নজরদারী বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে টহল ও অভিযান। বিজয় দিবসের অনুষ্ঠানগুলোর নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী র‌্যাবের ইউনিফর্ম ও সাদা পোশাকে সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও সকল ব্যাটালিয়ন সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন আয়োজকদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করবে।

মুফতি মাহমুদ জানান, র‌্যাবের বোম ও ডগ স্কোয়াড রাজধানীর গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানগুলো ছাড়াও বিভিন্নস্থানে প্রয়োজন অনুযায়ী সুইপিং করবে। এছাড়া শহরের প্রবেশ ও বের হওয়ার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম জোরদার করা হবে। আলোচনা সভা, নাট্যমঞ্চ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের স্থানগুলোতে সাদা পোশাকেও টহল কার্যক্রমের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবে র‌্যাব। আগামী কয়েক ঘণ্টা র‌্যাবের ব্যাটালিয়নগুলো নিজস্ব এলাকার ক্রাইম জোনগুলোতে ব্লক রেইডও পরিচালনা করবে।

র‌্যাবের এই কর্মকর্তা আরো জানান, জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, বিনোদন কেন্দ্র ও অন্যান্য জনবহুল এলাকাগুলোতে সাধারণ জনগণ যাতে হয়রানি ও সন্ত্রাসী কার্যক্রমের শিকার না হন, সেদিকেও খেয়াল রাখবে র‌্যাব।

এছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এই দিন সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে বলে বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়েছে।

অপরদিকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ডসহ বিভিন্ন জরুরী সার্ভিসের প্রতিটি বিভাগ যে কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সজাগ রয়েছে।