পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

নতুন যা কিছু ২০তম বাণিজ্যমেলায়!

ঢাকা : ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। ১ জানুয়ারি থেকে রাজধানীর শেরে বাংলা নগরে বসবে দেশের পণ্য ও সেবা প্রদর্শনীর সবচেয়ে বড় এ আসর। আগের বছর রাজনৈতিক অস্থিরতার কারণে মেলা ১০ দিন পিছিয়ে শুরু হলেও এবার শুরু হবে যথাসময়ে। এছাড়া নানা বৈচিত্রও থাকছে এবারের ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়। মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইপিবি সূত্রে জানা যায়, দেশি-বিদেশি মিলিয়ে ৫০৮টি স্টল থাকবে এবারের মেলায়। প্রথমবারের মত এবার নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেয়া হচ্ছে আলাদা স্টল। দেশীয় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রথমবার এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় ইপিবি সূত্র। এছাড়া প্রতিবন্ধীদের জন্য থাকছে আলাদা প্রবেশপথ।

মেলা কর্তৃপক্ষ জানায়, এবারের মেলার অন্যতম আকর্ষণ থাকবে প্রথমবারের মতো ই-পার্ক। এতে নতুন প্রজন্মের জন্য গেম প্রতিযোগিতার আয়োজন করা হবে। অন্যদিকে ইকো পার্কেও এবার বৈচিত্র্য আনা হবে। গত বছর এ পার্কে প্রাণী ও পাখির প্রতিকৃতি থাকলেও এবার বিশেষ ব্যবস্থায় জীবিত প্রাণী ও পাখি রাখা হবে। তা ছাড়া এবার নতুন করে থাকবে বিদেশি দুটি রেস্তোরাঁ।

ইপিবি সূত্রে আরো জানা যায়, গত বছরে ৪৮৪ টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়। এবার মেলার পরিকল্পনায় ৫০৮টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে এবার কমছে ফুড স্টল। গত বছরে ৪২টি থাকলেও এবার ফুড স্টল ৩১টি ও রেস্তোরাঁ থাকছে ৬টি।

গত বছরে মেলায় ১২টি দেশ অংশ নিলেও এবার ১৪টি দেশ অংশ নিচ্ছে। যারা হল ভারত, চীন, মালয়েশিয়া, পাকিস্তান, জার্মানি, অস্ট্রেলিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত।

মেলার সার্বিক বিষয় জানতে কথা হয় ইপিবির সচিব ড. এ এফ এম মনজুর কাদিরের সাথে। তিনি শীর্ষ নিউজের এই প্রতিবেদককে বলেন, মেলার সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। বাকি কাজও আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে।

তিনি বলেন, এবারের মেলায় পূর্বের চেয়ে কিছুটা পরিবর্তন আসছে। ২০তম মেলায় আমরা অনেকটা বৈচিত্র আনার চেষ্টা করছি। এ বছর নির্ধারিত সময়ের মধ্যেই মেলার সাজসজ্জা, স্টল বরাদ্দসহ যাবতীয় প্রস্তুতিতে আগেভাগেই মাঠে নেমেছি আমরা।

মেলা আয়োজক কমিটির এই কর্মকর্তা জানান, এবার মেলার আয়োজনে বৈচিত্র্য আনতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মেলায় একই ধরনের পণ্য বিভিন্ন স্থানে প্রদর্শন করায় আগের বছরগুলোতে অনেক এলোমেলো মনে হয়েছে। এজন্য এবার একই পণ্যের স্টল এক জায়গায় বরাদ্দ দেওয়া হচ্ছে।

ইপিবির কর্মকর্তারা জানান, আগের বছরগুলোতে বিভিন্ন পণ্যের স্টল এলোমেলো থাকায় ক্রেতাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ কারণে এবার পণ্যভিত্তিক স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে পোশাক, জুয়েলারি, গৃহস্থলি সামগ্রী, প্রসাধনী, খেলনা, খাদ্যসামগ্রী, কারু শিল্পসহ বিভিন্ন ধরনের একই জাতীয় পণ্যের স্টল একই স্থানে থাকবে। এবার নারী উদ্যোক্তাদের জন্য ২৯টি সংরক্ষিত স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়া মেলা মাঠে এবারই প্রথম ফরেন জোনের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে।

মেলা আয়োজকরা জানান, গত বছরের চেয়ে এবার বাড়ছে মেলার ব্যয়ও। গত বছর ১৪ কোটি ১৯ লাখ টাকা ব্যায় হলেও এবছর ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৮৭ লাখ টাকা। এবার মেলার গেট ইজারা হয়েছে প্রায় ৫ কোটি দেড় লাখ টাকায়। গত বছর ছিল ৩ কোটি ৫২ লাখ টাকা। তবে এবার মেলায় প্রবেশে টিকিটের মূল্য আগের মতোই থাকবে। টিকিট বড়দের জন্য ৩০ টাকা এবং ছোটদের জন্য ২০ টাকা ।

সোমবার মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ ইতিমধ্যে শুরু করেছে। এরই মধ্যে প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন করতে পেরেছেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেলার প্রধান ফটক, ইটের রাস্তা ও পার্কিং ব্যবস্থা তৈরির কাজও এগিয়ে চলছে। অফিস নির্মাণের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাণ শ্রমিকরা।

মেলার নিরাপত্তা সম্পর্কে ইপিবি জানায়, এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিরাপত্তা জোরদার করতে আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং পুলিশ ও র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ছাড়া ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা থাকবে স্টল ও প্যাভিলিয়নে। মেলা প্রাঙ্গনে ওয়াচ টাওয়ার, আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ভেহিকল সার্চ মিরর দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে। এই বাড়তি নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে শতাধিক সিসিটিভি বসানো হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

নতুন যা কিছু ২০তম বাণিজ্যমেলায়!

আপডেট টাইম : ০৬:২২:০২ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০১৪

ঢাকা : ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। ১ জানুয়ারি থেকে রাজধানীর শেরে বাংলা নগরে বসবে দেশের পণ্য ও সেবা প্রদর্শনীর সবচেয়ে বড় এ আসর। আগের বছর রাজনৈতিক অস্থিরতার কারণে মেলা ১০ দিন পিছিয়ে শুরু হলেও এবার শুরু হবে যথাসময়ে। এছাড়া নানা বৈচিত্রও থাকছে এবারের ২০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায়। মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইপিবি সূত্রে জানা যায়, দেশি-বিদেশি মিলিয়ে ৫০৮টি স্টল থাকবে এবারের মেলায়। প্রথমবারের মত এবার নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেয়া হচ্ছে আলাদা স্টল। দেশীয় নারী উদ্যোক্তাদের উৎসাহিত করতে প্রথমবার এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় ইপিবি সূত্র। এছাড়া প্রতিবন্ধীদের জন্য থাকছে আলাদা প্রবেশপথ।

মেলা কর্তৃপক্ষ জানায়, এবারের মেলার অন্যতম আকর্ষণ থাকবে প্রথমবারের মতো ই-পার্ক। এতে নতুন প্রজন্মের জন্য গেম প্রতিযোগিতার আয়োজন করা হবে। অন্যদিকে ইকো পার্কেও এবার বৈচিত্র্য আনা হবে। গত বছর এ পার্কে প্রাণী ও পাখির প্রতিকৃতি থাকলেও এবার বিশেষ ব্যবস্থায় জীবিত প্রাণী ও পাখি রাখা হবে। তা ছাড়া এবার নতুন করে থাকবে বিদেশি দুটি রেস্তোরাঁ।

ইপিবি সূত্রে আরো জানা যায়, গত বছরে ৪৮৪ টি স্টল ও প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়। এবার মেলার পরিকল্পনায় ৫০৮টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ বরাদ্দ দেওয়া হচ্ছে। তবে এবার কমছে ফুড স্টল। গত বছরে ৪২টি থাকলেও এবার ফুড স্টল ৩১টি ও রেস্তোরাঁ থাকছে ৬টি।

গত বছরে মেলায় ১২টি দেশ অংশ নিলেও এবার ১৪টি দেশ অংশ নিচ্ছে। যারা হল ভারত, চীন, মালয়েশিয়া, পাকিস্তান, জার্মানি, অস্ট্রেলিয়া, ইরান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত।

মেলার সার্বিক বিষয় জানতে কথা হয় ইপিবির সচিব ড. এ এফ এম মনজুর কাদিরের সাথে। তিনি শীর্ষ নিউজের এই প্রতিবেদককে বলেন, মেলার সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন। বাকি কাজও আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে।

তিনি বলেন, এবারের মেলায় পূর্বের চেয়ে কিছুটা পরিবর্তন আসছে। ২০তম মেলায় আমরা অনেকটা বৈচিত্র আনার চেষ্টা করছি। এ বছর নির্ধারিত সময়ের মধ্যেই মেলার সাজসজ্জা, স্টল বরাদ্দসহ যাবতীয় প্রস্তুতিতে আগেভাগেই মাঠে নেমেছি আমরা।

মেলা আয়োজক কমিটির এই কর্মকর্তা জানান, এবার মেলার আয়োজনে বৈচিত্র্য আনতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। মেলায় একই ধরনের পণ্য বিভিন্ন স্থানে প্রদর্শন করায় আগের বছরগুলোতে অনেক এলোমেলো মনে হয়েছে। এজন্য এবার একই পণ্যের স্টল এক জায়গায় বরাদ্দ দেওয়া হচ্ছে।

ইপিবির কর্মকর্তারা জানান, আগের বছরগুলোতে বিভিন্ন পণ্যের স্টল এলোমেলো থাকায় ক্রেতাদের কিছুটা ভোগান্তিতে পড়তে হয়েছে।

এ কারণে এবার পণ্যভিত্তিক স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে পোশাক, জুয়েলারি, গৃহস্থলি সামগ্রী, প্রসাধনী, খেলনা, খাদ্যসামগ্রী, কারু শিল্পসহ বিভিন্ন ধরনের একই জাতীয় পণ্যের স্টল একই স্থানে থাকবে। এবার নারী উদ্যোক্তাদের জন্য ২৯টি সংরক্ষিত স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। এছাড়া মেলা মাঠে এবারই প্রথম ফরেন জোনের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে।

মেলা আয়োজকরা জানান, গত বছরের চেয়ে এবার বাড়ছে মেলার ব্যয়ও। গত বছর ১৪ কোটি ১৯ লাখ টাকা ব্যায় হলেও এবছর ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ৮৭ লাখ টাকা। এবার মেলার গেট ইজারা হয়েছে প্রায় ৫ কোটি দেড় লাখ টাকায়। গত বছর ছিল ৩ কোটি ৫২ লাখ টাকা। তবে এবার মেলায় প্রবেশে টিকিটের মূল্য আগের মতোই থাকবে। টিকিট বড়দের জন্য ৩০ টাকা এবং ছোটদের জন্য ২০ টাকা ।

সোমবার মেলা প্রাঙ্গন ঘুরে দেখা গেছে, দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান তাদের স্টল ও প্যাভিলিয়ন তৈরির কাজ ইতিমধ্যে শুরু করেছে। এরই মধ্যে প্রায় ৭০ শতাংশ কাজ সম্পন্ন করতে পেরেছেন বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেলার প্রধান ফটক, ইটের রাস্তা ও পার্কিং ব্যবস্থা তৈরির কাজও এগিয়ে চলছে। অফিস নির্মাণের কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন নির্মাণ শ্রমিকরা।

মেলার নিরাপত্তা সম্পর্কে ইপিবি জানায়, এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিরাপত্তা জোরদার করতে আনসার, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এবং পুলিশ ও র‌্যাবের পাশাপাশি মোতায়েন করা হবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ ছাড়া ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা থাকবে স্টল ও প্যাভিলিয়নে। মেলা প্রাঙ্গনে ওয়াচ টাওয়ার, আর্চওয়ে, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও ভেহিকল সার্চ মিরর দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে। এই বাড়তি নিরাপত্তার জন্য বিভিন্ন স্থানে শতাধিক সিসিটিভি বসানো হবে।