অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

তিন সিটিতে বিএনপির প্রস্তুতি চূড়ান্ত

ঢাকা : সিটি করপোরেশন নির্বাচনে যেতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বিএনপি। আর এ কারণে দলটির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরাও উজ্জীবিত। বিএনপির পক্ষ থেকে গত কয়েকদিন ধরে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে করণীয় ঠিক করতে ইতিমধ্যে কয়েকদফা বৈঠকও করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে তিনি সরকার ও ইলেকশন কমিশনকে আহ্বানও জানিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সিটি করপোরেশন নির্বাচনে যাচ্ছেন প্রায় এমনই নিশ্চিয়তার কথা জানিয়েছেন একাধিক সূত্র। সিটি নির্বাচন ইস্যুতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একাধিকার বৈঠক করা ব্যক্তিরাই এমন নিশ্চিয়তার কথা জানিয়েছেন।

সূত্রগুলো জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখনো দৃশ্যমান কোনো তৎপরতা দেখা না গেলেও সিসিসিতে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে ২০ দলীয় জোট। আজ বিকেলে চট্টগ্রামে অনুষ্ঠিত এ বৈঠক শেষে ২০ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। মনজুর আলমের পক্ষে প্রচারণা চালাতে কর্মীদের আহ্বান জানানো হয়েছে। ইতিপূর্বে মনজুর আলমকে বিএনপির সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। শুক্রবারই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করে মনোনয়ন সংগ্রহ করেন মোহাম্মদ মনজুর আলম।

দলটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, ঢাকায় (উত্তর-দক্ষিণ) ‘শত নাগরিক কমিটি’ ও সিসিসিতে ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনে’র ব্যানারে অংশ নেবে বিএনপি। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ঢাকার দুই মেয়র প্রার্থী চূড়ান্ত করবে দলটি।

জানা গেছে, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে বড় ধরণের শো’ডাউন করার টার্গেটে রয়েছে ২০ দলীয় জোট। আর এ টার্গেট বাস্তবায়নে তিন সিটি নির্বাচনকেই হাতিয়ার হিসেবে গ্রহণ করতে চায় আন্দোলনরত এ বিরোধী জোট।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি সমর্থিত ‘শত নাগরিক কমিটি’র একটি প্রতিনিধি দল। ওই বৈঠক শেষে সংগঠনটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ জানায়, সরকার ও ইসি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তাহলে বিএনপি সিটি নির্বাচনে যাবে। সিটি নির্বাচনের বিষয়ে খালেদা জিয়ার মনোভাব ইতিবাচক। তিনিও নির্বাচনের জন্য সুষ্ঠু নিরপেক্ষতার নিশ্চয়তা চান।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সিটি নির্বাচন ইস্যুতে আলোচনার পর ‘শত নাগরিক কমিটি’র সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার জানান, খালেদা জিয়া নির্বাচনের পক্ষে। তিনি ইতিমধ্যে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপি নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করার মধ্যেই অনেক কিছুর ইঙ্গিত রয়েছে। তবে ঢাকায় কারা দলের সমর্থন পাচ্ছেন তা তিনি নিশ্চিত করতে পারেন নি।

সূত্র জানায়, শুক্রবারের বৈঠকে দলীয় প্রার্থী ঠিক করার বিষয়ে আলোচনা করা হয়েছে। দু’এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক ড. আসাদুজ্জামান রিপন ও সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু। দলের চেয়ারপারসনের ইঙ্গিতেই নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

তিন সিটিতে বিএনপির প্রস্তুতি চূড়ান্ত

আপডেট টাইম : ০৩:৫৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫

ঢাকা : সিটি করপোরেশন নির্বাচনে যেতে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে বিএনপি। আর এ কারণে দলটির তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরাও উজ্জীবিত। বিএনপির পক্ষ থেকে গত কয়েকদিন ধরে পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। এ বিষয়ে করণীয় ঠিক করতে ইতিমধ্যে কয়েকদফা বৈঠকও করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে তিনি সরকার ও ইলেকশন কমিশনকে আহ্বানও জানিয়েছেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট সিটি করপোরেশন নির্বাচনে যাচ্ছেন প্রায় এমনই নিশ্চিয়তার কথা জানিয়েছেন একাধিক সূত্র। সিটি নির্বাচন ইস্যুতে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে একাধিকার বৈঠক করা ব্যক্তিরাই এমন নিশ্চিয়তার কথা জানিয়েছেন।

সূত্রগুলো জানায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে এখনো দৃশ্যমান কোনো তৎপরতা দেখা না গেলেও সিসিসিতে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ইতিমধ্যে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী মোহাম্মদ মনজুর আলমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে ২০ দলীয় জোট। আজ বিকেলে চট্টগ্রামে অনুষ্ঠিত এ বৈঠক শেষে ২০ দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়া হয়। মনজুর আলমের পক্ষে প্রচারণা চালাতে কর্মীদের আহ্বান জানানো হয়েছে। ইতিপূর্বে মনজুর আলমকে বিএনপির সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। শুক্রবারই চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদ থেকে পদত্যাগ করে মনোনয়ন সংগ্রহ করেন মোহাম্মদ মনজুর আলম।

দলটির একাধিক নেতার সঙ্গে আলাপকালে জানা গেছে, ঢাকায় (উত্তর-দক্ষিণ) ‘শত নাগরিক কমিটি’ ও সিসিসিতে ‘চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনে’র ব্যানারে অংশ নেবে বিএনপি। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই ঢাকার দুই মেয়র প্রার্থী চূড়ান্ত করবে দলটি।

জানা গেছে, রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে বড় ধরণের শো’ডাউন করার টার্গেটে রয়েছে ২০ দলীয় জোট। আর এ টার্গেট বাস্তবায়নে তিন সিটি নির্বাচনকেই হাতিয়ার হিসেবে গ্রহণ করতে চায় আন্দোলনরত এ বিরোধী জোট।

এদিকে গতকাল শুক্রবার সন্ধ্যায় খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বিএনপি সমর্থিত ‘শত নাগরিক কমিটি’র একটি প্রতিনিধি দল। ওই বৈঠক শেষে সংগঠনটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ জানায়, সরকার ও ইসি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তাহলে বিএনপি সিটি নির্বাচনে যাবে। সিটি নির্বাচনের বিষয়ে খালেদা জিয়ার মনোভাব ইতিবাচক। তিনিও নির্বাচনের জন্য সুষ্ঠু নিরপেক্ষতার নিশ্চয়তা চান।

অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সিটি নির্বাচন ইস্যুতে আলোচনার পর ‘শত নাগরিক কমিটি’র সদস্য ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আবদুল হাই শিকদার জানান, খালেদা জিয়া নির্বাচনের পক্ষে। তিনি ইতিমধ্যে সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য কমিশন ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপি নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করার মধ্যেই অনেক কিছুর ইঙ্গিত রয়েছে। তবে ঢাকায় কারা দলের সমর্থন পাচ্ছেন তা তিনি নিশ্চিত করতে পারেন নি।

সূত্র জানায়, শুক্রবারের বৈঠকে দলীয় প্রার্থী ঠিক করার বিষয়ে আলোচনা করা হয়েছে। দু’এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক ড. আসাদুজ্জামান রিপন ও সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টু। দলের চেয়ারপারসনের ইঙ্গিতেই নেতারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে জানা গেছে।