অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্র চান র‌্যাব সদস্যরা

ঢাকা : ঝুঁকি কমাতে ও নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্র চান র‌্যাব সদস্যরা। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা জীবনের ঝুঁকি নিয়েই কাজ করে আসছেন।

ব্যক্তিগত ক্ষদ্র অস্ত্রের লাইসেন্সও চেয়েছেন তারা। র‌্যাব সদস্যরা ধারণা করছেন, বিভিন্ন অভিযানে কাজ করতে গিয়ে অপরাধীদের কাছে চিহ্নিত হয়েছেন র‌্যাব সদস্যরা।

তাই যে কোনো সময় অপরাধী গোষ্ঠীর রোষানলে পড়তে পারেন- এ আশঙ্কায় র‌্যাব সদস্যদের জন্য নীতিমালা শিথিল করে অস্ত্রের লাইসেন্স প্রদানের অনুমতি চাওয়া হয়েছে বাহিনীর পক্ষে।

শনিবার র‌্যাব সদর দফতরে প্রতিষ্ঠাবার্ষিকীর দরবার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু সমস্যা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের জনবল সংকট মোকাবেলার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সশস্ত্র বাহিনীর ৮০ শতাংশ ও পুলিশের ৪৪ শতাংশ ঘাটতি পদ পূরণ করা জরুরি। পাশাপাশি এসব পদে চৌকস ও উদ্যমী সদস্যের র‌্যাবে সংযুক্তির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। র‌্যাব সদর দফতর সূত্র জানিয়েছে, র‌্যাবের জনবল সংকট দীর্ঘদিনের। কাঠামো অনুযায়ী র‌্যাবের জনবল ১১ হাজার ১০৩ জন থাকার কথা। সেই কাঠামো আজো পূরণ হয়নি। ৮ হাজারের বেশি জনবল নিয়ে র‌্যাব চলছে। র‌্যাবের সৃষ্ট পদগুলো পূরণে বিভিন্ন বিভাগ, বাহিনী এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট কোটার বিধান করা হয়। এর মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে শতকরা ৪৪ ভাগ, পুলিশ বাহিনী থেকে ৪৪ ভাগ, বিডিআর থেকে (বর্তমানে বিজিবি) ৬ ভাগ, আনসার-ভিডিপি থেকে ৪ ভাগ, কোস্টগার্ড থেকে ১ ভাগ এবং সিভিল প্রশাসন থেকে ১ ভাগ জনবল নেয়ার কথা উল্লেখ করা হয়। কিন্তু নানা জটিলতার কারণে এ সংকট কেটে উঠছে না। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, র‌্যাবের দীর্ঘদিনের জনবল সংকট ও আধুনিক প্রযুক্তি এবং অস্ত্র চাওয়া হয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

দরবারের আলোচনায় স্থান পেয়েছে পিপিএম ও বিপিএম মর্যাদার ব্যবহার নিয়ে। র‌্যাবে থাকা অবস্থায় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিপিএম ও পিপিএম পেলে তা বাহিনীতে ফিরে যাওয়ার পর নামের শেষে এ মর্যাদা ব্যবহার করতে পারেন না। তাই বাহিনীতে ফিরে গেলেও যাতে রাষ্ট্রীয় এ সম্মান ব্যবহার করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। এমনকি যাতে এ সম্মানের সঙ্গে মাসিক ভাতাও পান সদস্যরা সে বিষয়টিও নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

র‌্যাবের মহাপরিচালকের পদটি গ্রেড-১ এ উন্নীত করার প্রস্তাব দেয়া হয়েছে। যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে র‌্যাবপ্রধানকে সংস্থার প্রতিনিধিত্ব করতে যেতে হয় তাই গ্রেড-১ এ উন্নীত হলে মর্যাদা বৃদ্ধি পাবে। মহাপরিচালকের পদটি দ্রুত এ মর্যাদায় আসীন হবে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

বর্তমানে বিশ্বমানের আধুনিক ক্ষুদ্র অস্ত্র ব্যবহার করছে বিশ্বের অন্যান্য বাহিনী। র‌্যাবে সে ধরনের আধুনিক ক্ষুদ্র অস্ত্র সংযোজন করার ওপর গুরুত্বারোপ করা হয়। দরবারে থাকা র‌্যাবের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মেয়াদ শেষ হলে দক্ষ, মেধাবী ও চৌকস সদস্যরা র‌্যাব ছেড়ে চলে যান। এখন থেকে র‌্যাব মহাপরিচালক যেন তার ক্ষমতাবলে বাহিনীর স্বার্থে দক্ষ সদস্যদের ধরে রাখতে পারেন সে ব্যাপারেও আলোচনা হয়েছে। কোস্টাল এলাকায় র‌্যাবের কর্মতৎপরতা বৃদ্ধি করার জন্য আধুনিক জলযানের প্রস্তাব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। র‌্যাবে টর্নেডো ক্লাস বোট, ডিফেন্ডার ক্লাস বোট, মেটাল সার্ক, হাইস্পিড বোটসহ হোভার ক্রাফটের মতো উভয়চর সরঞ্জাম প্রয়োজন, যা দিয়ে জলদস্যু ও বনদস্যুদের মোকাবেলা করা সম্ভব। র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, যারা এই বাহিনীতে কাজ করে তারা সার্বক্ষণিক অপরাধী গোষ্ঠীকে মোকাবেলা করে থাকে। এ কারণে বাহিনী থেকে অবসরে চলে যাওয়ার পরও অপরাধী গোষ্ঠীর রোষানলে পড়ার আশঙ্কা থাকে র‌্যাব সদস্যের। তাই হাতে অস্ত্র থাকলে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সংশ্লিষ্ট সদস্য। তাছাড়া অবসরে গেলে এ অস্ত্রের লাইসেন্স থাকলে অন্য বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগে চাকরি করে জীবন নির্বাহের সুযোগ পাওয়া যাবে। তাই বিষয়টির জন্য প্রস্তাব দেয়া হয়েছে। এই কর্মকর্তা বলেন, সদস্যের জন্য আয়কর শিথিল করে এই লাইসেন্স প্রদানের প্রস্তাব করা হয়।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্র চান র‌্যাব সদস্যরা

আপডেট টাইম : ০৩:৫৯:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০১৫

ঢাকা : ঝুঁকি কমাতে ও নিজেদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য অস্ত্র চান র‌্যাব সদস্যরা। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা জীবনের ঝুঁকি নিয়েই কাজ করে আসছেন।

ব্যক্তিগত ক্ষদ্র অস্ত্রের লাইসেন্সও চেয়েছেন তারা। র‌্যাব সদস্যরা ধারণা করছেন, বিভিন্ন অভিযানে কাজ করতে গিয়ে অপরাধীদের কাছে চিহ্নিত হয়েছেন র‌্যাব সদস্যরা।

তাই যে কোনো সময় অপরাধী গোষ্ঠীর রোষানলে পড়তে পারেন- এ আশঙ্কায় র‌্যাব সদস্যদের জন্য নীতিমালা শিথিল করে অস্ত্রের লাইসেন্স প্রদানের অনুমতি চাওয়া হয়েছে বাহিনীর পক্ষে।

শনিবার র‌্যাব সদর দফতরে প্রতিষ্ঠাবার্ষিকীর দরবার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে বেশ কিছু সমস্যা ও দাবি-দাওয়ার কথা তুলে ধরা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের জনবল সংকট মোকাবেলার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে। সশস্ত্র বাহিনীর ৮০ শতাংশ ও পুলিশের ৪৪ শতাংশ ঘাটতি পদ পূরণ করা জরুরি। পাশাপাশি এসব পদে চৌকস ও উদ্যমী সদস্যের র‌্যাবে সংযুক্তির বিষয়ে গুরুত্বারোপ করা হয়। র‌্যাব সদর দফতর সূত্র জানিয়েছে, র‌্যাবের জনবল সংকট দীর্ঘদিনের। কাঠামো অনুযায়ী র‌্যাবের জনবল ১১ হাজার ১০৩ জন থাকার কথা। সেই কাঠামো আজো পূরণ হয়নি। ৮ হাজারের বেশি জনবল নিয়ে র‌্যাব চলছে। র‌্যাবের সৃষ্ট পদগুলো পূরণে বিভিন্ন বিভাগ, বাহিনী এবং সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্দিষ্ট কোটার বিধান করা হয়। এর মধ্যে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে শতকরা ৪৪ ভাগ, পুলিশ বাহিনী থেকে ৪৪ ভাগ, বিডিআর থেকে (বর্তমানে বিজিবি) ৬ ভাগ, আনসার-ভিডিপি থেকে ৪ ভাগ, কোস্টগার্ড থেকে ১ ভাগ এবং সিভিল প্রশাসন থেকে ১ ভাগ জনবল নেয়ার কথা উল্লেখ করা হয়। কিন্তু নানা জটিলতার কারণে এ সংকট কেটে উঠছে না। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, র‌্যাবের দীর্ঘদিনের জনবল সংকট ও আধুনিক প্রযুক্তি এবং অস্ত্র চাওয়া হয়েছে। এ বিষয়ে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

দরবারের আলোচনায় স্থান পেয়েছে পিপিএম ও বিপিএম মর্যাদার ব্যবহার নিয়ে। র‌্যাবে থাকা অবস্থায় সশস্ত্র বাহিনীর সদস্যরা বিপিএম ও পিপিএম পেলে তা বাহিনীতে ফিরে যাওয়ার পর নামের শেষে এ মর্যাদা ব্যবহার করতে পারেন না। তাই বাহিনীতে ফিরে গেলেও যাতে রাষ্ট্রীয় এ সম্মান ব্যবহার করা যায় সে বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। এমনকি যাতে এ সম্মানের সঙ্গে মাসিক ভাতাও পান সদস্যরা সে বিষয়টিও নিশ্চিতের দাবি জানানো হয়েছে।

র‌্যাবের মহাপরিচালকের পদটি গ্রেড-১ এ উন্নীত করার প্রস্তাব দেয়া হয়েছে। যেহেতু বিশ্বের বিভিন্ন দেশে র‌্যাবপ্রধানকে সংস্থার প্রতিনিধিত্ব করতে যেতে হয় তাই গ্রেড-১ এ উন্নীত হলে মর্যাদা বৃদ্ধি পাবে। মহাপরিচালকের পদটি দ্রুত এ মর্যাদায় আসীন হবে বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

বর্তমানে বিশ্বমানের আধুনিক ক্ষুদ্র অস্ত্র ব্যবহার করছে বিশ্বের অন্যান্য বাহিনী। র‌্যাবে সে ধরনের আধুনিক ক্ষুদ্র অস্ত্র সংযোজন করার ওপর গুরুত্বারোপ করা হয়। দরবারে থাকা র‌্যাবের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মেয়াদ শেষ হলে দক্ষ, মেধাবী ও চৌকস সদস্যরা র‌্যাব ছেড়ে চলে যান। এখন থেকে র‌্যাব মহাপরিচালক যেন তার ক্ষমতাবলে বাহিনীর স্বার্থে দক্ষ সদস্যদের ধরে রাখতে পারেন সে ব্যাপারেও আলোচনা হয়েছে। কোস্টাল এলাকায় র‌্যাবের কর্মতৎপরতা বৃদ্ধি করার জন্য আধুনিক জলযানের প্রস্তাব দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছেন। র‌্যাবে টর্নেডো ক্লাস বোট, ডিফেন্ডার ক্লাস বোট, মেটাল সার্ক, হাইস্পিড বোটসহ হোভার ক্রাফটের মতো উভয়চর সরঞ্জাম প্রয়োজন, যা দিয়ে জলদস্যু ও বনদস্যুদের মোকাবেলা করা সম্ভব। র‌্যাবের একজন কর্মকর্তা বলেন, যারা এই বাহিনীতে কাজ করে তারা সার্বক্ষণিক অপরাধী গোষ্ঠীকে মোকাবেলা করে থাকে। এ কারণে বাহিনী থেকে অবসরে চলে যাওয়ার পরও অপরাধী গোষ্ঠীর রোষানলে পড়ার আশঙ্কা থাকে র‌্যাব সদস্যের। তাই হাতে অস্ত্র থাকলে নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে সংশ্লিষ্ট সদস্য। তাছাড়া অবসরে গেলে এ অস্ত্রের লাইসেন্স থাকলে অন্য বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা সংশ্লিষ্ট বিভাগে চাকরি করে জীবন নির্বাহের সুযোগ পাওয়া যাবে। তাই বিষয়টির জন্য প্রস্তাব দেয়া হয়েছে। এই কর্মকর্তা বলেন, সদস্যের জন্য আয়কর শিথিল করে এই লাইসেন্স প্রদানের প্রস্তাব করা হয়।