অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

এবার গোপন ক্যামেরার ফাঁদে মন্ত্রী স্মৃতি ইরানি!(ভিডিও)

ডেস্ক : ভারতের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ মন্ত্রী স্মৃতি ইরানি। শুরু থেকেই তার পিছে লেগে আছে বিতর্ক ও গুঞ্জন। আবারও তিনি আলোচনায় এলেন। তবে এবার তিনি গোপন ক্যামেরার শিকার হয়েছেন।

গোয়ার সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন স্মৃতি ইরানি। সেখানে জনপ্রিয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ফ্যাবিন্ডিয়ার একটি আউটলেটে গিয়েছিলেন। পোশাক পছন্দ করার পর তা শরীরের সঙ্গে মানায় কিনা, তা দেখার জন্য ট্রায়াল রুমে যান। ট্রয়াল রুমে পোশাক পরিবর্তনের দৃশ্য কেউ একজন গোপন ক্যামেরায় ধারণ করে।

এরপর কালবিলম্ব না করে স্মৃতি ইরানি আইনের আশ্রয় নেন। গোয়ার বিধানসভার সদস্য বিজেপি নেতা মাইকেল লোবোকে বিষয়টি জানানোর পর স্থানীয় থানায় অভিযোগ দাখিল করেন লোবো।

এনডিটিভিকে লোবো বলেন, ‘স্মৃতি ইরানি পোশাক কেনার জন্য ট্রায়াল রুমে গিয়ে তা ঠিকঠাক মানাচ্ছে কিনা, তা দেখে নেন। সে সময় কেউ একজন গোপন ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি তার স্বামী জুবিন ইরানিকে জানান। পরে আমাকে জানান।’

স্মৃতি ইরানি নিজেই গোপন ক্যামেরাটি চিহ্নিত করেন। ট্রায়াল রুমের ডানকোণে এমনভাবে সেটি লাগানো রয়েছে, যা সহজে কেউ দেখতে পারবে না, বুঝতেও পারবেও না। কিন্তু তা স্মৃতি ইরানির চোখ এড়ায়নি।

বিধায়ক লোবো জানান, তিনি খবর দিলে পুলিশ এসে ফ্যাবিন্ডিয়ার আউটলেটে তল্লাশি চালিয়ে ক্যামেরাটি উদ্ধার করে। ওই আউটলেটের ম্যানেজারের কক্ষের একটি কম্পিউটার থেকে গোপন ক্যামেরাটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চার মাস আগে ক্যামেরাটি স্থাপন করা হয়। ক্রেতাদের ট্রায়ালের অসংখ্য ভিডিও ফুটেজ আছে এটিতে। তবে স্মৃতি ইরানি যখন আউটলেটে যান তখন ম্যানেজার অফিসে ছিলেন না।

অভিযোগ এবং ক্যামেরা, কম্পিউটার উদ্ধারের পর ক্যানডোলিম থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। নারীর সম্ভ্রমহানি ও ট্রয়াল রুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে মামলা হয়েছে। ক্যানডোলিম থানায় মোখিক অভিযোগ দিয়েছেন স্মৃতি ইরানি, যা রেকর্ড করা হয়েছে।

আউটলেটের এক কর্মচারী জানান, এই ক্যামেরার ফুটেজ গত চার মাস ধরে ম্যানেজারের কার্যালয়ের কম্পিউটারে জমা হচ্ছে।

প্রতিষ্ঠানটির কর্মীদের যুক্তি, চুরি ঠেকাতেই এমনটা করা হয়েছে। ট্রায়াল রুমে হয়তো কেউ চারটা জামা নিয়ে গেলেন, কিন্তু একটি তাদের জামার নিচে লুকিয়ে বের হয়ে এলেন তিনটি নিয়ে। গত সপ্তাহেও একজন রুশ পর্যটককে এভাবে হাতেনাতে ধরা হয়েছে। চুরি গেলে কর্মীদের বেতন থেকেই জরিমানা কাটা হয়।’

এ ঘটনায় ‘ফ্যাব ইন্ডিয়ার’ বিরুদ্ধে এফআইআর করেছেন বিধায়ক লোবো। বিষয়টি নিয়ে মামলা করেছে পুলিশ। ক্যান্ডোলিম পুলিশ স্টেশনে নিজের বক্তব্য নথিভুক্ত করেছেন স্মৃতি ইরানি।

প্রসঙ্গত, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি শাসিত গোয়ার কালাঙ্গুত সৈকতে পর্যটনের জন্য বেশ জনপ্রিয় স্পট। বছরজুড়েই সেখানে ভিড় থাকে পর্যটকদের।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

এবার গোপন ক্যামেরার ফাঁদে মন্ত্রী স্মৃতি ইরানি!(ভিডিও)

আপডেট টাইম : ০৩:২২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০১৫

ডেস্ক : ভারতের কেন্দ্রীয় শিক্ষা ও মানবসম্পদ মন্ত্রী স্মৃতি ইরানি। শুরু থেকেই তার পিছে লেগে আছে বিতর্ক ও গুঞ্জন। আবারও তিনি আলোচনায় এলেন। তবে এবার তিনি গোপন ক্যামেরার শিকার হয়েছেন।

গোয়ার সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন স্মৃতি ইরানি। সেখানে জনপ্রিয় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান ফ্যাবিন্ডিয়ার একটি আউটলেটে গিয়েছিলেন। পোশাক পছন্দ করার পর তা শরীরের সঙ্গে মানায় কিনা, তা দেখার জন্য ট্রায়াল রুমে যান। ট্রয়াল রুমে পোশাক পরিবর্তনের দৃশ্য কেউ একজন গোপন ক্যামেরায় ধারণ করে।

এরপর কালবিলম্ব না করে স্মৃতি ইরানি আইনের আশ্রয় নেন। গোয়ার বিধানসভার সদস্য বিজেপি নেতা মাইকেল লোবোকে বিষয়টি জানানোর পর স্থানীয় থানায় অভিযোগ দাখিল করেন লোবো।

এনডিটিভিকে লোবো বলেন, ‘স্মৃতি ইরানি পোশাক কেনার জন্য ট্রায়াল রুমে গিয়ে তা ঠিকঠাক মানাচ্ছে কিনা, তা দেখে নেন। সে সময় কেউ একজন গোপন ক্যামেরায় সেই দৃশ্য ধারণ করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে তিনি তার স্বামী জুবিন ইরানিকে জানান। পরে আমাকে জানান।’

স্মৃতি ইরানি নিজেই গোপন ক্যামেরাটি চিহ্নিত করেন। ট্রায়াল রুমের ডানকোণে এমনভাবে সেটি লাগানো রয়েছে, যা সহজে কেউ দেখতে পারবে না, বুঝতেও পারবেও না। কিন্তু তা স্মৃতি ইরানির চোখ এড়ায়নি।

বিধায়ক লোবো জানান, তিনি খবর দিলে পুলিশ এসে ফ্যাবিন্ডিয়ার আউটলেটে তল্লাশি চালিয়ে ক্যামেরাটি উদ্ধার করে। ওই আউটলেটের ম্যানেজারের কক্ষের একটি কম্পিউটার থেকে গোপন ক্যামেরাটি পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চার মাস আগে ক্যামেরাটি স্থাপন করা হয়। ক্রেতাদের ট্রায়ালের অসংখ্য ভিডিও ফুটেজ আছে এটিতে। তবে স্মৃতি ইরানি যখন আউটলেটে যান তখন ম্যানেজার অফিসে ছিলেন না।

অভিযোগ এবং ক্যামেরা, কম্পিউটার উদ্ধারের পর ক্যানডোলিম থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। নারীর সম্ভ্রমহানি ও ট্রয়াল রুমে গোপন ক্যামেরা স্থাপনের অভিযোগে মামলা হয়েছে। ক্যানডোলিম থানায় মোখিক অভিযোগ দিয়েছেন স্মৃতি ইরানি, যা রেকর্ড করা হয়েছে।

আউটলেটের এক কর্মচারী জানান, এই ক্যামেরার ফুটেজ গত চার মাস ধরে ম্যানেজারের কার্যালয়ের কম্পিউটারে জমা হচ্ছে।

প্রতিষ্ঠানটির কর্মীদের যুক্তি, চুরি ঠেকাতেই এমনটা করা হয়েছে। ট্রায়াল রুমে হয়তো কেউ চারটা জামা নিয়ে গেলেন, কিন্তু একটি তাদের জামার নিচে লুকিয়ে বের হয়ে এলেন তিনটি নিয়ে। গত সপ্তাহেও একজন রুশ পর্যটককে এভাবে হাতেনাতে ধরা হয়েছে। চুরি গেলে কর্মীদের বেতন থেকেই জরিমানা কাটা হয়।’

এ ঘটনায় ‘ফ্যাব ইন্ডিয়ার’ বিরুদ্ধে এফআইআর করেছেন বিধায়ক লোবো। বিষয়টি নিয়ে মামলা করেছে পুলিশ। ক্যান্ডোলিম পুলিশ স্টেশনে নিজের বক্তব্য নথিভুক্ত করেছেন স্মৃতি ইরানি।

প্রসঙ্গত, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি শাসিত গোয়ার কালাঙ্গুত সৈকতে পর্যটনের জন্য বেশ জনপ্রিয় স্পট। বছরজুড়েই সেখানে ভিড় থাকে পর্যটকদের।

সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।