পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সহকারী পুলিশ কমিশনারের কক্ষে আসামি নির্যাতন এডিসি-এসির বিরুদ্ধে ওসি-এসআই’র জিডি

ঢাকা : রাজধানীর উত্তরা পশ্চিম থানার রিমান্ডে থাকা এক আসামিকে গভীর রাতে থানার হাজত থেকে নিয়ে সংশ্লিষ্ট জোনের সহকারী পুলিশ কমিশনারের কক্ষে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযোগ তদন্তে পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আসামিকে নির্যাতনের অভিযোগে ২৭ ও ২৮ মার্চ উত্তরা পশ্চিম থানার ওসি, পরিদর্শক ও এক এসআই উত্তরা পশ্চিম থানায় পৃথক তিনটি জিডি করেন।

বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ‘পুল ক্লাবের’ মালিক সোবহান খানকে অজ্ঞাত ব্যক্তি ৩ মার্চ রাতে গুলি করে। এতে তিনি গুরতর আহত হন। এ ঘটনার পরদিন সোবহান বাদী হয়ে সিফাত আহমেদ রাব্বিকে সন্দেহভাজন আসামি করে ৪ মার্চ উত্তরা পশ্চিম থানায় ৩২৬ ধারায় মামলা দায়ের করেন। ৫ মার্চ সিফাতকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

পরবর্তী সময় তার দু’দিনের রিমান্ড মঞ্জুর হলে ২৬ মার্চ তাকে কারাগার থেকে উত্তরা পশ্চিম থানায় নেয়া হয়। থানায় নেয়ার সময় তিনি সুস্থ ছিলেন।

২৭ মার্চ রাতে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ শাহেদ ফেরদৌস রানা উত্তরা পূর্ব থানার দ্বিতীয় তলায় তার অফিসে সিফাতকে নেন। সেখানে সিফাতকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এরপর তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

ওই রাতেই তাকে অসুস্থ অবস্থায় উত্তরা পশ্চিম থানায় ফেরত পাঠানো হয়। সুস্থ আসামিকে নিয়ে অসুস্থ অবস্থায় ফেরত পাঠানোয় ওই রাতেই থানার পরিদর্শক মঈনুল কবির একটি জিডি করেন। এরপর ওসি ও এক এসআইও পৃথক জিডি করেন।

রাব্বির বাবা ফিরোজ আহমেদ অভিযোগ করেন, উত্তরা জোনের এসি ও এডিসি তার ছেলেকে নির্যাতন করেছে। তার ছেলে এখন গুরুতর অসুস্থ।

তিনি এর সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন।

উত্তরা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসেন জানান, তদন্তাধীন বিষয়ে মন্তব্য করা যায় না। তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

সহকারী পুলিশ কমিশনারের কক্ষে আসামি নির্যাতন এডিসি-এসির বিরুদ্ধে ওসি-এসআই’র জিডি

আপডেট টাইম : ০৪:২৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০১৫

ঢাকা : রাজধানীর উত্তরা পশ্চিম থানার রিমান্ডে থাকা এক আসামিকে গভীর রাতে থানার হাজত থেকে নিয়ে সংশ্লিষ্ট জোনের সহকারী পুলিশ কমিশনারের কক্ষে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে।

অভিযোগ তদন্তে পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তার নেতৃত্বে একটি তদন্ত টিম গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আসামিকে নির্যাতনের অভিযোগে ২৭ ও ২৮ মার্চ উত্তরা পশ্চিম থানার ওসি, পরিদর্শক ও এক এসআই উত্তরা পশ্চিম থানায় পৃথক তিনটি জিডি করেন।

বিষয়টি তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরা ১৩ নম্বর সেক্টরের ‘পুল ক্লাবের’ মালিক সোবহান খানকে অজ্ঞাত ব্যক্তি ৩ মার্চ রাতে গুলি করে। এতে তিনি গুরতর আহত হন। এ ঘটনার পরদিন সোবহান বাদী হয়ে সিফাত আহমেদ রাব্বিকে সন্দেহভাজন আসামি করে ৪ মার্চ উত্তরা পশ্চিম থানায় ৩২৬ ধারায় মামলা দায়ের করেন। ৫ মার্চ সিফাতকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।

পরবর্তী সময় তার দু’দিনের রিমান্ড মঞ্জুর হলে ২৬ মার্চ তাকে কারাগার থেকে উত্তরা পশ্চিম থানায় নেয়া হয়। থানায় নেয়ার সময় তিনি সুস্থ ছিলেন।

২৭ মার্চ রাতে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ শাহেদ ফেরদৌস রানা উত্তরা পূর্ব থানার দ্বিতীয় তলায় তার অফিসে সিফাতকে নেন। সেখানে সিফাতকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এরপর তাকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

ওই রাতেই তাকে অসুস্থ অবস্থায় উত্তরা পশ্চিম থানায় ফেরত পাঠানো হয়। সুস্থ আসামিকে নিয়ে অসুস্থ অবস্থায় ফেরত পাঠানোয় ওই রাতেই থানার পরিদর্শক মঈনুল কবির একটি জিডি করেন। এরপর ওসি ও এক এসআইও পৃথক জিডি করেন।

রাব্বির বাবা ফিরোজ আহমেদ অভিযোগ করেন, উত্তরা জোনের এসি ও এডিসি তার ছেলেকে নির্যাতন করেছে। তার ছেলে এখন গুরুতর অসুস্থ।

তিনি এর সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন।

উত্তরা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) ইকবাল হোসেন জানান, তদন্তাধীন বিষয়ে মন্তব্য করা যায় না। তদন্তের পর সঠিক তথ্য জানা যাবে।