অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যায় ইয়েমেন থেকে ফিরছে আরও ১০ বাংলাদেশি

ঢাকা : সন্ধ্যায় ইয়েমেন থেকে আরও দশ বাংলাদেশি ঢাকায় ফিরছেন। ‘ফ্লাই দুবাই’র এফ জেড ৫৮৫ নম্বর ফ্লাইট যোগে সন্ধ্যা পৌনে ৭টায় তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

শনিবার বিকেলে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

এর আগে গত শুক্রবার বিকেলে ইয়েমেনে কর্মরত ১১ বাংলাদেশি ঢাকায় পৌঁছে। তাদের মধ্যে আটজন নারী ও শিশু ছিলেন।

পররাষ্ট্র সচিব জানান, ইয়েমেনের এডেন বন্দর থেকে শনিবার ৫৬ জন বাংলাদেশিকে আফ্রিকার দেশ জিবুতিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের ভারতীয় নৌবাহিনীর জাহাজের সহায়তায় জিবুতিতে নিয়ে যাওয়া হয়। এর আগে গত শুক্রবার ইয়েমেনের আল হুদাইদা শহর থেকে ২৭২ জন বাংলাদেশিকে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সহায়তায় জিবুতিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। যার মধ্যে ২৬১ জন পুরুষ, ৫ জন নারী ও ৫ জন শিশু।

পররাষ্ট্র সচিব আরও জানান, তিন দফায় ৩৬০ জন বাংলাদেশিকে জিবুতিতে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। যার মধ্যে ৩৪০ জন ভারতীয় নৌবাহিনীর জাহাজ এবং ২০ জন এয়ার ইন্ডিয়ার মাধ্যমে ইয়েমেন থেকে জিবুতিতে পৌঁছান।

জিবুতিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, একটি বৃহদাকার ক্রুজ শিপের মাধ্যমে জিবুতি থেকে ভারতের কেরালার কোচিন বন্দরে বাংলাদেশিদের নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে তাদেরকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটযোগে দেশে ফিরিয়ে আনা হবে।

প্রাপ্ত তালিকা অনুযায়ী ৫০০’র কিছু বাংলাদেশি ইয়েমেনে রয়েছেন বলে জানিয়েছেন মো. শহীদুল হক।

এরই মধ্যে ভারত তাদের উদ্ধার অভিযান শেষ করেছে। এ অবস্থায় ইয়েমেনে আরও বাংলাদেশের নাগরিকের খোঁজ পাওয়া গেলে তাদের কিভাবে উদ্ধার করা হবে এমনটি জানতে চাইলে শহীদুল হক বলেন, আমরা বিকল্প ভেবে রেখেছি। সমস্যা হবে না।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বাংলাদেশকে সহায়তা করছে এবং সামনেও করবে।

এ ছাড়া প্রয়োজনে জাহাজ ভাড়া করে অথবা বাংলাদেশ বিমানে করে আটকেপড়াদের উদ্ধার করা হবে। যারা ইয়েমেন থেকে আসতে চান তারা আসতে পারবেন। এ নিয়ে কোনো সমস্যা হবে না।’

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

সন্ধ্যায় ইয়েমেন থেকে ফিরছে আরও ১০ বাংলাদেশি

আপডেট টাইম : ০৬:৫৬:১৬ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০১৫

ঢাকা : সন্ধ্যায় ইয়েমেন থেকে আরও দশ বাংলাদেশি ঢাকায় ফিরছেন। ‘ফ্লাই দুবাই’র এফ জেড ৫৮৫ নম্বর ফ্লাইট যোগে সন্ধ্যা পৌনে ৭টায় তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

শনিবার বিকেলে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

এর আগে গত শুক্রবার বিকেলে ইয়েমেনে কর্মরত ১১ বাংলাদেশি ঢাকায় পৌঁছে। তাদের মধ্যে আটজন নারী ও শিশু ছিলেন।

পররাষ্ট্র সচিব জানান, ইয়েমেনের এডেন বন্দর থেকে শনিবার ৫৬ জন বাংলাদেশিকে আফ্রিকার দেশ জিবুতিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাদের ভারতীয় নৌবাহিনীর জাহাজের সহায়তায় জিবুতিতে নিয়ে যাওয়া হয়। এর আগে গত শুক্রবার ইয়েমেনের আল হুদাইদা শহর থেকে ২৭২ জন বাংলাদেশিকে ভারতীয় নৌবাহিনীর জাহাজের সহায়তায় জিবুতিতে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। যার মধ্যে ২৬১ জন পুরুষ, ৫ জন নারী ও ৫ জন শিশু।

পররাষ্ট্র সচিব আরও জানান, তিন দফায় ৩৬০ জন বাংলাদেশিকে জিবুতিতে নিরাপদ স্থানে স্থানান্তরিত করা হয়েছে। যার মধ্যে ৩৪০ জন ভারতীয় নৌবাহিনীর জাহাজ এবং ২০ জন এয়ার ইন্ডিয়ার মাধ্যমে ইয়েমেন থেকে জিবুতিতে পৌঁছান।

জিবুতিতে অবস্থানরত বাংলাদেশিদের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র সচিব জানান, একটি বৃহদাকার ক্রুজ শিপের মাধ্যমে জিবুতি থেকে ভারতের কেরালার কোচিন বন্দরে বাংলাদেশিদের নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে তাদেরকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটযোগে দেশে ফিরিয়ে আনা হবে।

প্রাপ্ত তালিকা অনুযায়ী ৫০০’র কিছু বাংলাদেশি ইয়েমেনে রয়েছেন বলে জানিয়েছেন মো. শহীদুল হক।

এরই মধ্যে ভারত তাদের উদ্ধার অভিযান শেষ করেছে। এ অবস্থায় ইয়েমেনে আরও বাংলাদেশের নাগরিকের খোঁজ পাওয়া গেলে তাদের কিভাবে উদ্ধার করা হবে এমনটি জানতে চাইলে শহীদুল হক বলেন, আমরা বিকল্প ভেবে রেখেছি। সমস্যা হবে না।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বাংলাদেশকে সহায়তা করছে এবং সামনেও করবে।

এ ছাড়া প্রয়োজনে জাহাজ ভাড়া করে অথবা বাংলাদেশ বিমানে করে আটকেপড়াদের উদ্ধার করা হবে। যারা ইয়েমেন থেকে আসতে চান তারা আসতে পারবেন। এ নিয়ে কোনো সমস্যা হবে না।’