পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

৫৩ জনই বন্দুকযুদ্ধ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: সাড়ে ৩ মাসে শিকার ৭০ জন

ঢাকা : চলতি বছরের প্রথম সাড়ে ৩ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৭০ জন।

এদের মধ্যে রাজনৈতিক দলের নেতাকর্মীই বেশি। একই সময় অন্তত ৩০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হয়েছেন। এদের বেশির ভাগ গুলিবিদ্ধ হয়েছেন পায়ে। নিহতদের মধ্যে বন্দুকযুদ্ধেই মারা গেছেন ৫৩ জন।

অনুসন্ধানে দেখা গেছে, বিচারবহির্ভূত হত্যার এই ঘটনা কমছে না।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৩শ’ ২৯ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ৯ জন, ফেব্রুয়ারি মাসে ৬৭ জন, মার্চ মাসে ৫২ জন, এপ্রিলে ৯ জন, মে মাসে ৭৪ জন, জুনে ১০ জন, জুলাইয়ে ১৩ জন, আগস্টে ১০ জন, সেপ্টেম্বরে ৫ জন, অক্টোবরে ১৫ জন, নভেম্বরে ১২ জন এবং ডিসেম্বরে ৫৩ জন নিহত হয়। ২০১৪ সালের জানুয়ারিতে ৩৯ জন, ফেব্রুয়ারি মাসে ১৭ জন, মার্চে ১৪ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৯ জন, জুনে ১০ জন, জুলাইয়ে ১৫ জন, আগস্টে ৭ জন, সেপ্টেম্বরে ৭ জন, অক্টোবরে ২০ জন, নভেম্বরে ৬ জন এবং ডিসেম্বরে ১০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে ১৮ জন, ফেব্রুয়ারিতে ৩৮ জন, মার্চে ১২ জন এবং চলতি মাসে ২ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এসব ঘটেছে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে। এর বাইরে গত সাড়ে তিন মাসে ৩০ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর জানুয়ারি মাসে ১২ জন, ফেব্রুয়ারি মাসে ৭ জন, মার্চে ৮ জন এবং চলতি মাসে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়। চলতি বছরের এই সাড়ে ৩ মাসে বন্দুকযুদ্ধেই নিহত হয়েছে ৫৩ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ১২ জন, ফেব্রুয়ারিতে ৩০ জন, মার্চে ৯ জন এবং চলতি মাসে ২ জন বন্দুকযুদ্ধের শিকার হন। এই সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারা পায়ে গুলিবিদ্ধ হন অন্তত ৩০ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ২ জন, ফেব্রুয়ারিতে ১৬ জন এবং মার্চ মাসে ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন।

গত ৭ জানুয়ারি নোয়াখালীর চৌমুহনীতে পুলিশের গুলিতে নিহত হন বেগমগঞ্জ উপজেলার ছাত্রদল কর্মী মহসীন উদ্দিন। একই স্থানে নিহত হন সেনবাগ উপজেলা যুবদল কর্মী মিজানুর রহমান রুবেল।

গত ১৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ছাত্রদল নেতা মতিউর রহমান (৩০)।

ঘটনার পর র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মেজর কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, বিশেষ অভিযানে মতিউরসহ তিনজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে নাশকতায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে র‌্যাব অভিযানে বের হলে মতিউরের সহযোগিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মতিউর গুলিবিদ্ধ হন। তবে মতিউরের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

১৭ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব টিমের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মতিঝিলের এজিবি কলোনি এলাকায় নিহত হয়েছেন নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিশনার ইমরুল কায়েস (৩৪)। তিনি ওই ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন।

ইমরুলের স্ত্রী জান্নাতুলের দাবি, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার স্বামী নির্দোষ। তবে পুলিশের দাবি কায়েসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ রয়েছে।

২০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও জোড়পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়েছে খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির (৩০) লাশ। নিহতের বাবা ইয়াকুব আলী জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

২২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা জিসান দাউদকান্দিতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

ঝিনাইদহের শৈলকুপার কুসুমবাড়ি গ্রামের হাশেম আলী বিশ্বাসের ছেলে সুলতান বিশ্বাস ৩৫ দিন নিখোঁজ থাকার পর ২৬ জানুয়ারি র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। ওই দিনই বন্দুকযুদ্ধে আবুল কালাম নামে আরো একজন নিহত হন। ২৭ জানুয়ারি সাতক্ষীরার তালায় রফিকুল ইসলাম নামে একজনকে ডাকাত সন্দেহে পুলিশ গ্রেফতার করে। পরে ক্রসফায়ারে তার মৃত্যু হয়।

২৭ জানুয়ারি রাজশাহীর বিনোদপুরে জামায়াত নেতা অধ্যাপক নুরুল ইসলাম শাহীনকে আটকের পর বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।

২৯ জানুয়ারি রাজশাহী মহানগর বিএনপি নেতা আইনুর রহমান মুক্তাকে পুলিশ আটক করে নির্যাতন করায় তার মৃত্যু হয় বলে দলীয় সূত্র জানায়।

২৯ জানুয়ারি সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন।

২০ জানুয়ারি চট্টগ্রামে শিবিরকর্মী সাকিবুল ইসলামকে পুলিশ আটক করে। পরে পুলিশি নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ জানুয়ারি তার মৃত্যু হয়।

২৯ জানুয়ারি সদরঘাটের লঞ্চ থেকে সাদা পোশাকের লোকজন নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মুকুলকে তুলে নিয়ে যায়। পরদিন ৩০ জানুয়ারি তার লাশ পাওয়া যায় ঢাকার রূপনগর এলাকায়।

৩০ জানুয়ারি যশোরের চৌগাছা উপজেলা বিএনপি কর্মী সামাদ মোল্লার লাশ উদ্ধার করা হয়। আগের দিন ২৯ জানুয়ারি তিনি অপহৃত হন।

১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাইদুল ইসলাম নামে এক জামায়াত নেতা পুলিশের গুলিতে আহত হন। পরের দিন তিনি মারা যান। ১ ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবিরের ঢাকার শাহ আলী থানা সভাপতি এমদাদ উল্লাহ পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

৪ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন সাখাওয়াত হোসেন রাহাত নামে এক যুবক। একই স্থানে নিহত হন মুজাহিদুল ইসলাম জাহিদ নামে আরো একজন।

৪ ফেব্রুয়ারি ভাষানটেক থানা এলাকা থেকে আল আমিন (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

৪ ফেব্রুয়ারি ভাষানটেক এলাকা থেকে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ভাগ্নে গাজি মোহাম্মদ নাহিদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

৫ ফেব্রুয়ারি মিরপুরে বন্দুকযুদ্ধে মনির হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়।

৬ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাটাখালী বাজারে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার তথ্য গবেষণা সম্পাদক শাহাবুদ্দিন, বিনোদপুর আবাসিক মেস শাখার সভাপতি মফিজুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ হবিবুর রহমান হল সভাপতি হাবিবুর রহমান বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যান। সেখান থেকে ফিরে মোটরসাইকেলে কাটাখালী পৌরসভার সামনে পৌঁছলে মতিহার থানা পুলিশ তাদেরকে আটক করে। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাত আড়াইটার দিকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

৬ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবির সভাপতি সাহাব পাটওয়ারী (২৪) পুলিশের গুলিতে নিহত হয়েছেন। নিহতের মা ছাকিনা বেগম বলেছেন, তার ছেলেকে ৫ ফেব্রুয়ারি সাদা পোশাকধারী পুলিশ ধরে নিয়ে যায়। সকালে হাসপাতালে তার লাশ পাওয়া যায়।

৬ ফেব্রুয়ারি যশোরে পুলিশের গুলিতে নিহত হন শহিদুল ইসলাম নামে এক জামায়াত কর্মী। তবে পুলিশ বলেছে, শহিদুলকে আটকের পর তিনি পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। তখন বন্দুকযুদ্ধে শহিদ নিহত হন।

৭ ফেব্রুয়ারি বাচ্চু নামে এক জামায়াত কর্মী বন্দুকযুদ্ধে নিহত হন বলে জানা যায়।

৮ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলানগর থানায় জসিম উদ্দিন নামে এক শিবির নেতা পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। ওই দিন কুমিল্লায় নিহত হন স্বপন মিয়া নামে এক বিএনপি নেতা। ৮ জানুয়ারি যশোরে বন্দুকযুদ্ধে নিহত হন রাজু নামে এক যুবক।

৯ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় বিএনপি সমর্থক রাসেল সরদার।

৯ ফেব্রুয়ারি দাউদকান্দিতে বন্দুকযুদ্ধে নিহত হন চৌদ্দগ্রামের বিএনপি নেতা সোহেল মিয়া।

১৩ ফেব্রুয়ারি মিরপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক নূরী আলমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় গাজীপুর থেকে।

১৪ ফেব্রুয়ারি বড়গুনার আমতলীতে বন্দুকযুদ্ধে’ নিহত হয় মোজাম্মেল নামে এক বিএনপি সমর্থক।

১৪ ফেব্রুয়ারি সীতাকুণ্ডে পুলিশের গুলিতে নিহত হন আরিফ নামে এক যুবদল নেতা। হাতকড়া পরানো অবস্থায় তার লাশ উদ্ধার হয়।

১৫ ফেব্রুয়ারি মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়ার মশিয়ার রহমান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।

১৫ ফেব্রুয়ারি দিনাজপুরের চিরিরবন্দরের রানীবন্দরে শিবিরনেতা মতিউর গুলিতে নিহত হন।

১৫ ফেব্রুয়ারি ময়মনসিংহে বিএনপি সমর্থক লিটন মিয়াকে গুলি করে হত্যা করে পুলিশ।

১৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধার পলাশবাড়ীর বুড়িরঘরে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী মোস্তফা মঞ্জিল নিহত হন। তিনি গাইবান্ধার তুলসীঘাটে বাসে পেট্রলবোমা হামলার আসামি।

১৬ ফেব্রুয়ারি ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন রফিউল ইসলাম ওরফে রফি ওরফে তারেক নামে এক যুবক।

১৭ ফেব্রুয়ারি যশোরের মনিরামপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বিএনপি নেতা আবু সাইদ ও বজলুর রহমান। ১৮ ফেব্রুয়ারি টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন হোসেন আহমদ নামে এক যুবক।

১৮ ফেব্রুয়ারি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন রফিকুল ইসলাম খোকন নামে এক ব্যক্তি।

১৯ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের যুবদল নেতা মাঈন উদ্দিন ওরফে বাবলুর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। অজ্ঞাত ব্যক্তিরা ডেকে নিয়ে যাওয়ার পরদিন তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

২১ ফেব্রুয়ারি বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন যুবদল নেতা কবির হোসেন মোল্লা ও তাঁতীদল নেতা টিপু হাওলাদার। ঢাকা থেকে গ্রেফতার করার পর বরিশালে তারা বন্দুকযুদ্ধে নিহত হন।

২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন শ্রমিকদল নেতা আব্দুল ওদুদ। ওই দিন ঝিনাইদহে গুলিতে নিহত হন এক বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলরের ছেলে পলাশ এবং বিএনপি কর্মী দুলাল। পরিবার বলেছে দু’দিন আগে তাদেরকে আটক করা হয়েছিল।

২৪ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন শাহীন নামে এক যুবক। পুলিশ বলেছে, শাহীনের নেতৃত্বে পুলিশের ওপর হামলার পর সেখানে ‘বন্দুকযুদ্ধে’ শাহীন নিহত হন। একই দিন মাগুরায় নিহত হয়েছে টাইগার দাউদ নামে এক যুবক।

২৬ ফেব্রুয়ারি সুন্দরবনে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। র‌্যাব জানিয়েছে, তারা বনদস্যু।

২৭ ফেব্রুয়ারি চিরিরবন্দরে পুলিশের গুলিতে নিহত হয়েছে যুবদল নেতা রেজওয়ানুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, রেজওয়ানুলের পিতা স্থানীয় বিএনপি নেতা হাবিবকে পুলিশ গ্রেফতার করে। এসময় হাবিবের স্ত্রী স্বামীকে রক্ষার জন্য গেলে পুলিশ তার ওপর নির্যাতন শুরু করে। তখন মায়ের ওপর নির্যাতন নিয়ে ছেলে প্রতিবাদ করলে পুলিশ তার ওপর গুলি চালায়।

৮ মার্চ রাত ৩টায় মিঠাপুকুরের বলদী পুকুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল হুদা লাবলু নিহত হন। পুলিশের দাবি গাছকাটার সময় বাধা দিলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে। তখন পুলিশ পাল্টা গুলি চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুকুর থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সে মারা যায়।

তবে তার পিতা নুরুন্নবী শাহ জানান, রোববার রাতে আমার ছেলেকে ধরে নিয়ে হত্যা করে পুলিশ নাটক সাজিয়েছে।

১১ মার্চ যুবদল কর্মী আরিফ পঙ্গু হাসপাতালে নিহত হয়। লক্ষ্মীপুরের কমল নগরে ১ মার্চ রাতে বন্দুকযুদ্ধে সে আহত হয়।

১৬ মার্চ যশোর-মাগুরা সড়কে পুলিশের বন্দুক যুদ্ধে নিহত হয় ইউনুস আলী (৪০)। সহকারী পুলিশ সুপার রেশমার দাবি সে ডাকাতি করছিল। পুলিশ গেলে গুলি ছোড়ে। পুলিশ তখন পাল্টা গুলি ছোড়ে। এতে ইউনুস মারা যায়। ১৯ মার্চ যশোর জেলার সদর উপজেলায় যুবদল নেতা ও ইউনিয়ন পরিষদ মেম্বার মেজবাহ উদ্দিন চন্টুর (৪০) লাশ উদ্ধার করা হয়। তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, পুলিশই তাকে হত্যা করে পরে রেললাইনে নিয়ে নাটক সাজায়।

নিহতের ভাই রুহুল কুদ্দুস মন্টু জানান, দু’দিন আগ থেকে তার ভাই পুলিশের হেফাজতে ছিলেন।

পুলিশের শীর্ষ কর্মকর্তারা চন্টু নামে কাউকে আটকের কথা অস্বীকার করেন।

২১ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়। সে ডাকাত ছিলো বলে পুলিশের দাবি। ২২ মার্চ ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীর শাহজাহানপুরে মোবারক হোসেন ওরফে মন্টি (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়।

মানবাধিকার সংগঠন অধিকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘অভিযোগ রয়েছে, বিরোধী দলের নেতাকর্মীদের কথিত ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা করা হচ্ছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত থাকায় দেশে আইনের শাসন ও বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে।’

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

৫৩ জনই বন্দুকযুদ্ধ বিচারবহির্ভূত হত্যাকাণ্ড: সাড়ে ৩ মাসে শিকার ৭০ জন

আপডেট টাইম : ০৪:২০:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০১৫

ঢাকা : চলতি বছরের প্রথম সাড়ে ৩ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৭০ জন।

এদের মধ্যে রাজনৈতিক দলের নেতাকর্মীই বেশি। একই সময় অন্তত ৩০ জন আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে আহত হয়েছেন। এদের বেশির ভাগ গুলিবিদ্ধ হয়েছেন পায়ে। নিহতদের মধ্যে বন্দুকযুদ্ধেই মারা গেছেন ৫৩ জন।

অনুসন্ধানে দেখা গেছে, বিচারবহির্ভূত হত্যার এই ঘটনা কমছে না।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৩ সালে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ৩শ’ ২৯ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ৯ জন, ফেব্রুয়ারি মাসে ৬৭ জন, মার্চ মাসে ৫২ জন, এপ্রিলে ৯ জন, মে মাসে ৭৪ জন, জুনে ১০ জন, জুলাইয়ে ১৩ জন, আগস্টে ১০ জন, সেপ্টেম্বরে ৫ জন, অক্টোবরে ১৫ জন, নভেম্বরে ১২ জন এবং ডিসেম্বরে ৫৩ জন নিহত হয়। ২০১৪ সালের জানুয়ারিতে ৩৯ জন, ফেব্রুয়ারি মাসে ১৭ জন, মার্চে ১৪ জন, এপ্রিলে ১৮ জন, মে মাসে ৯ জন, জুনে ১০ জন, জুলাইয়ে ১৫ জন, আগস্টে ৭ জন, সেপ্টেম্বরে ৭ জন, অক্টোবরে ২০ জন, নভেম্বরে ৬ জন এবং ডিসেম্বরে ১০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন।

চলতি বছরের জানুয়ারিতে ১৮ জন, ফেব্রুয়ারিতে ৩৮ জন, মার্চে ১২ জন এবং চলতি মাসে ২ জন বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এসব ঘটেছে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে। এর বাইরে গত সাড়ে তিন মাসে ৩০ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আর জানুয়ারি মাসে ১২ জন, ফেব্রুয়ারি মাসে ৭ জন, মার্চে ৮ জন এবং চলতি মাসে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়। চলতি বছরের এই সাড়ে ৩ মাসে বন্দুকযুদ্ধেই নিহত হয়েছে ৫৩ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ১২ জন, ফেব্রুয়ারিতে ৩০ জন, মার্চে ৯ জন এবং চলতি মাসে ২ জন বন্দুকযুদ্ধের শিকার হন। এই সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারা পায়ে গুলিবিদ্ধ হন অন্তত ৩০ জন। এর মধ্যে জানুয়ারি মাসে ২ জন, ফেব্রুয়ারিতে ১৬ জন এবং মার্চ মাসে ৭ জন গুলিবিদ্ধ হয়েছেন।

গত ৭ জানুয়ারি নোয়াখালীর চৌমুহনীতে পুলিশের গুলিতে নিহত হন বেগমগঞ্জ উপজেলার ছাত্রদল কর্মী মহসীন উদ্দিন। একই স্থানে নিহত হন সেনবাগ উপজেলা যুবদল কর্মী মিজানুর রহমান রুবেল।

গত ১৬ জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন ছাত্রদল নেতা মতিউর রহমান (৩০)।

ঘটনার পর র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ইনচার্জ মেজর কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, বিশেষ অভিযানে মতিউরসহ তিনজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে নাশকতায় জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাকে নিয়ে র‌্যাব অভিযানে বের হলে মতিউরের সহযোগিরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে মতিউর গুলিবিদ্ধ হন। তবে মতিউরের পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

১৭ জানুয়ারি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পূর্ব টিমের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মতিঝিলের এজিবি কলোনি এলাকায় নিহত হয়েছেন নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কমিশনার ইমরুল কায়েস (৩৪)। তিনি ওই ওয়ার্ড জামায়াতের সভাপতি ছিলেন।

ইমরুলের স্ত্রী জান্নাতুলের দাবি, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার স্বামী নির্দোষ। তবে পুলিশের দাবি কায়েসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ রয়েছে।

২০ জানুয়ারি রাজধানীর খিলগাঁও জোড়পুকুরপাড় থেকে উদ্ধার করা হয়েছে খিলগাঁও থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনির (৩০) লাশ। নিহতের বাবা ইয়াকুব আলী জানান, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

২২ জানুয়ারি লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক নেতা জিসান দাউদকান্দিতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

ঝিনাইদহের শৈলকুপার কুসুমবাড়ি গ্রামের হাশেম আলী বিশ্বাসের ছেলে সুলতান বিশ্বাস ৩৫ দিন নিখোঁজ থাকার পর ২৬ জানুয়ারি র‌্যাবের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। ওই দিনই বন্দুকযুদ্ধে আবুল কালাম নামে আরো একজন নিহত হন। ২৭ জানুয়ারি সাতক্ষীরার তালায় রফিকুল ইসলাম নামে একজনকে ডাকাত সন্দেহে পুলিশ গ্রেফতার করে। পরে ক্রসফায়ারে তার মৃত্যু হয়।

২৭ জানুয়ারি রাজশাহীর বিনোদপুরে জামায়াত নেতা অধ্যাপক নুরুল ইসলাম শাহীনকে আটকের পর বন্দুকযুদ্ধে তার মৃত্যু হয়।

২৯ জানুয়ারি রাজশাহী মহানগর বিএনপি নেতা আইনুর রহমান মুক্তাকে পুলিশ আটক করে নির্যাতন করায় তার মৃত্যু হয় বলে দলীয় সূত্র জানায়।

২৯ জানুয়ারি সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হন।

২০ জানুয়ারি চট্টগ্রামে শিবিরকর্মী সাকিবুল ইসলামকে পুলিশ আটক করে। পরে পুলিশি নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ জানুয়ারি তার মৃত্যু হয়।

২৯ জানুয়ারি সদরঘাটের লঞ্চ থেকে সাদা পোশাকের লোকজন নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মুকুলকে তুলে নিয়ে যায়। পরদিন ৩০ জানুয়ারি তার লাশ পাওয়া যায় ঢাকার রূপনগর এলাকায়।

৩০ জানুয়ারি যশোরের চৌগাছা উপজেলা বিএনপি কর্মী সামাদ মোল্লার লাশ উদ্ধার করা হয়। আগের দিন ২৯ জানুয়ারি তিনি অপহৃত হন।

১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সাইদুল ইসলাম নামে এক জামায়াত নেতা পুলিশের গুলিতে আহত হন। পরের দিন তিনি মারা যান। ১ ফেব্রুয়ারি ইসলামী ছাত্রশিবিরের ঢাকার শাহ আলী থানা সভাপতি এমদাদ উল্লাহ পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

৪ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন সাখাওয়াত হোসেন রাহাত নামে এক যুবক। একই স্থানে নিহত হন মুজাহিদুল ইসলাম জাহিদ নামে আরো একজন।

৪ ফেব্রুয়ারি ভাষানটেক থানা এলাকা থেকে আল আমিন (৩০) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

৪ ফেব্রুয়ারি ভাষানটেক এলাকা থেকে বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ভাগ্নে গাজি মোহাম্মদ নাহিদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়।

৫ ফেব্রুয়ারি মিরপুরে বন্দুকযুদ্ধে মনির হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়।

৬ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাটাখালী বাজারে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার তথ্য গবেষণা সম্পাদক শাহাবুদ্দিন, বিনোদপুর আবাসিক মেস শাখার সভাপতি মফিজুর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ হবিবুর রহমান হল সভাপতি হাবিবুর রহমান বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে যান। সেখান থেকে ফিরে মোটরসাইকেলে কাটাখালী পৌরসভার সামনে পৌঁছলে মতিহার থানা পুলিশ তাদেরকে আটক করে। এরা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাত আড়াইটার দিকে পুলিশ গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন।

৬ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবির সভাপতি সাহাব পাটওয়ারী (২৪) পুলিশের গুলিতে নিহত হয়েছেন। নিহতের মা ছাকিনা বেগম বলেছেন, তার ছেলেকে ৫ ফেব্রুয়ারি সাদা পোশাকধারী পুলিশ ধরে নিয়ে যায়। সকালে হাসপাতালে তার লাশ পাওয়া যায়।

৬ ফেব্রুয়ারি যশোরে পুলিশের গুলিতে নিহত হন শহিদুল ইসলাম নামে এক জামায়াত কর্মী। তবে পুলিশ বলেছে, শহিদুলকে আটকের পর তিনি পুলিশের গাড়ি থেকে পালানোর চেষ্টা করেন। তখন বন্দুকযুদ্ধে শহিদ নিহত হন।

৭ ফেব্রুয়ারি বাচ্চু নামে এক জামায়াত কর্মী বন্দুকযুদ্ধে নিহত হন বলে জানা যায়।

৮ ফেব্রুয়ারি রাজধানীর শেরেবাংলানগর থানায় জসিম উদ্দিন নামে এক শিবির নেতা পুলিশের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। ওই দিন কুমিল্লায় নিহত হন স্বপন মিয়া নামে এক বিএনপি নেতা। ৮ জানুয়ারি যশোরে বন্দুকযুদ্ধে নিহত হন রাজু নামে এক যুবক।

৯ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় বিএনপি সমর্থক রাসেল সরদার।

৯ ফেব্রুয়ারি দাউদকান্দিতে বন্দুকযুদ্ধে নিহত হন চৌদ্দগ্রামের বিএনপি নেতা সোহেল মিয়া।

১৩ ফেব্রুয়ারি মিরপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক নূরী আলমের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয় গাজীপুর থেকে।

১৪ ফেব্রুয়ারি বড়গুনার আমতলীতে বন্দুকযুদ্ধে’ নিহত হয় মোজাম্মেল নামে এক বিএনপি সমর্থক।

১৪ ফেব্রুয়ারি সীতাকুণ্ডে পুলিশের গুলিতে নিহত হন আরিফ নামে এক যুবদল নেতা। হাতকড়া পরানো অবস্থায় তার লাশ উদ্ধার হয়।

১৫ ফেব্রুয়ারি মাগুরার শালিখা উপজেলার ছয়ঘরিয়ার মশিয়ার রহমান নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে।

১৫ ফেব্রুয়ারি দিনাজপুরের চিরিরবন্দরের রানীবন্দরে শিবিরনেতা মতিউর গুলিতে নিহত হন।

১৫ ফেব্রুয়ারি ময়মনসিংহে বিএনপি সমর্থক লিটন মিয়াকে গুলি করে হত্যা করে পুলিশ।

১৬ ফেব্রুয়ারি রাতে গাইবান্ধার পলাশবাড়ীর বুড়িরঘরে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরকর্মী মোস্তফা মঞ্জিল নিহত হন। তিনি গাইবান্ধার তুলসীঘাটে বাসে পেট্রলবোমা হামলার আসামি।

১৬ ফেব্রুয়ারি ঝিনাইদহে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন রফিউল ইসলাম ওরফে রফি ওরফে তারেক নামে এক যুবক।

১৭ ফেব্রুয়ারি যশোরের মনিরামপুরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন বিএনপি নেতা আবু সাইদ ও বজলুর রহমান। ১৮ ফেব্রুয়ারি টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন হোসেন আহমদ নামে এক যুবক।

১৮ ফেব্রুয়ারি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন রফিকুল ইসলাম খোকন নামে এক ব্যক্তি।

১৯ ফেব্রুয়ারি লক্ষ্মীপুরের যুবদল নেতা মাঈন উদ্দিন ওরফে বাবলুর গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। অজ্ঞাত ব্যক্তিরা ডেকে নিয়ে যাওয়ার পরদিন তার গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।

২১ ফেব্রুয়ারি বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন যুবদল নেতা কবির হোসেন মোল্লা ও তাঁতীদল নেতা টিপু হাওলাদার। ঢাকা থেকে গ্রেফতার করার পর বরিশালে তারা বন্দুকযুদ্ধে নিহত হন।

২২ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন শ্রমিকদল নেতা আব্দুল ওদুদ। ওই দিন ঝিনাইদহে গুলিতে নিহত হন এক বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলরের ছেলে পলাশ এবং বিএনপি কর্মী দুলাল। পরিবার বলেছে দু’দিন আগে তাদেরকে আটক করা হয়েছিল।

২৪ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জের শ্রীনগরে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন শাহীন নামে এক যুবক। পুলিশ বলেছে, শাহীনের নেতৃত্বে পুলিশের ওপর হামলার পর সেখানে ‘বন্দুকযুদ্ধে’ শাহীন নিহত হন। একই দিন মাগুরায় নিহত হয়েছে টাইগার দাউদ নামে এক যুবক।

২৬ ফেব্রুয়ারি সুন্দরবনে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছে। র‌্যাব জানিয়েছে, তারা বনদস্যু।

২৭ ফেব্রুয়ারি চিরিরবন্দরে পুলিশের গুলিতে নিহত হয়েছে যুবদল নেতা রেজওয়ানুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, রেজওয়ানুলের পিতা স্থানীয় বিএনপি নেতা হাবিবকে পুলিশ গ্রেফতার করে। এসময় হাবিবের স্ত্রী স্বামীকে রক্ষার জন্য গেলে পুলিশ তার ওপর নির্যাতন শুরু করে। তখন মায়ের ওপর নির্যাতন নিয়ে ছেলে প্রতিবাদ করলে পুলিশ তার ওপর গুলি চালায়।

৮ মার্চ রাত ৩টায় মিঠাপুকুরের বলদী পুকুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নাজমুল হুদা লাবলু নিহত হন। পুলিশের দাবি গাছকাটার সময় বাধা দিলে দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে। তখন পুলিশ পাল্টা গুলি চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে পুকুর থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে সে মারা যায়।

তবে তার পিতা নুরুন্নবী শাহ জানান, রোববার রাতে আমার ছেলেকে ধরে নিয়ে হত্যা করে পুলিশ নাটক সাজিয়েছে।

১১ মার্চ যুবদল কর্মী আরিফ পঙ্গু হাসপাতালে নিহত হয়। লক্ষ্মীপুরের কমল নগরে ১ মার্চ রাতে বন্দুকযুদ্ধে সে আহত হয়।

১৬ মার্চ যশোর-মাগুরা সড়কে পুলিশের বন্দুক যুদ্ধে নিহত হয় ইউনুস আলী (৪০)। সহকারী পুলিশ সুপার রেশমার দাবি সে ডাকাতি করছিল। পুলিশ গেলে গুলি ছোড়ে। পুলিশ তখন পাল্টা গুলি ছোড়ে। এতে ইউনুস মারা যায়। ১৯ মার্চ যশোর জেলার সদর উপজেলায় যুবদল নেতা ও ইউনিয়ন পরিষদ মেম্বার মেজবাহ উদ্দিন চন্টুর (৪০) লাশ উদ্ধার করা হয়। তার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে, পুলিশই তাকে হত্যা করে পরে রেললাইনে নিয়ে নাটক সাজায়।

নিহতের ভাই রুহুল কুদ্দুস মন্টু জানান, দু’দিন আগ থেকে তার ভাই পুলিশের হেফাজতে ছিলেন।

পুলিশের শীর্ষ কর্মকর্তারা চন্টু নামে কাউকে আটকের কথা অস্বীকার করেন।

২১ মার্চ ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়। সে ডাকাত ছিলো বলে পুলিশের দাবি। ২২ মার্চ ‘বন্দুকযুদ্ধে’ রাজধানীর শাহজাহানপুরে মোবারক হোসেন ওরফে মন্টি (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়।

মানবাধিকার সংগঠন অধিকারের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘অভিযোগ রয়েছে, বিরোধী দলের নেতাকর্মীদের কথিত ক্রসফায়ারের নামে বিচারবহির্ভূত হত্যা করা হচ্ছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত থাকায় দেশে আইনের শাসন ও বিচারব্যবস্থা প্রশ্নবিদ্ধ হচ্ছে।’