পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

২৫ এপ্রিল রাতে বহিরাগতদের শহর ছাড়তে হবে

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৭১৯টি ভোটকেন্দ্রে ১৭ হাজার পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। এর মধ্যে ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রে থাকবেন ২৪ জন এবং সাধারণ কেন্দ্রে থাকবেন ২২ জন সদস্য। বুধবার নির্বাচনের কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ২৫ এপ্রিল রাত ১২টার পর থেকে কোন বহিরাগত চট্টগ্রাম শহরে থাকতে পারবে না। ২৬ এপ্রিল রাত ১২টা থেকে সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে। ২৭ এপ্রিল রাত ১২টা থেকে নগরীতে অনুমোদিত ছাড়া বাকি সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বৈঠকে ২৫ এপ্রিল থেকে নির্বাচর্ন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি ‘আইনশৃঙ্খলা কন্ট্রোল সেল’ গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকশেষে রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন প্রেস ব্রিফিংয়ে বলেন, ৭১৯টি কেন্দ্রে শুধুমাত্র ভোটগ্রহণের জন্য ১৭ হাজার ফোর্স মোতায়েন থাকবে। এরা ভোটকেন্দ্রের ভেতরে থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন এবং সাধারণ কেন্দ্রে ২২ জন করে ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রের বাইরে ওয়ার্ডভিত্তিক থাকবে র‌্যাব, পুলিশ ও বিজিবির আলাদা আলাদা স্ট্রাইকিং ফোর্স। ৩০ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী কাজে মোতায়েন থাকবেন বলে তিনি জানান।
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। ১৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, এক ব্যাটালিয়ন সেনাবাহিনী দেয়া হয়েছে। এটা আমাদের জন্য পর্যাপ্ত। তারা নির্বাচনের দিন টহল দেবে। ভোটাররা নির্বিঘ্ন আসবেন, পছন্দমত প্রার্থীকে ভোট দেবেন এবং নিরাপদে বাড়ি ফিরে যাবেন, এটাই নির্বাচন কমিশন চায় এবং সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে দেয়া হয়েছে। তারাও নির্বাচন কমিশনের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আবাসিক হোটেলে তল্লাশি : ২৫ এপ্রিল রাত ১২টার পর থেকে চট্টগ্রাম নগরীতে কোনো বহিরাগত ব্যক্তি যারা প্রচারণার উদ্দেশ্যে এসেছেন তারা থাকতে পারবেন না। তাদের ওইদিন রাত ১২টার মধ্যেই চট্টগ্রাম ত্যাগ করতে হবে। বহিরাগতরা কোথাও আছেন কিনা সেটা দেখতে আবাসিক হোটেল, রেস্ট হাউজ, গেস্ট হাউজে ২৫ এপ্রিল রাত থেকে তল্লাশি দেয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ২৫ এপ্রিল রাত ১২টা থেকে নগরীতে মোটর সাইকেল চলতে পারবে না বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন। তবে সাংবাদিকদের নির্বাচন কমিশনের নির্ধারিত স্টিকার দিয়ে মোটর সাইকেল চালাতে হবে। ২৯ এপ্রিল পর্যন্ত নগরীতে মোটর সাইকেল চলাচলের উপর এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, অটোরিক্সা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেট কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক, লঞ্চ, স্পিডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে মহাসড়কে যানবাহন চলাচলে কোন ধরনের নিষেধাজ্ঞা থাকবে না।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

২৫ এপ্রিল রাতে বহিরাগতদের শহর ছাড়তে হবে

আপডেট টাইম : ০৪:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৭১৯টি ভোটকেন্দ্রে ১৭ হাজার পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। এর মধ্যে ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্রে থাকবেন ২৪ জন এবং সাধারণ কেন্দ্রে থাকবেন ২২ জন সদস্য। বুধবার নির্বাচনের কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নির্বাচন কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ২৫ এপ্রিল রাত ১২টার পর থেকে কোন বহিরাগত চট্টগ্রাম শহরে থাকতে পারবে না। ২৬ এপ্রিল রাত ১২টা থেকে সব ধরনের প্রচারণা বন্ধ থাকবে। ২৭ এপ্রিল রাত ১২টা থেকে নগরীতে অনুমোদিত ছাড়া বাকি সব ধরনের ইঞ্জিনচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বৈঠকে ২৫ এপ্রিল থেকে নির্বাচর্ন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটি ‘আইনশৃঙ্খলা কন্ট্রোল সেল’ গঠনের সিদ্ধান্ত হয়েছে। বৈঠকশেষে রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন প্রেস ব্রিফিংয়ে বলেন, ৭১৯টি কেন্দ্রে শুধুমাত্র ভোটগ্রহণের জন্য ১৭ হাজার ফোর্স মোতায়েন থাকবে। এরা ভোটকেন্দ্রের ভেতরে থাকবে। গুরুত্বপূর্ণ কেন্দ্রে ২৪ জন এবং সাধারণ কেন্দ্রে ২২ জন করে ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেন্দ্রের বাইরে ওয়ার্ডভিত্তিক থাকবে র‌্যাব, পুলিশ ও বিজিবির আলাদা আলাদা স্ট্রাইকিং ফোর্স। ৩০ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী কাজে মোতায়েন থাকবেন বলে তিনি জানান।
রিটার্নিং কর্মকর্তা আরও বলেন, স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। ১৪০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করবেন। তিনি আরও বলেন, এক ব্যাটালিয়ন সেনাবাহিনী দেয়া হয়েছে। এটা আমাদের জন্য পর্যাপ্ত। তারা নির্বাচনের দিন টহল দেবে। ভোটাররা নির্বিঘ্ন আসবেন, পছন্দমত প্রার্থীকে ভোট দেবেন এবং নিরাপদে বাড়ি ফিরে যাবেন, এটাই নির্বাচন কমিশন চায় এবং সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে দেয়া হয়েছে। তারাও নির্বাচন কমিশনের লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

আবাসিক হোটেলে তল্লাশি : ২৫ এপ্রিল রাত ১২টার পর থেকে চট্টগ্রাম নগরীতে কোনো বহিরাগত ব্যক্তি যারা প্রচারণার উদ্দেশ্যে এসেছেন তারা থাকতে পারবেন না। তাদের ওইদিন রাত ১২টার মধ্যেই চট্টগ্রাম ত্যাগ করতে হবে। বহিরাগতরা কোথাও আছেন কিনা সেটা দেখতে আবাসিক হোটেল, রেস্ট হাউজ, গেস্ট হাউজে ২৫ এপ্রিল রাত থেকে তল্লাশি দেয়া হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ২৫ এপ্রিল রাত ১২টা থেকে নগরীতে মোটর সাইকেল চলতে পারবে না বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মো. আবদুল বাতেন। তবে সাংবাদিকদের নির্বাচন কমিশনের নির্ধারিত স্টিকার দিয়ে মোটর সাইকেল চালাতে হবে। ২৯ এপ্রিল পর্যন্ত নগরীতে মোটর সাইকেল চলাচলের উপর এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ২৭ এপ্রিল রাত ১২টা থেকে ট্যাক্সিক্যাব, অটোরিক্সা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, প্রাইভেট কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক, লঞ্চ, স্পিডবোট চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে নির্বাচন কমিশন। ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। তবে মহাসড়কে যানবাহন চলাচলে কোন ধরনের নিষেধাজ্ঞা থাকবে না।