অপরাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

নেতৃত্বে আসছেন সোহেল-তাবিথ

দুর্বল ও বিপর্যস্ত দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন বিএনপি হাইকমান্ড। সরকারবিরোধী আন্দোলন ও সিটি নির্বাচনে ‘প্রত্যাশিত ভূমিকা’ পালনে ব্যর্থতার অভিযোগে আবারও পুনর্গঠন করা হচ্ছে ঢাকা মহানগর বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি ভেঙে তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠন করা হবে নতুন কমিটি। নতুন কমিটিতে ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলকে আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটিতে দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে সদস্য সচিব
করার চিন্তা-ভাবনা চলছে। একটি কমিটি ভেঙে দক্ষিণ ও উত্তর সিটিতে দুটি কমিটি গঠনের কথাও ভাবা হচ্ছে। শেষ পর্যন্ত দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত হলে দক্ষিণে হাবিব-উন-নবী খান সোহেল ও উত্তরে তাবিথ আউয়ালের নেতৃত্বে কমিটি হতে পারে। লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরও সোহেল ও তাবিথের নেতৃত্বে নগর কমিটি গঠনের ব্যাপারে ‘ইতিবাচক’ মনোভাব রয়েছে বলে জানা গেছে।
একই সঙ্গে বিএনপির ‘নিষ্ক্রিয়’ অঙ্গ ও সহযোগী সংগঠন, অন্যান্য মহানগর, জেলা ও উপজেলা কমিটিও সাহসী, সক্রিয় ও তরুণ নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পাওয়ার পরপর দল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে। দল পুনর্গঠনের পর আবারও সরকারবিরোধী বড় ধরনের আন্দোলনে নামার চিন্তা-ভাবনা করছে বিএনপি।
এ বিষয়ে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন গতকাল সমকালকে বলেন, ঢাকা মহানগরসহ দল পুনর্গঠনের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকতে হবে।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানায়, তিন মাসের আন্দোলনে ব্যর্থতার পর ডিসিসি নির্বাচনেও সাংগঠনিকভাবে দলের দুর্বলতা দিবালোকের ন্যায় স্পষ্ট হওয়ায় ক্ষুব্ধ খালেদা জিয়া। তিনি দলের কয়েকজন সিনিয়র নেতাকে বলেছেন, শিগগির দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফখরুল ইসলাম মুক্তি পাওয়ার পর পরই দ্রুত দল পুনর্গঠনের কাজ শুরু করবেন।
সূত্র জানায়, কেন্দ্রীয় ও মহানগর নেতাদের ওপর অসন্তোষ প্রকাশ করে খালেদা জিয়া বলেছেন, এভাবে দল চলতে পারে না। কেন্দ্রীয় ও মহানগর কমিটি পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। যারা রাজপথে নেমে আন্দোলন করতে পারবে না তাদের কমিটিতে রেখে লাভ নেই। ঝুঁকি নেওয়ার জন্য ত্যাগী, সাহসী তরুণ নেতৃত্বের সমন্বয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের ইঙ্গিত দেন বিএনপিপ্রধান।
বিএনপির একজন সিনিয়র নেতা সমকালকে জানান, ডিসিসি নির্বাচনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কয়েক দফায় ঢাকা উত্তরে দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাক্ষাৎ করেন। এ সময় খালেদা জিয়াকে নির্বাচনী মাঠের বেশ কিছু তথ্য-উপাত্ত প্রদান করেন তাবিথ আউয়াল। ভোটে অনিয়ম সম্পর্কিত তথ্যপ্রমাণ পেয়ে খালেদা জিয়া তাবিথের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তাকে ভবিষ্যতে ঢাকার রাজপথে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ারও নির্দেশ দেন। চেয়ারপারসনের নির্দেশনার পর হোমওয়ার্ক শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর জ্যেষ্ঠপুত্র তাবিথ।
মাঝপথে সিটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ভেতর ও বাইরে প্রশ্নবিদ্ধ হয়েছে। অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন বয়কট করলেও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি দলটি। শুধু আদর্শ ঢাকা আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে দল পুনর্গঠনের কথা জানিয়েছেন। সিটি নির্বাচনের পর পরবর্তী করণীয় নিয়ে এখনও দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠকও ডাকেননি খালেদা জিয়া।
এ পরিস্থিতিতে সবার মনেই একটি প্রশ্ন_ এবার কী ভাবছে বিএনপি? দলটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনাই বা কী? আবার কি রাজপথের আন্দোলন? নাকি নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দাবির আন্দোলন ও সিটি নির্বাচনের ব্যর্থতা নিয়ে দল গোছানোতেই মনোযোগ দেবে? তবে দলের নির্ধারক সূত্রে জানা গেছে, আপাতত বড় ধরনের কোনো আন্দোলনের পরিকল্পনা নেই দলটির। দলকে পুনর্গঠন করে শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য তাদের।
অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সিটি নির্বাচনে কারচুপি, জালিয়াতি ও প্রহসনের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করবে ২০ দলীয় জোট। শিগগিরই দলের সিনিয়র ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

নেতৃত্বে আসছেন সোহেল-তাবিথ

আপডেট টাইম : ১০:৩৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০১৫

দুর্বল ও বিপর্যস্ত দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন বিএনপি হাইকমান্ড। সরকারবিরোধী আন্দোলন ও সিটি নির্বাচনে ‘প্রত্যাশিত ভূমিকা’ পালনে ব্যর্থতার অভিযোগে আবারও পুনর্গঠন করা হচ্ছে ঢাকা মহানগর বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি ভেঙে তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠন করা হবে নতুন কমিটি। নতুন কমিটিতে ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান কমিটির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেলকে আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটিতে দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে সদস্য সচিব
করার চিন্তা-ভাবনা চলছে। একটি কমিটি ভেঙে দক্ষিণ ও উত্তর সিটিতে দুটি কমিটি গঠনের কথাও ভাবা হচ্ছে। শেষ পর্যন্ত দুটি কমিটি গঠনের সিদ্ধান্ত হলে দক্ষিণে হাবিব-উন-নবী খান সোহেল ও উত্তরে তাবিথ আউয়ালের নেতৃত্বে কমিটি হতে পারে। লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানেরও সোহেল ও তাবিথের নেতৃত্বে নগর কমিটি গঠনের ব্যাপারে ‘ইতিবাচক’ মনোভাব রয়েছে বলে জানা গেছে।
একই সঙ্গে বিএনপির ‘নিষ্ক্রিয়’ অঙ্গ ও সহযোগী সংগঠন, অন্যান্য মহানগর, জেলা ও উপজেলা কমিটিও সাহসী, সক্রিয় ও তরুণ নেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ নিচ্ছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পাওয়ার পরপর দল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে। দল পুনর্গঠনের পর আবারও সরকারবিরোধী বড় ধরনের আন্দোলনে নামার চিন্তা-ভাবনা করছে বিএনপি।
এ বিষয়ে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন গতকাল সমকালকে বলেন, ঢাকা মহানগরসহ দল পুনর্গঠনের ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হলে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডাকতে হবে।
বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্র জানায়, তিন মাসের আন্দোলনে ব্যর্থতার পর ডিসিসি নির্বাচনেও সাংগঠনিকভাবে দলের দুর্বলতা দিবালোকের ন্যায় স্পষ্ট হওয়ায় ক্ষুব্ধ খালেদা জিয়া। তিনি দলের কয়েকজন সিনিয়র নেতাকে বলেছেন, শিগগির দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ফখরুল ইসলাম মুক্তি পাওয়ার পর পরই দ্রুত দল পুনর্গঠনের কাজ শুরু করবেন।
সূত্র জানায়, কেন্দ্রীয় ও মহানগর নেতাদের ওপর অসন্তোষ প্রকাশ করে খালেদা জিয়া বলেছেন, এভাবে দল চলতে পারে না। কেন্দ্রীয় ও মহানগর কমিটি পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। যারা রাজপথে নেমে আন্দোলন করতে পারবে না তাদের কমিটিতে রেখে লাভ নেই। ঝুঁকি নেওয়ার জন্য ত্যাগী, সাহসী তরুণ নেতৃত্বের সমন্বয়ে নতুন আহ্বায়ক কমিটি গঠনের ইঙ্গিত দেন বিএনপিপ্রধান।
বিএনপির একজন সিনিয়র নেতা সমকালকে জানান, ডিসিসি নির্বাচনের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কয়েক দফায় ঢাকা উত্তরে দল সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল সাক্ষাৎ করেন। এ সময় খালেদা জিয়াকে নির্বাচনী মাঠের বেশ কিছু তথ্য-উপাত্ত প্রদান করেন তাবিথ আউয়াল। ভোটে অনিয়ম সম্পর্কিত তথ্যপ্রমাণ পেয়ে খালেদা জিয়া তাবিথের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তাকে ভবিষ্যতে ঢাকার রাজপথে আন্দোলন-সংগ্রামের জন্য প্রস্তুত হওয়ারও নির্দেশ দেন। চেয়ারপারসনের নির্দেশনার পর হোমওয়ার্ক শুরু করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর জ্যেষ্ঠপুত্র তাবিথ।
মাঝপথে সিটি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ভেতর ও বাইরে প্রশ্নবিদ্ধ হয়েছে। অনিয়ম ও কারচুপির অভিযোগে নির্বাচন বয়কট করলেও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি দলটি। শুধু আদর্শ ঢাকা আন্দোলনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি তোলা হয়েছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়া বৃহস্পতিবার রাতে পেশাজীবী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে দল পুনর্গঠনের কথা জানিয়েছেন। সিটি নির্বাচনের পর পরবর্তী করণীয় নিয়ে এখনও দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক কোনো বৈঠকও ডাকেননি খালেদা জিয়া।
এ পরিস্থিতিতে সবার মনেই একটি প্রশ্ন_ এবার কী ভাবছে বিএনপি? দলটির ভবিষ্যৎ কর্মপরিকল্পনাই বা কী? আবার কি রাজপথের আন্দোলন? নাকি নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দাবির আন্দোলন ও সিটি নির্বাচনের ব্যর্থতা নিয়ে দল গোছানোতেই মনোযোগ দেবে? তবে দলের নির্ধারক সূত্রে জানা গেছে, আপাতত বড় ধরনের কোনো আন্দোলনের পরিকল্পনা নেই দলটির। দলকে পুনর্গঠন করে শক্তিশালী করাই এখন প্রধান লক্ষ্য তাদের।
অবশ্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সিটি নির্বাচনে কারচুপি, জালিয়াতি ও প্রহসনের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করবে ২০ দলীয় জোট। শিগগিরই দলের সিনিয়র ও জোট নেতাদের সঙ্গে বৈঠক করে কর্মসূচি নিয়ে মাঠে নামবে তারা।