পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

কৃষ্ণচূড়া

মাহবুব মনি,ডেমরা : কৃষ্ণচূড়া ফুল! নামটা মনে হলেই হৃদয়ের এক কোনা থেকে যেন গেয়ে ওঠে গান। ‘সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি, মরেছে মনের যত আশা’- এই গানে কৃষ্ণচূড়া গাছের সঙ্গে জড়িত অতীতের অনেক সুখময় স্মৃতি ফুটে উঠেছে। গাছে গাছে কৃষ্ণচূড়ায় সময়ের শিহরণ, গ্রীষ্মের খরতাপে রক্তিম জাগরণ। আমি কথন কানা বাবা দাঁড়ালেই জানালার পাশে তোমাকেই মনে পড়ে, আড়ালে মেঘের দেশে নীল আকাশ যায় সরে, তবুও তোমাকেই আঁধারে খুঁজে পেতে কালো মেঘে কৃষ্ণচূড়া, একা আমি ফুল হাতে ভাবছি কখন আসবে তুমি আমি আছি অপেক্ষাতে। এভাবে আরও কত কি নিজের অজান্তেই মনে আসে কৃষ্ণচূড়া ফুলের কথা মনে হলে। বাংলা প্রকৃতির রূপরঙ্গের প্রথম ঋতু গ্রীষ্ম। আর এ গ্রীষ্মের রক্তরাঙা ফুল কৃষ্ণচূড়ার নয়নাভিরাম সৌন্দর্য গ্রামের সবুজ প্রান্তর, আঁকাবাঁকা মেঠোপথ ও বাড়ির আঙ্গিনা ছাড়িয়ে রাঙিয়ে তুলেছে ডেমরার পথ-প্রান্তর।
ডেমরার প্রধান সড়ক ও গ্রামগুলোর রাস্তার মোড়ে মোড়ে আর বিভিন্ন ভবন ও লোকালয়ে গাছে গাছে কৃষ্ণচূড়ার লাল আভা সৃষ্টি করেছে বৈচিত্রময় এক ব্যতিক্রমী পরিবেশ। এলাকার সৌন্দর্যকে রমণীয় ও মোহনীয় করে তুলেছে মগডালে ফুটে থাকা রক্তরাঙা কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া। এ ফুল গাছের আদিনিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে হলেও সমগ্র এশিয়া জুড়ে কৃষ্ণচূড়ার সৌন্দর্যের বিকল্প নেই। ভারত ও পাকিস্তানে কৃষ্ণচূড়া গুলমোহর নামেই পরিচিত। বাংলাদেশে কৃষ্ণচূড়ার ডালে এ ফুলের আবির্ভাব ঘটে চৈত্রের শেষের দিকে। আর বৈশাখের শুরুতে চারিদিকে ছড়িয়ে দেয় তার রক্তরাঙা রূপ। বাংলাদেশের সব জেলাতেই কৃষ্ণচূড়ার অস্তিত্ব রয়েছে। গ্রামের সবুজ প্রান্তর ঘিরে নানা গাছগাছালির ভিড়েও দেখা মেলে কৃষ্ণচূড়ার। এখনো কেবল গ্রামেই নয়, নগর জীবনেও মানুষের পরম দৃষ্টির সীমানায় স্থান করে নিয়েছে পূর্ব আফ্রিকায় জন্ম নেয়া রক্তরাঙা কৃষ্ণচূড়া। ডেমরার পথে-প্রান্তরে, ইট-পাথরের বাড়ির আঙ্গিনা, ভবন, কলকারখানার পাশে বা বিভিন্ন কর্মস্থল এলাকায় অহরহ দেখা মিলবে কৃষ্ণচূড়া গাছের। প্রকৃতির রুক্ষভাব নিয়ে যে ঋতু গ্রীষ্মের আগমন ঘটেছে, সে ঋতুই কৃষ্ণচূড়ার মোহনীয় রূপ তুলে ধরে এলাকার সৌন্দর্যকে যেনো আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে। ডেমরায় রাস্তার বিভিন্ন মোড়ে ও গুরুত্বপূর্ণ মল-মার্কেট, বাসভবনে বেশ কিছু কৃষ্ণচূড়া গাছ ডাল-পালা ছাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। এসব গাছে গাছে ফুটে থাকা রক্তরাঙা ফুল পুরো ডেমরাকে রাঙিয়ে তুলেছে। পুরো গাছের ডাল-পালা জুড়ে কৃষ্ণচূড়া ফুলের রক্তিম জাগরণ পথচারিদের মুহূর্তের জন্য হলেও শিহরণ জাগায়। আবার গ্রীষ্মের ঘামঝরা দুপুরে কৃষ্ণচূড়ার ছায়া ক্লান্তি আর অবসন্নতায় নুয়ে পড়া পথচারি ও বিভিন্ন বাহনের চালকদের এনে দেয় দু’দন্ড শান্তি। তবে এলাকাবাসীর অবহেলা ও খামখেয়ালীপনায় আগের চেয়ে অনেক কমেছে কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়ার রক্তরাঙা ফুলের সমাহার অপুলকভাবে দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কর্মব্যস্ত ডেমরার মানুষ ছুটাছুটি করতে গিয়েও যেখানে কৃষ্ণচূড়া দেখেছেন সেখানেই থমকে দাঁড়িয়েছেন। আবার হয়তো কেউ কেউ পুরনো স্মৃতিতে ফিরে গিয়ে কৃষ্ণচূড়া গাছে হেলান দিয়ে গুনগুন সুর তুলেন ‘এই সেই কৃষ্ণচূড়া-যার তলে দাঁড়িয়ে হাতে হাত, চোখে চোখ রেখে কথা যেতো হারিয়ে’…। তবে প্রকৃতির অপার সৌন্দর্যকে ফিরিয়ে আনতে আমাদের ইচ্ছে করেই কৃষ্ণচূড়া গাছ রোপন করা উচিত। কারণ কর্মব্যস্ত যন্ত্রনাময় যান্ত্রিক জীবনে হঠাৎ করে এখন আর অনাবিল শান্তি অনুভূত হয়না, যেমনটা হয় কৃষ্ণচূড়া ফুল দেখলে।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

কৃষ্ণচূড়া

আপডেট টাইম : ০৪:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫

মাহবুব মনি,ডেমরা : কৃষ্ণচূড়া ফুল! নামটা মনে হলেই হৃদয়ের এক কোনা থেকে যেন গেয়ে ওঠে গান। ‘সেই কৃষ্ণচূড়ার গাছ আজও মরেনি, মরেছে মনের যত আশা’- এই গানে কৃষ্ণচূড়া গাছের সঙ্গে জড়িত অতীতের অনেক সুখময় স্মৃতি ফুটে উঠেছে। গাছে গাছে কৃষ্ণচূড়ায় সময়ের শিহরণ, গ্রীষ্মের খরতাপে রক্তিম জাগরণ। আমি কথন কানা বাবা দাঁড়ালেই জানালার পাশে তোমাকেই মনে পড়ে, আড়ালে মেঘের দেশে নীল আকাশ যায় সরে, তবুও তোমাকেই আঁধারে খুঁজে পেতে কালো মেঘে কৃষ্ণচূড়া, একা আমি ফুল হাতে ভাবছি কখন আসবে তুমি আমি আছি অপেক্ষাতে। এভাবে আরও কত কি নিজের অজান্তেই মনে আসে কৃষ্ণচূড়া ফুলের কথা মনে হলে। বাংলা প্রকৃতির রূপরঙ্গের প্রথম ঋতু গ্রীষ্ম। আর এ গ্রীষ্মের রক্তরাঙা ফুল কৃষ্ণচূড়ার নয়নাভিরাম সৌন্দর্য গ্রামের সবুজ প্রান্তর, আঁকাবাঁকা মেঠোপথ ও বাড়ির আঙ্গিনা ছাড়িয়ে রাঙিয়ে তুলেছে ডেমরার পথ-প্রান্তর।
ডেমরার প্রধান সড়ক ও গ্রামগুলোর রাস্তার মোড়ে মোড়ে আর বিভিন্ন ভবন ও লোকালয়ে গাছে গাছে কৃষ্ণচূড়ার লাল আভা সৃষ্টি করেছে বৈচিত্রময় এক ব্যতিক্রমী পরিবেশ। এলাকার সৌন্দর্যকে রমণীয় ও মোহনীয় করে তুলেছে মগডালে ফুটে থাকা রক্তরাঙা কৃষ্ণচূড়া ফুল। কৃষ্ণচূড়া। এ ফুল গাছের আদিনিবাস পূর্ব আফ্রিকার মাদাগাস্কারে হলেও সমগ্র এশিয়া জুড়ে কৃষ্ণচূড়ার সৌন্দর্যের বিকল্প নেই। ভারত ও পাকিস্তানে কৃষ্ণচূড়া গুলমোহর নামেই পরিচিত। বাংলাদেশে কৃষ্ণচূড়ার ডালে এ ফুলের আবির্ভাব ঘটে চৈত্রের শেষের দিকে। আর বৈশাখের শুরুতে চারিদিকে ছড়িয়ে দেয় তার রক্তরাঙা রূপ। বাংলাদেশের সব জেলাতেই কৃষ্ণচূড়ার অস্তিত্ব রয়েছে। গ্রামের সবুজ প্রান্তর ঘিরে নানা গাছগাছালির ভিড়েও দেখা মেলে কৃষ্ণচূড়ার। এখনো কেবল গ্রামেই নয়, নগর জীবনেও মানুষের পরম দৃষ্টির সীমানায় স্থান করে নিয়েছে পূর্ব আফ্রিকায় জন্ম নেয়া রক্তরাঙা কৃষ্ণচূড়া। ডেমরার পথে-প্রান্তরে, ইট-পাথরের বাড়ির আঙ্গিনা, ভবন, কলকারখানার পাশে বা বিভিন্ন কর্মস্থল এলাকায় অহরহ দেখা মিলবে কৃষ্ণচূড়া গাছের। প্রকৃতির রুক্ষভাব নিয়ে যে ঋতু গ্রীষ্মের আগমন ঘটেছে, সে ঋতুই কৃষ্ণচূড়ার মোহনীয় রূপ তুলে ধরে এলাকার সৌন্দর্যকে যেনো আরেক ধাপ বাড়িয়ে দিয়েছে। ডেমরায় রাস্তার বিভিন্ন মোড়ে ও গুরুত্বপূর্ণ মল-মার্কেট, বাসভবনে বেশ কিছু কৃষ্ণচূড়া গাছ ডাল-পালা ছাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। এসব গাছে গাছে ফুটে থাকা রক্তরাঙা ফুল পুরো ডেমরাকে রাঙিয়ে তুলেছে। পুরো গাছের ডাল-পালা জুড়ে কৃষ্ণচূড়া ফুলের রক্তিম জাগরণ পথচারিদের মুহূর্তের জন্য হলেও শিহরণ জাগায়। আবার গ্রীষ্মের ঘামঝরা দুপুরে কৃষ্ণচূড়ার ছায়া ক্লান্তি আর অবসন্নতায় নুয়ে পড়া পথচারি ও বিভিন্ন বাহনের চালকদের এনে দেয় দু’দন্ড শান্তি। তবে এলাকাবাসীর অবহেলা ও খামখেয়ালীপনায় আগের চেয়ে অনেক কমেছে কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়ার রক্তরাঙা ফুলের সমাহার অপুলকভাবে দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কর্মব্যস্ত ডেমরার মানুষ ছুটাছুটি করতে গিয়েও যেখানে কৃষ্ণচূড়া দেখেছেন সেখানেই থমকে দাঁড়িয়েছেন। আবার হয়তো কেউ কেউ পুরনো স্মৃতিতে ফিরে গিয়ে কৃষ্ণচূড়া গাছে হেলান দিয়ে গুনগুন সুর তুলেন ‘এই সেই কৃষ্ণচূড়া-যার তলে দাঁড়িয়ে হাতে হাত, চোখে চোখ রেখে কথা যেতো হারিয়ে’…। তবে প্রকৃতির অপার সৌন্দর্যকে ফিরিয়ে আনতে আমাদের ইচ্ছে করেই কৃষ্ণচূড়া গাছ রোপন করা উচিত। কারণ কর্মব্যস্ত যন্ত্রনাময় যান্ত্রিক জীবনে হঠাৎ করে এখন আর অনাবিল শান্তি অনুভূত হয়না, যেমনটা হয় কৃষ্ণচূড়া ফুল দেখলে।