পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ দমনে লাঠিপেটা: প্রেক্ষাপট তদন্তে পুলিশের কমিটি

ঢাকা: বর্ষবরণ উৎসবে নারী নিপীড়নকারীদের গ্রেফতার দাবিতে ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচি ভ‍ন্ডুল করতে পুলিশি হামলার প্রেক্ষাপট তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ।

সোমবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচি ঠেকাতে ‘পুলিশি পদক্ষেপ’ নিয়ে গণমাধ্যমে ‘বিরূপ’ খবর পরিবেশিত হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে মন্তব্য করা হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রোববারের ঘটনায় পুলিশি কার্যক্রম পর্যালোচনায়, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এতগুলো ব্যারিকেড পার হয়ে মিন্টো রোডস্থ স্পর্শকাতর মন্ত্রীপাড়ায় এসে রাস্তায় যানচলাচল বন্ধকরণের পাশাপাশি ‘কর্তব্যরত পুলিশ সদস্যগণ ও পুলিশ যানবাহনের ওপর হামলার প্রয়াস পেলে’ সে বিষয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়-দায়িত্ব নিরূপণ, উল্লেখিত ঘটনায় রমনা বিভাগ কর্তৃক কি ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তা মূল্যায়ন, ‘পুলিশের ওপর হামলার’ কারণে আন্দোলনকারীদের বিরুদ্ধে গৃহীত আইনানুগ ব্যবস্থা এবং পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ যা নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিরূপ সংবাদ পরিবেশিত হয়েছে তার প্রেক্ষাপট যাচাইয়ের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো। ”

পুলিশের এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী নিপীড়নের ঘটনায় কাউকেই ২৬ দিনেও চিহ্নিত করতে পারেনি পুলিশ। উল্টো যাঁরা নিপীড়কদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছেন, গতকাল রোববার পুলিশ তাঁদের ওপরই বর্বর হামলা চালিয়েছে।

নারী লাঞ্ছনার বিচার চাইতে এসে উল্টো লাঞ্ছিত হয়েছেন ছাত্রীরাও। পুরুষ পুলিশের লাথি-ঘুষি খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে কয়েকজন ছাত্রীকে। ধাওয়া খেয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকা ছাত্রীটিকেও চুলের মুঠি ধরে টেনে বের করে পিটিয়েছে পুলিশ।

নিপীড়কদের গ্রেপ্তার ও শাস্তিসহ ছয় দফা দাবিতে গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয় ঘেরাও করতে গিয়েছিলেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। তাঁদের ডিএমপি কার্যালয়ের সীমানায় ঘেঁষতে দেয়নি পুলিশ। মেরে-ধরে রাস্তা থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। এতে ৩৪ জন আহত হয়েছেন বলে ছাত্র ইউনিয়ন জানিয়েছে। তাঁদের মধ্যে ২১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চারজন ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। এ ঘটনায় ছাত্র ইউনিয়নের পাঁচ নেতা-কর্মীকে আটকের পর পুলিশ রাতে ছেড়ে দেয়।

পুলিশের হাত থেকে রেহাই পেতে গাছের আড়ালে লুকিয়েছিলেন ছাত্র ইউনিয়নের এই নেত্রী। কিন্তু পুলিশের এক সদস্য সেখান থেকে তাঁকে চুল ধরে টেনে আনেন। পেছন থেকে লাথি মারেন আরেক পুলিশ সদস্য। গলাধাক্কা দেন অপর পুলিশ সদস্য। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন ঘটনাস্থলেই সাংবাদিকদের বলেন, ‘দাবি পেশ করার জন্য লাখ লাখ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে রাস্তা আটকে তাঁরা ঘণ্টার পর ঘণ্টা থাকতে পারেন না। হাজার হাজার গাড়িঘোড়া বন্ধ করে রাখতে পারেন না। আপনারা দেখেছেন, তাঁরা প্রায় আধঘণ্টা রাস্তা বন্ধ করে রেখেছিলেন। ওনাদের বারবার রিকোয়েস্ট করেছি। তখন তো রাস্তা পরিষ্কার করা আমাদের দায়িত্ব।’

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রচ- ভিড়ের মধ্যে একদল যুবক দীর্ঘ সময় ধরে নারীদের লাঞ্ছিত করে। তাদের বাধা দিতে গিয়ে আহত হন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দীসহ দুজন। শুরু থেকেই লিটন নন্দী ও অন্যরা অভিযোগ করে আসছিলেন, বারবার পুলিশের সাহায্য চাওয়া হলেও পুলিশ লাঞ্ছনাকারীদের ঠেকাতে বা ধরতে এগিয়ে আসেনি। দুজনকে ধরে পুলিশে সোপর্দ করা হলেও পরে তাদের ছেড়ে দেয় পুলিশ।

পরে বিষয়টি গণমাধ্যমে এলে পুলিশ কর্মকর্তারা প্রথমে বিষয়টিকে নাকচ করে দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশেরই সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে লাঞ্ছনার প্রমাণ মেলে। তবে এ ঘটনার ২৬ দিনেও সেই লাঞ্ছনাকারীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।

লাঞ্ছনার ঘটনার পরদিন থেকে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠন দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সভা-সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ঘটনার পরদিন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিদিন কোনো না কোনো সংগঠন কর্মসূচি পালন করছে।

এর পরও পুলিশ দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে ব্যর্থ হওয়ায় ৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে ‘পাল্টা আঘাত’-এর ব্যানারে ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে ছাত্র ইউনিয়ন। সেই কর্মসূচিতে আরও কয়েকটি ছাত্র ও নারী সংগঠন সংহতি প্রকাশ করে।

পূর্বঘোষণা অনুযায়ী গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলে দুই শতাধিক ছাত্রছাত্রী ও অন্যান্য সংগঠনের কর্মীরা অংশ নেন। মিছিলটি কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, মধুর ক্যানটিন ঘুরে শাহবাগ হয়ে ডিএমপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। বাধা পেয়ে শাহবাগ থানার সামনে থেকে ঘুরে মিছিলটি কার্জন হলের দিকে যাত্রা করে। টিএসসি পেরিয়ে দোয়েল চত্বরে আসতেই আবারও পুলিশি ব্যারিকেড। শিক্ষার্থীদের মিছিলটি কাঁটাতারের বেড়া সরিয়ে হাইকোর্টের দিকে এগোতে থাকে। সেখানে আগে থেকেই ঢাল, লাঠি, কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত থাকলেও শিক্ষার্থীদের মিছিলটিকে কোনো বাধা দেয়নি পুলিশ। এরপর হাইকোর্টের সামনে আরও একটি পুলিশের বাধা পার হয় মিছিলটি। কাকরাইল মসজিদের পাশ দিয়ে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে (সার্কিট হাউস রোড) যাওয়ার পর আবারও পুলিশের বাধা। এবার বাধা ভাঙতে না পেরে রাস্তার ওপর বসেই স্লোগান দেওয়া শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় ২০ মিনিট রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে বক্তব্য ও স্লোগান দেন নেতা-কর্মীরা।

বক্তব্যের একপর্যায়ে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক বলেন, ‘এখানে যতসংখ্যক পুলিশ আমাদের বাধা দিচ্ছে, বর্ষবরণের অনুষ্ঠানে তারা থাকলে নারী লাঞ্ছনার ঘটনা ঘটত না।’ তারেকের বক্তব্য শেষ হওয়ার পর সেøাগান দেওয়ার একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের মাইকের ব্যাটারির সংযোগ ছিনিয়ে নেয়। বিক্ষোভকারীরা দাঁড়িয়ে প্রতিবাদ করলে পুলিশ মারতে শুরু করে। পুলিশের লাঠি, বন্দুকের বাঁট আর বুট চলে সমানতালে। নেতা-কর্মীরা কিছুক্ষণ রাস্তায় পড়ে মার খেয়ে দৌড়ে পালিয়ে যান। হাসান তারেকসহ কয়েকজন মার খেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন কিছুক্ষণ। পরে অন্যরা তাঁদের তুলে নিয়ে যান। কিছু দূরে গিয়ে আবারও তাঁরা সংগঠিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও কাঁদানে গ্যাস, জলকামান থেকে পানি ছুড়ে পাল্টা জবাব দেয়। ধাওয়া খেয়ে বিভিন্ন ভবন, দোকানের আড়ালে আশ্রয় নেওয়া বিক্ষোভকারীদেরও খুঁজে বের করে মারধর করে পুলিশ।

এ সময় সার্কিট হাউস রোডে সরকারি কর্মকর্তাদের কোয়ার্টারের সামনে ফুটপাতে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকা ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ইসমত জাহানকে চুলের মুঠি ধরে বের করে আনেন পুলিশের একজন পুরুষ সদস্য। সঙ্গে সঙ্গে আরও কয়েকজন ছুটে যান তাঁকে মারতে। একজন লাথি মারেন, আরেকজন ওড়না ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আরেকজন গলাধাক্কা দেন। এ সময় ইসমত পড়ে যান। এরপর পুলিশ তাঁকে টেনে তোলার জন্য টানাহেঁচড়া করে। সেখানে পুলিশের নারী সদস্য থাকলেও তাঁরা নীরব ছিলেন।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ঘটনাস্থলে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য দাবি করেন, বিক্ষোভকারীদের ইটপাটকেলের আঘাতে তাঁরা আহত হয়েছেন। কয়েকজন গায়ের উর্দি খুলে আঘাতের চিহ্ন দেখান গণমাধ্যমকর্মীদের।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

প্রতিবাদ দমনে লাঠিপেটা: প্রেক্ষাপট তদন্তে পুলিশের কমিটি

আপডেট টাইম : ০৩:০৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০১৫

ঢাকা: বর্ষবরণ উৎসবে নারী নিপীড়নকারীদের গ্রেফতার দাবিতে ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচি ভ‍ন্ডুল করতে পুলিশি হামলার প্রেক্ষাপট তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ।

সোমবার ডিএমপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববার ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচি ঠেকাতে ‘পুলিশি পদক্ষেপ’ নিয়ে গণমাধ্যমে ‘বিরূপ’ খবর পরিবেশিত হয়েছে বলে ওই বিজ্ঞপ্তিতে মন্তব্য করা হয়েছে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “রোববারের ঘটনায় পুলিশি কার্যক্রম পর্যালোচনায়, ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এতগুলো ব্যারিকেড পার হয়ে মিন্টো রোডস্থ স্পর্শকাতর মন্ত্রীপাড়ায় এসে রাস্তায় যানচলাচল বন্ধকরণের পাশাপাশি ‘কর্তব্যরত পুলিশ সদস্যগণ ও পুলিশ যানবাহনের ওপর হামলার প্রয়াস পেলে’ সে বিষয়ে কর্তব্যরত পুলিশ সদস্যদের দায়-দায়িত্ব নিরূপণ, উল্লেখিত ঘটনায় রমনা বিভাগ কর্তৃক কি ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল তা মূল্যায়ন, ‘পুলিশের ওপর হামলার’ কারণে আন্দোলনকারীদের বিরুদ্ধে গৃহীত আইনানুগ ব্যবস্থা এবং পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ যা নিয়ে বিভিন্ন মিডিয়ায় বিরূপ সংবাদ পরিবেশিত হয়েছে তার প্রেক্ষাপট যাচাইয়ের জন্য ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো। ”

পুলিশের এই কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বর্ষবরণের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী নিপীড়নের ঘটনায় কাউকেই ২৬ দিনেও চিহ্নিত করতে পারেনি পুলিশ। উল্টো যাঁরা নিপীড়কদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করছেন, গতকাল রোববার পুলিশ তাঁদের ওপরই বর্বর হামলা চালিয়েছে।

নারী লাঞ্ছনার বিচার চাইতে এসে উল্টো লাঞ্ছিত হয়েছেন ছাত্রীরাও। পুরুষ পুলিশের লাথি-ঘুষি খেয়ে রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে কয়েকজন ছাত্রীকে। ধাওয়া খেয়ে গাছের আড়ালে লুকিয়ে থাকা ছাত্রীটিকেও চুলের মুঠি ধরে টেনে বের করে পিটিয়েছে পুলিশ।

নিপীড়কদের গ্রেপ্তার ও শাস্তিসহ ছয় দফা দাবিতে গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কার্যালয় ঘেরাও করতে গিয়েছিলেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। তাঁদের ডিএমপি কার্যালয়ের সীমানায় ঘেঁষতে দেয়নি পুলিশ। মেরে-ধরে রাস্তা থেকেই তাড়িয়ে দেওয়া হয়েছে। এতে ৩৪ জন আহত হয়েছেন বলে ছাত্র ইউনিয়ন জানিয়েছে। তাঁদের মধ্যে ২১ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চারজন ভর্তি আছেন বিভিন্ন হাসপাতালে। এ ঘটনায় ছাত্র ইউনিয়নের পাঁচ নেতা-কর্মীকে আটকের পর পুলিশ রাতে ছেড়ে দেয়।

পুলিশের হাত থেকে রেহাই পেতে গাছের আড়ালে লুকিয়েছিলেন ছাত্র ইউনিয়নের এই নেত্রী। কিন্তু পুলিশের এক সদস্য সেখান থেকে তাঁকে চুল ধরে টেনে আনেন। পেছন থেকে লাথি মারেন আরেক পুলিশ সদস্য। গলাধাক্কা দেন অপর পুলিশ সদস্য। পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন ঘটনাস্থলেই সাংবাদিকদের বলেন, ‘দাবি পেশ করার জন্য লাখ লাখ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে রাস্তা আটকে তাঁরা ঘণ্টার পর ঘণ্টা থাকতে পারেন না। হাজার হাজার গাড়িঘোড়া বন্ধ করে রাখতে পারেন না। আপনারা দেখেছেন, তাঁরা প্রায় আধঘণ্টা রাস্তা বন্ধ করে রেখেছিলেন। ওনাদের বারবার রিকোয়েস্ট করেছি। তখন তো রাস্তা পরিষ্কার করা আমাদের দায়িত্ব।’

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রচ- ভিড়ের মধ্যে একদল যুবক দীর্ঘ সময় ধরে নারীদের লাঞ্ছিত করে। তাদের বাধা দিতে গিয়ে আহত হন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি লিটন নন্দীসহ দুজন। শুরু থেকেই লিটন নন্দী ও অন্যরা অভিযোগ করে আসছিলেন, বারবার পুলিশের সাহায্য চাওয়া হলেও পুলিশ লাঞ্ছনাকারীদের ঠেকাতে বা ধরতে এগিয়ে আসেনি। দুজনকে ধরে পুলিশে সোপর্দ করা হলেও পরে তাদের ছেড়ে দেয় পুলিশ।

পরে বিষয়টি গণমাধ্যমে এলে পুলিশ কর্মকর্তারা প্রথমে বিষয়টিকে নাকচ করে দেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশেরই সিসি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে লাঞ্ছনার প্রমাণ মেলে। তবে এ ঘটনার ২৬ দিনেও সেই লাঞ্ছনাকারীদের চিহ্নিত করতে পারেনি পুলিশ।

লাঞ্ছনার ঘটনার পরদিন থেকে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্রসংগঠন দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সভা-সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ঘটনার পরদিন থেকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিদিন কোনো না কোনো সংগঠন কর্মসূচি পালন করছে।

এর পরও পুলিশ দোষী ব্যক্তিদের চিহ্নিত করতে ব্যর্থ হওয়ায় ৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন করে ‘পাল্টা আঘাত’-এর ব্যানারে ডিএমপি কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে ছাত্র ইউনিয়ন। সেই কর্মসূচিতে আরও কয়েকটি ছাত্র ও নারী সংগঠন সংহতি প্রকাশ করে।

পূর্বঘোষণা অনুযায়ী গতকাল দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। মিছিলে দুই শতাধিক ছাত্রছাত্রী ও অন্যান্য সংগঠনের কর্মীরা অংশ নেন। মিছিলটি কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, মধুর ক্যানটিন ঘুরে শাহবাগ হয়ে ডিএমপি কার্যালয়ের দিকে যাওয়ার চেষ্টা করে। বাধা পেয়ে শাহবাগ থানার সামনে থেকে ঘুরে মিছিলটি কার্জন হলের দিকে যাত্রা করে। টিএসসি পেরিয়ে দোয়েল চত্বরে আসতেই আবারও পুলিশি ব্যারিকেড। শিক্ষার্থীদের মিছিলটি কাঁটাতারের বেড়া সরিয়ে হাইকোর্টের দিকে এগোতে থাকে। সেখানে আগে থেকেই ঢাল, লাঠি, কাঁদানে গ্যাস নিয়ে প্রস্তুত থাকলেও শিক্ষার্থীদের মিছিলটিকে কোনো বাধা দেয়নি পুলিশ। এরপর হাইকোর্টের সামনে আরও একটি পুলিশের বাধা পার হয় মিছিলটি। কাকরাইল মসজিদের পাশ দিয়ে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে (সার্কিট হাউস রোড) যাওয়ার পর আবারও পুলিশের বাধা। এবার বাধা ভাঙতে না পেরে রাস্তার ওপর বসেই স্লোগান দেওয়া শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় ২০ মিনিট রাস্তায় বসে পুলিশের বিরুদ্ধে বক্তব্য ও স্লোগান দেন নেতা-কর্মীরা।

বক্তব্যের একপর্যায়ে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান তারেক বলেন, ‘এখানে যতসংখ্যক পুলিশ আমাদের বাধা দিচ্ছে, বর্ষবরণের অনুষ্ঠানে তারা থাকলে নারী লাঞ্ছনার ঘটনা ঘটত না।’ তারেকের বক্তব্য শেষ হওয়ার পর সেøাগান দেওয়ার একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের মাইকের ব্যাটারির সংযোগ ছিনিয়ে নেয়। বিক্ষোভকারীরা দাঁড়িয়ে প্রতিবাদ করলে পুলিশ মারতে শুরু করে। পুলিশের লাঠি, বন্দুকের বাঁট আর বুট চলে সমানতালে। নেতা-কর্মীরা কিছুক্ষণ রাস্তায় পড়ে মার খেয়ে দৌড়ে পালিয়ে যান। হাসান তারেকসহ কয়েকজন মার খেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন কিছুক্ষণ। পরে অন্যরা তাঁদের তুলে নিয়ে যান। কিছু দূরে গিয়ে আবারও তাঁরা সংগঠিত হয়ে পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশও কাঁদানে গ্যাস, জলকামান থেকে পানি ছুড়ে পাল্টা জবাব দেয়। ধাওয়া খেয়ে বিভিন্ন ভবন, দোকানের আড়ালে আশ্রয় নেওয়া বিক্ষোভকারীদেরও খুঁজে বের করে মারধর করে পুলিশ।

এ সময় সার্কিট হাউস রোডে সরকারি কর্মকর্তাদের কোয়ার্টারের সামনে ফুটপাতে একটি গাছের আড়ালে লুকিয়ে থাকা ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য ইসমত জাহানকে চুলের মুঠি ধরে বের করে আনেন পুলিশের একজন পুরুষ সদস্য। সঙ্গে সঙ্গে আরও কয়েকজন ছুটে যান তাঁকে মারতে। একজন লাথি মারেন, আরেকজন ওড়না ধরে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আরেকজন গলাধাক্কা দেন। এ সময় ইসমত পড়ে যান। এরপর পুলিশ তাঁকে টেনে তোলার জন্য টানাহেঁচড়া করে। সেখানে পুলিশের নারী সদস্য থাকলেও তাঁরা নীরব ছিলেন।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে ঘটনাস্থলে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য দাবি করেন, বিক্ষোভকারীদের ইটপাটকেলের আঘাতে তাঁরা আহত হয়েছেন। কয়েকজন গায়ের উর্দি খুলে আঘাতের চিহ্ন দেখান গণমাধ্যমকর্মীদের।