পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

হজ ব্যবস্থাপনায় বিপর্যয়ের শঙ্কা : একাউন্ট খোলেনি এজেন্সিগুলো

ঢাকা : সৌদি আরবে হজ এজেন্সিগুলোর ব্যাংক একাউন্ট না খোলা নিয়ে এবার হজ ব্যবস্থাপনায় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি সরকার বাধ্যতামূলক করলেও ১০ মে’র তথ্য অনুযায়ী এ বছর কোনো এজেন্সি ব্যাংক হিসাব খোলেনি।
হজ এজেন্সিগুলো আগামী ১৭ জুনের মধ্যে সৌদি আরবে ব্যাংক হিসাব খুলতে ব্যর্থ হলে এবার হজযাত্রী পাঠাতে পারবে না। এ সংক্রান্ত একটি চিঠি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে। গত ১০ মে’র এ চিঠিটির অনুলিপি ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।
এবার বাংলাদেশের হজযাত্রীর কোটা এক লাখ এক হাজার ৭৫৮ জন। এর মধ্যে ৫ হাজার সরকারি ব্যবস্থাপনায়, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘বাকি সময়ের মধ্যে সকল শর্ত পূরণ করে এত হজ এজেন্সির ব্যাংক হিসাব খোলা কঠিন কাজ। এ ছাড়া সামনে রমজান মাস। তাই সঠিক সময়ে ব্যাংক হিসাব খুলতে না পারার কারণে হজযাত্রীরা হজ করতে না পারলে বিপর্যয় নেমে আসতে পারে।’
চিঠিতে আরও বলা হয়, ‘এ বছর ৭৯৩টি হজ এজেন্সি সৌদি আরবে হজযাত্রী আনবে। এর মধ্যে মাত্র পাঁচটি এজেন্সি ব্যাংক একাউন্ট খুলেছে। এরাও তা খুলেছে গত বছর। কিন্তু গত ১০ মে পর্যন্ত কোনো এজেন্সি ব্যাংক হিসাব খোলার জন্য সৌদি আরবে বাংলাদেশের হজ অফিসে আসেনি।’
এর পরিপ্রেক্ষিতে ওইদিনই হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কাছে পাঠানো চিঠিতে ১৭ জুনের মধ্যে ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
হাবের কাছে পাঠানো চিঠিতে মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব হজ কার্য পরিচালনাকারী এজেন্সিগুলোর ব্যাংক হিসাব খোলার কাজ ১৭ জুনের মধ্যে সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে। এ সময়ের মধ্যে যে সকল হজ এজেন্সি ব্যাংক হিসাব খোলার কাজ সম্পন্ন করতে পারবে না, তারা ২০১৫ সালে হজযাত্রী পাঠাতে সক্ষম হবে না।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) ফয়জুর রহমান ফারুকী গণমাধ্যমকে বলেন, ‘ব্যাংক হিসাবের মাধ্যমে সব ধরনের লেনদেন করার কথা গত বছরই জানিয়েছিল সৌদি সরকার। তবে প্রথম বছর হওয়ায় নিয়ম শিথিল করে হিসাব খুলতে না পারলেও হজযাত্রী পাঠাতে পেরেছে এজেন্সিগুলো। কিন্তু এবার ব্যাংক হিসাব না খুলে কোনোভাবে হজযাত্রী পাঠানো যাবে না। এটা আমরা শুরু থেকেই বলে আসছি।’
তিনি আরও বলেন, ‘আগামী ১৭ জুনের মধ্যে হিসাব খুলতে এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছি আমরা। এটা এবার হজের জন্য একটা চ্যালেঞ্জ বটে। সৌদি সরকারের নিয়মের ওপর আমাদের কোনো হাত নেই। এজেন্সিগুলো নির্ধারিত সময়ের মধ্যে হিসাব খুলতে ব্যর্থ হলে এর দায়ভার তাদেরই নিতে হবে।’
হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, ‘আমরা বুধবার মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। সবাইকে এ বিষয়ে জানিয়েও দিয়েছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক হিসাব খুলতে পারব।’
ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দিলেও কোটার চেয়ে বেশি হওয়ায় এবার ১০ হাজার জন হজে যেতে পারবেন না। এ ছাড়া বেসরকারি এজেন্সিগুলোর কাছে হজে যেতে আরও ২০ হাজার আবেদন রয়েছে। এরাও যেতে পারবেন না।
অতিরিক্ত ব্যক্তিদের এ বছরই হজ পালনের সুযোগের দাবিতে আন্দোলনে নেমেছে কিছু হজ এজেন্সি। এরা মানববন্ধন, অবস্থান ধর্মঘট, স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ যিলহজ ১৪৩৫ হিজরী) এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৬ আগস্ট। শেষ হবে ১৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ অক্টোবর।
সৌদি আরবের ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার কয়েক মাস আগে টাকা জমা ও নিবন্ধনের সিদ্ধান্ত নেয় সরকার। বিগত সময়ে হজ চুক্তির পর হজের টাকা জমা নেওয়া হতো। এবার আগেই টাকা জমা ও নিবন্ধনের কাজ শেষ করা হচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

হজ ব্যবস্থাপনায় বিপর্যয়ের শঙ্কা : একাউন্ট খোলেনি এজেন্সিগুলো

আপডেট টাইম : ০৬:১৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০১৫

ঢাকা : সৌদি আরবে হজ এজেন্সিগুলোর ব্যাংক একাউন্ট না খোলা নিয়ে এবার হজ ব্যবস্থাপনায় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। সৌদি সরকার বাধ্যতামূলক করলেও ১০ মে’র তথ্য অনুযায়ী এ বছর কোনো এজেন্সি ব্যাংক হিসাব খোলেনি।
হজ এজেন্সিগুলো আগামী ১৭ জুনের মধ্যে সৌদি আরবে ব্যাংক হিসাব খুলতে ব্যর্থ হলে এবার হজযাত্রী পাঠাতে পারবে না। এ সংক্রান্ত একটি চিঠি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের কাছে পাঠানো হয়েছে। গত ১০ মে’র এ চিঠিটির অনুলিপি ধর্ম মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের দেওয়া হয়েছে।
এবার বাংলাদেশের হজযাত্রীর কোটা এক লাখ এক হাজার ৭৫৮ জন। এর মধ্যে ৫ হাজার সরকারি ব্যবস্থাপনায়, বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় এজেন্সির মাধ্যমে হজ পালন করবেন।
সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘বাকি সময়ের মধ্যে সকল শর্ত পূরণ করে এত হজ এজেন্সির ব্যাংক হিসাব খোলা কঠিন কাজ। এ ছাড়া সামনে রমজান মাস। তাই সঠিক সময়ে ব্যাংক হিসাব খুলতে না পারার কারণে হজযাত্রীরা হজ করতে না পারলে বিপর্যয় নেমে আসতে পারে।’
চিঠিতে আরও বলা হয়, ‘এ বছর ৭৯৩টি হজ এজেন্সি সৌদি আরবে হজযাত্রী আনবে। এর মধ্যে মাত্র পাঁচটি এজেন্সি ব্যাংক একাউন্ট খুলেছে। এরাও তা খুলেছে গত বছর। কিন্তু গত ১০ মে পর্যন্ত কোনো এজেন্সি ব্যাংক হিসাব খোলার জন্য সৌদি আরবে বাংলাদেশের হজ অফিসে আসেনি।’
এর পরিপ্রেক্ষিতে ওইদিনই হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর কাছে পাঠানো চিঠিতে ১৭ জুনের মধ্যে ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
হাবের কাছে পাঠানো চিঠিতে মন্ত্রণালয় বলেছে, সৌদি আরব হজ কার্য পরিচালনাকারী এজেন্সিগুলোর ব্যাংক হিসাব খোলার কাজ ১৭ জুনের মধ্যে সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে। এ সময়ের মধ্যে যে সকল হজ এজেন্সি ব্যাংক হিসাব খোলার কাজ সম্পন্ন করতে পারবে না, তারা ২০১৫ সালে হজযাত্রী পাঠাতে সক্ষম হবে না।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (হজ) ফয়জুর রহমান ফারুকী গণমাধ্যমকে বলেন, ‘ব্যাংক হিসাবের মাধ্যমে সব ধরনের লেনদেন করার কথা গত বছরই জানিয়েছিল সৌদি সরকার। তবে প্রথম বছর হওয়ায় নিয়ম শিথিল করে হিসাব খুলতে না পারলেও হজযাত্রী পাঠাতে পেরেছে এজেন্সিগুলো। কিন্তু এবার ব্যাংক হিসাব না খুলে কোনোভাবে হজযাত্রী পাঠানো যাবে না। এটা আমরা শুরু থেকেই বলে আসছি।’
তিনি আরও বলেন, ‘আগামী ১৭ জুনের মধ্যে হিসাব খুলতে এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছি আমরা। এটা এবার হজের জন্য একটা চ্যালেঞ্জ বটে। সৌদি সরকারের নিয়মের ওপর আমাদের কোনো হাত নেই। এজেন্সিগুলো নির্ধারিত সময়ের মধ্যে হিসাব খুলতে ব্যর্থ হলে এর দায়ভার তাদেরই নিতে হবে।’
হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ বলেন, ‘আমরা বুধবার মন্ত্রণালয়ের চিঠি পেয়েছি। সবাইকে এ বিষয়ে জানিয়েও দিয়েছি। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে ব্যাংক হিসাব খুলতে পারব।’
ইতোমধ্যে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাংকে টাকা জমা দিলেও কোটার চেয়ে বেশি হওয়ায় এবার ১০ হাজার জন হজে যেতে পারবেন না। এ ছাড়া বেসরকারি এজেন্সিগুলোর কাছে হজে যেতে আরও ২০ হাজার আবেদন রয়েছে। এরাও যেতে পারবেন না।
অতিরিক্ত ব্যক্তিদের এ বছরই হজ পালনের সুযোগের দাবিতে আন্দোলনে নেমেছে কিছু হজ এজেন্সি। এরা মানববন্ধন, অবস্থান ধর্মঘট, স্মারকলিপি পেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২২ সেপ্টেম্বর (৯ যিলহজ ১৪৩৫ হিজরী) এ বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরব যাওয়ার ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৬ আগস্ট। শেষ হবে ১৮ সেপ্টেম্বর। হজ শেষে ফিরতি ফ্লাইট ২৭ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২৮ অক্টোবর।
সৌদি আরবের ইলেকট্রনিক হজ ব্যবস্থাপনার কারণে এবার কয়েক মাস আগে টাকা জমা ও নিবন্ধনের সিদ্ধান্ত নেয় সরকার। বিগত সময়ে হজ চুক্তির পর হজের টাকা জমা নেওয়া হতো। এবার আগেই টাকা জমা ও নিবন্ধনের কাজ শেষ করা হচ্ছে।