অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

রাানাপ্লাজার উদ্ধার কর্মীদের সাহায্যে এগিয়ে আসুন !

ঢাকা : ২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে যাওয়া স্বরণকালের ভয়াবহ দূর্ঘটণা যা কোনদিনও শ্রমিক শ্রেণীসহ কোন বিবেকবান মানুষ ভুলতে পারবেন না। সেদিনের সেই ঘটণার ভয়াবতা স্বচোখে এবং টেলিভিশনের পর্দ্দায় যারা দেখেছেন তারা শ্রমিকলীগের নেতা নামক দানবের অন্ধকারের সৃতি বিজরত মৃত্যুপূরী রানা প্লাজার কথা যুগ যুগ স্মরন রাখবে। পাশাপাশি জাতি স্মরন রাখবে সেদিন যারা বিবেকের তারনাই রানা প্লাজার দূর্ঘটণা কবলিতদের উদ্ধারে সরকারের বিভিন্ন বাহিনীর সাথে নিজেদের নিয়োগ করেছিলেন উদ্ধার কাজে।
মানবতার ডাকে বিবেকের তাড়নায় রানা প্লাজার ধ্বংস¯‘পের ভেতরে আটকে পড়া শতাধিক প্রাণের আকৃডু ও আহাজারি স্পশ করেছিল তাদের মনকে । তাই জীবনের মায়া ত্যাগ করে নেমে পরেছিল উদ্ধার কাজে ধ্বংস স্তুপের ভেতর থেকে বের করে এনেছিল শতশত জীবিত মৃত মানুষ । এনেছিল পচা গলা অধগলিত অগণিত আটকে পড়া গার্মেনটস শ্রমিকের লাশ। উদ্ধারকাজের স্বীকৃতিস্বরূপ তারা পেয়েছিল দেশের গর্বীত সন্তান হিসেবে জাতীয় বীরের মর্যাদা ।
সেই জাতীয় বীর ও সূর্য্য সন্তানদের সম্মান করেছিল দেশের লক্ষ লক্ষ মানুষ । জাতির সেই সম্মান পাওয়ার উদ্ধার কর্মীরা জাতীয় বীরের খেতাব পেলেও আজ তারা মানবেতর জীবনযাপন করছে তাদের খোঁজ নেওয়া সরকার এবং সমাজের বৃত্তবানদের উচিৎ নয় কি?
রানা প্লাজার উদ্ধার কর্মী মোঃ আলী আশরাফ (খোকন) তালিকা নং-৩৪, উদ্ধারকর্মী মোঃ স্বপন হোসেন তালিকা নং-৩২ এর সাথে কথা বলে বেড়িরে এসব তথ্য। দৈনিক নওরোজ প্রত্রিকার প্রতিনিধি বলেন, আমরা রানা প্লাজার কর্মীদের জীবন বাচাতে গিয়েছিম কিন্তু আজ আমরা নিজেরাই জীবনের ঝুকিতে মানবেতর জীবন যাপন করছি ।
উদ্ধার কর্মী খোকন পেশায় একজন ব্যবসায়ি ছিলেন, তার গ্রামের বাড়ী চাঁপাই নবাবগজ্ঞঁ জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামের মোঃ আব্দুল মালেক এর ছোট ছেলে আলী আশরাফ খোকন প্রাণ বান্ধব যুবক খোকনের সুন্দর জীবন ছিল । কিন্ত খোকনের জীবনের রানা প্লাজা এক অভিসাব বলে বলে কেদে বলেন রাজধানীতে ফলের ব্যবসা করে ভালই তো ছিলাম কেনো যেদিন উদ্ধার কাজে গিয়েছিলাম সেই প্রশ্নের জবাব আজ পাইনা।
২০১৩ সালে ২৪ মে এপ্রিল ঢাকার অদুরে সাভার রানা প্লাজা ধ্বংসের খবর শুনে ছুটে গিয়ে ছিলেন উদ্ধার কাজে । দুর্ঘটনার দিন থেকে ১৪ মে পর্যন্ত একটানা ২১ দিন উদ্ধার কাজে অংশ গ্রহন করেছিলাম । জীবনের মায়া ত্যাগ করে ধ্বং¯‘স্তুপের ভিতর থেকে জীবিত বের করে এনেছিল অন্তত একশত এর বেশি মানুষকে । মৃত পচা গলা লাশ বের করে এনেছিল অসণিত লাশ, হাত পা কেটে মৃত কুপ থেকে বের করে আনা মানুষের সংখ্যাও কম নয় ।
তখন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন্ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আমাদেরকে আসস্থÍ করে ছিল উদ্ধার কর্মীদের বীরের সম্মান করবেন তারা কিন্ত কেউ কথা রাখেন নাই । দুর্ঘটনার প্রায় দুই বছর পার হয়ে হয়ে গেলেও কোনো সুযোগ সুবিধা তো দুরে থাক বাচার মতো কোন ব্যবসা টুকু হারিয়ে অসহায় জীবন যাপন করছি।
এখনও রাতে ঘুমাতে গেলেও উদ্ধার কাজের সেই ঘঁটনার বিভৎসতা এবং ভয়াবহতা চোখের সামনে ভেসে আসে। পোষ্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার নামক ভয়ংকর মানুষিক রোগে প্রায় সাত মাস রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলে । তবু ও মানসিক ভয়াবহতা বর্তমানে ও দুর হয় নাই এখনো প্রতি মাসে মানসিক ডাক্তার কে দেখাতে হয় । কিছু দিন সুস্থ থাকার পর আর্থিক অনটন ও দুশ্চিন্তায় আবার ও অসুস্থ হয়ে মানুসিক বিকারগ্রস্থ হয়ে পড়েছি । উদ্ধার কাজে পুরস্কার পেয়ে ছিলাম বেসরকারী সংস্থা বিলাস এর কাছে থেকে ১০.০০০ দশ হাজার টাকা, বাংলাদেশ ব্যাংক থেকে ৫০০০/= টাকা এবং একটি সনদ এছাড়াও একটি চাকুরির প্রতিশ্রুতি দিয়ে ছিলেন ।
ব্যবসা ও চাকুরি কোনটিই না পেয়ে সহায় সম্বলহীন হয়ে পাগলের মতো জীবন যাপন করছি। রাত কাটায় রেল স্টেশন বারান্দায় আবার কখনও রাস্তার ফুটপাতে একবেলা খেলেও কখনও আবার না খেয়ে থাকতে হয়। এই ভাবেই তার জীবন কাটছে । খোকন বলেন রানা প্লাজার দুঘটনার আগের দিন পর্যন্ত সবছিল আমার কিন্ত যেইদিন থেকে উদ্ধার কাজ শেষ হলো সেইদিন থেকেই আমার সুন্দর জীবন তছনছ হয়ে গেছে । তার মধ্যে একজন উদ্ধার কর্মী স্বপন হোসেন তার ও একই অবস্থা। খোকন ও স্বপন এই দুই জন উদ্ধার কর্মী সমাজের দয়াবান দানশীল, ব্যক্তি বা সরকারি বেসরকারি প্রতিষ্টানের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছে। তারা কিছু সাহায্য পেলে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে তাদের স্ত্রী, সন্তান, বাবা, মাকে নিয়ে একটি সুন্দর জীবন যাপন করতে পারতেন ।
যদি কোন মহৎব্যক্তি বা প্রতিষ্ঠান তাদেরকে আর্থিক সহযোগিতা করতে চান তাহলে তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাব মোঃ আলী আশরাফ নং ২০৪৪৪ ইসলামি ব্যাংক প্রধান শাখা বিকাশ নং ০১৭৩৩১০২১৮৮ । মোঃ স্বপন হোসেন ব্যাংক হিসাব নং০২০৩১১০২৩৯৮৬ ষ্টাস্ট ব্যাংক প্রধান শাখা বিকাশ নং০১৮৭১২২১২৯১ । আপনাদের একটু সহযোগিতায় হতে পারে তাদের সুন্দর একটি জীবন।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

রাানাপ্লাজার উদ্ধার কর্মীদের সাহায্যে এগিয়ে আসুন !

আপডেট টাইম : ০৭:৩২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০১৫

ঢাকা : ২০১৩ সালের ২৪ এপ্রিল ঘটে যাওয়া স্বরণকালের ভয়াবহ দূর্ঘটণা যা কোনদিনও শ্রমিক শ্রেণীসহ কোন বিবেকবান মানুষ ভুলতে পারবেন না। সেদিনের সেই ঘটণার ভয়াবতা স্বচোখে এবং টেলিভিশনের পর্দ্দায় যারা দেখেছেন তারা শ্রমিকলীগের নেতা নামক দানবের অন্ধকারের সৃতি বিজরত মৃত্যুপূরী রানা প্লাজার কথা যুগ যুগ স্মরন রাখবে। পাশাপাশি জাতি স্মরন রাখবে সেদিন যারা বিবেকের তারনাই রানা প্লাজার দূর্ঘটণা কবলিতদের উদ্ধারে সরকারের বিভিন্ন বাহিনীর সাথে নিজেদের নিয়োগ করেছিলেন উদ্ধার কাজে।
মানবতার ডাকে বিবেকের তাড়নায় রানা প্লাজার ধ্বংস¯‘পের ভেতরে আটকে পড়া শতাধিক প্রাণের আকৃডু ও আহাজারি স্পশ করেছিল তাদের মনকে । তাই জীবনের মায়া ত্যাগ করে নেমে পরেছিল উদ্ধার কাজে ধ্বংস স্তুপের ভেতর থেকে বের করে এনেছিল শতশত জীবিত মৃত মানুষ । এনেছিল পচা গলা অধগলিত অগণিত আটকে পড়া গার্মেনটস শ্রমিকের লাশ। উদ্ধারকাজের স্বীকৃতিস্বরূপ তারা পেয়েছিল দেশের গর্বীত সন্তান হিসেবে জাতীয় বীরের মর্যাদা ।
সেই জাতীয় বীর ও সূর্য্য সন্তানদের সম্মান করেছিল দেশের লক্ষ লক্ষ মানুষ । জাতির সেই সম্মান পাওয়ার উদ্ধার কর্মীরা জাতীয় বীরের খেতাব পেলেও আজ তারা মানবেতর জীবনযাপন করছে তাদের খোঁজ নেওয়া সরকার এবং সমাজের বৃত্তবানদের উচিৎ নয় কি?
রানা প্লাজার উদ্ধার কর্মী মোঃ আলী আশরাফ (খোকন) তালিকা নং-৩৪, উদ্ধারকর্মী মোঃ স্বপন হোসেন তালিকা নং-৩২ এর সাথে কথা বলে বেড়িরে এসব তথ্য। দৈনিক নওরোজ প্রত্রিকার প্রতিনিধি বলেন, আমরা রানা প্লাজার কর্মীদের জীবন বাচাতে গিয়েছিম কিন্তু আজ আমরা নিজেরাই জীবনের ঝুকিতে মানবেতর জীবন যাপন করছি ।
উদ্ধার কর্মী খোকন পেশায় একজন ব্যবসায়ি ছিলেন, তার গ্রামের বাড়ী চাঁপাই নবাবগজ্ঞঁ জেলার গোমস্তাপুর উপজেলার চকপুস্তম গ্রামের মোঃ আব্দুল মালেক এর ছোট ছেলে আলী আশরাফ খোকন প্রাণ বান্ধব যুবক খোকনের সুন্দর জীবন ছিল । কিন্ত খোকনের জীবনের রানা প্লাজা এক অভিসাব বলে বলে কেদে বলেন রাজধানীতে ফলের ব্যবসা করে ভালই তো ছিলাম কেনো যেদিন উদ্ধার কাজে গিয়েছিলাম সেই প্রশ্নের জবাব আজ পাইনা।
২০১৩ সালে ২৪ মে এপ্রিল ঢাকার অদুরে সাভার রানা প্লাজা ধ্বংসের খবর শুনে ছুটে গিয়ে ছিলেন উদ্ধার কাজে । দুর্ঘটনার দিন থেকে ১৪ মে পর্যন্ত একটানা ২১ দিন উদ্ধার কাজে অংশ গ্রহন করেছিলাম । জীবনের মায়া ত্যাগ করে ধ্বং¯‘স্তুপের ভিতর থেকে জীবিত বের করে এনেছিল অন্তত একশত এর বেশি মানুষকে । মৃত পচা গলা লাশ বের করে এনেছিল অসণিত লাশ, হাত পা কেটে মৃত কুপ থেকে বের করে আনা মানুষের সংখ্যাও কম নয় ।
তখন বিভিন্ন ব্যক্তি বিভিন্ন্ সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আমাদেরকে আসস্থÍ করে ছিল উদ্ধার কর্মীদের বীরের সম্মান করবেন তারা কিন্ত কেউ কথা রাখেন নাই । দুর্ঘটনার প্রায় দুই বছর পার হয়ে হয়ে গেলেও কোনো সুযোগ সুবিধা তো দুরে থাক বাচার মতো কোন ব্যবসা টুকু হারিয়ে অসহায় জীবন যাপন করছি।
এখনও রাতে ঘুমাতে গেলেও উদ্ধার কাজের সেই ঘঁটনার বিভৎসতা এবং ভয়াবহতা চোখের সামনে ভেসে আসে। পোষ্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার নামক ভয়ংকর মানুষিক রোগে প্রায় সাত মাস রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলে । তবু ও মানসিক ভয়াবহতা বর্তমানে ও দুর হয় নাই এখনো প্রতি মাসে মানসিক ডাক্তার কে দেখাতে হয় । কিছু দিন সুস্থ থাকার পর আর্থিক অনটন ও দুশ্চিন্তায় আবার ও অসুস্থ হয়ে মানুসিক বিকারগ্রস্থ হয়ে পড়েছি । উদ্ধার কাজে পুরস্কার পেয়ে ছিলাম বেসরকারী সংস্থা বিলাস এর কাছে থেকে ১০.০০০ দশ হাজার টাকা, বাংলাদেশ ব্যাংক থেকে ৫০০০/= টাকা এবং একটি সনদ এছাড়াও একটি চাকুরির প্রতিশ্রুতি দিয়ে ছিলেন ।
ব্যবসা ও চাকুরি কোনটিই না পেয়ে সহায় সম্বলহীন হয়ে পাগলের মতো জীবন যাপন করছি। রাত কাটায় রেল স্টেশন বারান্দায় আবার কখনও রাস্তার ফুটপাতে একবেলা খেলেও কখনও আবার না খেয়ে থাকতে হয়। এই ভাবেই তার জীবন কাটছে । খোকন বলেন রানা প্লাজার দুঘটনার আগের দিন পর্যন্ত সবছিল আমার কিন্ত যেইদিন থেকে উদ্ধার কাজ শেষ হলো সেইদিন থেকেই আমার সুন্দর জীবন তছনছ হয়ে গেছে । তার মধ্যে একজন উদ্ধার কর্মী স্বপন হোসেন তার ও একই অবস্থা। খোকন ও স্বপন এই দুই জন উদ্ধার কর্মী সমাজের দয়াবান দানশীল, ব্যক্তি বা সরকারি বেসরকারি প্রতিষ্টানের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছে। তারা কিছু সাহায্য পেলে উন্নত চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে তাদের স্ত্রী, সন্তান, বাবা, মাকে নিয়ে একটি সুন্দর জীবন যাপন করতে পারতেন ।
যদি কোন মহৎব্যক্তি বা প্রতিষ্ঠান তাদেরকে আর্থিক সহযোগিতা করতে চান তাহলে তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাব মোঃ আলী আশরাফ নং ২০৪৪৪ ইসলামি ব্যাংক প্রধান শাখা বিকাশ নং ০১৭৩৩১০২১৮৮ । মোঃ স্বপন হোসেন ব্যাংক হিসাব নং০২০৩১১০২৩৯৮৬ ষ্টাস্ট ব্যাংক প্রধান শাখা বিকাশ নং০১৮৭১২২১২৯১ । আপনাদের একটু সহযোগিতায় হতে পারে তাদের সুন্দর একটি জীবন।