অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা চেয়েছেন মেয়র সাঈদ খোকন

ঢাকা: ৫০০ কোটি টাকা ঘাটতিতে থাকা ঢাকা সিটি করপোরেশনের উন্নয়নে সরকারের কাছে আরো ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা চেয়েছেন মেয়র সাঈদ খোকন। বাসযোগ্য ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সড়ক অবকাঠামো সংস্কার ও উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার, মশক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সেবা, খেলার মাঠ ও পার্ক উন্নয়ন, পাবলিক টয়লেট নির্মাণ, জলাবদ্ধতা নিরসন ও যানজট নিয়ন্ত্রণসহ অবশ্যকীয় কার্যক্রম গ্রহণ করতে অগ্রাধিকার ভিত্তিতে তিনি আর্থিক এ সহায়তা চেয়েছেন। নগরভবনের বিশ্বস্ত সূত্র বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১২ সালের মে মাসের পর থেকেই অর্থ সঙ্কট শুরু হয় সংস্থাটিতে। ক্রমাগত আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় বাড়তে থাকে ঘাটতি। বতর্মানে সংস্থাটির কাছে ঠিকাদারদের দেনা রয়েছে ৩০০ কোটি টাকা। বিদ্যুৎ, তেল ও অন্যান্য বিল বাবদ আরো ২০০ কোটি টাকা দেনা রয়েছে। সব মিলে ৫০০ কোটি টাকার দেনা নিয়েই নগরভবনে যোগ দিয়েছেন নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন।

সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো ওই ডিও (ডেমি অফিসিয়াল) লেটারে মেয়র সাঈদ খোকন বলেছেন, কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আর্থিক সঙ্কট, প্রয়োজনীয় জনবলের অভাব, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হয়েছি। বিদ্যমান অর্থিক সঙ্কটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনী ইশতেহার পূরণসহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে কার্যক্রম হাতে নিয়েছি।

২০১১ সালের ১ ডিসেম্বর সিটি করপোরেশন ভাগ করার পর থেকে ২০১৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত করপোরেশনের মোট রাজস্ব আয় হয়েছে ৯ শত ৯২ কোটি ৮৪ লাখ টাকা। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাসহ কেবল সংস্থার পরিচালনা বাবদ ব্যয় হয়েছে ৫৫৫ কোটি ৬৪ লাখ টাকা। মোট রাজস্ব আয়ের সিংহভাগ করপোরেশন পরিচালনা বাবদ ব্যয় হয়ে যায়। সঙ্গত কারণে সামান্য উদ্বৃত্ত রাজস্ব দিয়ে নগরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

তাছাড়া ওই সময়ের মধ্যে নগরীর রাস্তা ঘাট, ফুটপাত, রাস্তার বিদ্যুতায়ন, বাস ট্রকা টার্মিনালসহ সড়ক অবকাঠামো এবং কমিউনিটি সেন্টার কবরস্থান শ্মশানঘাট সংস্কার, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রমে নিজস্ব উৎস হতে কমপক্ষে ৪৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এসব কারণে প্রতিদিন দায়দেনা বাড়ছে। দীর্ঘ সময় যাবৎ পরিকল্পিত ও টেকসই উন্নয়ন হয়নি।

এ অবস্থায় নগরীকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন গড়ে তোলতে সড়ক অবকাঠামো সংস্কার ও উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার, মশক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সেবার, খেলার মাঠ ও পার্ক উন্নয়ন, পাবলিক টয়লেট নির্মাণ, জলাবদ্ধতা নিরসন ও যানজট নিয়ন্ত্রণসহ অবশ্যকীয় কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে হাতে নেয়া প্রয়োজন। বর্ণিত কার্যক্রম বাস্তবায়ন সরকার হতে আর্থিক সহায়তার ওপর নির্ভর করবে।

করপোরেশনের অর্থিক সংকট মোকাবেলা ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে টেকসই উন্নয়নে চলতি অর্থ বছরে বিশেষ থোক বরাদ্দ হিসেবে ৫শত কোটি টাকার চেয়েছেন তিনি।

এর আগে সাঈদ খোকন সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ সিটি করপোরেশন আর্থিক সঙ্কটে রয়েছে। এর মধ্যেও নগরীর বিভিন্ন উন্নয়ন ও সেবা কার্যক্রম চালিয়ে যেতে আমি বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানসহ বিত্তবানদের কাছে গিয়েছি। তারা সবাই আমাকে সহায়তা করতে আগ্রহী। কেউ কেউ নগরীর ফুটওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন কাজ করে দেয়ার আশ্বাস দিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা চেয়েছেন মেয়র সাঈদ খোকন

আপডেট টাইম : ০৮:২৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০১৫

ঢাকা: ৫০০ কোটি টাকা ঘাটতিতে থাকা ঢাকা সিটি করপোরেশনের উন্নয়নে সরকারের কাছে আরো ৫০০ কোটি টাকার আর্থিক সহায়তা চেয়েছেন মেয়র সাঈদ খোকন। বাসযোগ্য ও পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে সড়ক অবকাঠামো সংস্কার ও উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার, মশক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সেবা, খেলার মাঠ ও পার্ক উন্নয়ন, পাবলিক টয়লেট নির্মাণ, জলাবদ্ধতা নিরসন ও যানজট নিয়ন্ত্রণসহ অবশ্যকীয় কার্যক্রম গ্রহণ করতে অগ্রাধিকার ভিত্তিতে তিনি আর্থিক এ সহায়তা চেয়েছেন। নগরভবনের বিশ্বস্ত সূত্র বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ সিটি করপোরেশন সূত্র জানায়, ২০১২ সালের মে মাসের পর থেকেই অর্থ সঙ্কট শুরু হয় সংস্থাটিতে। ক্রমাগত আয়ের চেয়ে ব্যয় বেড়ে যাওয়ায় বাড়তে থাকে ঘাটতি। বতর্মানে সংস্থাটির কাছে ঠিকাদারদের দেনা রয়েছে ৩০০ কোটি টাকা। বিদ্যুৎ, তেল ও অন্যান্য বিল বাবদ আরো ২০০ কোটি টাকা দেনা রয়েছে। সব মিলে ৫০০ কোটি টাকার দেনা নিয়েই নগরভবনে যোগ দিয়েছেন নবনির্বাচিত মেয়র সাঈদ খোকন।

সরকারের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো ওই ডিও (ডেমি অফিসিয়াল) লেটারে মেয়র সাঈদ খোকন বলেছেন, কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আর্থিক সঙ্কট, প্রয়োজনীয় জনবলের অভাব, জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যা সম্পর্কে অবহিত হয়েছি। বিদ্যমান অর্থিক সঙ্কটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনী ইশতেহার পূরণসহ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে কার্যক্রম হাতে নিয়েছি।

২০১১ সালের ১ ডিসেম্বর সিটি করপোরেশন ভাগ করার পর থেকে ২০১৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত করপোরেশনের মোট রাজস্ব আয় হয়েছে ৯ শত ৯২ কোটি ৮৪ লাখ টাকা। কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতাসহ কেবল সংস্থার পরিচালনা বাবদ ব্যয় হয়েছে ৫৫৫ কোটি ৬৪ লাখ টাকা। মোট রাজস্ব আয়ের সিংহভাগ করপোরেশন পরিচালনা বাবদ ব্যয় হয়ে যায়। সঙ্গত কারণে সামান্য উদ্বৃত্ত রাজস্ব দিয়ে নগরবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।

তাছাড়া ওই সময়ের মধ্যে নগরীর রাস্তা ঘাট, ফুটপাত, রাস্তার বিদ্যুতায়ন, বাস ট্রকা টার্মিনালসহ সড়ক অবকাঠামো এবং কমিউনিটি সেন্টার কবরস্থান শ্মশানঘাট সংস্কার, রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রমে নিজস্ব উৎস হতে কমপক্ষে ৪৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এসব কারণে প্রতিদিন দায়দেনা বাড়ছে। দীর্ঘ সময় যাবৎ পরিকল্পিত ও টেকসই উন্নয়ন হয়নি।

এ অবস্থায় নগরীকে বাসযোগ্য ও পরিচ্ছন্ন গড়ে তোলতে সড়ক অবকাঠামো সংস্কার ও উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনাসহ পরিস্কার-পরিচ্ছন্ন কার্যক্রম জোরদার, মশক নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সেবার, খেলার মাঠ ও পার্ক উন্নয়ন, পাবলিক টয়লেট নির্মাণ, জলাবদ্ধতা নিরসন ও যানজট নিয়ন্ত্রণসহ অবশ্যকীয় কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে হাতে নেয়া প্রয়োজন। বর্ণিত কার্যক্রম বাস্তবায়ন সরকার হতে আর্থিক সহায়তার ওপর নির্ভর করবে।

করপোরেশনের অর্থিক সংকট মোকাবেলা ও বাসযোগ্য নগরী গড়ে তোলার লক্ষ্যে টেকসই উন্নয়নে চলতি অর্থ বছরে বিশেষ থোক বরাদ্দ হিসেবে ৫শত কোটি টাকার চেয়েছেন তিনি।

এর আগে সাঈদ খোকন সাংবাদিকদের বলেছিলেন, দক্ষিণ সিটি করপোরেশন আর্থিক সঙ্কটে রয়েছে। এর মধ্যেও নগরীর বিভিন্ন উন্নয়ন ও সেবা কার্যক্রম চালিয়ে যেতে আমি বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানসহ বিত্তবানদের কাছে গিয়েছি। তারা সবাই আমাকে সহায়তা করতে আগ্রহী। কেউ কেউ নগরীর ফুটওভারব্রিজ নির্মাণসহ বিভিন্ন কাজ করে দেয়ার আশ্বাস দিয়েছেন।