অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

বসুন্ধরা কনভেনশন সিটিতে দীপিকা

ঘড়িতে রাত ৯টা বেজে ৩ মিনিট। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শনে তখন চলছে মিউজিক আর আলোকসজ্জার খেলা। একপর্যায়ে সব আলো নিভে এলো। স্টেজের আলো-অন্ধকারে এক মোহনীয় নারীর ছায়া এসে দাঁড়াল। আলো পড়তেই দেখা গেল হাসি মুখের এক পরি। পরির নাম দীপিকা পাড়ুকোন। এ মুহূর্তে বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা। ‘ওম শান্তি ওম’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘রামলীলা’ ও ‘পিকু’র নায়িকা হাত জোড় করে ‘নমস্তে’ করলেন। উপস্থিত সবাইকে শুভসন্ধ্যা জানালেন। দীপিকাকে এক নজর দেখার জন্য যারা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অপেক্ষা করছিলেন, তাঁর মোহনীয় স্নিগ্ধ হাসি তাদের সব ক্লান্তি দূর করে দিল। পুরো কনভেনশনে তখন ‘দীপিকা দীপিকা’ রব। উপস্থাপক তাহসান স্বাগত জানালেন দীপিকাকে।
‘আমি অভিভূত, বাকরুদ্ধ! এখানকার মানুষের এত ভালোবাসা পাব, ভাবতেই পারিনি। প্রথমবারের মতো বাংলাদেশে আসার সুযোগ করে দিল লাক্স। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ’- বললেন সাদা শাড়ি পরিহিতা এই সুন্দরী।
‘অ্যা ম্যাজমেরাইজিং ফ্রেগরেন্ট ইভিনিং উইথ দীপিকা’ শীর্ষক আয়োজনে অংশ নিতে গতকাল দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান দীপিকা। অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত ছিলেন হোটেল ওয়েস্টিনে। লাক্সের ক্যাম্পেইন ‘দেখা করুন দীপিকার সাথে’ শুরু হয় চলতি বছরের শুরুতে। দীপিকার সঙ্গে সাক্ষাতের এ সুযোগ পেতে প্রথমে লাক্স সাবান কিনে প্যাকেটের গায়ে লেখা নম্বরে মিসড কল দিতে হয়েছিল। ফিরত কলে দীপিকাকে উদ্দেশ করে ভালোবাসার বার্তা পাঠানোর সুযোগ পান ভোক্তারা। এই ক্যাম্পেইনে ১২ লাখ লাক্সপ্রেমী অংশ নেয়। সেখান থেকে এক হাজার জন উত্তরদাতাকে দীপিকার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়।
গতকালকের আয়োজন শুরু হয় ঠিক ৮টায়। শুরুতে গান গেয়ে শোনান বাপ্পা মজুমদার। গাইলেন তাঁর ‘বৃষ্টি পড়ে’ গানটি। এরপর নেমেসিস ব্যান্ডের জোয়াদ গাইলেন ‘উইদাউট ইউ’, দিলশাদ নাহার কনা গাইলেন ‘জ্যামিতিক ভালোবাসা’, জন কবির গাইলেন ‘আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে’ এবং পার্থ বড়ুয়া গাইলেন ‘মন শুধু মন ছুঁয়েছে’। এরপর চলল আধঘণ্টাব্যাপী ফ্যাশন শো। বাংলাদেশের লাক্সসুন্দরী ও লাক্সের বিজ্ঞাপনচিত্রের সাবেক মডেলরা অংশ নেন ফ্যাশন শোতে। আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে অংশ নেন শমী কায়সার, সাদিয়া ইসলাম মৌ, ঈশিতা, কুসুম শিকদার। তাঁদের সঙ্গে আরো ছিলেন মৌসুমী হামিদ, মাশিয়াত, মুমতাহিনা টয়া, সামিয়া, ইশা, সৈয়দ রুমা, মারিয়া, নীলাঞ্জনা নীলা, নাদিয়া আফরিন মীম, হীরা ও ঝুমুর।
অনুষ্ঠানে দীপিকার সঙ্গে এক চমৎকার কথোপকথনে অংশ নেন অনুষ্ঠানের উপস্থাপক তাহসান খান। দীপিকা তাঁর সঙ্গে ‘ঠুমকা’ নাচার আমন্ত্রণ জানান তাহসানকে। ভীষণ লজ্জা পেলেন তাহসান। কারণ নাচতে জানেন না এই গায়ক-অভিনেতা। সিদ্ধান্ত হলো তাহসান গাইবেন আর দীপিকা নাচবেন। তাহসান তাঁর সর্বশেষ হিট গান ‘তুমি ছুঁয়ে দিলে মন’-এর প্রথম দুই লাইন গাইলেন কিন্তু নাচতে গিয়েও পারলেন না দীপিকা।
দর্শকদের মধ্য থেকে একজন নারী ও পুরুষ সুযোগ পান দীপিকার সঙ্গে মঞ্চে ওঠার। ‘পিকু’ ছবিতে বাঙালি এক মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। মঞ্চে ‘পিকু’ থেকে একটাই বাংলা সংলাপ বললেন, ‘বাবা কিছু হবে না।’ তবে একটা জনপ্রিয় বাংলা গানের কথা তিনি জানেন- ‘এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো’। কলকাতায় ‘পিকু’র শুটিংয়ে শুনেছিলেন গানটা। তবে গাইতে গিয়ে বারবার আটকে যাচ্ছিলেন। তাহসান তাঁকে শুধরে দিলেন। এরপর দর্শকসারি থেকে ভক্তদের ডেকে গানের সঙ্গে নাচলেন। দীপিকার মঞ্চ ছেড়ে যাওয়ার পর পারফর্ম করেন লাক্স তারকা বিদ্যা সিনহা মীম, মেহজাবিন ও শানারৈ দেবী শানু। তিনজনই নাচলেন দীপিকা অভিনীত ছবির জনপ্রিয় গানের তালে। রাত ১০টায় মঞ্চ ত্যাগ করেন ২৯ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী। আজ সকালেই তিনি মুম্বাই ফিরে যাবেন বলে জানান আয়োজকরা। যাওয়ার আগে আবারও বাংলাদেশে আসার ইচ্ছার কথা জানালেন দীপিকা।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

বসুন্ধরা কনভেনশন সিটিতে দীপিকা

আপডেট টাইম : ০৪:১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০১৫

ঘড়িতে রাত ৯টা বেজে ৩ মিনিট। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শনে তখন চলছে মিউজিক আর আলোকসজ্জার খেলা। একপর্যায়ে সব আলো নিভে এলো। স্টেজের আলো-অন্ধকারে এক মোহনীয় নারীর ছায়া এসে দাঁড়াল। আলো পড়তেই দেখা গেল হাসি মুখের এক পরি। পরির নাম দীপিকা পাড়ুকোন। এ মুহূর্তে বলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকা। ‘ওম শান্তি ওম’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘রামলীলা’ ও ‘পিকু’র নায়িকা হাত জোড় করে ‘নমস্তে’ করলেন। উপস্থিত সবাইকে শুভসন্ধ্যা জানালেন। দীপিকাকে এক নজর দেখার জন্য যারা সন্ধ্যা সাড়ে ৬টা থেকে অপেক্ষা করছিলেন, তাঁর মোহনীয় স্নিগ্ধ হাসি তাদের সব ক্লান্তি দূর করে দিল। পুরো কনভেনশনে তখন ‘দীপিকা দীপিকা’ রব। উপস্থাপক তাহসান স্বাগত জানালেন দীপিকাকে।
‘আমি অভিভূত, বাকরুদ্ধ! এখানকার মানুষের এত ভালোবাসা পাব, ভাবতেই পারিনি। প্রথমবারের মতো বাংলাদেশে আসার সুযোগ করে দিল লাক্স। আমি তাঁদের কাছে কৃতজ্ঞ’- বললেন সাদা শাড়ি পরিহিতা এই সুন্দরী।
‘অ্যা ম্যাজমেরাইজিং ফ্রেগরেন্ট ইভিনিং উইথ দীপিকা’ শীর্ষক আয়োজনে অংশ নিতে গতকাল দুপুর ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান দীপিকা। অনুষ্ঠান শুরু হওয়ার আগ পর্যন্ত ছিলেন হোটেল ওয়েস্টিনে। লাক্সের ক্যাম্পেইন ‘দেখা করুন দীপিকার সাথে’ শুরু হয় চলতি বছরের শুরুতে। দীপিকার সঙ্গে সাক্ষাতের এ সুযোগ পেতে প্রথমে লাক্স সাবান কিনে প্যাকেটের গায়ে লেখা নম্বরে মিসড কল দিতে হয়েছিল। ফিরত কলে দীপিকাকে উদ্দেশ করে ভালোবাসার বার্তা পাঠানোর সুযোগ পান ভোক্তারা। এই ক্যাম্পেইনে ১২ লাখ লাক্সপ্রেমী অংশ নেয়। সেখান থেকে এক হাজার জন উত্তরদাতাকে দীপিকার সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেওয়া হয়।
গতকালকের আয়োজন শুরু হয় ঠিক ৮টায়। শুরুতে গান গেয়ে শোনান বাপ্পা মজুমদার। গাইলেন তাঁর ‘বৃষ্টি পড়ে’ গানটি। এরপর নেমেসিস ব্যান্ডের জোয়াদ গাইলেন ‘উইদাউট ইউ’, দিলশাদ নাহার কনা গাইলেন ‘জ্যামিতিক ভালোবাসা’, জন কবির গাইলেন ‘আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে’ এবং পার্থ বড়ুয়া গাইলেন ‘মন শুধু মন ছুঁয়েছে’। এরপর চলল আধঘণ্টাব্যাপী ফ্যাশন শো। বাংলাদেশের লাক্সসুন্দরী ও লাক্সের বিজ্ঞাপনচিত্রের সাবেক মডেলরা অংশ নেন ফ্যাশন শোতে। আজরা মাহমুদের কোরিওগ্রাফিতে অংশ নেন শমী কায়সার, সাদিয়া ইসলাম মৌ, ঈশিতা, কুসুম শিকদার। তাঁদের সঙ্গে আরো ছিলেন মৌসুমী হামিদ, মাশিয়াত, মুমতাহিনা টয়া, সামিয়া, ইশা, সৈয়দ রুমা, মারিয়া, নীলাঞ্জনা নীলা, নাদিয়া আফরিন মীম, হীরা ও ঝুমুর।
অনুষ্ঠানে দীপিকার সঙ্গে এক চমৎকার কথোপকথনে অংশ নেন অনুষ্ঠানের উপস্থাপক তাহসান খান। দীপিকা তাঁর সঙ্গে ‘ঠুমকা’ নাচার আমন্ত্রণ জানান তাহসানকে। ভীষণ লজ্জা পেলেন তাহসান। কারণ নাচতে জানেন না এই গায়ক-অভিনেতা। সিদ্ধান্ত হলো তাহসান গাইবেন আর দীপিকা নাচবেন। তাহসান তাঁর সর্বশেষ হিট গান ‘তুমি ছুঁয়ে দিলে মন’-এর প্রথম দুই লাইন গাইলেন কিন্তু নাচতে গিয়েও পারলেন না দীপিকা।
দর্শকদের মধ্য থেকে একজন নারী ও পুরুষ সুযোগ পান দীপিকার সঙ্গে মঞ্চে ওঠার। ‘পিকু’ ছবিতে বাঙালি এক মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন দীপিকা। মঞ্চে ‘পিকু’ থেকে একটাই বাংলা সংলাপ বললেন, ‘বাবা কিছু হবে না।’ তবে একটা জনপ্রিয় বাংলা গানের কথা তিনি জানেন- ‘এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো’। কলকাতায় ‘পিকু’র শুটিংয়ে শুনেছিলেন গানটা। তবে গাইতে গিয়ে বারবার আটকে যাচ্ছিলেন। তাহসান তাঁকে শুধরে দিলেন। এরপর দর্শকসারি থেকে ভক্তদের ডেকে গানের সঙ্গে নাচলেন। দীপিকার মঞ্চ ছেড়ে যাওয়ার পর পারফর্ম করেন লাক্স তারকা বিদ্যা সিনহা মীম, মেহজাবিন ও শানারৈ দেবী শানু। তিনজনই নাচলেন দীপিকা অভিনীত ছবির জনপ্রিয় গানের তালে। রাত ১০টায় মঞ্চ ত্যাগ করেন ২৯ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী। আজ সকালেই তিনি মুম্বাই ফিরে যাবেন বলে জানান আয়োজকরা। যাওয়ার আগে আবারও বাংলাদেশে আসার ইচ্ছার কথা জানালেন দীপিকা।