পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

‘জাফরুল্লাহ’র এক ঘণ্টার দণ্ড: মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী’

ঢাকা : আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধারা।

শনিবার ১৪ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধা গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই মন্তব্য করেন।

ওই বিবৃতিতে বলা হয়, “মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত বৃহত্তম বাংলাদেশ হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাঠগড়ায় পুলিশি প্রহরায় এক ঘণ্টা বন্দী করায় একজন মুক্তিযোদ্ধাকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়েছে।”

“বাংলাদেশের প্রচলিত আইনে মুক্তিযোদ্ধাসহ যে কোন নাগরিককে বিচারের সম্মুখীন করা যায়। কিন্তু বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার পক্ষে বিবৃতি দেওয়ায় স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন নির্লোভ, মানবসেবায় নিয়োজিত আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন চিকিৎসা বিজ্ঞানীকে বিচারের নামে স্বাধীনতা বিরোধীদের জন্য নির্ধারিত কাঠগড়ায় বন্দী করা অমানবিক ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। আমরা এই ঘটনায় সংক্ষুব্ধ এবং আতঙ্কিত।”

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদ- দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ট্রাইব্যুনাল তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদ- দেন। এক সপ্তাহের মধ্যে জরিমানার ওই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ওই দিনই জাফরুল্লাহ এজলাসে কারাদণ্ডের সাজা ভোগ করলেও অর্থদণ্ডের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। গত ১৬ জুন চেম্বার আদালত তাঁর অর্থদণ্ডের কার্যকারিতা স্থগিত করে দেন এবং আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

‘জাফরুল্লাহ’র এক ঘণ্টার দণ্ড: মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী’

আপডেট টাইম : ০৯:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০১৫

ঢাকা : আদালত অবমাননার দায়ে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ট্রাইব্যুনালের এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদণ্ড মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধারা।

শনিবার ১৪ জন বিশিষ্ট মুক্তিযোদ্ধা গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এই মন্তব্য করেন।

ওই বিবৃতিতে বলা হয়, “মুক্তিযুদ্ধ চলাকালীন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের চিকিৎসার জন্য প্রতিষ্ঠিত বৃহত্তম বাংলাদেশ হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাঠগড়ায় পুলিশি প্রহরায় এক ঘণ্টা বন্দী করায় একজন মুক্তিযোদ্ধাকে অপমানিত ও লাঞ্ছিত করা হয়েছে।”

“বাংলাদেশের প্রচলিত আইনে মুক্তিযোদ্ধাসহ যে কোন নাগরিককে বিচারের সম্মুখীন করা যায়। কিন্তু বাকস্বাধীনতা ও মুক্তচিন্তার পক্ষে বিবৃতি দেওয়ায় স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো একজন নির্লোভ, মানবসেবায় নিয়োজিত আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন চিকিৎসা বিজ্ঞানীকে বিচারের নামে স্বাধীনতা বিরোধীদের জন্য নির্ধারিত কাঠগড়ায় বন্দী করা অমানবিক ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। আমরা এই ঘটনায় সংক্ষুব্ধ এবং আতঙ্কিত।”

বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজায় উদ্বেগ জানিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় ১০ জুন জাফরুল্লাহ চৌধুরীকে এজলাসে আসামির কাঠগড়ায় এক ঘণ্টার কারাদ- দেন ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে ট্রাইব্যুনাল তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদ- দেন। এক সপ্তাহের মধ্যে জরিমানার ওই টাকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ওই দিনই জাফরুল্লাহ এজলাসে কারাদণ্ডের সাজা ভোগ করলেও অর্থদণ্ডের বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন। গত ১৬ জুন চেম্বার আদালত তাঁর অর্থদণ্ডের কার্যকারিতা স্থগিত করে দেন এবং আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন।