পূর্বাহ্ন, শনিবার, ০৪ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মনপুরার ৫ জেলেকে জীবিত ও ১ জনের লাশ উদ্ধার: এখনো নিখোঁজ ৫৫

ভোলা : বঙ্গোপসাগরের মোহনায় ফিসিং বোট ডুবির ঘটনায় ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১ জনকে সন্দ্বীপ এবং বাকি ৪ জনকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া নিখোঁজ জেলেদের মধ্যে ১ জনের লাশ পাওয়া গেলেও বাকি ৫৫ জেলে এখনো নিখোঁজ রয়েছে। ফিসিং বোট ডুবির ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখনো নিখোঁজ জেলেদেরকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় পরিবারের সদস্যদের মাঝে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজদের স্বজন এবং স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই রাতে চট্টগ্রামের বন্দর এবং কোতোয়ালি থানার অন্তর্গত ১৫ নম্বর ঘাট এবং ফিসারী ঘাট এলাকা থেকে বিভিন্ন মালিকের বেশ কয়েকটি ফিসিং বোট বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। রাত ১১ টার দিকে এসব ফিসিং বোট ঝড়ের কবলে পড়ে। তীব্র ঝড় মোকাবেলা করে সবগুলো বোট তীরে এসে পৌঁছলেও মনপুরার জেলেদের দ্বারা পরিচালিত শাহে আলম সারেং, ছালাউদ্দিন সারেং এবং নিরব সারেং’র ফিসিং বোট ৬০ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে যায়। ফলে প্রাথমিকভাবে এই ৬০ জেলেই নিখোঁজ হয়। নিখোঁজ জেলেদের মধ্যে নিরব সারেং’র ফিসিং বোটে- নিরব সারেং (৩০), জাকির (২৫), কবির (২৬), সাহাবউদ্দিন (২৪), আঃ হাদি (২৩), আলী আজগর (২৪), শামসুউদ্দিন (৩৩), সিরাজ (৪০), রফিক (৩০) ইউনুস (৪৫), রুবেল (২২), অলিউল্যাহ (৫০), ইব্রাহীম (৪০), আজাদ (২২), নুরনবী (২২), মহসীন (৩০), ছালাউদ্দিন সারেং’র ফিসিং বোটে- ছালাউদ্দিন মাঝি, রিয়াজ, সোহেল, রহমান, কাশেম, বাচ্চু, জামাল, শামছুদ্দিন, শামছল হক, মতিন এবং মাইন উদ্দিন, এছাড়া শাহে আলম সারেং’র ফিসিং বোটে শাহে আলম, ছালাউদ্দিন, বেলাল, রাসেল, নোমান, মিলন মাঝি, মফিজ, ইউছুপ, মোকসেদ, কিরন, নুরইসলাম, ফরহাদ, হোসেন, সিরাজ মাঝি, ফিরোজ, শাহীন এবং জসিম এর নাম পাওয়া গেছে।

ফিসিং বোট ডুবির ৩ দিন পর শাহে আলম সারেং’র ফিসিং বোটের সিরাজ মাঝি (৫০), ফিরোজ (৩৫), শাহীন (২৫) এবং জসিম (২৮) কে ১ আগস্ট হাতিয়ার জাহাজমারা সংলগ্ন মেঘনা থেকে স্থানীয় জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তারা উদ্ধারকৃত জেলেদের পরিচয় জেনে ২ আগস্ট স্বজনদেরকে খবর দেয়। পরে স্বজনরা তাদেরকে এনে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৪ জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিখোঁজদের স্বজন এবং শতশত উৎসুক জনতা হাসপাতালে এসে ভীড় করে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪ জেলে আশংকামুক্ত বলে জানান কর্তব্যরত ডাক্তার।

এদিকে একই দিনে নিরব সারেং’র ফিসিং বোটে থাকা জেলে সাহাবুদ্দিনকে সন্দ্বীপ সংলগ্ন মেঘনা থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একই এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ১ জনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই লাশটি নিরব সারেং এর ফিসিং বোটের অলিউল্যাহ (৫০) এর বলে ধারণা করা হলেও স্বজনরা গিয়ে লাশটি মনপুরার নিখোঁজ কোন জেলের নয় বলে জানান।

নিখোঁজ ৬০ জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিরব সারেং’র ফিসিং বোটের ১৭ জন, ছালাউদ্দিন সারেং এর ফিসিং বোটের ২০ জন এবং শাহে আলমের ফিসিং বোটের ১৮ জনসহ ৫৫ জেলে এখনো নিখোঁজ রয়েছে। এদের সকলের বাড়ি মনপুরার উত্তর সাকুচিয়া ও দ. সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। ফিসিং বোট ডুবির ঘটনার ৪দিন অতিবাহিত হলেও নিখোঁজ জেলেদেরকে উদ্ধার করতে না পারায় পরিবারের সদস্যদের মাঝে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে। বর্তমানে এসব নিখোঁজ পরিবারে বইছে শোকের মাতম।

এ ব্যাপারে ছালাউদ্দিন সারেং’র পরিচালিত ফিসিং বোটের মালিক চট্টগ্রামের মোস্তফা কেরানী মুঠোফোনে জানান, তার ফিসিং বোটে ২০ জেলে ছিল। এখনো পর্যন্ত বোট এবং জেলে কারও সন্ধান পাওয়া যায়নি। তাদের খোঁজ অব্যাহত রাখা হয়েছে। তবে নিখোঁজ জেলেরা বোটসহ অক্ষত অবস্থায় ফিরে আসবেন বলে তিনি আশাবাদী।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সিকদার বলেন, নিখোঁজদের মধ্যে ৫ জেলেকে পাওয়া গেছে। বাকি নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থল এলাকার থানা পুলিশ কাজ করছেন বলে তিনি জানান।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

মনপুরার ৫ জেলেকে জীবিত ও ১ জনের লাশ উদ্ধার: এখনো নিখোঁজ ৫৫

আপডেট টাইম : ০৩:০৩:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০১৫

ভোলা : বঙ্গোপসাগরের মোহনায় ফিসিং বোট ডুবির ঘটনায় ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ৫ জেলেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ১ জনকে সন্দ্বীপ এবং বাকি ৪ জনকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া নিখোঁজ জেলেদের মধ্যে ১ জনের লাশ পাওয়া গেলেও বাকি ৫৫ জেলে এখনো নিখোঁজ রয়েছে। ফিসিং বোট ডুবির ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখনো নিখোঁজ জেলেদেরকে উদ্ধার করা সম্ভব না হওয়ায় পরিবারের সদস্যদের মাঝে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজদের স্বজন এবং স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই রাতে চট্টগ্রামের বন্দর এবং কোতোয়ালি থানার অন্তর্গত ১৫ নম্বর ঘাট এবং ফিসারী ঘাট এলাকা থেকে বিভিন্ন মালিকের বেশ কয়েকটি ফিসিং বোট বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। রাত ১১ টার দিকে এসব ফিসিং বোট ঝড়ের কবলে পড়ে। তীব্র ঝড় মোকাবেলা করে সবগুলো বোট তীরে এসে পৌঁছলেও মনপুরার জেলেদের দ্বারা পরিচালিত শাহে আলম সারেং, ছালাউদ্দিন সারেং এবং নিরব সারেং’র ফিসিং বোট ৬০ জেলে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে যায়। ফলে প্রাথমিকভাবে এই ৬০ জেলেই নিখোঁজ হয়। নিখোঁজ জেলেদের মধ্যে নিরব সারেং’র ফিসিং বোটে- নিরব সারেং (৩০), জাকির (২৫), কবির (২৬), সাহাবউদ্দিন (২৪), আঃ হাদি (২৩), আলী আজগর (২৪), শামসুউদ্দিন (৩৩), সিরাজ (৪০), রফিক (৩০) ইউনুস (৪৫), রুবেল (২২), অলিউল্যাহ (৫০), ইব্রাহীম (৪০), আজাদ (২২), নুরনবী (২২), মহসীন (৩০), ছালাউদ্দিন সারেং’র ফিসিং বোটে- ছালাউদ্দিন মাঝি, রিয়াজ, সোহেল, রহমান, কাশেম, বাচ্চু, জামাল, শামছুদ্দিন, শামছল হক, মতিন এবং মাইন উদ্দিন, এছাড়া শাহে আলম সারেং’র ফিসিং বোটে শাহে আলম, ছালাউদ্দিন, বেলাল, রাসেল, নোমান, মিলন মাঝি, মফিজ, ইউছুপ, মোকসেদ, কিরন, নুরইসলাম, ফরহাদ, হোসেন, সিরাজ মাঝি, ফিরোজ, শাহীন এবং জসিম এর নাম পাওয়া গেছে।

ফিসিং বোট ডুবির ৩ দিন পর শাহে আলম সারেং’র ফিসিং বোটের সিরাজ মাঝি (৫০), ফিরোজ (৩৫), শাহীন (২৫) এবং জসিম (২৮) কে ১ আগস্ট হাতিয়ার জাহাজমারা সংলগ্ন মেঘনা থেকে স্থানীয় জেলেরা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তারা উদ্ধারকৃত জেলেদের পরিচয় জেনে ২ আগস্ট স্বজনদেরকে খবর দেয়। পরে স্বজনরা তাদেরকে এনে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ৪ জেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে নিখোঁজদের স্বজন এবং শতশত উৎসুক জনতা হাসপাতালে এসে ভীড় করে।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪ জেলে আশংকামুক্ত বলে জানান কর্তব্যরত ডাক্তার।

এদিকে একই দিনে নিরব সারেং’র ফিসিং বোটে থাকা জেলে সাহাবুদ্দিনকে সন্দ্বীপ সংলগ্ন মেঘনা থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একই এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের ১ জনের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ওই লাশটি নিরব সারেং এর ফিসিং বোটের অলিউল্যাহ (৫০) এর বলে ধারণা করা হলেও স্বজনরা গিয়ে লাশটি মনপুরার নিখোঁজ কোন জেলের নয় বলে জানান।

নিখোঁজ ৬০ জেলের মধ্যে ৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো নিরব সারেং’র ফিসিং বোটের ১৭ জন, ছালাউদ্দিন সারেং এর ফিসিং বোটের ২০ জন এবং শাহে আলমের ফিসিং বোটের ১৮ জনসহ ৫৫ জেলে এখনো নিখোঁজ রয়েছে। এদের সকলের বাড়ি মনপুরার উত্তর সাকুচিয়া ও দ. সাকুচিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে। ফিসিং বোট ডুবির ঘটনার ৪দিন অতিবাহিত হলেও নিখোঁজ জেলেদেরকে উদ্ধার করতে না পারায় পরিবারের সদস্যদের মাঝে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে। বর্তমানে এসব নিখোঁজ পরিবারে বইছে শোকের মাতম।

এ ব্যাপারে ছালাউদ্দিন সারেং’র পরিচালিত ফিসিং বোটের মালিক চট্টগ্রামের মোস্তফা কেরানী মুঠোফোনে জানান, তার ফিসিং বোটে ২০ জেলে ছিল। এখনো পর্যন্ত বোট এবং জেলে কারও সন্ধান পাওয়া যায়নি। তাদের খোঁজ অব্যাহত রাখা হয়েছে। তবে নিখোঁজ জেলেরা বোটসহ অক্ষত অবস্থায় ফিরে আসবেন বলে তিনি আশাবাদী।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সিকদার বলেন, নিখোঁজদের মধ্যে ৫ জেলেকে পাওয়া গেছে। বাকি নিখোঁজদের উদ্ধারে ঘটনাস্থল এলাকার থানা পুলিশ কাজ করছেন বলে তিনি জানান।