অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গুলির দাগ নিয়ে পৃথিবীতে আসা শিশুটি নাম পেল সুরাইয়া

ঢাকা : মাগুরায় যুবলীগের সংঘর্ষের সময় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির নাম রাখা হয়েছে সুরাইয়া। বড়বোন সুমাইয়ার সঙ্গে মিল রেখে এই নাম রেখেছে তার পরিবার।

জন্মের ১২ দিন পর নাম পেল পৃথিবীর আলো দেখার আগেই মানুষের নির্মমতার সাক্ষী শিশুটি।

এদিকে পৃথিবীর মুখ দেখার আগেই মাতৃগর্ভে বুলেটবিদ্ধ হওয়া হতভাগ্য এই মেয়েটির নাম ‘বুলেট কন্যা’ বা ‘বুলেট বেগম’ বলে ছড়িয়ে পড়ার প্রতিবাদ করেছেন শিশুটির বাবা বাচ্চু ভূঁইয়া।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের কাছে সন্তানের নাম ‘সুরাইয়া’ রাখার কথা জানান বাচ্চু ভূঁইয়া। একই সঙ্গে কেউ যাতে ‘বুলেট বেগম’ কথাটি আর না ব্যবহার করে সেজন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

বাচ্চু ভূঁইয়া বলেন, এমনিতেই অনেক কষ্ট পেয়েছি। কেউ কেউ ফোন করে বলেন, আপনার কন্যা ‘বুলেট বেগম’ কেমন আছে তখন কষ্টটা আরো বেড়ে যায়।

তিনি বলেন, আমার স্ত্রীকে নিয়ে প্রথম যেদিন ঢাকায় আসি তখনও সাংবাদিক ভাইদের বলেছি, ভাই আপনারা আমার মেয়েকে বুলেট বেগম বলবেন না, আমি শব্দটা শুনলে খুব কষ্ট পাই।

বাচ্চু বলেন, আমরা তার নাম রেখেছি সুরাইয়া বেগম। তাকে আপনারা দয়া করে সুরাইয়া বলে ডাকুন। আপনাদের দোয়ায় আমার স্ত্রী ও সন্তান এখন সুস্থ আছে।

ঘটনার পর থেকেই বিভিন্ন পত্রিকায় আমার মেয়ের নাম লিখা হচ্ছে ‘বুলেট বেগম’। তবে যা হবার হয়েছে, এখন আমি অনুরোধ করবো আর আপনারা দয়া করে তা লিখবেন না, বলেন বাচ্চু।

শিশুটি উন্নতির পথে হলেও এখনও পুরোপুরি শক্তামুক্ত নয় বলেও জানান শিশু সার্জারি ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ উল হক কাজল।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ায় সাবেক ছাত্রলীগ কর্মী কামরুল ভুঁইয়ার সঙ্গে সাবেক যুবলীগ কর্মী মহম্মদ আলী ও আজিবরের সমর্থকদের সংঘর্ষ হয়।

এসময় কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম (৩০) ও প্রতিবেশি মিরাজ হোসেন গুলিবিদ্ধ হন। কামরুলের চাচা আব্দুল মোমিন ভূঁইয়া গুলিতে নিহত হন।

ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে নাজমার গুলিবিদ্ধ শিশুটি ভূমিষ্ঠ হয়। দুই দিন পর তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তারও কয়েক দিন পর মাগুরায় চিকিৎসাধীন নাজমাকে ঢাকায় শিশুটির কাছে নিয়ে আসা হয়।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

গুলির দাগ নিয়ে পৃথিবীতে আসা শিশুটি নাম পেল সুরাইয়া

আপডেট টাইম : ০২:৫২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০১৫

ঢাকা : মাগুরায় যুবলীগের সংঘর্ষের সময় মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশুটির নাম রাখা হয়েছে সুরাইয়া। বড়বোন সুমাইয়ার সঙ্গে মিল রেখে এই নাম রেখেছে তার পরিবার।

জন্মের ১২ দিন পর নাম পেল পৃথিবীর আলো দেখার আগেই মানুষের নির্মমতার সাক্ষী শিশুটি।

এদিকে পৃথিবীর মুখ দেখার আগেই মাতৃগর্ভে বুলেটবিদ্ধ হওয়া হতভাগ্য এই মেয়েটির নাম ‘বুলেট কন্যা’ বা ‘বুলেট বেগম’ বলে ছড়িয়ে পড়ার প্রতিবাদ করেছেন শিশুটির বাবা বাচ্চু ভূঁইয়া।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমের কাছে সন্তানের নাম ‘সুরাইয়া’ রাখার কথা জানান বাচ্চু ভূঁইয়া। একই সঙ্গে কেউ যাতে ‘বুলেট বেগম’ কথাটি আর না ব্যবহার করে সেজন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

বাচ্চু ভূঁইয়া বলেন, এমনিতেই অনেক কষ্ট পেয়েছি। কেউ কেউ ফোন করে বলেন, আপনার কন্যা ‘বুলেট বেগম’ কেমন আছে তখন কষ্টটা আরো বেড়ে যায়।

তিনি বলেন, আমার স্ত্রীকে নিয়ে প্রথম যেদিন ঢাকায় আসি তখনও সাংবাদিক ভাইদের বলেছি, ভাই আপনারা আমার মেয়েকে বুলেট বেগম বলবেন না, আমি শব্দটা শুনলে খুব কষ্ট পাই।

বাচ্চু বলেন, আমরা তার নাম রেখেছি সুরাইয়া বেগম। তাকে আপনারা দয়া করে সুরাইয়া বলে ডাকুন। আপনাদের দোয়ায় আমার স্ত্রী ও সন্তান এখন সুস্থ আছে।

ঘটনার পর থেকেই বিভিন্ন পত্রিকায় আমার মেয়ের নাম লিখা হচ্ছে ‘বুলেট বেগম’। তবে যা হবার হয়েছে, এখন আমি অনুরোধ করবো আর আপনারা দয়া করে তা লিখবেন না, বলেন বাচ্চু।

শিশুটি উন্নতির পথে হলেও এখনও পুরোপুরি শক্তামুক্ত নয় বলেও জানান শিশু সার্জারি ওয়ার্ডের বিভাগীয় প্রধান অধ্যাপক আশরাফ উল হক কাজল।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড়ায় সাবেক ছাত্রলীগ কর্মী কামরুল ভুঁইয়ার সঙ্গে সাবেক যুবলীগ কর্মী মহম্মদ আলী ও আজিবরের সমর্থকদের সংঘর্ষ হয়।

এসময় কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম (৩০) ও প্রতিবেশি মিরাজ হোসেন গুলিবিদ্ধ হন। কামরুলের চাচা আব্দুল মোমিন ভূঁইয়া গুলিতে নিহত হন।

ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে নাজমার গুলিবিদ্ধ শিশুটি ভূমিষ্ঠ হয়। দুই দিন পর তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তারও কয়েক দিন পর মাগুরায় চিকিৎসাধীন নাজমাকে ঢাকায় শিশুটির কাছে নিয়ে আসা হয়।