অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

দিনাজপুরে মোবাইল প্রতারক চক্রের হোতাসহ আটক ২

দিনাজপুর: জেলায় মোবাইল ফোনে প্রতারণায় বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের হোতা সাইফুল ইসলাম (২১) সহ ২ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছে একাধিক মোবাইল ফোন, অসংখ্য মোবাইল সিম ও নগদ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রেকিং করে ব্যাপক গোয়েন্দা ফাঁদ ফেলে নীলফামারী ও দিনাজপুর পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাইফুল ইসলাম(২১) ও হিমেল দীপ্ত (২৫)। আটক সাইফুল ইসলাম নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ী এলাকার সোহবার আলী’র ছেলে এবং হিমেল দীপ্ত নীলফামারী জেলার ডিমলা টুনির হাট এলাকার মফিজার রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

দিনাজপুরের সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সুশান্ত সরকার জানান, প্রতারক সাইফুল ইসলাম ও হিমেল দীপ্ত দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে মানুষকে প্রতারিত করে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। এই প্রতারণার জন্য তারা মোবাইল ফোনে কমপক্ষে তিন শতাধিক মোবাইল সিম ব্যবহার করেছে। নীলফামারী ও দিনাজপুর পুলিশ রেকিং এর মাধ্যমে ওই সিম নম্বর গুলো সনাক্ত করেছে। তাদের ধরার জন্য গোয়েন্দা ফাঁদও ফেলেছে। কিন্তু অত্যন্ত ধুরন্ধর প্রতারক চক্রটি বিষয়টি বুঝতে পেরে বার বার স্থান পরিবর্তন করে।

তাদের আটক করতে বুধবার সকাল থেকে গোয়েন্দা ফাঁদ ফেলে নীলফামারী জেলার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল ফিরোজ কবির, দিনাজপুর সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সুশান্ত সরকার ও দিনাজপুর ডিবি পুলিশের ওসি রেদয়ানুল রহিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান অব্যাহত রাখে। রাত সাড়ে ১০টায় দিনাজপুর শহরের নিমতলাস্থ আবাসিক হোটেল ইউনিক এর ৩০২ রুম থেকে তাদের আটক করতে সক্ষম হয়।

এই প্রতারক চক্রটি বিভিন্ন জনের কাছে ফোন করে নিজেকে ঘনিষ্টজন দাবি করে মা-বাবা ও ভাই-বোন হাসপাতাল অথবা অন্য কোনো স্থানে মারা গেছে। ১৫/ ২০ হাজার টাকার কারণে লাশটি ছাড়িয়ে আনতে পারছেন না। কেঁদে কেঁদে তা জানিয়ে টাকা ধার চেয়ে বিকাশ নম্বর দিয়ে টাকা হাতিয়ে নেয়া, হারিয়ে যাওয়া বা অপহৃত শিশু বা ব্যক্তি তাদের জিম্মায় রয়েছে বলে জানিয়ে মোটা টাকা দাবি করে বিকাশের মাধ্যমে নিতেন। এছাড়াও মোবাইল ফোন নম্বর গোপন করে বিভিন্নজনকে জানাতের তার আপনজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। মৃত্যুর মুখোমুখি। এই বিকাশ নম্বরে তাড়াতাড়ি টাকা পাঠান। এছাড়াও জিনের বাদশা সেজেও মোবাইল ফোনে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

দিনাজপুরে মোবাইল প্রতারক চক্রের হোতাসহ আটক ২

আপডেট টাইম : ০২:৪২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫

দিনাজপুর: জেলায় মোবাইল ফোনে প্রতারণায় বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের হোতা সাইফুল ইসলাম (২১) সহ ২ জনকে আটক করেছে পুলিশ। তাদের কাছে একাধিক মোবাইল ফোন, অসংখ্য মোবাইল সিম ও নগদ ৮৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

রেকিং করে ব্যাপক গোয়েন্দা ফাঁদ ফেলে নীলফামারী ও দিনাজপুর পুলিশ অভিযান চালিয়ে বুধবার রাত সাড়ে ১০টায় দিনাজপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সাইফুল ইসলাম(২১) ও হিমেল দীপ্ত (২৫)। আটক সাইফুল ইসলাম নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ী এলাকার সোহবার আলী’র ছেলে এবং হিমেল দীপ্ত নীলফামারী জেলার ডিমলা টুনির হাট এলাকার মফিজার রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

দিনাজপুরের সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সুশান্ত সরকার জানান, প্রতারক সাইফুল ইসলাম ও হিমেল দীপ্ত দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে মানুষকে প্রতারিত করে বিকাশের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলো। এই প্রতারণার জন্য তারা মোবাইল ফোনে কমপক্ষে তিন শতাধিক মোবাইল সিম ব্যবহার করেছে। নীলফামারী ও দিনাজপুর পুলিশ রেকিং এর মাধ্যমে ওই সিম নম্বর গুলো সনাক্ত করেছে। তাদের ধরার জন্য গোয়েন্দা ফাঁদও ফেলেছে। কিন্তু অত্যন্ত ধুরন্ধর প্রতারক চক্রটি বিষয়টি বুঝতে পেরে বার বার স্থান পরিবর্তন করে।

তাদের আটক করতে বুধবার সকাল থেকে গোয়েন্দা ফাঁদ ফেলে নীলফামারী জেলার সহকারী পুলিশ সুপার সদর সার্কেল ফিরোজ কবির, দিনাজপুর সহকারী পুলিশ সুপার সদর সার্কেল সুশান্ত সরকার ও দিনাজপুর ডিবি পুলিশের ওসি রেদয়ানুল রহিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান অব্যাহত রাখে। রাত সাড়ে ১০টায় দিনাজপুর শহরের নিমতলাস্থ আবাসিক হোটেল ইউনিক এর ৩০২ রুম থেকে তাদের আটক করতে সক্ষম হয়।

এই প্রতারক চক্রটি বিভিন্ন জনের কাছে ফোন করে নিজেকে ঘনিষ্টজন দাবি করে মা-বাবা ও ভাই-বোন হাসপাতাল অথবা অন্য কোনো স্থানে মারা গেছে। ১৫/ ২০ হাজার টাকার কারণে লাশটি ছাড়িয়ে আনতে পারছেন না। কেঁদে কেঁদে তা জানিয়ে টাকা ধার চেয়ে বিকাশ নম্বর দিয়ে টাকা হাতিয়ে নেয়া, হারিয়ে যাওয়া বা অপহৃত শিশু বা ব্যক্তি তাদের জিম্মায় রয়েছে বলে জানিয়ে মোটা টাকা দাবি করে বিকাশের মাধ্যমে নিতেন। এছাড়াও মোবাইল ফোন নম্বর গোপন করে বিভিন্নজনকে জানাতের তার আপনজন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। মৃত্যুর মুখোমুখি। এই বিকাশ নম্বরে তাড়াতাড়ি টাকা পাঠান। এছাড়াও জিনের বাদশা সেজেও মোবাইল ফোনে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতেন তারা।