অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শওকত মাহমুদকে নিঃশর্ত মুক্তি না দিলে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেয়া হবে

ঢাকা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি না দেয়া হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তোলতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ। তারা বলেন, আর সে আন্দোলন গণবিস্ফোরণ ঘটিয়ে বর্তমান সরকারেরও পতন ঘটাবে।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের রাজপথে নামতে বাধ্য করা হলে কোনো শক্তি সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। এখনো সময় আছে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে ফিরিয়ে দেয়া হোক।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শওকত মাহমুদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএফইউজে ও ঢাকা সংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

একই দাবিতে আগামীকাল সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে ।বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছড়াকার আবু সালেহ, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক আবদুল আওয়াল ঠাকুর, ডিইউজের যুগ্ম সম্পাদক শাহীন হাসনাত, সাবেক যুগ্ম সম্পাদক খুরশীদ আলম প্রমুখ।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, অবিলম্বে শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়া না হলে চলমান আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। তিনি শওকত মাহমুদের মুক্তি আন্দোলনে সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন গাজী বলেন, আমরা সাংবাদিকদের অধিকার আদায় ও রুটিরুজির দাবিতে আন্দোলন করছি। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার চেয়ে আন্দোলন করছি। আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে ও বন্ধ মিডিয়া খুলে দেয়া, প্রেসক্লাব দখলের প্রতিবাদে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছি। কিন্তু সাংবাদিকদের শীর্ষ সংগঠনের একজন নেতাকে হাস্যকর মামলায় আটক করে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হবে এবং এ জন্য আন্দোলন করতে হবে তা চাইনি। এভাবে আটক করে রিমান্ডে নিয়ে ভয় ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না।

তিনি বলেন, আমাদেরকে ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখতে পারবেন না। আমরা মৃত্যুকে ভয় পাই না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সাংবাদিক নেতা শওকত মাহমুদেও মুক্ত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।

এই সাংবাদিক নেতা সরকারকে উদ্দেশ্য করে আরো বলেন, শওকত মাহমুদের বিরুদ্ধে কি অভিযোগ আপনারাও জানেন, আর আমরাও জানি। এসব অভিযোগে মামলা করা তমাশা ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, শওকত মাহমুদের গায়ে হাত দিয়ে গোটা সাংবাদিক সমাজের গায়ে হাত দেয়া হয়েছে। এর পরিণতি হবে ভয়াবহ। দেশজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে শওকত মাহমুদকে মুক্ত করে আনা হবে বলে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এম এ আজিজ বলেন, বাংলাদেশে এই প্রথম সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে’র সভাপতিকে মিথ্যা মামলায় আটক করে রিমান্ডে নেয়ার ঘটনা ঘটলো। তিনদিনের রিমান্ড শেষে আজ আদালতে নেয়ার কথা শওকত মাহমুদকে।

তিনি বলেন, আমরা আশা করি শওকত মাহমুদকে আদালত থেকে সরাসরি সাংবাদিকদের মাঝে ফিরিয়ে দিবে সরকার। এম এ আজিজ বলেন, শওকত মাহমুদের অপরাধ তিনি বন্ধ মিডিয়া খুলে দেয়া, সাংবাদিক হত্যার বিচার চাওয়া, দখলদারদের হাত থেকে জাতীয় প্রেসক্লাবকে রক্ষা করা ও সাংবাদিকদের রুটিরুজির আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি বলেন, শুধু শওকত মাহমুদ নয়, আরো দু‘চারজনকে আটক করলেও সাংবাদিকদের এই আন্দোলন থেকে দমানো যাবে না। মিথ্যা মামলা প্রত্যাহার করে শওকত মাহমুদককে নিঃশর্ত মুক্তি না দেয়া হলে সারাদেশে সাংবাদিকরা আন্দোলনে ঝাপিয়ে পড়বে।

জাহাঙ্গীর আলম প্রধান বলেন, আমরা রুটি-রুজির আন্দোলন করে আসছিলাম। এর মধ্যে মিথ্যা ও বানোয়াট মামলায় বিএফইউজে’র শীর্ষ নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়েছে। অনতি বিলম্মে আমরা শওকত মাহমুদের মুক্তিদাবী করছি।

তিনি বলেন, সাংবাদিকদের ৮ম ওয়েজ বোর্ডের এখন ৯বম ওয়েজবোডে বাস্তবায়নের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আগেই পরিকল্পিতভাবে গ্রেফতার হলো বিএফইউজের এই নেতাকে। জাহাঙ্গীর আলম প্রধান বলেন, শওকত মাহমুদকে গ্রেফতার করে স্বাধীন গণমাধ্যমে প্রতি সরকারের যে চরম বাধা সৃষ্টি তা প্রমান করলো।

ছড়াকার আবু সালেহ বলেন, শওকত মাহমুদকে মুক্তি না দিয়ে তাকে রিমান্ডে নিয়ে চরম নির্যাতন চালানো হয়েছে। অবৈধভাবে জাতীয় প্রেসক্লাবের দখল দারিত্বের প্রতিবাদ করা হলো তার অপরাধ । তিনি বলেন, শওকত মাহমুদের মুক্তি ও প্রেসক্লাব দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শহিদুল ইসলাম বলেন, মিথ্যা সাজানো মামলায় পাঁচদিন আগে শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, শওকত মাহমুদের মতো একজন শীর্ষ সাংবাদিক নেতার অভিযোগগুলো হাস্যকর ও কল্পনাপ্রসূত। শওকত মাহমুদ নাকি গাড়িতে প্রেটল বোমা মেরেছেন, গাড়ি ভাংচুর করেছেন। এধরনের অভিযোগ অবিশ্বাস্য তমাশা ছাড়া কিছুই নয়।

আব্দুল আউয়াল টাকুর বলেন, শওকত মাহমুদকে গ্রেফতার করে সরকারের অগণতান্ত্রিক আচারণের বহিপ্রকাশ করেছে। তাকে মুক্তি দিয়ে সরকার প্রমান করুক দেশে গণতন্ত্র আছে। তিনি বলেন, সরকার একটি জাতীয় নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করুক এটা সবার দাবি।

খোরশেদ আলম বলেন, ইতোপূর্বে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় একজন সংখ্যলঘু সম্প্রদায়ের লোক সাংবাদিক প্রবীর শিকদারকেও আটক করা হয়েছিল। রিমান্ডের আবেদন করেও তাকে মুক্তি দেয়া হয়েছে। একজন মন্ত্রী বলেছিলেন তার ইঙ্গিতে ওই সাংবাদিককে মুক্তি দেয়া হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, যদি তা-ই হয় তাহলে ওই মন্ত্রীর নিদের্শেই ওই সাংবাদিককে আটক করা হয়েছিল? তিনি বলেন, শওকত মাহমুদের মতো একজন সাংবাদিক নেতাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।

সভাপতির বক্তব্যে এম আব্দুল্লাহ বলেন, সরকার এমন পর্যায় দেশকে নিয়ে গেছে আমাদের প্রতিদিন আন্দোলন করতে হচ্ছে। এভাবে আন্দোলনে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জাতীয় প্রেসক্লাবে তিনবার সাধারণ সম্পাদক ও দুইবার সভাপতি ও বিএফইউজে নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত সভাপতি শওকত মাহমুদ সাংবাদিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা হিসাবে পরিচিত। সাংবাদিক ইউনিয়নে রেকর্ডসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত এই নেতাকে সরকার প্রতিহিংসা পরায়ন হয়ে গ্রেফতার করেছে। তিনি বলেন, অবিলম্বে শওকত মাহমুদকে মুক্তি দিন, তা নাহলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলে সরকারের পতন ঘটানো হবে।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

শওকত মাহমুদকে নিঃশর্ত মুক্তি না দিলে দেশজুড়ে আন্দোলন ছড়িয়ে দেয়া হবে

আপডেট টাইম : ০৪:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫

ঢাকা : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নিঃশর্ত মুক্তি না দেয়া হলে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তোলতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ। তারা বলেন, আর সে আন্দোলন গণবিস্ফোরণ ঘটিয়ে বর্তমান সরকারেরও পতন ঘটাবে।

নেতৃবৃন্দ বলেন, সাংবাদিকদের রাজপথে নামতে বাধ্য করা হলে কোনো শক্তি সরকারকে টিকিয়ে রাখতে পারবে না। এখনো সময় আছে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে ফিরিয়ে দেয়া হোক।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শওকত মাহমুদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিএফইউজে ও ঢাকা সংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

একই দাবিতে আগামীকাল সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে ।বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সাবেক সভাপতি ও সম্মিলিত পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজী। বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছড়াকার আবু সালেহ, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক আবদুল আওয়াল ঠাকুর, ডিইউজের যুগ্ম সম্পাদক শাহীন হাসনাত, সাবেক যুগ্ম সম্পাদক খুরশীদ আলম প্রমুখ।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী বলেন, অবিলম্বে শওকত মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দেয়া না হলে চলমান আন্দোলন দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে। তিনি শওকত মাহমুদের মুক্তি আন্দোলনে সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন গাজী বলেন, আমরা সাংবাদিকদের অধিকার আদায় ও রুটিরুজির দাবিতে আন্দোলন করছি। সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার চেয়ে আন্দোলন করছি। আটক সাংবাদিকদের মুক্তির দাবিতে ও বন্ধ মিডিয়া খুলে দেয়া, প্রেসক্লাব দখলের প্রতিবাদে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করছি। কিন্তু সাংবাদিকদের শীর্ষ সংগঠনের একজন নেতাকে হাস্যকর মামলায় আটক করে নিয়ে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হবে এবং এ জন্য আন্দোলন করতে হবে তা চাইনি। এভাবে আটক করে রিমান্ডে নিয়ে ভয় ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না।

তিনি বলেন, আমাদেরকে ভয় দেখিয়ে আন্দোলন থেকে দূরে রাখতে পারবেন না। আমরা মৃত্যুকে ভয় পাই না। প্রয়োজনে জীবন দিয়ে হলেও তীব্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সাংবাদিক নেতা শওকত মাহমুদেও মুক্ত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ।

এই সাংবাদিক নেতা সরকারকে উদ্দেশ্য করে আরো বলেন, শওকত মাহমুদের বিরুদ্ধে কি অভিযোগ আপনারাও জানেন, আর আমরাও জানি। এসব অভিযোগে মামলা করা তমাশা ছাড়া আর কিছুই নয়।

তিনি বলেন, শওকত মাহমুদের গায়ে হাত দিয়ে গোটা সাংবাদিক সমাজের গায়ে হাত দেয়া হয়েছে। এর পরিণতি হবে ভয়াবহ। দেশজুড়ে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে শওকত মাহমুদকে মুক্ত করে আনা হবে বলে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এম এ আজিজ বলেন, বাংলাদেশে এই প্রথম সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে’র সভাপতিকে মিথ্যা মামলায় আটক করে রিমান্ডে নেয়ার ঘটনা ঘটলো। তিনদিনের রিমান্ড শেষে আজ আদালতে নেয়ার কথা শওকত মাহমুদকে।

তিনি বলেন, আমরা আশা করি শওকত মাহমুদকে আদালত থেকে সরাসরি সাংবাদিকদের মাঝে ফিরিয়ে দিবে সরকার। এম এ আজিজ বলেন, শওকত মাহমুদের অপরাধ তিনি বন্ধ মিডিয়া খুলে দেয়া, সাংবাদিক হত্যার বিচার চাওয়া, দখলদারদের হাত থেকে জাতীয় প্রেসক্লাবকে রক্ষা করা ও সাংবাদিকদের রুটিরুজির আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি বলেন, শুধু শওকত মাহমুদ নয়, আরো দু‘চারজনকে আটক করলেও সাংবাদিকদের এই আন্দোলন থেকে দমানো যাবে না। মিথ্যা মামলা প্রত্যাহার করে শওকত মাহমুদককে নিঃশর্ত মুক্তি না দেয়া হলে সারাদেশে সাংবাদিকরা আন্দোলনে ঝাপিয়ে পড়বে।

জাহাঙ্গীর আলম প্রধান বলেন, আমরা রুটি-রুজির আন্দোলন করে আসছিলাম। এর মধ্যে মিথ্যা ও বানোয়াট মামলায় বিএফইউজে’র শীর্ষ নেতা শওকত মাহমুদকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়েছে। অনতি বিলম্মে আমরা শওকত মাহমুদের মুক্তিদাবী করছি।

তিনি বলেন, সাংবাদিকদের ৮ম ওয়েজ বোর্ডের এখন ৯বম ওয়েজবোডে বাস্তবায়নের দাবিতে আন্দোলনের প্রস্তুতি নেয়ার আগেই পরিকল্পিতভাবে গ্রেফতার হলো বিএফইউজের এই নেতাকে। জাহাঙ্গীর আলম প্রধান বলেন, শওকত মাহমুদকে গ্রেফতার করে স্বাধীন গণমাধ্যমে প্রতি সরকারের যে চরম বাধা সৃষ্টি তা প্রমান করলো।

ছড়াকার আবু সালেহ বলেন, শওকত মাহমুদকে মুক্তি না দিয়ে তাকে রিমান্ডে নিয়ে চরম নির্যাতন চালানো হয়েছে। অবৈধভাবে জাতীয় প্রেসক্লাবের দখল দারিত্বের প্রতিবাদ করা হলো তার অপরাধ । তিনি বলেন, শওকত মাহমুদের মুক্তি ও প্রেসক্লাব দখলমুক্ত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শহিদুল ইসলাম বলেন, মিথ্যা সাজানো মামলায় পাঁচদিন আগে শওকত মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, শওকত মাহমুদের মতো একজন শীর্ষ সাংবাদিক নেতার অভিযোগগুলো হাস্যকর ও কল্পনাপ্রসূত। শওকত মাহমুদ নাকি গাড়িতে প্রেটল বোমা মেরেছেন, গাড়ি ভাংচুর করেছেন। এধরনের অভিযোগ অবিশ্বাস্য তমাশা ছাড়া কিছুই নয়।

আব্দুল আউয়াল টাকুর বলেন, শওকত মাহমুদকে গ্রেফতার করে সরকারের অগণতান্ত্রিক আচারণের বহিপ্রকাশ করেছে। তাকে মুক্তি দিয়ে সরকার প্রমান করুক দেশে গণতন্ত্র আছে। তিনি বলেন, সরকার একটি জাতীয় নির্বাচন দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করুক এটা সবার দাবি।

খোরশেদ আলম বলেন, ইতোপূর্বে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় একজন সংখ্যলঘু সম্প্রদায়ের লোক সাংবাদিক প্রবীর শিকদারকেও আটক করা হয়েছিল। রিমান্ডের আবেদন করেও তাকে মুক্তি দেয়া হয়েছে। একজন মন্ত্রী বলেছিলেন তার ইঙ্গিতে ওই সাংবাদিককে মুক্তি দেয়া হয়েছে। তিনি প্রশ্ন রেখে বলেন, যদি তা-ই হয় তাহলে ওই মন্ত্রীর নিদের্শেই ওই সাংবাদিককে আটক করা হয়েছিল? তিনি বলেন, শওকত মাহমুদের মতো একজন সাংবাদিক নেতাকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাই।

সভাপতির বক্তব্যে এম আব্দুল্লাহ বলেন, সরকার এমন পর্যায় দেশকে নিয়ে গেছে আমাদের প্রতিদিন আন্দোলন করতে হচ্ছে। এভাবে আন্দোলনে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। জাতীয় প্রেসক্লাবে তিনবার সাধারণ সম্পাদক ও দুইবার সভাপতি ও বিএফইউজে নির্বাচনে বিপুল সংখ্যক ভোট পেয়ে নির্বাচিত সভাপতি শওকত মাহমুদ সাংবাদিকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একজন নেতা হিসাবে পরিচিত। সাংবাদিক ইউনিয়নে রেকর্ডসংখ্যক ভোট পেয়ে নির্বাচিত এই নেতাকে সরকার প্রতিহিংসা পরায়ন হয়ে গ্রেফতার করেছে। তিনি বলেন, অবিলম্বে শওকত মাহমুদকে মুক্তি দিন, তা নাহলে দেশব্যাপী গণআন্দোলন গড়ে তোলে সরকারের পতন ঘটানো হবে।