অপরাহ্ন, শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

পাবনা : সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির ছোট ভাই পাবনার বেড়া পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল বাতেনসহ ১৩ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেড়া থানায় পৃথক দুটি মামলা ( নম্বর-১৭ ও ১৮) করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাতে দুদক পাবনার উপ সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন।

মামলায় বেড়া সিএন্ডবি করমজা নতুনসহাটের প্রায় ৭৯ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনিসহ আসামিরা দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে জানায় দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনসহ অভিযুক্তরা নিয়মনীতি উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি হাটকে বেসরকারি ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে ১ বছরের স্থলে একত্রে ১৩ বছর অবৈধভাবে ভোগদখল করেছেন।

বিধি মোতাবেক সরকারি কোষাগারে টাকা জমা দেননি। দুটি মামলার এজাহার মিলিয়ে উল্লেখ করা হয় পৌর মেয়রসহ সংশ্লিষ্টরা সরকারের ৭৯ লাখ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।

১৮ নম্বর মামলায় অভিযুক্তরা হলেন, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, বেড়া পৌরসভার প্রকৌশলী খন্দকার ফিরোজুল আলম, কাউন্সিলর যথাক্রমে হাবিবুর রহমান হবি, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, শামসুল হক খান, এনামুল হক শামিম, আব্দুর রাজ্জাক সরদার, ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, শহিদ আলী, নার্গিস আক্তার এবং হাটের ইজারাদার এ কে এম রফিকুন নবী।

অপরদিকে ১৭ নম্বর মামলায় রফিকুন নবী ছাড়া সকলেই রয়েছেন, শুধু এ মামলায় অভিযুক্ত তালিকায় সংযুক্ত করা হয়েছে ইজারাদার মাহবুব হোসেন বাবলুর নাম। একটি মামলায় অভিযুক্তদের দ্বারা সরকারের ৭৬ লাখ টাকা এবং অপর মামলায় ২ লাখ ৩ হাজার টাকার ক্ষতি দেখানো হয়েছে। যে টাকা বিধি মোতাবেক জমা দেবার কথা ছিলো সরকারি কোষাগারে বলে জানায় দুদক।

Tag :

সারাদেশে বিআরটিএর অভিযানে ৬ লাখ ৪৩ হাজার টাকা জরিমানা

সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রীর ভাইসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

আপডেট টাইম : ১০:১৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫

পাবনা : সাবেক স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপির ছোট ভাই পাবনার বেড়া পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল বাতেনসহ ১৩ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বেড়া থানায় পৃথক দুটি মামলা ( নম্বর-১৭ ও ১৮) করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার রাতে দুদক পাবনার উপ সহকারী পরিচালক জালাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দুটি দায়ের করেন।

মামলায় বেড়া সিএন্ডবি করমজা নতুনসহাটের প্রায় ৭৯ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে তিনিসহ আসামিরা দুর্নীতির আশ্রয় নিয়েছেন বলে জানায় দুদক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেনসহ অভিযুক্তরা নিয়মনীতি উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে সরকারি হাটকে বেসরকারি ব্যক্তি মালিকানাধীন দেখিয়ে ১ বছরের স্থলে একত্রে ১৩ বছর অবৈধভাবে ভোগদখল করেছেন।

বিধি মোতাবেক সরকারি কোষাগারে টাকা জমা দেননি। দুটি মামলার এজাহার মিলিয়ে উল্লেখ করা হয় পৌর মেয়রসহ সংশ্লিষ্টরা সরকারের ৭৯ লাখ টাকা জমা না দিয়ে আত্মসাৎ করেছেন।

১৮ নম্বর মামলায় অভিযুক্তরা হলেন, বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন, বেড়া পৌরসভার প্রকৌশলী খন্দকার ফিরোজুল আলম, কাউন্সিলর যথাক্রমে হাবিবুর রহমান হবি, আবু দাউদ শেখ, জয়নাল আবেদিন, শামসুল হক খান, এনামুল হক শামিম, আব্দুর রাজ্জাক সরদার, ইসলাম উদ্দিন, আব্দুস সামাদ মহলদার, শহিদ আলী, নার্গিস আক্তার এবং হাটের ইজারাদার এ কে এম রফিকুন নবী।

অপরদিকে ১৭ নম্বর মামলায় রফিকুন নবী ছাড়া সকলেই রয়েছেন, শুধু এ মামলায় অভিযুক্ত তালিকায় সংযুক্ত করা হয়েছে ইজারাদার মাহবুব হোসেন বাবলুর নাম। একটি মামলায় অভিযুক্তদের দ্বারা সরকারের ৭৬ লাখ টাকা এবং অপর মামলায় ২ লাখ ৩ হাজার টাকার ক্ষতি দেখানো হয়েছে। যে টাকা বিধি মোতাবেক জমা দেবার কথা ছিলো সরকারি কোষাগারে বলে জানায় দুদক।