অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা Logo বগুড়ায় ৮টি ধারালো অস্ত্রসহ ২ জন গ্রেফতার Logo ফায়ার ও পরিবেশ ছাড়পত্র জানতে চাওয়াতে ম্যানেজার সাকিল, সাংবাদিকের সাথে অশুভ আচরণ। Logo প্রচণ্ড তাপপ্রবাহের কারণে সব প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ Logo তীব্র তাপদাহে ফলদ ও বনজ বৃক্ষরোপণ Logo বগুড়া জেলা পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের র‍্যাংক ব্যাজ অনুষ্ঠিত Logo বগুড়ায় একটি বাসায় প্রচন্ড বিস্ফোরণ আহত তিন জন Logo বগুড়া সোনাতলায় ৩ শতাধিক বৃক্ষরোপন করলেন ছাত্রলীগ নেতা Logo লালমনিরহাটে চীফ জুডিশিয়াল ও অতিরিক্ত জুডিশিয়াল প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। Logo বাউফলে বৃষ্টির জন্য ইস্তিস্কা সালাত অনুষ্ঠিত।

ইউরোপে পাড়ি জমাচ্ছেন গ্রিসে আটকে পড়া শত শত বাংলাদেশি

ডেস্ক: ইউরোপে একই পথে পাড়ি জমাচ্ছেন গ্রিসে আটকে পড়া শত শত অবৈধ বাংলাদেশি।

এতে বলা হয়, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে প্রতিদিন স্রোতের মতো যাওয়া অভিবাসী ও শরণার্থীর চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ। হাঙ্গেরির সঙ্গে অস্ট্রিয়া তাদের সীমান্তে নজরদারি বাড়ালেও গতকালও একটি ভ্যানের ভেতর থেকে ২৪ আফগানকে বিপজ্জনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওদিকে হাঙ্গেরি অভিযোগ করেছে, গ্রিস কোনো বাদবিচার ছাড়াই এসব অভিবাসীকে ইউরোপের মূল ভূখ-ের দিকে ঠেলে দিচ্ছে। এসব অধিবাসীর বেশির ভাগই সিরীয়। সাগরপথে তারা মূলত ইতালি গিয়ে নামছেন। তাই প্রতিদিনই শত শত অভিবাসী ইতালিতে যাওয়ার ঘটনা নিয়ে সাধারণ গ্রিকদের প্রতিক্রিয়া কী হচ্ছে?

এ বিষয়ে এথেন্সের বাসিন্দা জয়নাল আবেদীন বলেছেন, এথেন্স শহরে থাকি ২৫ বছর ধরে। এসব শরণার্থী বা অভিবাসীর মনোবল প্রবল। শুরুর দিকে যখন তারা সেখানে গিয়ে পৌঁছেন তখন এথেন্সের মানুষের সাংঘাতিক ক্ষোভ ছিল সরকার ও বিভিন্ন সিস্টেমের প্রতি। কিন্তু সরকার গ্রিসের সীমান্ত একেবারে উন্মুক্ত করে দিয়েছে। সিরিয়া, ইরাক, আফগানিস্তান থেকে যারা যাচ্ছেন সেখানে, তাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেয়া হয়েছে। তারা মেসিডোনিয়া থেকে সাইবেরিয়া, সাইবেরিয়া থেকে অস্ট্রিয়া হয়ে ইতালি, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছেন। এজন্য গ্রিক অভিবাসীদের খুব একটা মনোক্ষোভ নাই। এসব অভিবাসীকে রাস্তায় দেখা যায় না। এদের জন্য বিশেষ কিছু স্পট আছে। সেখানে তারা গিয়ে নামেন। সরকারও তাদের থাকার একটি জায়গা দিতে সহায়তা করে। ওরা যেখানে এসে নামেন সেখানে বাস থাকে।

জয়নাল আবেদিন বলেন, বাসগুলো প্রাইভেট। বাসের ভাড়া হলো ৫০ থেকে ৬০ ইউরো। ওদের ব্যবসা শুরু হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বড় বড় বাস যাচ্ছে।

জয়নাল আবেদিনের কাছে জানতে চাওয়া হয়, আপনারা যারা ধরুন ওখানে (গ্রিসে) বহুদিন ধরে আছেন স্থায়ীভাবে, বৈধ হয়েছেন কিন্তু একইসঙ্গে আপনারা বিদেশি, অভিবাসী। তারা এ বিষয়টাকে কীভাবে দেখছেন?

তিনি বলেন, এখানে যারা বাংলাদেশি ছিলেন, পুলিশ তাদের হয়রানি করেছে, ফেলে রেখেছে তারা সবাই গ্রিস থেকে চলে গিয়েছেন। আমার মনে হয় শতকরা ৮০ ভাগ মানুষ চলে গিয়েছেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো গ্রিক সরকার ৩০ সেপ্টেম্বরের পরে যাদের সাত বছরের ডকুমেন্টস আছে তাদের বৈধতা দেয়ার জন্য প্রজ্ঞাপন দিয়েছে। কিন্তু সেই প্রজ্ঞাপনে আগ্রহ নেই অভিবাসীদের। তাই তারা চলে যাচ্ছেন।

অর্থাৎ আপনি বলতে চাইছেন যে, বাংলাদেশি যারা অবৈধ ছিলেন তারা এ শরণার্থীদের সঙ্গে চলে যাচ্ছেন?

জবাবে জয়নাল আবেদীন আরো বলেন, হ্যাঁ চলে যাচ্ছেন এবং চলে গেছেন।

তাদের সংখ্যা কত?

জয়নাল বলেন, আমরা মনে করি ১০ থেকে ১৫ হাজার বাংলাদেশি অলরেডি চলে গেছেন।

কোন আশায় তারা যাচ্ছেন?

জবাবে জয়নাল আবেদনি বলেন, তারা মনে করেন যেহেতু গ্রিসে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, অন্য দেশে অর্থনৈতিক অবস্থা ভাল। সেখানে গেলে বৈধতা পেতে পারেন। কাজকর্ম করে উন্নতি করার সুযোগ পাবেন। এমন সব আশা করেই তারা ওখানে যাচ্ছেন।

প্রশ্ন- তারা যাচ্ছেন কোন দেশে মূলত?

জবাবে জয়নাল বলেন, জার্মানিতে। এখনও এসব মানুষের পার্মানেন্ট কাজ আছে গ্রিসে। কিন্তু বৈধভাবে থাকার কোনো স্কোপ নেই। এমন সব লোকও কাজ ছেড়ে চলে গেছেন।

বিবিসি প্রশ্ন করে- আপনি চেনেন এ রকম কাউকে যিনি গেছেন?

জয়নাল বলেন, অনেক লোককে চিনি আমি যারা চলে গেছেন, গিয়ে আমাকেও টেলিফোনও করেছেন। অনেকে ইতালি থেকে টেলিফোন করেছেন। ইতালিতে একটি পার্ক আছে। ওই পার্কে গ্রিস থেকে যাওয়া শুধু বাংলাদেশিরা অবস্থান করছেন। আমার দোকানেও একটা ছেলে কাজ করতো। সে আমার কাছে একদিনের ছুটি চায়। পরের দিনই খবর আসে যে, সে চলে গেছে। সে এখন জার্মানি গিয়ে পৌঁছেছে। গ্রিসে গার্মেন্টস আছে দুইশ থেকে আড়াই শ। এতেও অনেক মানুষ অবৈধভাবে ছিলেন। তারাও অনেকে চলে গিয়েছেন। গ্রিসে যেসব বাংলাদেশি ছোটখাটো ব্যবসা করেন তারাও এখন দুর্ভোগে। কারণ, কর্মচারী নাই।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেলের বিরুদ্ধে মামলা

ইউরোপে পাড়ি জমাচ্ছেন গ্রিসে আটকে পড়া শত শত বাংলাদেশি

আপডেট টাইম : ০২:২৮:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০১৫

ডেস্ক: ইউরোপে একই পথে পাড়ি জমাচ্ছেন গ্রিসে আটকে পড়া শত শত অবৈধ বাংলাদেশি।

এতে বলা হয়, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা থেকে প্রতিদিন স্রোতের মতো যাওয়া অভিবাসী ও শরণার্থীর চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপ। হাঙ্গেরির সঙ্গে অস্ট্রিয়া তাদের সীমান্তে নজরদারি বাড়ালেও গতকালও একটি ভ্যানের ভেতর থেকে ২৪ আফগানকে বিপজ্জনক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

ওদিকে হাঙ্গেরি অভিযোগ করেছে, গ্রিস কোনো বাদবিচার ছাড়াই এসব অভিবাসীকে ইউরোপের মূল ভূখ-ের দিকে ঠেলে দিচ্ছে। এসব অধিবাসীর বেশির ভাগই সিরীয়। সাগরপথে তারা মূলত ইতালি গিয়ে নামছেন। তাই প্রতিদিনই শত শত অভিবাসী ইতালিতে যাওয়ার ঘটনা নিয়ে সাধারণ গ্রিকদের প্রতিক্রিয়া কী হচ্ছে?

এ বিষয়ে এথেন্সের বাসিন্দা জয়নাল আবেদীন বলেছেন, এথেন্স শহরে থাকি ২৫ বছর ধরে। এসব শরণার্থী বা অভিবাসীর মনোবল প্রবল। শুরুর দিকে যখন তারা সেখানে গিয়ে পৌঁছেন তখন এথেন্সের মানুষের সাংঘাতিক ক্ষোভ ছিল সরকার ও বিভিন্ন সিস্টেমের প্রতি। কিন্তু সরকার গ্রিসের সীমান্ত একেবারে উন্মুক্ত করে দিয়েছে। সিরিয়া, ইরাক, আফগানিস্তান থেকে যারা যাচ্ছেন সেখানে, তাদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দেয়া হয়েছে। তারা মেসিডোনিয়া থেকে সাইবেরিয়া, সাইবেরিয়া থেকে অস্ট্রিয়া হয়ে ইতালি, জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশে যাচ্ছেন। এজন্য গ্রিক অভিবাসীদের খুব একটা মনোক্ষোভ নাই। এসব অভিবাসীকে রাস্তায় দেখা যায় না। এদের জন্য বিশেষ কিছু স্পট আছে। সেখানে তারা গিয়ে নামেন। সরকারও তাদের থাকার একটি জায়গা দিতে সহায়তা করে। ওরা যেখানে এসে নামেন সেখানে বাস থাকে।

জয়নাল আবেদিন বলেন, বাসগুলো প্রাইভেট। বাসের ভাড়া হলো ৫০ থেকে ৬০ ইউরো। ওদের ব্যবসা শুরু হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বড় বড় বাস যাচ্ছে।

জয়নাল আবেদিনের কাছে জানতে চাওয়া হয়, আপনারা যারা ধরুন ওখানে (গ্রিসে) বহুদিন ধরে আছেন স্থায়ীভাবে, বৈধ হয়েছেন কিন্তু একইসঙ্গে আপনারা বিদেশি, অভিবাসী। তারা এ বিষয়টাকে কীভাবে দেখছেন?

তিনি বলেন, এখানে যারা বাংলাদেশি ছিলেন, পুলিশ তাদের হয়রানি করেছে, ফেলে রেখেছে তারা সবাই গ্রিস থেকে চলে গিয়েছেন। আমার মনে হয় শতকরা ৮০ ভাগ মানুষ চলে গিয়েছেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো গ্রিক সরকার ৩০ সেপ্টেম্বরের পরে যাদের সাত বছরের ডকুমেন্টস আছে তাদের বৈধতা দেয়ার জন্য প্রজ্ঞাপন দিয়েছে। কিন্তু সেই প্রজ্ঞাপনে আগ্রহ নেই অভিবাসীদের। তাই তারা চলে যাচ্ছেন।

অর্থাৎ আপনি বলতে চাইছেন যে, বাংলাদেশি যারা অবৈধ ছিলেন তারা এ শরণার্থীদের সঙ্গে চলে যাচ্ছেন?

জবাবে জয়নাল আবেদীন আরো বলেন, হ্যাঁ চলে যাচ্ছেন এবং চলে গেছেন।

তাদের সংখ্যা কত?

জয়নাল বলেন, আমরা মনে করি ১০ থেকে ১৫ হাজার বাংলাদেশি অলরেডি চলে গেছেন।

কোন আশায় তারা যাচ্ছেন?

জবাবে জয়নাল আবেদনি বলেন, তারা মনে করেন যেহেতু গ্রিসে অর্থনৈতিক অবস্থা খুব খারাপ, অন্য দেশে অর্থনৈতিক অবস্থা ভাল। সেখানে গেলে বৈধতা পেতে পারেন। কাজকর্ম করে উন্নতি করার সুযোগ পাবেন। এমন সব আশা করেই তারা ওখানে যাচ্ছেন।

প্রশ্ন- তারা যাচ্ছেন কোন দেশে মূলত?

জবাবে জয়নাল বলেন, জার্মানিতে। এখনও এসব মানুষের পার্মানেন্ট কাজ আছে গ্রিসে। কিন্তু বৈধভাবে থাকার কোনো স্কোপ নেই। এমন সব লোকও কাজ ছেড়ে চলে গেছেন।

বিবিসি প্রশ্ন করে- আপনি চেনেন এ রকম কাউকে যিনি গেছেন?

জয়নাল বলেন, অনেক লোককে চিনি আমি যারা চলে গেছেন, গিয়ে আমাকেও টেলিফোনও করেছেন। অনেকে ইতালি থেকে টেলিফোন করেছেন। ইতালিতে একটি পার্ক আছে। ওই পার্কে গ্রিস থেকে যাওয়া শুধু বাংলাদেশিরা অবস্থান করছেন। আমার দোকানেও একটা ছেলে কাজ করতো। সে আমার কাছে একদিনের ছুটি চায়। পরের দিনই খবর আসে যে, সে চলে গেছে। সে এখন জার্মানি গিয়ে পৌঁছেছে। গ্রিসে গার্মেন্টস আছে দুইশ থেকে আড়াই শ। এতেও অনেক মানুষ অবৈধভাবে ছিলেন। তারাও অনেকে চলে গিয়েছেন। গ্রিসে যেসব বাংলাদেশি ছোটখাটো ব্যবসা করেন তারাও এখন দুর্ভোগে। কারণ, কর্মচারী নাই।

সূত্র: বিবিসি